What's new

Should we make a petition to change 'Malaun' names of all cities of Bangladesh?

Are we ready for this? Will you support the Bangladesh people for this CHANGE?

  • Yes ! this change is very needed for ethnic cleansing

    Votes: 18 75.0%
  • No. Just no... -_-

    Votes: 6 25.0%

  • Total voters
    24
. .
Nayan Chatterjee is a false flagger. Its funny to see Mr. TT posting these craps. I followed Nayan Chattejee's profile earlier. Cant find now. His profile showed he was in WB. Cant believe his nonsense. It was clear from his posting style he isnt real. But these types of profiles are coming out in retaliation of pages like "Bangladesh hindu bir jubo shangho" which are motivated by RSS or as anti Islamic militants. All messed up.

You may consider Nayan Chaterjee's writing crap but 17 000 followers of his do not and he is gradually influencing the debate whether you like it or not.He obviously has an agenda but it is not clear what his motivations are. More from him -

বাংলাদেশীদের একটা ভালো রোগে ধরেছে। রোগের নাম আমি পরে বলবো। রোগটি কিন্তু খুব মারাত্মক। আমি বাংলাদেশের বুয়েটের এক মেধাবী ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম, “আচ্ছা তোমরা তো ক্রিকেট লেখা নিয়ে খুব স্ট্যাটাস দিচ্ছো, লম্ফঝম্ফ করছো। আচ্ছা অমুক পেইজে দেখলাম একদল সাম্প্রদায়িক হিন্দু তোমাদের নবীকে নিয়ে চটি লিখছে,, তুমি এর সম্পর্কে কি বলো ?
উত্তরে সেই বুয়েট ছাত্রটা বললো, `ঐখানে ধর্ম আছে, Just avoid it'

আমি জানি, আমি গত ৩-৪টা লেখা ধর্মভিত্তিক লেখায় আমার পাঠকরা খুব অসস্তিবোধ করছে, তারা ধর্ম নিয়ে নাড়াচাড়া পছন্দ করে না। ভাবে সেটা নিয়ে নাড়াচাড়া করলে পাবলিক কি না কি ভাবে। কেউ শিবির ভাবতে পারে, কেউ আইসিস বলে, কেউ বা লাদেন বলে। এজন্য একটা ধর্ম ভিত্তিক পোস্ট দিলে পেইজে কমপক্ষে ১০টা আনলাইক পরে। অর্থাৎ বাংলাদেশী মুসলমানরা তাদের ধর্ম বা ধর্মীয় দায়বদ্ধতা এড়িয়ে যেতে চায়। সত্যি কথা বলতে, এটা কিন্তু একটা মানসিক রোগ। এর নাম হচ্ছে, ধর্মীয় হীনমন্যতা বা রিলিজিয়াস ইনফেরিওরিটি কমপ্লেক্স ।

এ রোগে আক্রান্ত রোগি নিজের ধর্মকে সব সময় ছোট ও হীন মনে করে। বাংলাদেশী মুসলমানদের ক্ষেত্রে যেমনটা হয়। রোগের লক্ষণ----

১) নিজেই সব সময় বলে বেড়ায়, ‘ঐ ধর্মের লোকগুলো কত ভালো, আমার ধর্মের লোকগুলো জানি কেমন ?
২) কোর্টপ্যান্ট, ধূতি পরা মানুষ দেখলে সাহেব/বাবু মনে হয়, জ্ঞানী মনে হয়। কিন্তু দাড়ি-টুপি ওয়ালা লোক দেখলে গরীব ও স্বল্পশিক্ষিত মনে হয়।
২) অন্যধর্মের লোক দেখলে, সাথে সাথে তার প্রতি সফট কর্নার জেগে যায়, কিন্তু নিজ ধর্মের লোক হাজার ভালো কাজ করলেও চোখে পড়ে না।
৩) অন্যধর্মের কালচারকে আকর্ষণীয় মনে হয়, দেখলেই লাফ দিয়ে করতে ইচ্ছা হয়। কিন্তু নিজ ধর্মীয় কালচারকে ফালতু মনে হয়।
৪) জনসম্মুখে ধর্মভিত্তিক আলোচনা উঠলে কৌশলে কথা ঘুরিয়ে দিতে চায়। কিংবা বলা হয়, “থাক ধর্ম নিয়ে এত আলোচনা না করাই ভালো”।
৫) অন্যধর্মের লোক এদের ধর্ম নিয়ে ঠাট্টা তামাশা করলেও সেটাকে কিছুই মনে হয় না, সেটাই স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু তার বিরুদ্ধে বলাটাকে সাম্প্রদায়িকতা হিসেবে গণ্য করে থাকে।
৬) নিজ ধর্মকে তারা হীন মনে করে, তাই এ রোগে আক্রান্তরা ভালো কাজ করতে চায়, কিন্তু ধর্ম
ভিত্তিক ভালো কাজ করতে চায় না।
৭) নিজ ধর্মকে তারা হীন মনে করে,, তাই এ রোগে আক্রান্তরা দেশপ্রেমিক হতে চায়, কিন্তু নিজ ধর্ম ভিত্তিক দেশপ্রেমিক হতে চায় না।

মনে রাখবেন,
আপনি যতদিন আপনার বিষয়টাকে বড় না মনে করতে পারবেন, ততদিন আপনার বিষয়বস্তুকে প্রচার করতে কিংবা প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রতিপক্ষ আপনার মনের খচ খচের সুযোগ নিয়ে বলবে, ‘আরে আপনার ধর্মে তো এই সমস্যা, সেই সমস্যা। সেটা বাদ দেন।’ আর আপনিও বাদ দিয়ে তারটা গ্রহণ করতে বাধ্য হবেন।

তাই বাংলাদেশী মুসলমানদের বলবো, ধর্মের নাম শুনলে Just avoid it' নামক রোগটা আগে দূর করুন।
 
.
You may consider Nayan Chaterjee's writing crap but 17 000 followers of his do not
I would be more concerned about the mindset of those 17,000 followers rather than the fact that he has 17,000 followers
 
.
I would be more concerned about the mindset of those 17,000 followers rather than the fact that he has 17,000 followers

Well do not be surprised if the mindset constitutes the majority opinion in Bangladesh ...
 
.
You may consider Nayan Chaterjee's writing crap but 17 000 followers of his do not and he is gradually influencing the debate whether you like it or not.He obviously has an agenda but it is not clear what his motivations are. More from him -

বাংলাদেশীদের একটা ভালো রোগে ধরেছে। রোগের নাম আমি পরে বলবো। রোগটি কিন্তু খুব মারাত্মক। আমি বাংলাদেশের বুয়েটের এক মেধাবী ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম, “আচ্ছা তোমরা তো ক্রিকেট লেখা নিয়ে খুব স্ট্যাটাস দিচ্ছো, লম্ফঝম্ফ করছো। আচ্ছা অমুক পেইজে দেখলাম একদল সাম্প্রদায়িক হিন্দু তোমাদের নবীকে নিয়ে চটি লিখছে,, তুমি এর সম্পর্কে কি বলো ?
উত্তরে সেই বুয়েট ছাত্রটা বললো, `ঐখানে ধর্ম আছে, Just avoid it'

আমি জানি, আমি গত ৩-৪টা লেখা ধর্মভিত্তিক লেখায় আমার পাঠকরা খুব অসস্তিবোধ করছে, তারা ধর্ম নিয়ে নাড়াচাড়া পছন্দ করে না। ভাবে সেটা নিয়ে নাড়াচাড়া করলে পাবলিক কি না কি ভাবে। কেউ শিবির ভাবতে পারে, কেউ আইসিস বলে, কেউ বা লাদেন বলে। এজন্য একটা ধর্ম ভিত্তিক পোস্ট দিলে পেইজে কমপক্ষে ১০টা আনলাইক পরে। অর্থাৎ বাংলাদেশী মুসলমানরা তাদের ধর্ম বা ধর্মীয় দায়বদ্ধতা এড়িয়ে যেতে চায়। সত্যি কথা বলতে, এটা কিন্তু একটা মানসিক রোগ। এর নাম হচ্ছে, ধর্মীয় হীনমন্যতা বা রিলিজিয়াস ইনফেরিওরিটি কমপ্লেক্স ।

এ রোগে আক্রান্ত রোগি নিজের ধর্মকে সব সময় ছোট ও হীন মনে করে। বাংলাদেশী মুসলমানদের ক্ষেত্রে যেমনটা হয়। রোগের লক্ষণ----

১) নিজেই সব সময় বলে বেড়ায়, ‘ঐ ধর্মের লোকগুলো কত ভালো, আমার ধর্মের লোকগুলো জানি কেমন ?
২) কোর্টপ্যান্ট, ধূতি পরা মানুষ দেখলে সাহেব/বাবু মনে হয়, জ্ঞানী মনে হয়। কিন্তু দাড়ি-টুপি ওয়ালা লোক দেখলে গরীব ও স্বল্পশিক্ষিত মনে হয়।
২) অন্যধর্মের লোক দেখলে, সাথে সাথে তার প্রতি সফট কর্নার জেগে যায়, কিন্তু নিজ ধর্মের লোক হাজার ভালো কাজ করলেও চোখে পড়ে না।
৩) অন্যধর্মের কালচারকে আকর্ষণীয় মনে হয়, দেখলেই লাফ দিয়ে করতে ইচ্ছা হয়। কিন্তু নিজ ধর্মীয় কালচারকে ফালতু মনে হয়।
৪) জনসম্মুখে ধর্মভিত্তিক আলোচনা উঠলে কৌশলে কথা ঘুরিয়ে দিতে চায়। কিংবা বলা হয়, “থাক ধর্ম নিয়ে এত আলোচনা না করাই ভালো”।
৫) অন্যধর্মের লোক এদের ধর্ম নিয়ে ঠাট্টা তামাশা করলেও সেটাকে কিছুই মনে হয় না, সেটাই স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু তার বিরুদ্ধে বলাটাকে সাম্প্রদায়িকতা হিসেবে গণ্য করে থাকে।
৬) নিজ ধর্মকে তারা হীন মনে করে, তাই এ রোগে আক্রান্তরা ভালো কাজ করতে চায়, কিন্তু ধর্ম
ভিত্তিক ভালো কাজ করতে চায় না।
৭) নিজ ধর্মকে তারা হীন মনে করে,, তাই এ রোগে আক্রান্তরা দেশপ্রেমিক হতে চায়, কিন্তু নিজ ধর্ম ভিত্তিক দেশপ্রেমিক হতে চায় না।

মনে রাখবেন,
আপনি যতদিন আপনার বিষয়টাকে বড় না মনে করতে পারবেন, ততদিন আপনার বিষয়বস্তুকে প্রচার করতে কিংবা প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রতিপক্ষ আপনার মনের খচ খচের সুযোগ নিয়ে বলবে, ‘আরে আপনার ধর্মে তো এই সমস্যা, সেই সমস্যা। সেটা বাদ দেন।’ আর আপনিও বাদ দিয়ে তারটা গ্রহণ করতে বাধ্য হবেন।

তাই বাংলাদেশী মুসলমানদের বলবো, ধর্মের নাম শুনলে Just avoid it' নামক রোগটা আগে দূর করুন।

Well, honestly, both of the groups, the Shonaton shongho and this Nayan Chatterjee guy, seem to be sponsored by India. There hasn't been any violence against Hindus this year so they are hell bent to create a disruption...
 
Last edited:
.
.
The great 'Snow Queen' wants to change the 'Devanagari' script of Bangla language. Should we make a Petition to change the Devanagari script of Bangla!?

So I have an idea. Why not change the entire Bangladesh for God's sake? There are numerous cities, districts in BD named after Hindu Devta (gods in english), Devi (goddess in English).

Dhaka ( Main city is named after Dhakeshwari Hindu mandir)

Narayanganj (Narayan is Hindu god)

Laxmipur (Laxmi is Hindu goddess)

Gopalganj (Gopal is Hindu god Krishna)

Brahman Baria (Brahman is the Hindu main supreme God)

Rampura, Rampur (Ram is Hindu god)

Raipur (Rai / Ray is Hindu surname)

These are just few names. There are numerous more 'Malaun' district, city, village names in Bangladesh.

Krishna Chura (Its not city, its the name of most grown flower in BD.
Its called Delonix regia in English, Gulmohar in Hindi-Urdu)

19449371c568190a294e4a414060a3404f2c1936.jpg


A major river is called 'Brahma Putra' (Son of Hindu supreme God Brahma)

So 80% Bangladesh is already a 'Malaun' Bangladesh. So why not make a petition to change 'Malaun' names of Bangladesh?

If one can make a petition to change the mother language, so there should not be relation any problem changing Hindu names of Bangladesh. What do you guys think? Esp. @The Snow Queen and @kalu_miah

@ I have a serious objection about the word "Malaun". Why @IamBengali has used this term here ?
@ @IamBengali itself is a controversy character ?
@ My second point in the poll why he has used the term "Ethinic Cleancing". Does he understand the meaning of "Ethinic Cleancing". What relation it has with the change of name ?

@ Definitely as a majority muslim country we want to change the Hindu oriented names in Bangladesh. In fact it already started during the Pakistan times. Such as the name of "Mymensigh" was changed to Momenshahi, Joydebpur to Gazipur District, Jahangirnagar University etc but all these changes were stopped after 1971 even reversed. I remember probably in 1973, once Sk Mujib went to visit Momensingh, the local people appealed to Mujib for changing the name from "Momenshahi" to "Mymensingh" and it was approved but name of Momenshai Cantt still exits ! In fact this Momenshahi Cantt was named after Bangladesh probably during 80's.
 
.
This type of offensive/useless topics can be even ridiculously discussed here. I feel offended seeing this type of post. Most of the ancient hindu type place names are already changed to muslim type name. And its even now going on. Now what else do you NRB guys need? Or NRB guys don't even know what is going inside Bangladesh. Have some brain, cause this type of topic only creates humor among our neighbors.
 
.
IamBengali is clearly a false flagging hindutva troll from over the border.... best let idiotic tread like this die
 
.
How lifeless does a nation have to be to actually give a shit about what other lifeless people post on FB??I mean who gives a **** what Bappyaditto Basu or Nayan Chaterjee or RSS say on FB??People have too much time and too less work!
 
.
Change the national anthem too as the author was Hindu. And Munshi is Nayan Chatterji
 
.
Change the national anthem too as the author was Hindu. And Munshi is Nayan Chatterji


BD national anthem should definitely be changed not because the author is hindu but rather the song has little to do with bangladesh as it exists today
 
.
BD national anthem should definitely be changed not because the author is hindu but rather the song has little to do with bangladesh as it exists today

Yes I agree. Choose something which sounds good.
 
.

I have seen this page and it seems to be a controlled by internet fanboys, nothing to talk about.

I know about Nayan Chatterjee's posts, I was talking about the Chittagong based group "Shonaton".

Nayan Chatterjee's posts are indeed well researched but in most cases they are exaggerated and it seems to be targeted at creating a communal rift, most likely sponsored by India.
 
.
Back
Top Bottom