What's new

Indians takeover RMG sector in Bangladesh

গার্মেন্ট অস্থিরতায় ২০ হাজার ভারতীয় ম্যানেজারের ইন্ধন

Naya Diganta - ২৭ সেপ্টেম্বর ২০১৩

জন্মসূত্রে ভারতীয় হলেও বাংলাদেশে তারা বসবাস করেন নিজ দেশের মতোই। ভিসা-টিকিটের বালাই নেই। ইচ্ছেমতো এ দেশে আসেন, ইচ্ছে হলেই ভারতে যান। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লাখ লাখ ডলার নিয়ে গেলেও সরকারকে কোনো ট্যাক্স দেন না। সরকারি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও তাদের ঘাটায় না। কারণ তারা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের ‘প্রাণ’। Merchandiser, প্রোডাকশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোলার প্রভৃতি গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত। অর্ডার আনা থেকে শুরু করে পণ্য প্রেরণ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ কাজই হয়ে থাকে অপেক্ষাকৃত অধিক যোগ্যতাসম্পন্ন এসব কর্মকর্তার হাত দিয়ে। কারখানার মালিক ও সাধারণ শ্রমিকদের মাঝে সেতুবন্ধনের কাজটিও করে থাকেন তারা। অনুসন্ধানে দেখা গেছে, রফতানি বাণিজ্যে ৮০ শতাংশ অবদান রক্ষাকারী বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতের বেশির ভাগ উদ্যোক্তারই শিক্ষা প্রয়োজনের তুলনায় কম। তাদের অনেকেই কারখানার মালিক হয়েছেন শ্রমিক থেকে। আবার এমন অনেক কারখানাও রয়েছে যেগুলোর মূল মালিকেরা এ ব্যবসায়ের সাথে সরাসরি যুক্ত নন। সামান্য মালিকানা নিয়ে যিনি কারখানা দেখাশোনার দায়িত্ব পালন করছেন তিনি এক সময় শ্রমিক ছিলেন। টাকাওয়ালা কিছু লোককে ম্যানেজ করে নিজে কিছু শেয়ার নিয়ে কারখানা গড়ে তুলেছেন। কারখানার গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন মধ্যম পর্যায়ের ম্যানেজারেরা, যাদের বেশির ভাগই ভারত কিংবা শ্রীলঙ্কা বংশোদ্ভূত। এরাই মন চাইলে কারখানার ভালো করছেন, আবার মনের মধ্যে কোনো দূরভিসন্ধি এলে মালিকপক্ষকে কৌশলে পথে বসিয়ে দিচ্ছেন। অনুসন্ধানে দেখা গেছে, গত আট থেকে ১০ বছরে যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে তার বেশির ভাগই ছিল কমপ্লায়েন্ট। এসব কারখানায় কর্মপরিবেশ ভালো, নিয়মিত বেতন-ভাতা দেয়া হয়, ওভার টাইম দেয়া হয়, টিফিন থেকে শুরু করে বেশির ভাগ যুযোগ-সুবিধার ক্ষেত্রেই এসব কারখানার শ্রমিকেরা সন্তুষ্ট। অথচ কখনো রাস্তায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অজুহাতে, কখনো শ্রমিক গুম কিংবা টয়লেটে ভূত থাকার মতো গুজব ছড়িয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করানো হচ্ছে এসব কারখানায়। অপর দিকে যেসব কারখানায় নিয়মিত বেতন-ভাতা দেয়া হয় না, কাজের পরিবেশ নি¤œমানের এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটছে শ্রমিক অসন্তোষ বা ভাঙচুরের ঘটনা এসব কারখানায় অনেক কম ক্ষেত্রেই ঘটছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৈরী পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল উদ্যোক্তা জানান, যেসব কারখানা বড় ও কমপ্লায়েন্ট সেগুলোর কাজের ভলিউমও বেশি। মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশী কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হয়। তাদের অনেক সুযোগ-সুবিধা দেয়া হয়। কিন্তু কোনো কারণে মালিকের ওপর ুব্ধ হলে কিংবা কারখানার মালিক হওয়ার খায়েশ হলে তারা শ্রমিক অসন্তোষের মতো ঘটনা ঘটিয়ে কারখানা ধ্বংস করে দেন। স্থানীয় মাস্তান, রাজনৈতিক টাউট, ঝুট ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষকে লেলিয়ে দেয় কারখানার বিরুদ্ধে। অন্য দিকে ছোটখাটো কারখানাগুলো নিজেরা কোনো কাজ আনতে পারে না। অন্য কারখানার কাজ তারা সাব কন্ট্রাক্টে করে থাকে। এসব কারখানায় মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশীদের পোষা হয় না। ফলে উসকানি দেয়া হয় না, ভাঙচুরও হয় না। অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতে বর্তমানে প্রায় ২৫ হাজার বিদেশী কর্মরত আছেন। এদের মধ্যে ২০ হাজারই ভারতীয়। একেক কারখানায় ১০ থেকে ২০ জন ভারতীয় মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অপেক্ষকৃত অধিক যোগ্যতাসম্পন্ন বলে দাবিদার এসব কর্মকর্তা এতটাই দাপুটে অবস্থানে রয়েছেন যে মালিকরা চাইলেও তাদের মাঝে বা তাদের ওপরে কোনো বাংলাদেশীকে বসাতে পারেন না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের বিশ্বস্ত কোনো বাংলাদেশী বা আত্মীয়স্বজনকে বসাতে চাইলে একযোগে প্রতিরোধ গড়ে তোলেন তারা। পেশাগত কারণেই আমেরিকা-ইউরোপে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক সৃষ্টি হয়। তারপর কৌশলে নিজ কর্মস্থল কারখানাটি বিক্রি করে দেন ভারতীয়দের কাছে। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে যারা টিকতে পারছে না তারাও যুক্ত হয়েছে এই চক্রের সাথে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ভালো অবস্থানে থাকা ভারতীয়রা উঠেপড়ে লেগেছে এর বিরুদ্ধে। নিজেদের অস্থাভাজন এই মিড লেবেল ম্যানেজমেন্টের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তারা একের পর এক নামকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন, আবার কৌশলে কিনেও নিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, একদা বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের অহঙ্কার হিসেবে পরিচিত এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, ট্রাস্ট, এজাক্স, শাহরিয়ার, স্টারলি, ইউনিয়ন প্রমুখ দেশসেরা গার্মেন্ট কারখানার মালিক এখন ভারতীয়রা। বেশির ভাগ ক্ষেত্রেই নিজ দেশের ওই ম্যানেজারদের যোগসাজশে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান নাগরিকেরা কিনে নিয়েছেন এসব কারখানা। পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ নয়া দিগন্তকে বলেন, কারখানাগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এসব কর্মকর্তা এতটাই ক্ষমতাশালী যে, অনেক সময় স্বল্পশিক্ষিত মালিকদের তারাই নিয়ন্ত্রণ করে থাকেন। কৌশলে তারাই শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্ক তিক্ত করেন। একেক পক্ষকে একেক রকম বুঝিয়ে অস্থিরতা বাড়িয়ে তোলেন। তবে শিল্পের জন্য তাদের অপরিহার্যতা আছে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে অনেক শিক্ষিত বেকার আছে সত্য, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর লেখাপড়া কর্মমুখী না হওয়ায় আমরা যখন লোক নিয়োগের উদ্যোগ নেই তখন যোগ্য লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি পোশাক শিল্প খাতে কর্মরত বিদেশীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নয়াদিগন্ত
This language is all Greek to me! How about translating this? There's even a Google on line web page translator that you can use.

Thanks in anticipation. The suspense on what this is all about, is literally killing me! :cheesy:
 
.
Something that is of such economic importance because a strategic asset for the country. If it collapses the hole country will sink and there will be violence and chaos.

RMG sector is not going to collapse because of wage hike. You guys have seen these kind of strikes in the past and have come out dominating RMG industry.

That is not what the article says. The Indians have become so powerful that they have created a syndicate and can impose their will own factory owners now otherwise they create labour unrest and destroy property ...

These Pakistani and Indian managers who cannot speak Bengali can at most fill the gaps where you lack the skill set. But to postulate that they can dictate terms against their owners and instigate labor unrest amounts to lunacy.
 
.
According to you what is decent living wage for a family of four with one wage earner? Even if Taka 3000 is enforced as minimum wage, which is by the way is the lowest in south asia, this will force women and children to join the labor force to supplement their income.

3000 tk is for apprentice salary.
 
.
3000 tk is for apprentice salary.

That's quite low in Indian standards..roughly about 2300 INR which comes to around 78 INR a day....in India the minimum salary for unskilled jobs is about Rs 250 a day. Even a rickshaw puller definitely earns more than Rs 300 a day in India. No wonder the poor Bangladeshis want to swarm to India.
 
.
3000 tk is for apprentice salary.

You did not answer what is decent living wage for a family of four?? Actually, Taka 3000 ($38) was set as minimum wage back in 2010. Now these workers are demanding $100 monthly salary.
 
.
Many RMG factories are now owned by Indians. The Indians create turmoil in the industry and Bangladeshi owners sell out to Indians. That has happened a lot in the last 10 years. There are not only Indian managers but Indian owners also who are keeping wages low so stop apologizing for the Indians.

It is a free trade world where capital and technology can freely pass national boundaries. BD wants foreign investment, it has no role in selecting the country. The Indians, Pakistanis and Sri Lankans come who invest in the sector that is rising fast.

What is so bad if Indians also come and benefit our country? About ownership of factories, we have to understand one thing that Indian as well as Pakistani owners will get a more welcome access to their respective home market to export their products. Some reports say about 40% of Lahore textile have shifted to BD. There is at least one very large Indian-owned Denim factory in BD.

So, why this newspaper is calling us to burn the bridges that we need to cross the river?
 
.
You did not answer what is decent living wage for a family of four?? Actually, Taka 3000 ($38) was set as minimum wage back in 2010. Now these workers are demanding $100 monthly salary.

Well, I said it was the salary of apprentice not meant to support 4 member family. The way things are moving the minimum salary would be fixed at 5000 tk or 64 dollar a month.
 
.
That's quite low in Indian standards..roughly about 2300 INR which comes to around 78 INR a day....in India the minimum salary for unskilled jobs is about Rs 250 a day. Even a rickshaw puller definitely earns more than Rs 300 a day in India. No wonder the poor Bangladeshis want to swarm to India.

Day laborer and permanent employee are not the same thing. Day laborer earns more in Bangladesh than India
 
. .
"my son got failed", cried a Bangladeshi to a Mullah.
"Blame it on Indians!"
"How?"
"Dont ask uncomfortable questions"
"alright, I think he got failed because he watches Chhota Bheem a lot. That is Hindu monkey god corrupting the pure innocent mind of my children!"
"Bingo!!" Mullah was over joyed by his deciple's remarks.
"Then he watches Munni on his cell phone, I have got him the Airtel data pack where he can download Bollywood music for so cheap!"
"Why would you do that? Ye naa chholbe!!"
"I think my boss is going to fire me from Job, please give me some Taaviz"
"Blame it on Indians "
"How?"
"Dont ask uncomfortable questions, I told you already!"
"Oh okay. I think you are right, hey I forgot to mention, my wife is pregnant again!"
"Blame that on Indians"
"How? Oh sorry, I think you are right!"
 
. .
This is funny because I selected a turkish and a bangladeshi intern last month ....

Turkish and Bangladeshi are not security risk for USA, but Indians are for Bangladesh, no offense. And I would have no problem hiring Indian nationals in the US, for the same reason.
 
.
How is it possible for an Indian to infiltrate BD and take over a managerial job unless it is given to him by the owner?

How would it be possible for an Indian to intimidate the owner?


Indian mid level managers are instigating unrest with Awami League active support so that owner loose control and sellout their company.

Since you are pretending to be naive for indian cause, it begs the question are you qualified to discuss Bangladeshi national issue?
 
.
This news article is a piece of trash

because it exposes indian instigation exploiting salary demand of workers. Same way indian exploited grievance inside BDR and killed 56 officers. It is not hard to understand who is your pay master.
 
.
The RMG sector in Bangladesh is of strategic value to the country.

RMG sector is of STRATEGIC value to the country :rofl: :rofl:

On Topic - Great Going by Indians, With the Blessings of God & Hard Work of RAWAMYs, one day we will takeover all of BD itself.
 
.
Back
Top Bottom