What's new

The Blue Print for Disintegration of Bangladesh.

Abu Rushd

ইনসাইড ‘র’: ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়::: বইটি পেতে হলে যোগাযোগ করুন::::::
ভারতীয় গুপ্তচর সংস্থা-‘র’ নিয়ে ভারতীয় সাংবাদিক অশোকা রায়না লিখেছিলেন- Inside
RAW: The Story Of India's Secret Service'।
এটিই ‘র’ নিয়ে লেখা প্রথম বই।
এটি গুরুত্বপূর্ণ একারনেই যে এতে আমাদের মুক্তিযুদ্ধে ‘র’ এর ভূমিকা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
এছাড়া কিভাবে পার্বত্য চট্টগ্রামে ‘র’ শান্তিবাহিনীকে সহায়তা করেছে, কিভাবে কাদেরীয়া বাহিনী দাড় করিয়েছে তার বিবরণ রয়েছে এই বইটিতে। আরো আছে ভারতের ‘
ভারতের ‘গনতান্ত্রিকভাবে’ সিকিম জয়ের কাহিনী।
এগুলোকে ‘র’-এর অফিসিয়াল ভার্সন বলা হয়ে থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি অনুবাদ ও প্রকাশের স্বত্ত বাংলাদেশে কেবল আমার।

দিল্রীর ভিকাস পাবলিশিং-এর কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে এর প্রথম বাংলা সংস্করণ বের করি ১৯৯৩ সালে।
মাত্র কয়েকমাসে তিনটি সংস্করণ বিক্রি হয়ে যায়। এরপর এর চতুর্থ সংস্করণ বের করেছি বাংলাদেশ ডিফেন্স জার্নাল পাবলিশিং থেকে।
যারা বইটি পেতে চান তারা call cell # 01777515606 ০১৭৭৭৫১৫৬০৬ নম্বরে ৩৬০.০০ 360/= taka Bkash for a copy (তিনশত ষাট ) টাকা বিকাশ করে ট্রান্সজেকশন নম্বরসহ নাম,ঠিকানা ও মোবাইল নম্বর লিখে এসএমএস করুন ওই একই নম্বরে।

কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দেয়া হবে। [ শুধুমাত্র শহর এলাকায় যেখানে কুরিয়ারের শাখা আছে]

23172553_1421956884579260_4675736119752384108_n.jpg
 
Last edited:
.
Weapons in Indian trucks:Mayhem over arrest of C&F agent
ভারতীয় ট্রাকে আগ্নেয়াস্ত্র, সিঅ্যান্ডএফ এজেন্ট আটক করায় তুলকালাম

benapol-bondor_63048_1510215782.jpg

From Benapole land port a truck loaded with Indian imported consignment বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকে আগ্নেয়াস্ত্র পাওয়ার জেরে এক সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করায় তুলকালামকাণ্ড ঘটেছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য C & F of both the countries দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ করেছেন তারা।

সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-যশোর সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

কয়েক হাজার কর্মচারীর আন্দোলনের কারণে বন্দর থেকে মালামাল লোড-আনলোডসহ বন্ধ রয়েছে সব ধরনের পণ্য খালাশ প্রক্রিয়া।

ফলে চাল ও পচনশীল পণ্যসহ শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে আছে উভয় বন্দর এলাকায়।

এ ছাড়া বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, on Wednesday on a tip off an Indian truck বুধবার রাতে খবর আসে ভারতীয় ট্রাকে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে খবর আসে।

এর পর রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থা অভিযান চালায়।

এ সময় ভারতীয় bearing Indian number plate # N -23 P -0373ন-২৩ প- ০৩৭৩ নম্বর ট্রাকের ডালার পেছনে কাগজে মোড়ানো প্যাকেট থেকে পুরনো একটি দেশি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান ট্রাকচালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সেসরিজ লিমিটেড।

পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় সিঅ্যান্ডএফ কর্মচারী মিকাইল হোসেনকে আটক করা হয়।

তার নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
https://www.jugantor.com/online/country-news/2017/11/09/63048/ভারতীয়-ট্রাকে-আগ্নেয়াস্ত্র,-সিঅ্যান্ডএফ-এজেন্ট-আটক-করায়-তুলকালাম
 
.
The India Doctrine
Noyon chatterjee 5
23755431_1753404081339464_6363293005866894825_n.jpg

মার্কিন ইহুদী American Jew
Richard Benkin রিচার্ড বেনকিন in his article একটি আর্টিকেল লিখেছে- যার শিরোনাম-titled "Benkin dream,Two Bengal to be United"
‘বেনকিনের স্বপ্ন দুই বাংলা এক হওয়া’-

লেখার সারমর্ম-Summary of hs writngs
ক) বাংলাদেশের জনগণের ইসলাম ও মুসলমানিত্ব ধ্বংস করতে হবে।

খ) দুই বাংলা এক করে হিন্দুদের সংখ্যাগুরু করতে হবে।

গ) দুই বাংলা এক করে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল করতে হবে যা ভারতের অধীনে থাকবে।
সূত্র: http://thenewse.com/?p=79185

মার্কিন ইহুদী রিচার্ড বেনকিন সম্পর্কে আমি আগে অনেক লেখালেখি করেছি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে হিন্দুত্ববাদের উত্থান সেটা এই রিচার্ড বেনকিনের হাত ধরেই। এছাড়া মোসাদ এজেন্ট শিপন কুমার বসুকে নিয়োগ দেয় এই রিচার্ড বেনকিন। রিচার্ড বেনকিন নিয়ে প্রায় দেড় বছর আগে আমার লেখাগুলো পড়তে-
১) বাংলাদেশে ইসরাইলি দালালদের গতিবিধি -http://bit.ly/2z6IBMl

২) ইহুদী রিচার্ড বেনকিন, বাংলাদেশের মোসাদ প্রতিনিধি এবং হিন্দুদের মধ্যে সম্পর্ক- http://bit.ly/2sruj6u

৩) মোসাদ নিয়ে তর্ক-বিতর্ক - http://bit.ly/2zWx31q

৪) ইসলামী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইসরাইলী এজেন্ট- http://bit.ly/2hRfkC8

পুরো ঘটনা পড়লে যে কেউ স্পষ্ট বুঝতে পারবে-বাংলাদেশ এখন ইহুদীদের নতুন ষড়যন্ত্রের কবলে পড়েছে, যার মূল গুটি হচ্ছে হিন্দু।

 
.
@Banglar Bir

Bangla bhai,

Everyone should know that, yesterday in India’s Paschim Bongo.i.e Kolkata a “SECRET” meeting was held.

Thanks to your alertness, it is no longer a secret.

Regards
 
.
AL govt takes anti-CHT accord steps : Santu
Staff Correspondent | Published: 00:05, Nov 30,2017 | Updated: 23:20, Nov 29,2017
Parbatya Chattagram Jana Sanghati Samiti president Jyotirindra Bodhipriyo Larma addresses a press conference in Dhaka on Wednesday on the occasion of 20 years of signing Chittagong Hill Tracts Peace Accord. — New Age photo
Top PCJSS leader Jyotirindra Bodhipriya Larma on Wednesday alleged that Awami League government in its nine years in power did not take any effective steps to implement the Chittagong Hill Tracts Accord rather took anti-accord steps.

Parbatya Chattagram Jana Samhati Samiti president Jyotirindra Bodhipriya Larma, also known as Santu Larma, at a press conference in Dhaka said time wasting by the ruling class in implementing the accord was creating a complex situation in Chittagong Hill Tracts again.

‘The government will be responsible for any untoward incident in CHT area as people there have their back against the wall and have no alternative,’ Santu Larma warned, addressing the press conference orgainsed to mark 20 years of signing the CHT accord.

The accord between the PCJSS, the political wing of the armed Shanti Bahini, and the government was signed ending 22 years of guerrilla insurgency on December 2, 1997.

‘Sheikh Hasina-led government in nine years did not take any effective steps to implement the accord,’ alleged Santu Larma, who signed the deal with the government on behalf of PCJSS.

‘The government is rather taking one after another step that were against the interest of accord and hill people,’ said Santu Larma.

He said that the Chittagong Hill Tracts Land Dispute Resolution Commission remained ineffective although some controversial clauses of the corresponding law were amended one year ago.
‘CHT accord calls for withdrawal of all temporary military camps but there are at least 400 such camps in the area and Operation Uttaran is still there.

‘The government is yet to amend Police Act 1861, police regulation, and Forest Act 1927 in line with CHT accord.’

The government, however, hurriedly amended laws about governing the district councils in the three hill districts and CHT development board for the party interest ignoring protest from the hill people.
‘Land acquisition and hand over of land for CHT regional council complex are pending for 20 years but they have established Rangamati Science and Technology University and Rangamati Medical College bypassing the hill people,’ said Santu Larma, also the CHT regional council chairman.

The accord considered CHT region as a tribe inhabited area and recognised the need of preserving the characteristics of the region. But the government did not take any steps in this regard, alleged Santu.
Moreover, the government is rehabilitating Bengali settlers, expanding cluster villages for settlers, including outsiders into the voters list.

Deputy commissioners are providing permanent residence certificates to outsiders, leasing land to the outsiders and sending more Muslims to make them majority there, violating the accord, Santu alleged.

Regarding the implementation of the accord, the government is spreading falsehood by saying that they have already implemented 45 clauses out of 72, another 15 clauses partially and nine are in the process, said Santu.

The government actually has implemented only 25 clauses, he said.
District councils in the three hill districts have turned into ruling party unit offices and epicenter of corruption, he alleged.

‘If the government was democratic, pro-people and non-communal, they could implement the accord,’ Santu observed.

Oikya NAP president Pankaj Bhattacharya, columnist Syed Abul Maksud, Dhaka University history professor Mejbah Kamal, rights activist Numan Ahmed Khan also attended the press conference.
http://www.newagebd.net/article/29415/al-govt-takes-anti-cht-accord-steps-santu
 
.

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom