Bilal9
ELITE MEMBER
- Joined
- Feb 4, 2014
- Messages
- 26,569
- Reaction score
- 9
- Country
- Location
@Bilal9 ভাই, পুরা মেসেজে তো দ্বিমত করার কোন সুযোগই পেলাম না।
এখানেই কে যেন বলেছিল যে আমরা নাকি ৬-৮ টা সাবমেরিনের অধিকারী হব।
তাহলে কি বাকিগুলা দেশে বানাবার প্ল্যানই করেছে সরকার? এটা হলে আসলেই খুব ভাল হবে।
আমাদের জিও পলিটিক্যাল লোকেশন আমাদের কোনভাবেই পর নির্ভরশীল হতে উৎসাহিত করে না।
ন্যাভাল ব্লকেড ঠেকাতে সাবমেরিন অতুলনীয়!
সাথে এয়ার ক্রাফট গুলাও আছে। তাই ইউরো ফাইটার টাইফুন আমার পছন্দ। এখানেও Tot লাগবে যেন পরে দেশেই বানাতে পারি।
তবে আবার বলি, কোন ভাবেই Rafale নয়! দেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেক হইছে এই ৫০ বছরে।
এখনও এই আওয়ামী বদমাইশ লীগ সরকার কে সমর্থন করছি শুধু মাত্র তারা সামরিক বাহিনীর আর বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে বলে!
@Bilal9 ভাই!
ন্যাভাল ব্লকেড ঠেকানো আর defeat করা আমাদের এক নাম্বার প্রায়োরিটি হওয়া উচিৎ। এটাকে বাংলাদেশে অনেকেই গুরুত্ব দেননা।
তিনটা জিনিস খেয়াল রাখতে হবে :
১. সাবমেরিন বা মিজেট সাবমেরিন তৈরি করে ফোর্স রেডি রাখা
২. এন্টি সাব ক্যাপাবিলিটি ঠিক রাখা (ডিপিং সোনার সহ হেলিকপ্টার অথবা দূরপাল্লার ASW বিমান) বহরে যুক্ত করা
৩. দূরপাল্লার মেরিন এটাক ফাইটার মেরিন মিসাইল সহ বহরে যুক্ত করা (এক্সওসেট জাতীয় sea স্কিমিং মিসাইল)
এই তিনটি জিনিস ঠিক রাখতে পারলে ভারত বা বার্মা আমাদের সাথে কোনো ফাজলামো করার সাহস পাবেনা।
পাকিস্তানের বিরাট মিজেট সাব প্রোগ্রাম আছে, আমি ওপরে ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের লিংক দিয়েছি ওটাতে দেখতে পাবেন ওদের কি কি আছে। দেখেন উত্তর কোরিয়ান ইয়োনো ক্লাস মিজেট সাব একটা বা দুটা টরপেডো বহন করে থাকে। এগুলো আমাদের জন্য খুবই উপযোগী। বানাতে টাকা বা শ্রম কোনোটারই দরকার তেমন একটা পড়েনা। তবে আমরা বানাই না কেন? সরকারের অকালকুষ্মান্ডতা আর বিবেচনার অভাব। গরু গাধা দিয়ে দেশ চালালে যা হয় আরকি।
ক্যাপশন ভুল, এটা উত্তর কোরিয়ার মিনি সাব, ইয়োনো ক্লাস, যা ইরানে কপি করা হয়েছে।
TOT is not only to build more subs but it also reduces maintenance costs significantly.Imagine if we had not got TOT,had France allowed us to put Nuclear cruise missiles on it? we got TOT so now we have know how about its systems.we also started project to build mini submarines.We acquired Hangor subs with tot and according to previous cheif of naval staff
Pakistan will become submarines manufacturer country after this tot.
Turks got TOT from Germany now they are building their own submarines.
Edit: so I want to say that you operate a submarine for so many years,tot helps to cut down the maintenance costs significantly and gives your men some know how about the systems.
Whats your opinion about North Korean Yono class 130 ton midget sub which Iranians copied? They confront a hugely sophisticated navy and it was a good move. Images above. Won't be money or labor intensive to fabricate.
Yono-class submarine - Wikipedia
en.wikipedia.org
Last edited: