Bangladesh welcomes Sahara group’s proposal to set up satellite township in Dhaka
Prime News Tv
Updated on :
By Prime News
Bangladesh welcomed Indian conglomerate Sahara group's proposal to set up a satellite township in Dhaka with an aim to reduce population pressure on the city and address the existing problem of housing.President of Foreign Investors' Chamber of Commerce and Industry , Syed Ershad Ahmed, hailed the time bound investment plan of Sahara India group to build houses for the vast population. Currently, around 150 million people live in Dhaka, where there is lack of accommodation for the rising population. Ahmed hoped that the group would also address the problems of inadequate power and water supply, improper sewage system and poor connectivity.
At present, the country's economic growth is at six percent on an average over the past one decade. However, Ahmed said Foreign Direct Investment (FDI) would take steps to accelerate growth of the country. Dhaka has turned into the busiest and densely populated city, where people reside permanently for service, business and other purposes. However, there is lack of accommodation. As a result, the residential areas of the city are becoming over-crowded and unhygienic.The only way of easing pressure of population is to build permanent residences for the large number of people in the surrounding areas of the city.
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের সাহারা পরিবার
????????? ???????? ?????? ?????? ?????? ?????? - ????? ???
সুজয় মহাজন | তারিখ: ১৭-০৪-২০১২
০ মন্তব্য
প্রিন্ট
ShareThis
Share on Facebook
prothom-alojobs news details small ad
পরের সংবাদ»
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ ‘সাহারা ইন্ডিয়া পরিবার’। মূলত নগরায়ণ ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ তাদের।
এ জন্য ‘নতুন ঢাকা’ নামে রাজধানীর আশপাশে পাঁচটি পূর্ণাঙ্গ নতুন শহর গড়ে তুলতে চায় সাহারা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতেও বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতিমধ্যে এসব বিনিয়োগ প্রস্তাব নিয়ে বিনিয়োগ বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিনিধিদল।
এবার আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ভারতীয় এ শিল্প গ্রুপ। এ জন্য সাহারা ইন্ডিয়া পরিবারের কর্ণধার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। প্রাথমিকভাবে ২০-২৩ এপ্রিল এ সফরের তারিখ ধার্য করা হয়েছিল।
তবে এ সময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের একটি কর্মসূচি থাকায় সাহারা প্রতিনিধিদের সফর কয়েক দিন পিছিয়ে যেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। কেননা, এ সফরে সাহারার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এ ছাড়া তাঁরা বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।
সূত্র জানায়, সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের অনানুষ্ঠানিকভাবে কয়েক দফা বৈঠক হয়েছে। ওই সব বৈঠকে এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা হয়। বিনিয়োগ বোর্ডের সঙ্গে সাহারা প্রতিনিধিদলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ১১ মার্চ।
এসব বৈঠকে সাহারার প্রতিনিধিদলের সদস্যরা এ দেশে আবাসন খাতে রাজধানীর চারপাশে বেশ কয়েকটি আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ পূর্ণাঙ্গ শহর (টাউনশিপ
গড়ে তোলা এবং স্বাস্থ্য খাতে সর্বাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় তাঁরা জানান, আবাসন ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি জমির বন্দোবস্ত করতে না পারে, তাহলে নিজেরা জমি কিনে ‘নতুন ঢাকা নামে’র একাধিক শহর ও হাসপাতাল গড়ে তোলায় বিনিয়োগ করবে।
বৈঠকে সাহারার পক্ষ থেকে তাদের ব্যবসার ধরনসংক্রান্ত একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়, যাতে ভারতে সাহারা ইন্ডিয়ার গড়ে তোলা বিভিন্ন আবাসন প্রকল্পের চিত্র তুলে ধরা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশে একটি পৃথক কোম্পানি বা প্রতিষ্ঠান খুলে তার মাধ্যমে এ বিনিয়োগ হতে পারে। আর প্রথম অবস্থায় বিরাট অঙ্কের বিনিয়োগ প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত তা কমে আসতে পারে।
এদিকে বাংলাদেশে সাহারা ইন্ডিয়ার বিনিয়োগ সম্পর্কে ভারতীয় দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া গত ২৪ ফেব্রুয়ারি একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, সাহারা বাংলাদেশে ৮০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের পাঁচটি ভিন্ন ভিন্ন স্থানে ‘নতুন ঢাকা’ নামের আবাসন প্রকল্পে সাহারা ৮০ হাজার কোটি রুপি (বাংলাদেশি মূল্যমানে প্রায় এক লাখ ২৭ হাজার কোটি টাকা
বিনিয়োগ করবে। তাতে সাহারার কর্ণধার সুব্রত রায় সাহারাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমরা বড় আকারে বাংলাদেশে যাচ্ছি। এরই মধ্যে ৮০ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে অনেক কিছু করার আছে। ইতিমধ্যে আমরা আমাদের বিনিয়োগের প্রস্তাব (নিউ ঢাকা প্রজেক্ট
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি এবং আশা করছি, এটি নিয়ে শিগগির তাঁর সঙ্গে বৈঠক করব।’
সুব্রত রায়কে উদ্ধৃত করে টাইমস-এর খবরে আরও বলা হয়, ‘আমাদের কোনো টাকার দরকার নেই, আমরা শুধু বাংলাদেশ সরকারের কাছ থেকে সভরেন গ্যারান্টি (সার্বভৌম নিশ্চয়তা
চাই। এরই মধ্যে আমরা ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরে ৪০ বর্গকিলোমিটারের জায়গা নির্ধারণ করেছি। এটি আমাদের কাছে সহজপ্রাপ্য। যদি আমরা ওই জায়গা পাই, তাহলে আমরা আমাদের নিজস্ব অবকাঠামো গড়ে তুলে তা বিক্রি করব।’
আবাসন খাতে সাহারা ইন্ডিয়ার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, ‘সাহারা ইন্ডিয়া এ দেশে আবাসন খাতে নিউ ঢাকা নামের একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এ নিয়ে আমাদের সঙ্গে তাদের প্রাথমিক আলাপ-আলোচনাও হয়েছে। সরকারের সঙ্গে যৌথ কিংবা সাহারা নিজস্ব বিনিয়োগে এসব প্রকল্প গ্রহণের ব্যাপারে আমাদেরও আগ্রহ রয়েছে। এ জন্য সরকারের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। তবে সাহারা ইন্ডিয়ার এবারের বাংলাদেশ সফরকালে এ ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হবে।’
সচিব আরও জানান, ‘২০ এপ্রিল সাহারার প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে। কিন্তু উল্লিখিত সময়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফরেরও কর্মসূচি রয়েছে। সে ক্ষেত্রে সাহারার প্রতিনিধিদলের সফরসূচি পরিবর্তিত হতে পারে।’
এদিকে সাহারা ইন্ডিয়া পরিবারের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভারতে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাহারা গ্রুপের মোট সম্পদের বাজারমূল্য ছিল এক লাখ ১৬ হাজার ৭১৯ কোটি রুপি। এ গ্রুপ ভারতের বাজারে আবাসন, বিমা, হাসপাতাল, মেগাশপ, মিডিয়া, ম্যানুফ্যাকচারিং ও তথ্যপ্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।