Another post on ISKCON from Nayan Chatterjee -
‘ইসকনরা ইচ্ছাকৃত ঈদের দিনে তাদের রথযাত্রা ফেলেছে’ আমি এমন বক্তব্য দেওয়ার পর অনেক ইসকন হিন্দু প্রতিবাদ করেছে এবং দাবি করে করেছে আমি কিছুই জানি না। তারা বলেছে, তাদের রথযাত্রার তারিখ আগে থেকেই ফিক্সড এবং ঈদের দিনই নাকি উল্টো তাদের রথযাত্রার উপর পড়েছে।
যাই হোক, আমি মাত্র দুটো দলিল দিবো, যেখানে আমি স্পষ্ট প্রমাণ করবো সাম্প্রদায়িক গোষ্ঠী ইচ্ছাকৃত ঈদের দিনে তাদের রথযাত্রা ফেলেছে।
১) রথযাত্রা হচ্ছে হিন্দুদের আষাঢ় মাসের প্রোগ্রাম (সূত্র:
bn.wikipedia.org/wiki/রথযাত্রা), কিন্তু তা ফেলা হয়েছে শ্রাবন মাসে। ঈদের দিন, মানে ১৮ই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুসারে ছিলো ৩রা শ্রাবন এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে ছিলো ১লা শ্রাবন।
২) ইসকন হিন্দুদের দাবি চন্দ্র বৎসর অনুসারে ‘আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়’। আমি তাদের কথা মেনে নিলাম, এ বৎসর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তাদের রথযাত্রা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গত বছর (২০১৪ সালে) তাদের রথযাত্রা কবে হয়েছে ? উত্তর ১৪ই আষাঢ় বা ২৮ জুন। ঐ দিন কিন্তু শুক্লপক্ষে দ্বিতীয়া তিথী ছিলো না, ছিলো প্রতিপদ বা প্রথমা তিথি। (বিশ্বাস না হয় নিজেই হিন্দু পঞ্জিকা ঘেটে দেখুন:
http://goo.gl/OPQpwe)
(আসলে মুসলিম চন্দ্রগবেষকরা আগেই ভবিষ্যতবাণী করেছিলেন, ১৮ জুলাই ঈদ হওয়ার সম্ভবনা বেশি, তাই ঐদিনকে টার্গেট করে ফেলা হয় কথিত রথযাত্রা)
আমি হিন্দু হলেও একটা কথা না বললেই নয়, বাংলাদেশের মুসলমানরা কখন চিন্তাই করতে পারবে না হিন্দুরা কতটা ভয়ানক সাম্প্রদায়িক। তারা উপরে দেখতে ভালো হলেও, ভেতরে ভেতরে সারাদিন চিন্তা করে কিভাবে মুসলমানদের পায়ে পারা দিয়ে তাদের ধর্মীয় কাজে ক্যাচাল সৃষ্টি করা যায়। বাংলার মুসলমানরা কখন চিন্তাই করতে পারে নাই ঈদের দিন ইচ্ছাকৃত রথযাত্রা ফেলানোর মত দুঃসাহস দেখাবে হিন্দুরা।
আসলে বাংলাদেশের মুসলমানরা বিষয়টি অতটা না বুজলেও বিষয়টি বুঝেছে কলকাতার মুসলমানরা। কেননা ঐ অঞ্চলে মুসলমানদের ধর্মীয় দিবস খর্ব করার জন্য কাজটা করেছে হিন্দুরা্। বিষয়টা এতটাই সাম্প্রদায়িক যে, পশ্চিমবঙ্গের আনন্দ গোষ্ঠীর ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফের কোলকাতা পাতায়, রথযাত্রা বিষয়ে দুটি বড় বড় ছবিসহ খবর থাকলেও ঈদ সম্পর্কে ছবিতো দূরের কথা, কোনো খবরই হয়নি।