What's new

Security forces raid ends hostage scare at Chittagong airport, hijacker killed in shootout

.
Exclusive footage of the flight hijackers

সেই বিমান ছিনতাইকারীর এক্সক্লুসিভ ছবি


ctg-biman-higack-147903.jpg


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টাকারীর ছবি পাওয়া গেছে। আত্ম সমর্পণের আহ্বানের পর তাতে রাজি না হওয়ায় সেনা সদস্যরা অ্যাকশনে গেলে সে গুলিতে আহত হয়। পরবর্তী সে নিহত হয় বলে জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান।

মৃত্যুর পর শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
এর আগে রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে ছিনতাই চেষ্টাকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়ে। এতে বলা হয়, লে. কর্নেল ইমরুলের নেতৃত্বে সেনা ও নৌবাহিনীর ৮ মিনিটের প্যারা কমান্ডো অভিযানে এই ছিনতাইয়ের ঘটনার অবসান হয়। রাজধানীর হলি আর্টিজান অভিযানেও নেতৃত্ব দিয়েছিলেন লে. কর্নেল ইমরুল।

upload_2019-2-24_16-34-26.jpeg


ব্রিফিংয়ে সেনাবাহিনীর চট্টগ্রাম জোনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে একটা বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই ছিনতাই নাটকের অবসান হয়েছে সফলভাবে। আজ বিকাল পাঁচটা ৩৩ মিনিটে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানবাহিনী জানতে পারে যে, বিমানটি হাইজ্যাক হয়েছে। ককপিট থেকে আমাদের পাইলট এটি জানান। বিমানটি পাঁচটা ৪১ মিনিটে এখানে অবতরণ করে। এরপর এখানে নিয়োজিত বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তাবাহিনীর সমন্বয়ে ইমার্জেন্সি পদক্ষেপ নেয়া হয়।’
ছিনতাইকারী একজন বলে জানানো হয় ব্রিফিংয়ে। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর।
তিনি বলেন, ‘ছিনতাইকারীকে নিভৃত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানায়। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করে সে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার ওপর স্বাভাবিক অ্যাকশন যেটা, সেটাই হয়েছে। আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে মারা যায়।’
এই ছিনতাইয়ের ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলেও জানান মেজর জেনারেল মতিউর রহমান।
তিনি বলেন, ‘বিমানের ১৩৪ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্যসহ মোট ১৪৮ জন ছিলেন। তাদের সকলেই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন। বিমানের কোনো ক্ষতি হয়নি এবং বিমানটি তল্লাশি করি, এটিকে ইতোমধ্যেই চলাচল বা উড়ার জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে।’
কেন এই ঘটনা ঘটিয়েছেন তিনি? এমন প্রশ্নের জবাবে মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ‘এই অল্প সময়ের মধ্যে তার সঙ্গে যতটুকু কথোপকথন হয়েছে, সে শুধু একটি দাবিই করেছিল। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল এবং তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল। এরপর আর তার সাথে কোনো কথা বলার সুযোগ আমাদের ছিল না, যেহেতু দ্রুততর সময়ে এই ছিনতাইয়ের অবসান ঘটাতে চেয়েছিলাম।’
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বলতে চেয়েছিলেন সেটি জানতে পারেনি অভিযান চালানো আইনশৃঙ্খলা বাহিনী। তার পরিবার সম্পর্কেও জানা যায়নি।
তাকে প্রাথমিকভাবে দেখে পাইলট বিদেশি মনে করলেও সে আসলে বাংলাদেশি এবং তার কাছে একটি পিস্তল ছিল বলেও জানানো হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত চট্টগ্রাম বিমানঘাঁটি প্রধান এয়ার ভাইস মার্শাল মফিদুল রহমান বলেন, ‘সে যাত্রীদের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই এবং তার একটাই দাবি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবারের সাথে কথা বলতে চান। এসব কথা নিয়ে আমি তাকে ব্যস্ত রেখেছিলাম। আমাদের কমান্ডো বাহিনীগুলো যখন আসে তখন আমি তাকে কথার মাধ্যমে ব্যস্ত রেখেছিলাম। আমি তাকে বলেছিলাম যে, আপনাকে কথা বলার ব্যবস্থা করে দিবো।’
ব্রিফিংয়ে জানানো হয়, সে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল। একই সঙ্গে কমান্ডো অভিযানের প্রস্তুতি চলছিল। অভিযান চালানোর কারণে আর কথা বলা হয়নি।
মেজর জেনারেল মতিউর রহমান বলেন, ‘সে হয়তো তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনটি আমাদের দিতো। তার বাড়ি কোথায়, পরিবারের সদস্য সংখ্যা কত এগুলোর কিছুই আমাদের জানার সুযোগ হয়নি।’

http://www.m.somoynews.tv/pages/details/147903
 
Last edited:
.
The identity of the flight hijacker have been found. He is Palash, a short film producer and a former madrasah student. Interesting part is he is husband of model and actress Shimla.

বিমান ছিনতাইকারীর স্ত্রী নায়িকা শিমলা!
অন্যান্য | 25TH FEBRUARY, 2019 1:38 PM




789-2.jpg


বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টাকারীর পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। র‍্যাব জানায় তার নাম পলাশ আহমেদ। বাড়ি নারায়ণগঞ্জে। তবে চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা তার স্ত্রী।

পাওয়া গেছে পলাশের ফেসবুক অ্যাকাউন্টও। সেখানে বিভিন্ন ছবিতে ঘনিষ্ঠভাবে দেখা যায় শিমলা-পলাশকে। স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সে পলাশ নামেই পরিচিত।

মাদ্রাসা থেকে দাখিল পাস করে। পরে শর্ট ফিল্ম নির্মাণে জড়িয়ে পড়ে। পল্লীকবি জসিম উদ্দিনের ‘কবর’ কবিতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন পলাশ।

গতবছর ২৪ সেপ্টেম্বর শিমলার সাথে এক ছবি দিয়ে পলাশ এক পোস্টে লিখেন, “এই হচ্ছে আমার বউ যে আমার হাজার ভুলের মাঝে,আমাকে সহ্য করে পার করে দিলো ১ টি বছর, দোয়া করবেন যাতে সারাটা জীবন এই পাগলীটা আর আমি এক সাথে থেকে যেনো মরতে পারি, বউ অনেক ভালবাসি তোমায় আর কস্ট দেবো না,

42471907_2125143034202529_4685675922546753536_n.jpg




40773065_2101868383196661_7171745715234799616_n.jpg




37712886_2036348819748618_861046586711474176_n.jpg




42649469_2129422530441246_8280636735541477376_n.jpg


42749162_2130404743676358_1250786796917227520_n.jpg

30715167_1905598402823661_1042193811742130176_n.jpg


https://jamuna.tv/news/70589
 
. .
Good that no innocent person was hurt.

Now, BD government needs to answer how was it possible for a gun to be smuggled into a plane.

Pakistan is the answer. Yup, as always, an easy scapegoat.
 
. . .

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom