Bharti bootlicker like Captain and kid buffon Aazidane are so loyal to their Indian master is that those rootless dalal won't stand up against Bhartis aggression in 2012 yet keep talking about dead issues like 71.
Vassal state alright.
This one is for all Bharat loving Bengalis. Not Bangladeshi though.
Zabaniya may enjoy this one since Indian loves him. So what if Indian does it. They gave you independence so it will be uncivilized to talk negative about India. Right, you Bengali nationalist.
This news bascially tells us that:
BSF won't allow Bangladesh to complete the construction of Highway.
এবার মহাসড়কের কাজ বন্ধ করে দিল বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ২২-০৫-২০১২
পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বাংলাবান্ধা অংশের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ
। তিন দিন ধরে এই কাজ বন্ধ রয়েছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্ট-২ (আরআইএনপি-২
নামে একটি প্রকল্পের আওতায় ১৩১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের প্রায় ৫৪ কিলোমিটার মহাসড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেড। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই মহাসড়কটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ওই সময়ের মধ্যে মহাসড়কের বাংলাবান্ধা অংশের ১৫০ মিটার কাজ করতে না পারলে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের সদস্যরা মহাসড়কটির বাংলাবান্ধা অংশের ১৫০ মিটার নির্মাণকাজে বাধা দিয়েছে। তবে এ বাধা উপেক্ষা করে কাজ করতে চাইলে বিএসএফ গুলি করার হুমকি দেয়। তাই বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। তিনি আরও বলেন, বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না দিলে কাজ শেষ না করেই চলে যেতে হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর-সংলগ্ন মহাসড়কের ১৫০ মিটার কাজ না হলে ট্রাকের যাতায়াত ব্যাহত হওয়াসহ আমদানি-রপ্তানির কার্যক্রম ব্যাহত হবে। বিএসএফ শূন্য রেখা পর্যন্ত সড়কের উন্নয়ন করেছে। অথচ বাংলাদেশকে সড়ক নির্মাণে বাধা দিচ্ছে।
বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে নির্মাণকাজে বাধা দেওয়া হবে না।
???? ???????? ??? ???? ??? ??? ?????? - ????? ???