What's new

Unesco withdraws objection to Rampal power plant near Sundarbans

সুন্দরবন বাঁচাতে বার্লিন সম্মেলন থেকে আসছে ঘোষণাপত্র
berlin-conference.jpg

ছবি: সংগৃহীত
সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে চলছে আন্তর্জাতিক সম্মেলন। দুদিন ব্যাপী এই সম্মেলনের শেষ দিনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা করে সুন্দরবন বাঁচাতে বার্লিনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

১৯ ও ২০ আগস্ট বার্লিন শহরের গণতান্ত্রিক ও মানবাধিকার কেন্দ্রে আয়োজিত দু’দিন ব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ও বাংলাদেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময় বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সম্মেলন চলছিলো। রামপালে বিদ্যুতকেন্দ্রের কারণে সুন্দরবন ধ্বংসে বাংলাদেশ তথা বিশ্বে জলবায়ুগত যে বিরুপ প্রভাব পরবে তার ব্যাখ্যা তুলে ধরেন উপস্থিত বিশেষজ্ঞরা।

সম্মেলনে বক্তারা সুন্দরবনকে শুধু বাংলাদেশের নয়, বরং তা বিশ্বসম্পদ বলে অভিহিত করেন এবং তা রক্ষা করতে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান।

বার্লিনে রামপাল ও নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বার্লিন ঘোষণাপত্রের সাথে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ক সংগঠন গ্রীনপিস, ফেন্ডস অব দ্যা আর্থ, ৩৫০ অর্গ, ওয়াল্ড ওয়াইল্ড ফাউন্ডেশন, উইমেন এনগেজ ফর দ্য কমন ফিউচার, ব্যাঙ্কট্রাকসহ সারা বিশ্বের প্রায় একশ সংগঠন স্বাক্ষর প্রদান করে সংহতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। সম্মেলন শেষে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কারণে ভবিষ্যতে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভে সম্ভাব্য ক্ষতি, ভারত ও চীন বা এশিয়া ও ইউরোপের অনান্য দেশের উদাহরণ গ্রহণ করে পরিবেশ বান্ধব জ্বালানীর জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণসহ বাংলাদেশের পরিবেশের জন্য ক্ষতিকারক প্রকল্প সমূহ বন্ধের আহ্বান জানানো হয়েছে বার্লিন ঘোষণাপত্রে।

সম্মেলনে বক্তব্য রাখেন- হুমবল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভীলফ্রেড এন্ডলিশার, কোলন প্রযুক্তি কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্টমুট বেরভোল্ফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, জার্মান পরিবেশ ফোরামের এলিজাবেথ স্টাউড, হ্যানোভারের লাইবনিজ ফলিত ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের গবেষক ড.মোহম্মদ আজিজুর রহমান ও নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক বিশেষজ্ঞ মাহবুব সুমন।
http://www.bn.bangla.report/post/12843-সুন্দরবন-বাঁচাতে-বার্লিন-সম্মেলন-থেকে-আসছে-ঘোষণাপত্র

CLICK ON THE LINK TO READ THE ENTIRE PROPOSAL: IN BANGLA.
20525551_912953038842990_4154305950726428246_n.jpg

জাতীয় কমিটি প্রস্তাবিত জ্বালানী ও বিদ্যুৎ মহাপরিকল্পনা।
29 July
সকল তথ্য বিশ্লেষণ থেকে দেখা যায় যে, দেশি বিদেশি কতিপয় গোষ্ঠীর আধিপত্য থেকে মুক্ত হলে দেশ ও জনগণের জীবনে বিপর্যয় সৃষ্টি না করেই ...

A bunch of vague, populist thoughts masquerading as a genuine plan.

It would have been believable if they had provided concrete details like exactly where and how this plan will be rolled out. A $110bn estimate just based on an initial idea is not more credible than the final estimate for Rampal.

Yes costs will overrun but at least Rampal is at an advanced stage - so at least we may see some benefit in our lifetime. With this new proposal we haven't even begun to see the objections, land acquisition costs and political disputes.

This is just a ploy to sabotage Bd progress by people who care more about power than their country.
 
.

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom