What's new

Security forces raid ends hostage scare at Chittagong airport, hijacker killed in shootout

Black_cats

ELITE MEMBER
Joined
Dec 31, 2010
Messages
10,031
Reaction score
-5
Security forces raid ends hostage scare at Chittagong airport, hijacker killed in shootout
Tribune Desk
  • Published at 06:33 pm February 24th, 2019
https://www.dhakatribune.com/bangla...makes-emergency-landing-at-chittagong-airport
biman-bangladesh-ctg-air-port-1-1551016421235.jpg

The hijacked plane BG147 on Shah Amanat Airport runway in Chittagong, February 24, 2017 Focus Bangla


Commandos exchanged fire with the suspect after he declined to surrender

The armed suspect who hijacked a Biman Bangladesh Airlines flight has been killed in an exchange of fire with security forces during a raid at the Shah Amanat International Airport in Chittagong.

Bangladesh Army and Bangladesh Air Force officials confirmed the development at a press briefing at the airport around 8:45pm on Sunday.

Army’s General Officer Commanding the 24th Infantry Division and Chittagong Area Maj Gen SM Matiur Rahman told reporters that the Bangladeshi man, identified as Mahadi, was in his mid-20s and he was carrying a pistol.

He said the commandos had asked the armed hijacker to surrender during the raid. “But he rejected, and tried to retaliate, which led to the exchange of fire inside the plane.

“The suspect was apprehended with gunshot injuries, but we have learnt that he died later.”

The raid took only eight minutes to successfully neutralize the hijacker, added the army official. It was led by the army’s Lt Col Imrul, who in the morning of July 2, 2016 had also led the para-commando raid to neutralize the militants who killed 24 people at Holey Artisan Bakery in Dhaka.

Earlier in the afternoon, Biman’s Flight BG-147, which was on its way to Dubai from Dhaka via Chittagong, had made an emergency landing at Shah Amanat International Airport.

An airport official, seeking anonymity, told the Dhaka Tribune that the gunman attempted to take command of the cockpit after the plane took off from Dhaka’s Hazrat Shahjalal International Airport and forced the pilot to land at the Chittagong airport.

However, it is not clear yet how the man managed to get past the security at Dhaka airport with a firearm.

Operational activities at the Chittagong airport were suspended after the news of hijacking spread. Operations resumed around 8pm after the raid ended.

Maj Gen Matiur said the Air Traffic Control (ATC) had notified the air force about the plane being hijacked at 5:33pm. “The pilot had informed the ATC about the situation before landing at the airport at 5:41pm.”

After the plane landed, air force and other law enforcement agencies, including police, Rapid Action Battalion (RAB) and Armed Police Battalion, coordinated and handled the emergency situation management with the airport authorities, he said.

The army’s team of para-commandos arrived at the scene after they were informed of the situation around 6pm. The raid started a little after 7pm.

Why?

The hijacker had taken a crew member hostage after the Biman aircraft landed in Chittagong and the passengers and pilots were safely evacuated by the security forces.

However, Maj Gen Matiur confirmed that no passengers or crew members were harmed in any way during the hijacking attempt and the following raid.

The plane, a Boeing 737-800, had 134 passengers and 14 crew members — all of whom disembarked the plane safely, he added. The plane also did not sustain any damage and is safe for normal operations.

Responding to a question, the army official said the hijacker only demanded to talk to Prime Minister Sheikh Hasina and his wife during their brief conversation with him.

“No further communication with him took place... Because we wanted to put an end to this incident as soon as possible,” he added.

The prime minister was in Chittagong earlier in the day to inaugurate a development project. She, however, returned to Dhaka before the hijacking took place.

“The hijacker did not say why he wanted to talk to the prime minister. He also could not provide any phone number to contact his family members,” said Maj Gen Matiur.

He said that air force’s Air Vice Marshal Mafid, who was also present at the press briefing, had successfully kept the hijacker busy by engaging him in a conversation and managed to buy the commandos from army and navy and RAB 7 personnel enough time to set up for the operation.

Responding to another query, he said that they would definitely investigate how the man managed to board the Dubai-bound plane after getting past several layers of security at Hazrat Shahjalal International Airport in Dhaka.

An investigation committee will also be formed, he said, adding that the hijacker’s complete identity, why he hijacked the plane and other relevant information would be unearthed soon through the probe.

“However, our first priority right now is to resume normal operations at this international airport as soon as possible,” he said.

Hijacked midair

Maj Gen Matiur also confirmed that the plane was hijacked midair, soon after it took off from the Dhaka airport.

A passenger of the plane, Osman Gani, told reporters that the hijacker threatened to shoot the passengers just 15 minutes after the flight took off.

“He also fired several rounds, leaving the passengers panicked,” he said.

Earlier, Home Minister Asaduzzaman Khan Kamal told reporters that the hijacker had the pilot at gunpoint when the plane landed in Chittagong.

“However, all passengers and the pilot made it out safely. We know this so far. But it is confirmed that the suspect is still in the plane. We are trying to find out why and how this happened,” said the minister.

Earlier, Shakil Meraj, the general manager (Public Relations) of the national flag carrier, also told the Dhaka Tribune that all passengers had safely disembarked after the plane landed.

Chittagong 8 MP and leader of a Jatiya Samajtantrik Dal faction Moin Uddin Khan Badal, who was also on the flight, told Somoy TV that the hijacker had opened fire.

“The pilot told that this man, a Bangladeshi, fired a shot. However, everyone is safe.

“When the pilot pursued him, the hijacker said that he wanted to talk to Prime Minister Sheikh Hasina. Now the law enforcement agencies are trying to take him into custody,” Badal said.

Another witness also said that they heard a gunshot when the pilots tried to stop the armed hijacker from entering the cockpit. The hijacker then claimed he was wearing a suicide vest and demanded a direct line of communication with the prime minister and senior government officials.
 
.
All passengers are safe: Home minister
Published: February 24, 2019 20:27:02

http://thefinancialexpress.com.bd/national/all-passengers-are-safe-home-minister-1551018422

1551018422.jpg


Home Minister Asaduzzaman Khan said all the passengers of a Biman Bangladesh Airlines flight, which made emergency landing at Shah Amanat International Airport in Chattogram on Sunday evening, made safe exit from the plane.

“So far we know, an armed man pointed gun at the pilot’s head. But all the passengers have made safe exit. The pilot has also gotten off, “he said, reports bdnews24.com.

According to several agencies said pilot and other staff of the aircraft remain unharmed.

The minister said that the authorities were trying to know actually what happened.
 
. .
Good that no innocent person was hurt.

Now, BD government needs to answer how was it possible for a gun to be smuggled into a plane.
 
. . .
The hijacking happened due to failed love affair with an upcoming actress!!

নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে বিমান ছিনতাই?

ট্রিবিউন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৪০ রাত ফেব্রুয়ারি ২৪, ২০১৯
5-8382407351419797504-n-1551014249826.jpg

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পুলিশ ঘিরে রেখেছে। ছবি : সংগৃহীত


ফ্লাইটটি পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও এপিবিএন সসদ্যরা ঘিরে রেখেছেন।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১৪৭)ছিনতাইকারী উঠতি এক নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে এমন ঘটনা।

আজ রোববার বিকেলে ৫টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ওই ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়। ফ্লাইটটি পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও এপিবিএন সসদ্যরা ঘিরে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই যাত্রীবেশে থাকা সশস্ত্র দুর্বৃত্ত বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বিমান ছিনতাইকারী

প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, 'অস্ত্র হাতে এক দুর্বৃত্ত ককপিটে ঢুকতে চাইলে পাইলটরা তাতে বাধা দেন। এ সময় একটি গুলির আওয়াজও তারা শুনতে পান। সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের বুকে বোমা বাঁধা আছে দাবি করে প্রধানমন্ত্রী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান। সব যাত্রী নিরাপদে নেমে গেলেও কেবিন ক্রুদের জিম্মি করে রাখা হয়েছে।'

বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, বিমানের ভেতরে এখনো দুজন ক্রু ও সন্দেহভাজন রয়েছেন।তবে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।


https://bangla.dhakatribune.com/bangladesh/2019/02/24/8107/নায়িকার-প্রেমে-ব্যর্থ-হয়ে-বিমান-ছিনতাই
 
. .
Entering into the flight with a gun is unbelievable said Civil Aviation Chairman

পিস্তলসহ বিমানে প্রবেশ ‘অবিশ্বাসযোগ্য’ বললেন এভিয়েশন চেয়ারম্যান


http://www.m.somoynews.tv/pages/details/147894

ctg-airport-147894.jpg


চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের অস্ত্রসহ বিমানে প্রবেশ করাকে ‘বিশ্বাসযোগ্য মনে হয় না’ বলে মন্তব্য করেছেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাইম হাসান।
রোববার (২৪ ফেব্রুয়ারি) ঘটনার পর নাইম হাসান সাংবাদিকদদের বলেন, ‘আমরা তদন্ত করলে সবই চলে আসবে। আমরা তদন্ত করব। সিসিটিভি আছে, সেটি চেক করব। আমাদের মেশিনে সিসিটিভি আছে, সবগুলো চেক করবো।’
জানা যায়, বিমানযাত্রীদের দুই ধরনের তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। আন্তর্জাতিক রুটের যাত্রীরা ইন্টারন্যাশনাল টার্মিনাল দিয়ে দুই দফা তল্লাশির পর বোর্ডিং ব্রিজ দিয়ে উড়োজাহাজে ঢুকতে পারেন। অভ্যন্তরীণ রুটের যাত্রীদের এক দফা তল্লাশি করা হয়। পুরো তল্লাশির কাজটি করে থাকে এভসেক।
তল্লাশির পরও ওই যুবক কী করে অস্ত্র নিয়ে প্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
এ বিষয়ে এম নাইম হাসান বলেন, এই মেশিনের ভেতর দিয়ে যদি নেইল কাটার, খেলনা পিস্তল, ছুরি ধরা পড়তে পারে, তাহলে এগুলো ধরা হবে না—জিনিসটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। তদন্ত হোক তাহলে দেখা যাবে।’
নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক সময় ছিনতাইকারী খেলনা পিস্তল জাতীয় অস্ত্র নিয়ে ভয় দেখায়। অনেক সময় প্যাকেট দেখায়। আজ চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, তাতে ওই ব্যক্তির অস্ত্র আছে কিনা, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। অস্ত্রটি পরীক্ষা করা প্রয়োজন। যদি অস্ত্র নিয়ে বিমানের ভেতরে ঢুকে থাকে তাহলে নিরাপত্তার মারাত্মক ঘাটতি।’
 
.
what is going on to the nations east of us?

Indians are crashing airplanes, Bangladeshis are hijacking airplanes, Indian still don't have toilets...Madness I tell you !!
 
.
Bangladesh launches probe into Biman aircraft hijacking
  • Staff Correspondent, bdnews24.com
    Published: 2019-02-25 00:42:43 BdST
CTG-Airport-01.jpg

The government has formed a three-member committee to investigate the hijack of a Biman Bangladesh Airlines plane.

The committee was formed on Sunday night on State Minister for Civil Aviation and Tourism Md Mahbub Ali’s orders, said Tanvir Ahmed, a spokesman for the ministry.

Jonendra Nath Sarker, a joint secretary, is heading the investigation, according to Tanvir.

An around two-hour long hijack drama ended through the death of the suspect in an army operation at Shah Amanat International Airport in Chattogram earlier in the evening.

Commandos stormed the Boeing 737 fatally injuring the suspect after all the passengers and crew members got off safely

The suspect, a young man in his mid-20s, was injured in the operation and later died, security forces said.

Civil Aviation Authority of Bangladesh or CAAB Chairman M Naim Hassan said they would investigate if there were any security lapses as it is unclear how the suspect, who was reportedly armed and wore a bomb-vest like dress, boarded the plane.

https://m.bdnews24.com/en/detail/bangladesh/1596573
 
. .
Flight hijackers tried to Hijack the plane with a toy gun: Police :p::woot::lol::guns:

বিমান ছিনতাইকারীর হাতে ছিল খেলনা পিস্তল: পুলিশ

  • জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-02-25 00:20:41 BdST
CTG-SWAT-01.jpg

অভিযানের পর শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইকারী যুবকের লাশ ঘিরে কমান্ডোরা
বিমান ছিনতাই করতে গিয়ে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছেন, তার হাতে থাকা অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসানের পর রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবার রহমান একথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে এটা ফেইক, খেলনা পিস্তল। তাছাড়া শরীরে তেমন কিছু প্যাঁচানো ছিল না।”

পরে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, ওই পিস্তলটি ছিল খেলনা।

চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের ফ্লাইটটি বিকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে অস্ত্রধারী ওই যুবক যাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি ক্রুদের জিম্মি করেন।

বিমানে থাকা ওসমান গণি নামে এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ওই ব্যক্তি পিস্তল নিয়ে উঠে দাঁড়িয়ে যাত্রীদের বলে, কেউ উঠে দাঁড়ালে বা নড়াচড়া করলে গুলি করা হবে। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ওই ব্যক্তি কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।”

ঘটনা শুরুর পরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল।”

পুলিশের বিশেষ শাখার ডিআইজি আকমল হোসেন তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর একজন যাত্রী ককপিটে ঢুকে পাইলটকে পিস্তল ধরে বলেছে, আমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিতে হবে। পাইলট ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চট্টগ্রামে অবতরণ করান।”



Bangladesh-Biman-hijack-24022019-022.jpg





চট্টগামে বিমানটি অবতরণের পর প্রায় দেড়শ যাত্রীর সবাই এবং পাইলট ও ক্রুরা সবাই নেমে আসার পর একমাত্র ছিনতাইকারীকে ধরতে শুরু হয় সামরিক বাহিনীর কমান্ডোদের অভিযান। তাতে নিহত হন ওই যুবক।

অভিযানের পর এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছিলেন, ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুরুতে আমরা ছিনতাইকারীকে নিবৃত্ত করার চেষ্টা করি। পরে সে আক্রমণাত্মক থাকায় স্বাভাবিক নিয়মে অভিযান চালানো হয়। এতে সে শুরুতে আহত হয়। পরে নিহত হয়েছে বলে জানতে পেরেছি। বিমানের মধ্যে তার সাথে আমাদের অ্যাকশন হয়েছে, পরে সে বাইরে নিহত হয়েছে।”

বেবিচক চেয়ারম্যান এম নাঈম হাসান বলেছিলেন, “সো ফার আমি জানি, তার কাছে একটা অস্ত্র ছিল। বলেছে গায়ে বোম্ব জড়ানো আছে বা তার জড়ানো আছে। ওটা কী ছিল, সেটা তদন্তে বেরিয়ে আসবে।”

ওই যুবকের আচরণ অসংলগ্ন ছিল বলেও জানিয়েছিলেন তিনি।



CTG-SWAT-1.jpg





নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’ এবং তার বয়স ২৬/২৭ বছর- শুধু এতটুকুই বলতে পেরেছেন অভিযানে থাকা সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা। তার আর কোনো পরিচয় তারা দিতে পারেননি, পারেনি তার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানাতে।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী টিভি অনুষ্ঠানে বলেছেন, এক ‘চিত্রনায়িকার প্রেমে ব্যর্থ হয়ে’ ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মাহবুবার বলেন, “পুলিশের এখন তদন্ত শুরু হল। তার পরিচয় এখনও নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি। তবে এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই পাওয়া যাবে।”

বিমান ছিনতাইয়ের এই ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1596570
 
.
Good work BD, even though going by the details of hijacker he would not have caused much damage.

The presence of mind of authorities have to be appreciated who made sure that the plane did not leave BD and brought a swift end to the issue. Now they have to investigate how the gun was brought on board.

Even though this incident is not of much concern but this might also be a trial run to see the reactions of how things will go. Terrorist groups generally plan very well and these sort of trial runs are not unknown. BD has to be on guard.
 
.
Good work BD, even though going by the details of hijacker he would not have caused much damage.

The presence of mind of authorities have to be appreciated who made sure that the plane did not leave BD and brought a swift end to the issue. Now they have to investigate how the gun was brought on board.

Even though this incident is not of much concern but this might also be a trial run to see the reactions of how things will go. Terrorist groups generally plan very well and these sort of trial runs are not unknown. BD has to be on guard.

This was a toy pistol
 
.
Back
Top Bottom