What's new

Saudi FM has not scheduled any meeting with dipu moni yet & visa not given

CaPtAiN_pLaNeT

SENIOR MEMBER
Joined
May 10, 2010
Messages
7,685
Reaction score
0
It has been learned that Dipu Moni has not been given any visa for Saudi Arabia yet and Saudi FM has not given any schedule for appointment to dipu moni despitae it was informed to the Saudi Authority last week. Dipu moni is currently staying in Hamburg of Germany for the verdict to be given for the marinate boundary dispute between Bangladesh and Myanmar. Tomorrow she is scheduled to fly for Riyadh of Saudi Arabia where she is supposed to brief Saudi FM about the recent death of Saudi Dipolomat in Dhaka. But this uncertainty of giving visa to Dipu Moni has questioned the tour of Dipu Moni to Suadi Arabia where every one must take visa prior to enter as none is given visa at the arrival.


13 Mar 2012 10:41:35 PM Tuesday BdST E-mail this

সৌদি আরবের ভিসা এখনও পাননি দীপু মনি

???? ????? ???? ???? ????? ???? ???

আনোয়ারুল করিম, ডিপ্ল্যোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তা খুনের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রিয়াদ সফরে যাওয়া নিয়ে দোলাচল শুরু হয়েছে। জার্মানি থেকে বৃহস্পতিবার তার রিয়াদ যাওয়ার কথা থাকলেও এখনও দেশটির কর্তৃপক্ষ থেকে তাকে ভিসা দেওয়া হয়নি, এমনকি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচিও নির্ধারিত হয়নি।

সৌদি বাদশাহকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি দীপু মনির হস্তান্তর করার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যার পর বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে জার্মানি হামবুর্গের পথে রওনা হয়েছেন। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন। বুধবার দুপুরে এর রায় হওয়ার পরই তার রিয়াদ রওনা হওয়ার কথা রয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, দীপু মনি জার্মানি থেকে ফেরার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাওয়ার পরিকল্পনা গত সপ্তাহেই নিয়ে রেখেছেন। সেখানে তিনি খালাফ হত্যার বিষয়ে সৌদি সরকারকে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাবেন।

দীপু মনির সফর উপলক্ষ্যে সেই অনুযায়ী রিয়াদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয় এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণের জন্য চেষ্টা করা হচ্ছে।

দীপু মনির ভিসা না পাওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘যেহেতু দীপু মনি যাদের সঙ্গে দেখা করবেন তাদের সময়সূচি এখনও পাওয়া যায়নি, তাই সৌদি কর্তৃপক্ষ ভিসাও দেয়নি।’

উল্লেখ করা প্রয়োজন, সৌদি আরব তাদের দেশের বিমানবন্দরে পৌঁছার পর কাউকেই ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়না। আগে থেকেই ভিসা নিয়ে রাখতে হয়।

দীপু মনির রিয়াদ সফর নিয়ে দোলাচল প্রসঙ্গে জানতে মঙ্গলবার সন্ধ্যার পর সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে কোনও দোলাচল নেই।’

রাষ্ট্রদূত বলেন, ‘পুরো বিষয়টি আপনি যেভাবে শুনেছেন, সেরকম নয়।’

তিনি বলেন, ‘এখানে প্রটোকল বিভাগের দায়িত্বে থাকা সৌদি আরবের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে আমরা স্বাগত জানাচ্ছি।’

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারণ না হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত বাংলানিউজকে বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এখন দেশে নেই। তিনি মিশরে রয়েছেন। মিশর থেকে ২/৩ দিনের মধ্যেই ফিরবেন। এরপরই সূচির ব্যাপারটি ঠিক হবে।’

দীপু মনির ভিসার ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘ভিসা পাওয়া বা না পাওয়ার বিষয়টি মুখ্য কোনও বিষয় নয়।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে অহেতুক বিভ্রান্তকর খবর পরিবেশন না করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১২
 
.
Probably he has not got visa because he is not scheduled to meet saudi FM,Einstein.
 
.
Probably he has not got visa because he is not scheduled to meet saudi FM,Einstein.

Read the article if you know bengali or my post. She is supposed to go to Saudi Arabia tomorrow regarding the recent death of saudi diplomat at Dhaka. It is not a matter with whom she is supposed to meet. But for every tour every one require visa from Saudi Arabia.
 
. .
What is our police doing? 2 reputed journalists get killed...no justice.....a diplomat gets killed in gulshan...no justice...i wonder how the killers in gulshan got away...there is a check post from kemal ataturk avenue...one from baridhara dohs entering gulshan and one from near vasavi entering gulshan...the banani bridge is petrolled by rab after 11 and sometimes they will set up a check post just to harass us young folks :P.....there is also a check post very close to saudi embassy....the police and rab also patrols that place after....i have had rab follow my car so many times there that i lost count, i have been stopped at the check posts in my car so many times....i am really clueless on how can one kill diplomat and can get away with it since the place is full of rab, police and dgfi personals. After 10 'o clock prostitutes come into the street, in quite a few streets near gulshan 2 and gulshan 1 near banani bridge, the police turns a blind eye to them...they can even question...i am appalled on how such a big incident can occur and no one has been charged yet..its dismal...to make matters worse for me the main road infront of saudi embassy is our drag racing strip i bet now we wont be able to race there:taz:
 
. .
Good. No need to see this dalal. Frankly who wants to see her ugly dalali face.
 
.
who do you guys think is behind the attack?
who knows man. Think of the facts- this guy was not registered as a diplomat.
He was wondering/jogging at midnight in the street. The murderer left hardly any clues.
Our goons don't have enough education to fight with foreigners.
If you ask me, it's all a espionage game where we will have no clues.
May his soul rest in peace.
 
.

Pakistan Defence Latest Posts

Back
Top Bottom