There are several forms of Indian interference in Bangladesh. The first is through RAW and the second is through various Hindu social and cultural organizations which influence the politics of the country. The third method is now through aggressive Hindutva groups like the RSS which has secretly infiltrated the country.. Again Nayan Chatterjee has a view on the subject -
আজকে ইনবক্সে একজনের সাথে কথা হচ্ছিলো, বাপ্পাদিত্য বসু নামক এক ছাত্রনেতা নাকি কোন নামাজরত মুসলমানকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়ে ফাঁসি চেয়েছে। ঐ ব্যক্তির দোষ সে জাতীয় পতাকার উপর নামাজ পড়ছিলো।
আমি ইনবক্সে ঐ ব্যক্তিকে বললাম, “আপনি কি জানেন বাপ্পাদিত্য বসু কোন দৃষ্টিকোন থেকে এ বক্তব্য দিয়েছে ?”
সে বললো, “কেন ? বাপ্পাদিত্য একজন সেক্যুালার ছাত্রনেতা, সে বামপন্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সে স্ট্যাটাসখানা দিয়েছে”।
আমি বললাম, “আপনি শিওর তো ? কারণ আমি যতটুকু দেখেছি শাহবাগ আন্দোলনের নেতাকর্মীরা প্রায়শ:ই জাতীয় পতাকার উপর বসে আড্ডা দিতো, এ ছবিও ফেসবুকে প্রচার হয়েছে। তখন বাপ্পাদিত্য তাদের ফাঁসি চায়নি কেন ?”
ঐ ব্যক্তি বললো: “দেখুন, বাপ্পাদিত্য সেক্যুলার সংগঠনের সাথে জড়িত, কোন সাম্প্রদায়িক সংগঠনের নয়। তাই তার এ প্রতিবাদ সেক্যুলার মানসিকতার ফসল।”
আমি বললাম: ধূর মিয়া ! আপনি কিছুই জানেন না। বাপ্পাদিত্য উপর দিয়ে বামপন্থী ছাত্রমৈত্রি করে, কিন্তু ভেতরে ভেতরে সে উগ্রবাদী হিন্দু সংগঠনের সাথে জড়িত। সে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস’র চট্টগ্রাম ভিত্তিক শাখা সংগঠন ‘সনাতন’ এর সাথে জড়িত। এমনকি সনাতনের অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সে পুরষ্কার পর্যন্ত বিতরণ করে।
ঐ ব্যক্তি বললো: এগুলো কি বলছেন, ‘সনাতন’ এটা আবার কোন সংগঠন। এদের কাজ কি?
আমি বললাম: দেখুন, আপনারা বাংলাদেশে থাকেন ঠিকই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, তার কিছুই জানেন না। বাংলাদেশে আরএসএস’র এজেন্ডা বাস্তাবায়নে যারা কাজ করছে তাদের অন্যতম হচ্ছে এই ‘সনাতন’। ‘সনাতন’ সংগঠনটির ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ আছে (লিঙ্ক:
www.facebook.com/groups/shonaton/)। সিক্রেট গ্রুপ হচ্ছে এমন একটি গ্রুপ যেখানে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কেউ খুজেও পায় না। এর সদস্য বাংলাদেশের প্রায় ২৬ হাজার হিন্দু, এদের প্রত্যেকের ধ্যান ধারণা উগ্র সাম্প্রদায়িক ও এন্টিইসলামিক। তারা এ সিক্রেট গ্রুপে প্রতিনিয়ত ইসলাম বিরোধী ও সাম্প্রায়িক স্ট্যাটাস দেয়, কিন্তু আপনারা তার কিছুই দেখতে পান না। এরা প্রত্যেকে উপর দিয়ে আপনাদের খুব বড় বন্ধু, কিন্তু ঐ সিক্রেট গ্রুপে ঢুকলে তাদের হিংস্র দাতগুলো বেড়িয়ে যায়। যেমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উকিল, যার নাম রাজেশ পাল (আইডি:
Rajesh Paul | Facebook) । সে উপর দিয়ে খুব ভালো্। কিন্তু ঐ গ্রুপে ঢুকে সে এ বছরের ৫ই ফেব্রুয়ারী কি স্ট্যাটাস দেয় দেখুন:
“পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে আমাদের কমিউনিটি রিলেশনস বিলড আপের দিকে দৃষ্টি দেয়া উচিত। মূলতঃ এর উপর ভিত্তি করেই ইহুদীরা আজ শীর্ষে অবস্হান করছেন। কয়েকটি উদাহরণ দিই। তাহলে আমার বক্তব্য সহজবোধ্য হবে। আপনার শিশুটির জন্য গৃহশিক্ষকের প্রয়োজন, অন্য ধর্মাবলম্বী না রেখে একজন সনাতনীকে সে সুযোগ দিন। কারখানায় শ্রমিক দরকার হলে সনাতনী শ্রমিক নিয়োগ দিন। ডাক্তার বা আইনজীবীর প্রয়োজন হলে একজন সনাতনী ডাক্তার বা আইনজীবীর শরণ নিন।পারিবারিক বাজার, সদাই করতে হলে হিন্দু মালিকানাধীন দোকানটি থেকে কিনুন।মেরামতের কাজে মিস্ত্রি প্রয়োজন হলে কাজটা একজন হিন্দু মিস্ত্রিকে দিন। একজন হিন্দু রোগী বা মক্কেলের থেকে ফিস নেয়ার সময় যথাসাধ্য ছাড় দিতে হবে হিন্দু ডাক্তার বা আইনজীবীদের।অফিসে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দিতে হবে হিন্দু নিয়োগকর্তাদের। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগীতার বলয় গড়ে তুলতে হবে সনাতনীদের। তাহলে ইহুদীদের মত তারাও অচিরেই হয়ে উঠবে সম্পদশালী। প্রস্তাবটি আপনাদের সদয়বিবেচনার জন্য পেশ করা হলো।” (স্ক্রিনশটটি গুগল ড্রাইভে আপলোড করা আছে, প্রয়োজনে দেখতে পারেন:
https://goo.gl/hDXG8Z)
উপরের লেখাটা মূল উদ্দেশ্য মুসলমানদের বয়কট করে হিন্দুদের একত্র করা। লেখক নিজের মুখেই বলেছেন, এরমাধ্যমে আমরা ইহুদীদের মত, মানে কম সংখ্যক হয়েও ক্ষমতাশীল হয়ে উঠবো। বলাবাহুল্য মুসলমানদের বয়কট করা এবং হিন্দুদের ইহুদীদের মত সংঘবদ্ধ করাই ভারতের আএসএস’র অন্যতম নীতি। আর বাংলাদেশে আরএসএস শাখা সংগঠন ‘সনাতন’র অন্যতম নেতৃস্থানীয় সদস্য হচ্ছে কথিত সেক্যুলার নেতা বাপ্পাদিত্য বসু।
আমি নিচে কিছু স্ক্রিনশট দিচ্ছি, যেখানে আপনি নিজচোখেই দেখতে পাবেন বাপ্পাদিত্যের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘সনাতন’ সম্পৃক্ততা। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন, নামাজরত ব্যক্তিকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পেছনে বাপ্পাদিত্যের কোন ধরনের সাম্প্রদায়িক ইনটেনশন কাজ করছে।
১)
Capture 4.PNG - Google Drive
২)
Capture.PNG - Google Drive
৩)
Capture 6.PNG - Google Drive
৪)
Capture 3.PNG - Google Drive
৫)
Capture 5.PNG - Google Drive