What's new

Bangladesh Students Protest l Updates, News & Discussion

there are reports of rape? guys how much of that is true? because to date i can't seem to find any reports of missing individuals filed by their parents or students....
BCL attacked on them for sure but murder and rape are just rumours , read
গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী নওশাবা আটক
and
Rab detains actress Quazi Nawshaba for spreading rumours on Facebook.
A women with beautiful face and ugly mind. She should have understood that she is a celebrity and lots of peoples will believe her and will create chaos.

This types of rumours aren't good for this movement.
 
Last edited:
.
there are reports of rape? guys how much of that is true? because to date i can't seem to find any reports of missing individuals filed by their parents or students....

How will you find any missing report by parents , incident only took place yesterday .
Reports of rape murder can't varify but certainly bcl attack took place .
 
. .
there are reports of rape? guys how much of that is true? because to date i can't seem to find any reports of missing individuals filed by their parents or students....
Well, my very young cousin along with his classmates and schoolmates witnessed one murder in jigatola. They were protesting as a large group from their school. So at least the murder one I am sure of.
 
.
1. Students rose up after the last straw on the camel’s back – a bus mowed down a group of students due to reckless driving.

2. Buses in Bangladesh, as well as many other vehicles are driven without license, without any rules or law. Reckless driving is the norm, without any consequences. The police simply collect bribes

3. Students began peacefully protesting by holding rallies. The police and government thugs began targeting and attacking them, not only with sticks but now even with guns, shooting school-going and college going kids, some only in the 5th grade.

4. Students are still on the streets and peacefully demonstrating, also stopping vehicles to make sure they have papers

5. It was found that many police vehicles and even vehicles of ministers didn’t have any papers or license. The videos of these went viral.

6. Students have put up a 9-point demand from the government, related to road safety – like having a police sergeant near colleges and schools to help them cross the roads. The government has refused to meet their demands

7. US government has consistently backed this government and may have been instrumental in this party coming to power.

8. Suddenly the US has changed tack and now pretending to support the protesters.

9. Police is using equipment and vehicles to brutalize Bangladeshi youth, some as young as 10, using US government donated military-style vehicles, equipment and weapons.

10. Government has shut down data on smart phones to stop people going live about police and government thug brutality.

11. Government is also arresting people who are simply posting on FB claiming “fake news”
 
.
there are reports of rape? guys how much of that is true? because to date i can't seem to find any reports of missing individuals filed by their parents or students....

The truth behind these incidents can only be found if the despot steps down. The judges, police, investigators are all her personal servants seeking to please her at every opportunity.


Listen partisan hack, your beloved Khaleda is as irrelevant as "T-Rex".

The young generation has had enough of Khaledas and Hasinas.

Whichever party manages to court young energetic leadership will sweep elections.

Keep weeping for Khaleda till oblivion.

Look who's talking! Is it not a BCL cadre talking about 'partisan hack'? The entire nation except those trained dogs we know as BCL is up against the bank robber hasina and here we have one of those dogs disguised as sheep throwing mud at Khaleda.

Awami League won't always be in power. They will fall...be it 10 years or 20. When they do fall BCL scums will be the ones to get hit the hardest. Its a norm in BD. After a govt changes half of their student wing leadership disappears and never found again. Rest go into hiding.

This time those scumbags should be publicly crucified!


Well, my very young cousin along with his classmates and schoolmates witnessed one murder in jigatola. They were protesting as a large group from their school. So at least the murder one I am sure of.

The bastard regime is claiming that it's all rumor.


Well, my very young cousin along with his classmates and schoolmates witnessed one murder in jigatola. They were protesting as a large group from their school. So at least the murder one I am sure of.

If any evidence is there like video clip of students being picked up by the BCL thugs it should be secured at any cost. Making copies and up loading it on u-tube or presenting it to international media is a good way of securing it.
 
. .
there are reports of rape? guys how much of that is true? because to date i can't seem to find any reports of missing individuals filed by their parents or students....




BCL attacked on them for sure but murder and rape are just rumours , read
গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী নওশাবা আটক
and
Rab detains actress Quazi Nawshaba for spreading rumours on Facebook.
A women with beautiful face and ugly mind. She should have understood that she is a celebrity and lots of peoples will believe her and will create chaos.

This types of rumours aren't good for this movement.

My foot!
 
.
১২:২৮ অপরাহ্ন, আগস্ট ০৫, ২০১৮ / সর্বশেষ সংশোধিত: ১২:৫১ অপরাহ্ন, আগস্ট ০৫, ২০১৮
হাতে লাঠি মাথায় হেলমেট ‘ছাত্রলীগের’ হামলা শিক্ষার্থীদের ওপর

student_injured1_0_0.jpg

জিগাতলায় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় চোখে আঘাত লাগে এক ছাত্রের। শার্টজুড়ে তার ছোপ ছোপ রক্ত। ছবি: আমরান হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

শনিবার দুপুর দেড়টায় ধানমন্ডির ৩ নম্বর সড়কে এক দিকে স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী অন্যদিকে ছাত্রলীগসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী। অনেকের হাতে লাঠি-ইট-পাথর। দুদিক থেকেই চড়াও হওয়ার চেষ্টা। বাতাসে ছাত্র হত্যা ও ছাত্রী নিপীড়নের গুজবে উত্তেজনা চরমে উঠলে রাস্তার ডিভাইডারের ওপরের বেড়া ভেঙে লাঠি তুলে নেয় ছাত্ররা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ।

এর পরই শুরু হয় হামলা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে হামলা-সংঘর্ষ।

ছাত্রলীগের নেতা-কর্মীরা সীমান্ত স্কয়ারের দিক থেকে পাথর ছুড়তে ছুড়তে ছাত্রদের দিকে এগিয়ে যায়। আক্রমণকারীদের মাঝখানে থাকা লাল শার্ট ও হেলমেট পরিহিত এক যুবক তখন পিস্তল হাতে। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ। একবার, দুবার, তিনবার… আরও বেশ কয়েক বার।

প্রাণপণে ছুটছে তখন ছাত্ররা। বৃষ্টির মতো তখন তাদের দিকে উড়ে আসছে পাথর। তাদের মধ্যেই অপেক্ষাকৃত লম্বা একটি ছেলে রাস্তায় পড়ে যায়। সে তার চোখ চেপে ধরে। সঙ্গে সঙ্গে কয়েকজন ছাত্র ছুটে এসে রিকশায় তুলে নেয় তাকে। ছেলেটি তখন কাঁদছিল। তাদেরকে বলে, 'আমাকে নিয়ে চিন্তা করিস না। কিছু হয় নাই আমার। তোরা ঠেকা। নাহলে ছাত্রলীগের সঙ্গে পারা যাবে না।'

কিছুক্ষণের মধ্যেই তাকে ঘিরে ছাত্রদের মুহুর্মুহু করতালি। একজন চিৎকার দিয়ে বলে ওঠে, ধর.. ধর..।

মুহূর্তেই বদলে যায় অবস্থা। হামলাকারীদের দিকে পাথর নিয়ে পাল্টা প্রতিরোধ। পিছু হটতে বাধ্য হয় হেলমেট পরা অস্ত্রধারী যুবকরা।

গতকাল সন্ধ্যা পর্যন্ত ধানমন্ডিতে যা ঘটেছে এটি তার একটি খণ্ডচিত্র। সড়কে গাড়িচাপায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে শনিবারও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জিগাতলায় লাইসেন্স ও যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছিল। এর মধ্যেই ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়েছে।

হামলাকারীরা পথচারী থেকে শুরু করে যারাই তাদের ছবি বা ভিডিও করার চেষ্টা করেছে তাদেরকেই নির্বিচারে পিটিয়েছে, মোবাইল ফোন কেড়ে নিয়েছে, ক্যামেরা ভেঙেছে।

আট-নয় জন ঘিরে ধরে এক নারী চিকিৎসককে মাথায় ও পায়ে আঘাত করে তারা। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হামলা ঠেকানোর চেষ্টা করেন। পালিয়ে গিয়ে রক্ষা পান তিনি।

সারাদিনের হামলায় সেখানে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। এছাড়াও আছে পথচারী, সাংবাদিক ও ক্ষমতাসীন দলের কর্মী। শিক্ষার্থীদের মধ্যে ২০ জনের জখম গুরুতর। হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ছয় জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

jhigatola_area_0.jpg

জিগাতলায় পিলখানা ফটকের সামনে শনিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের হামলার মুখে ছুটছে ছাত্ররা। ছবি: প্রবীর দাশ

দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স যাচাই করার সময়ই সংঘর্ষ শুরু হয়। স্কুল ইউনিফর্মে থাকা অন্তত পাঁচ জনকে পেটায় হামলাকারীরা। এছাড়াও ছাত্রদল ও শিবির কর্মী সন্দেহে বেশ কয়েকজনের ওপর হামলা চালায় তারা। আহতদের হাসপাতালে পাঠিয়ে সায়েন্স ল্যাব মোড়ে সমবেত হওয়া শিক্ষার্থীদের হামলার খবর দেয় তারা। কিছুক্ষণের মধ্যেই নির্মাণাধীন একটি ভবন থেকে লাঠি আর পাথর নিয়ে জিগাতলার দিকে যাওয়া শুরু করে তারা। ছাত্রলীগের দিক থেকেও পাথরে জবাব আসে। ছাত্রদের সংখ্যা বাড়তে থাকলে একত্রিত হয়ে তারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির নেতা-কর্মীদের ধাওয়া করে ধানমন্ডি ৩-এ তাদের দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় পর্যন্ত নিয়ে যায়। এক পর্যায়ে কার্যালয়ে পাথর ছোড়া হলে জানালার কাচ ভাঙে।

বিরতিহীনভাবে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চললেও পুলিশের দেখা মেলেনি। সড়কের পাশের গলিগুলোতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়া ছাত্রদের এসময় খুঁজে খুঁজে পেটানো হয়।

দুপুর আড়াইটার দিকে সাঁজোয়া যান নিয়ে প্রায় ৪০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসে। তারাও সরকারি দলের কর্মীদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। প্রায় আধা ঘণ্টার মধ্যে গণমাধ্যম কর্মীরা ওই এলাকায় ভিড় করার পর নিরস্ত হয় পুলিশ। তবে ছাত্রদের সঙ্গে যখন সাংবাদিক ও পথচারীদেরকে পেটানো হচ্ছিল তখন আরও বেশি নীরব ভূমিকা নেয় পুলিশ।

বিকেল ৩টার দিকে পিলখানা গেট থেকে বিজিবি সদস্যরা বের হয়ে এসে ক্ষমতাসীন দলের লোকজন ও শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নেয়। তবে দুদিক থেকেই ইট-পাটকেলের মুখে ১৫ মিনিটের মধ্যে তারা চলে যায়।

দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে জিগাতলার দিকে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার তাদের ধাওয়া দেয়। এসময় সাত-আটটি গুলির শব্দ শুনতে পান ডেইলি স্টারের দুজন ফটো সাংবাদিক।

৪টার দিকে শিক্ষার্থীরা আবার হামলাকারীদের ধাওয়া দিয়ে জিগাতলার দিকে যাওয়ার চেষ্টা করলে পাল্টা ধাওয়া করা হয়। এভাবেই ৬টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এর সঙ্গেই চলে উপস্থিত লোকজনের ওপর ক্ষমতাসীন দলের লোকদের হামলা।

ক্ষমতাসীন দলের লোকজন পাঁচ-ছয় জন ছাত্রকে তাদের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে দেখায় সেখানে কেউ আটকা নেই। প্রায় ৩০ মিনিট পর তারা বেরিয়ে এসে সীমান্ত স্কয়ারের কাছে গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীদেরকে ব্রিফ করে। ব্রিফিংয়ের সময় ছাত্ররা হামলার বিচার দাবি করলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি বলেন, তারা ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন।

সন্ধ্যার পর থেকে ভুতুড়ে রূপ নেয় ধানমন্ডি ৩ এলাকা। রাস্তাজুড়ে তখন ছড়ানো ছিটানো গাছের ডাল, ইট, পাথর আর লাঠি।
 
.
Bangladeshi monsoon is here like the Arab spring.

Glory to the Hilsa
 
. . .
i guess the video is removed...

Well, my very young cousin along with his classmates and schoolmates witnessed one murder in jigatola. They were protesting as a large group from their school. So at least the murder one I am sure of.
its time the people come to the streets and bring this govt down.... enough is enough for power.... i will definitely join along if war erupts from this because this is no less from war
 
. . .

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom