Banglar Bir
SENIOR MEMBER
- Joined
- Mar 19, 2006
- Messages
- 7,805
- Reaction score
- -3
- Country
- Location
Abu Rushd
ইনসাইড ‘র’: ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়::: বইটি পেতে হলে যোগাযোগ করুন::::::
ভারতীয় গুপ্তচর সংস্থা-‘র’ নিয়ে ভারতীয় সাংবাদিক অশোকা রায়না লিখেছিলেন- Inside RAW: The Story Of India's Secret Service'।
এটিই ‘র’ নিয়ে লেখা প্রথম বই।
এটি গুরুত্বপূর্ণ একারনেই যে এতে আমাদের মুক্তিযুদ্ধে ‘র’ এর ভূমিকা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়া কিভাবে পার্বত্য চট্টগ্রামে ‘র’ শান্তিবাহিনীকে সহায়তা করেছে, কিভাবে কাদেরীয়া বাহিনী দাড় করিয়েছে তার বিবরণ রয়েছে এই বইটিতে। আরো আছে ভারতের ‘ ভারতের ‘গনতান্ত্রিকভাবে’ সিকিম জয়ের কাহিনী।
এগুলোকে ‘র’-এর অফিসিয়াল ভার্সন বলা হয়ে থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি অনুবাদ ও প্রকাশের স্বত্ত বাংলাদেশে কেবল আমার।
দিল্রীর ভিকাস পাবলিশিং-এর কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে এর প্রথম বাংলা সংস্করণ বের করি ১৯৯৩ সালে।
মাত্র কয়েকমাসে তিনটি সংস্করণ বিক্রি হয়ে যায়। এরপর এর চতুর্থ সংস্করণ বের করেছি বাংলাদেশ ডিফেন্স জার্নাল পাবলিশিং থেকে।
যারা বইটি পেতে চান তারা call cell # 01777515606 ০১৭৭৭৫১৫৬০৬ নম্বরে ৩৬০.০০ 360/= taka Bkash for a copy (তিনশত ষাট ) টাকা বিকাশ করে ট্রান্সজেকশন নম্বরসহ নাম,ঠিকানা ও মোবাইল নম্বর লিখে এসএমএস করুন ওই একই নম্বরে।
কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দেয়া হবে। [ শুধুমাত্র শহর এলাকায় যেখানে কুরিয়ারের শাখা আছে]
ইনসাইড ‘র’: ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়::: বইটি পেতে হলে যোগাযোগ করুন::::::
ভারতীয় গুপ্তচর সংস্থা-‘র’ নিয়ে ভারতীয় সাংবাদিক অশোকা রায়না লিখেছিলেন- Inside RAW: The Story Of India's Secret Service'।
এটিই ‘র’ নিয়ে লেখা প্রথম বই।
এটি গুরুত্বপূর্ণ একারনেই যে এতে আমাদের মুক্তিযুদ্ধে ‘র’ এর ভূমিকা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়া কিভাবে পার্বত্য চট্টগ্রামে ‘র’ শান্তিবাহিনীকে সহায়তা করেছে, কিভাবে কাদেরীয়া বাহিনী দাড় করিয়েছে তার বিবরণ রয়েছে এই বইটিতে। আরো আছে ভারতের ‘ ভারতের ‘গনতান্ত্রিকভাবে’ সিকিম জয়ের কাহিনী।
এগুলোকে ‘র’-এর অফিসিয়াল ভার্সন বলা হয়ে থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি অনুবাদ ও প্রকাশের স্বত্ত বাংলাদেশে কেবল আমার।
দিল্রীর ভিকাস পাবলিশিং-এর কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে এর প্রথম বাংলা সংস্করণ বের করি ১৯৯৩ সালে।
মাত্র কয়েকমাসে তিনটি সংস্করণ বিক্রি হয়ে যায়। এরপর এর চতুর্থ সংস্করণ বের করেছি বাংলাদেশ ডিফেন্স জার্নাল পাবলিশিং থেকে।
যারা বইটি পেতে চান তারা call cell # 01777515606 ০১৭৭৭৫১৫৬০৬ নম্বরে ৩৬০.০০ 360/= taka Bkash for a copy (তিনশত ষাট ) টাকা বিকাশ করে ট্রান্সজেকশন নম্বরসহ নাম,ঠিকানা ও মোবাইল নম্বর লিখে এসএমএস করুন ওই একই নম্বরে।
কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দেয়া হবে। [ শুধুমাত্র শহর এলাকায় যেখানে কুরিয়ারের শাখা আছে]
Last edited: