What's new

March for Democracy Watch Thread

.
Can anyone explain what was going on there? Who is the lady and who are the assaulters? A bit of brief plz.

The ladies in question are High Court advocates and the men beating them are Awami League supporters. Some BNP lawyers had been congregating at the Supreme Court premises to take out a procession to join the Long March for Democracy program. They were prevented by the police from exiting the SC premises. After a while some Awami League thugs came to the location and the police opened the gates to allow them to enter the SC premise and beat up the lawyers.
 
.
শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও |

শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও

শেখনিউজ রিপোর্ট: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীকে গ্রেফতারের পর রাত ১টায় ছেড়ে দেয়া হয়। ৩০ ডিসেম্বর সন্ধ্যয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাস ভবনের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সবাইকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুর না হলে পাঠানো হয় কারাগারে। আর শমসের মোবিনকে ডিবি অফিস থেকেই ছেড়ে দেয়া হয়েছে। এর কারন অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।

শমসের মোবিনকে নির্ধারিত কয়েকটি শর্তে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিস্ট সূত্র। এই শর্ত গুলোর মধ্যে (ক) বেগম খালেদা জিয়াকে ভারতের ইচ্ছা মেনে নিতে রাজি করানো। (খ) ভারতের শর্ত মেনে বেগম খালেদা জিয়া যাতে শেখ হাসিনার অধিনে নির্বাচনে অংশ নিতে রাজি হন সেই ব্যবস্থা করা। (গ) আওয়ামী লীগ ইন্ডিয়াকে যেসব সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো মেনে নিতে বেগম জিয়াকে রাজি করানো। এর বিনিময়ে মোটা অঙ্কের একটি টাকা প্রাপ্তির অফার রয়েছে শমসের মোবিনের সামনে। এই ৩টি বিষয় মেনে নিতে বেগম খালেদা জিয়াকে রাজি করানোর শর্তে শমসের মোবিন চৌধুরী ডিবি কার্যালয় থেকে মুক্তিপান। সঙ্গে বিশাল অঙ্কের টাকা প্রাপ্তির প্রত্যাশা।

Shomsher Mobin was released on 3 conditions:
1. Convince KZ to accept India's demand
2. Accept India's condition and agree to accept election under Hasina
3. Convince KZ to accept all facilities given to India by AL

শমসের মোবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা সাবিহ উদ্দিন বরাবরই বিএনপিতে ভারত লবির লোক হিসাবে সবাই জানেন। ২০১১ সালে বেগম খালেদা জিয়াকে ভারত সফরে নিয়ে যাওয়ার উদ্যোক্তা ছিলেন এই কুশিলবরা। শুধু তাই নয়, সেখানে গিয়ে ভারতকে শেখ হাসিনার প্রদত্ব ট্রানজিটে বিএনপির কোন আপত্তি নেই বলে বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলা হয়। সাবিহ উদ্দিন চৌধুরী দলের কোন মূখপাত্র নন। তারপরও তিনি বিবিসিকে ইন্টারভিউ দিয়ে তখন বলেছিলেন ভারতকে ট্রানজিটে বিএনপি’র কোন আপত্তি নেই। এনিয়ে তখন তুমুল বিতর্ক উঠে। এই দুই আমলা দলকে এর আগেও নানা ভাবে বিভ্রন্ত করেছেন।

সাবিহ উদ্দিন এবং শমসের মোবিনরা কখনো জনগনের কাতারে ছিলেন না। তারা বরাবরই বিএনপি ক্ষমতায় থাকা কালীন সুযোগ সুবিধা ভোগ করেছেন মাত্র। সাবিহ উদ্দিন ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার প্রধানমন্ত্রীর দফতরে বেগম খালেদা জিয়ার পিএস হিসাবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহনের যাওয়ার কথা ছিল। তখন তাঁকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে যুক্তরাজ্যের মত দেশে হাই কমিশনার নিয়োগ করা হয়। ১৯৯১ সালে প্রধানমন্ত্রীর পিএস থাকা কালীন রাশেদ খান মেননের সরাসরি শিষ্য সাবিহউদ্দিন সহ কয়েকজনের উদ্যোগেই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়েছিল। তখন বেগম খালেদা জিয়াকে বোঝানো হয়েছিল শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগে তৈরি করে দেয়া হচ্ছে। জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির নেপথ্য উদ্যোক্তাদের অন্যতম একজন হলেন সাবিহ উদ্দিন।


বিএনপি’র নেতা-কর্মীরা রাস্তায় লড়াই সংগ্রাম করে, জেল জুলুম সহ্য করে দলকে ক্ষমতায় নেয়ার চেস্টা করেন। অ্যান্টি আওয়ামী লীগ ও অ্যান্টি ভারত মনোভাবাপন্ন লোকরা বিশ্বাসের জায়াগ হিসাবে বিএনপিকে সব সময় ভোট দিয়ে আসছে। আর সাবিহ উদ্দিনরা সরকারের আমলা হিসাবে বিএনপি থেকে সুযোগ সুবিধা নেয়া ছাড়া কিছু দিয়েছেন এমন নজির নেই। বিএনপির কল্যানে যুক্তরাজ্যের মত জায়গায় হাই কমিশনার ছিলেন। তিনি তখন দেশের জন্য বা বিএনপি’র পক্ষে একটি জোড়ালো কুটনৈতিক সাফল্য অর্জন করেছেন এমন কোন উদাহরণ কি রয়েছে!

শমসের মোবিন চৌধুরী বিএনপি আমলে দীর্ঘ দিন পররাষ্ট্র সচিব ছিলেন। তাঁর সময়েই বিএনপি’র সঙ্গে সারা দুনিয়ার সম্পর্ক খারাপ হয়। ২০০১ সালে নির্বাচনের আগে কুটনৈতিকরা বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আদায়ে যথেষ্ট বিলষ্ট ভূমিকা রেখেছিলেন। যার ফলে আওয়ামী লীগ তখন সুবিধা করতে পারেনি। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে ফলাফল ঘোষনায় আওয়ামী লীগের পরাজয়ের বার্তা আসতে থাকলে শেখ হাসিনা ফলাফল প্রকাশ স্থগিত রাখার উদ্যোগ নেন। সেই সংবাদ পেয়ে রাত আড়াইটায় তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ম্যারি অ্যান পিটার্স ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, তারা সকাল পর্যন্ত সেখানে ছিলেন এবং বিবৃতি দিয়ে বলেছেন সুষ্ঠূ ভাবে ভোট গ্রহনের পর শন্তিপূর্ণ ফলাফল প্রকাশ হচ্ছে। এতে সেদিন নির্বাচনী ফলাফল স্থগিত করতে হাসিনার উদ্যোগ ব্যর্থ হয়েছিল।

এই কথা গুলো বলার কারন হলো সমসের মোবিন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্বে থাকা কালে ভারত তোষণ ছাড়া আর কিছু করতেন না। এতে অন্য রাষ্ট্র গুলো ক্ষিপ্ত হয় বিএনপির উপর। শমসের মোবিন, সাবিহ উদ্দিনদের কুটনৈতিক দায়িত্ব পালনকালেই বিএনপির সঙ্গে দুনিয়ার সম্পর্কের অবনতি হয়। তারা শুধু ভারতকে তোষনে ব্যস্ত ছিলেন। কিন্তু সময়মত সেই ভারত তাদের লাথি মেরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়।

শমসের মোবিন এবং সাবিহ উদ্দিনরা এখনো বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেস্টা করছেন ভারতের প্রতি নতজানু ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় গেলেও টিকে থাকতে পারবে না এটা বোঝানোর চেস্টা করছেন তারা। ইন্ডিয়ার শর্ত মেনে নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়াকে রাজি করানোর শর্ত দিয়ে মুক্তি পেয়েছেন ডিবি অফিস থেকে।

বাংলাদেশের জনগনের ইচ্ছার প্রতিফলন নয়, শমসের মোবিনরা সব সময় ভারতের ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেস্টায় লিপ্ত। তাই গ্রেফতারের পর তাঁকে ছেড়ে দেয়া হয় বেগম খালেদা জিয়াকে অনঢ় অবস্থান থেকে সরে আসতে রাজি করানোর জন্য।

Shomsher Mobin and Sabih Uddin are possible RAW assets within BNP, must be kept under watch and ousted if needed.


One Response to শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও
  1. 99f1ed9b13fddb5e1ae50c4e0cbdf31a
    Anwar Ahmed says:
    January 1, 2014 at 6:59 pm
    It is a true article, Sabihe Uddin and Somsher Mobin should be ousted from BNP. However this RAW’s seed sometimes do excellent job as to demand of party interest, to sell themselves as loyal and patriot to the leader like tow days before Mobin arranged a meeting between KZ and British ambassador. Nevertheless deep down, they are loyal to India, prefer Indian interest!!!! How Strange Selucas!!!
 
.
Being an AL supporter does not make you Bangladeshi period.....you cannot claim to be a citizen of a country whose sovereignty you do not recognize!

Cool signature :p:, Gopaillas have their branches everywhere though....didn't u see New York Gopailla protested Khleda's comments?

Well then you can file an affidavait in highest court of your country. I assume Supreme Court in Bangladesh is independent.

Everything in Bangladesh is independent but not sovereign like the country itself.
 
.
  1. 99f1ed9b13fddb5e1ae50c4e0cbdf31a
    Anwar Ahmed says:
    January 1, 2014 at 6:59 pm
    It is a true article, Sabihe Uddin and Somsher Mobin should be ousted from BNP. However this RAW’s seed sometimes do excellent job as to demand of party interest, to sell themselves as loyal and patriot to the leader like tow days before Mobin arranged a meeting between KZ and British ambassador. Nevertheless deep down, they are loyal to India, prefer Indian interest!!!! How Strange Selucas!!!

I have said the same about Shomsher Mobin and Sabiheuddin Ahmed many months ago in this forum. If I listened recently leaked audio correctly, BNP leadership knows he is an indian asset and playing duplicit role. Why there was no actin taken that is matter of big question mark?

There is another one harming BNP, Maj Gen. (retd) Mahbubur Rahman. He should have thrown out long time ago.
 
Last edited:
. .
I know that She was angry... She lost temper... It was stupid.... But you should understand the situation.... Her democratic rights were taken away... She was under house arrest... And the women she was talking to pushed her before....

Previously I saw her saying someone beyadop standing in parliament...she frequently loses her temper. Now thing is she is not in a position to get angry publicly, she is 2 times PM of a country and all her current hardships are nothing but test of her personality. Sorry...no one pushed her, they dare not touch her.
 
.
রাতের পর রাত
Night after night
চলমান আন্দোলনে স্বাধীনতা রক্ষার ঘোষণা -শফিক রেহমান
In the ongoing movement (Khaleda Zia) made a declaration to protect sovereignty of Bangladesh - Shafik Rehman

বছরের শেষ দিন। আগামীকাল নতুন বছরের প্রথম দিনে দৈনিক শুকতারা-তে ছাপতে হবে বিদায়ী বছরের বড় ঘটনাগুলোর সালতামামি। ছাপতে হবে আগামী বছরটি কেমন যাবে সে বিষয়ে কিছু ভবিষ্যদ্বাণী।
কিন্তু কোনো সঠিক ভবিষ্যদ্বাণী যে করা সম্ভব নয় সেটা সম্পাদক শামীম জানে।
আগামী বছরে বাংলাদেশের শাসনক্ষমতা কার কাছে থাকবে?
শেখ হাসিনা? খালেদা জিয়া? অথবা তৃতীয় কোনো শক্তির কাছে?
আগামী বছরে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন কেমন কাটবে?
কারো পক্ষেই কি এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব?
সকালেই চলে এসেছিল শামীম তার অফিসে।
প্ল্যান ছিল দুপুর নাগাদ সব বৃফিং শেষ করে বিকেল ছ’টায় অফিসেই সব স্টাফকে নিয়ে নিউ ইয়ার ইভ পার্টি করবে।
অন্যান্য বছরের মতো রাত বারোটার কিছু আগে নিউ ইয়ার ইভ পার্টি করা সম্ভব হবে না। ঢাকা মেট্রপলিটান পুলিশের হাই প্রোফাইল কর্মকর্তা বেনজীর আহমেদ অনুরোধ করেছেন, থার্টি ফার্স্ট নাইটে সবাই যেন সন্ধ্যা আটটার মধ্যেই যে যার ঘরে ফিরে যান।
কেন?
আটটার পরে কি ঢাকার পথে আরো পুলিশ-র‌্যাব-বিজিবি নামবে? অথবা সশস্ত্র বাহিনী?
বেনজীরের এই নজিরবিহীন অনুরোধ মেনে চলার জন্য শামীম পত্রিকার স্কেলিটন স্টাফ বাদে অন্য সবাইকে সন্ধ্যার আগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
থার্টি ফার্স্ট নাইটে নয়Ñ থার্টি ফার্স্ট ইভনিংয়ের পার্টির জন্য অর্ডার দিয়েছিল কুপার্সের কেক। কিন্তু কড়া নির্দেশ দিয়েছিল কোনো মোমবাতি যেন আনা না হয়। কেকের ওপর যেন একটাও মোম সেট না করা হয়।
নিউজ এডিটর মেরি জানতে চেয়েছিল, মোমবাতি কেন নিষিদ্ধ করা হবে?
মোমবাতি হচ্ছে নম্রতা, প্রেম ও শান্তির প্রতীক। বিশ্ব জুড়ে যুগযুগান্তরকাল ধরে এটাই আমরা দেখেছি। জেনেছি। কিন্তু ২০১৩-এর ফেব্রুয়ারিতে শাহবাগ জাগরণে মোমবাতিকে ব্যবহার করা হয়েছে উগ্রতা, অশান্তি ও ফাসির দাবির প্রতীক রূপে। ইতিহাস বিকৃতির এক্সপার্ট আওয়ামী লীগ এখন ওয়ার্ল্ড কালচার বিকৃতির কাজেও নেমেছে। সুতরাং আওয়ামী শাসন আমলে নিরাপদে থাকতে হলে নিউ ইয়ার, বার্থডে, বিয়ে, বিয়ে বার্ষিকীÑ এসব অনুষ্ঠানে আর মোমবাতি ব্যবহার না করাই উচিত হবে। শামীম বিরক্ত মুখে উত্তর দিয়েছিল। তুমি বছরের একটা সালতামামি লিখে রেখ। শামীম নির্দেশ দিয়েছিল।

চেয়ারে বসতেই রিসেপশন থেকে জানালো বিবিসি লন্ডন থেকে মিজ রানী সিং খোজ করছেন। তিনি ঢাকায় এসে ওয়াইডাবলিউসিএ-তে উঠেছেন। ফোন করতে অনুরোধ করেছেন।
শামীম তাকে চিনতো না।
সে তাকে মোবাইলে ফোন করল। প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর রানী সিং যা জানালেন, সংক্ষেপে তা হচ্ছে, বিবিসির পক্ষ থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে তিনি আগ্রহী। এ বিষয়ে লন্ডন থেকে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর সঙ্গে আগেই আলাপ করে গত পরশুদিন ঢাকায় এসেছেন। গতকাল সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনার পর অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গিবসন বারিধারাতে তার নিজের বাড়িতে ফিরে গেলেও শমসের মবিন চৌধুরী যিনি শেরু নামেও পরিচিত, তিনি গুলশানে তার নিজের বাড়িতে ফিরতে পারেন নি। খালেদা জিয়ার বাড়ির বাইরে আসার পরপরই সরকারি বাহিনী তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আটকের ঠিক আগে তাকে ফোন করে শমসের মবিন জানিয়েছিলেন তার সর্বশেষ অবস্থান।

এখন কিভাবে ম্যাডাম জিয়ার ইন্টারভিউ নেওয়া সম্ভব? শমসের মবিন চৌধুরীকে আটক করার কোনো বৈধ কারণ দেখানো হয়েছিল কি? রানী সিং দু’টি প্রশ্ন করলেন।
বোধ হয় ইন্টারভিউ নেওয়া সম্ভব হবে না। ম্যাডাম জিয়া তার বাড়িতে একা। তার কোনো পার্সোনাল সাপোর্টিং স্টাফ নেই। এপয়েন্টমেন্ট সেক্রেটারি ছিলেন এডভোকেট শিমুল বিশ্বাস। তাকে বহুদিন আগেই পুলিশ ধরে নিয়ে জেলে পুরেছে। ম্যাডাম জিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করাও সম্ভব নয়। বাড়িতে গেলে পুলিশ অ্যারেস্ট করতে পারে। আপনাদেরই দেশের হাই কমিশনার যখন ম্যাডাম জিয়ার সঙ্গে দেখা করতে চান তখন শমসের মবিন সরকারের কিয়ারেন্স নিয়ে তিনি, রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ আগেই ম্যাডামের বাড়িতে পৌছে ওই মিটিং সেটআপ করেন। পূর্ব অনুমতি নিয়ে ওই মিটিংয়ের পরেই শমসের মবিনকে গ্রেফতারের ফলে আবারও প্রমাণিত হলো হাসিনা সরকারকে অর্থাৎ হাসিনাকে বিন্দুমাত্র বিশ্বাস করা যায় না। কারণ, হাসিনাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ আজ এক মিথ্যাবাদীর খপ্পরে। এই যে আপনি পূর্ব অনুমতি অর্থাৎ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারপরে আমার সঙ্গে কথা বলার দায়ে আপনাকে গ্রেফতার করা হলে অবাক হবার কিছু থাকবে না। এখানে আইনের শাসন নেই। বিচারব্যবস্থা দলীয়করণ হয়ে গিয়েছে। এক্সকিউজ মি। আমার অন্য মোবাইলটা বাজছে। একটু হোল্ড করুন। শামীম বলল।
অন্য ফোনটিতে কয়েক সেকেন্ড আলাপ করে শামীম ফিরে গেল প্রথম ফোনে।
মিজ সিং। ইউ হ্যাভ এ গুড নিউজ। এই মাত্র খবর পেলাম শমসের মবিনকে পুলিশ আপাতত ছেড়ে দিয়েছে। আপনি তাকেই ডিরেক্ট ফোন করতে পারেন। নাম্বারটা নিশ্চয়ই আছে। তবে ম্যাডামের সঙ্গে হাই কমিশনারকে দেখা করিয়ে দেওয়ার পর তিনি যে বিপদে পড়েছেন, তার পরে বিবিসির কাউকে দেখা করিয়ে দেয়াটা সম্ভব হয়তো হবে না। শামীম লাইন কেটে দিল। তারপর ইন্টারকমে মেরিকে আসতে বলল।
একটু পরেই শামীমের রুমে মেরি এল।

পরনে শাড়ি। হালকা গোলাপি জমিনে ছোট ছোট লাল জামদানি ডিজাইন। লাল ব্লাউজ। কপালে ছোট লাল টিপ।
হ্যাপি নিউ ইয়ার টু ইউ। চেয়ারে বসে হাত বাড়িয়ে মেরি বলল।
হ্যাপি নিউ ইয়ার। শামীম ওর হাত ধরে একটু ঝাকিয়ে বলল। কিন্তু হাতটা তখনই ছেড়ে দিল না। আস্তে আস্তে বলল, দেখো, সৈয়দ আশরাফের নজরে পড়ে যেও না। এই সময়ে গোলাপি শাড়ি না পরলেও পারতে।
নজরে পড়লে কি হবে? একটু মুচকি হেসে মেরি বলল। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না।
কিন্তু শামীম তার হাত গুটিয়ে নিল। তারপর বলল,
নজরে পড়লে এমপি শাম্মী আখতারের মতো আটকে রাখতে পারেন। অথবা এমপি রাশেদা বেগম হীরার মতো আটক করে পরে ছেড়েও দিতে পারেন। এখন তুঘলকি আমল চলছে। তাছাড়া কারো কারো বিশ্বাস, সৈয়দ আশরাফ অসুস্থ। গতকাল সন্ধ্যায় বাংলাভিশনে মতিউর রহমান চৌধুরী উপস্থাপিত ফ্রন্ট লাইন টক শোতে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বিরোধী নেত্রী খালেদা জিয়া গত রোববারে বিকেলে তার বাস ভবনের গেইটের ভেতরে দাড়িয়ে সাংবাদিকদের কাছে যখন কথা বলছিলেন তখন তিনি শাদা শাড়ি পরে ছিলেন। অথচ সৈয়দ আশরাফ বলেন, তিনি গোলাপি শাড়ি পরে ছিলেন। আমি আওয়ামী লীগের সমর্থক হয়েই বলছি সৈয়দ আশরাফ ভুল বলেছিলেন। সম্ভবত সৈয়দ আশরাফ অসুস্থ ছিলেন।
ওই অনুষ্ঠানে নিউ এইজ সম্পাদক নুরুল কবিরও ছিলেন। সৈয়দ আশরাফ যে দিনের বিশেষ সময়ে অসুস্থ থাকতে পারেন সেই বিষয়টির প্রতি ওই দুই বক্তার আলোচনায় ইংগিত করা হয়। শামীম হাসল।
এটা মাইনর ব্যাপার। মেজর ব্যাপারটি হচ্ছে খালেদা জিয়ার বক্তব্যের কোনো প্রতিউত্তর এখন পর্যন্ত শেখ হাসিনা দিতে পারেন নি। তিনি অসমর্থ হওয়ায় প্রতিউত্তর দেওয়ার দায়িত্ব নিয়েছেন সৈয়দ আশরাফ ও ডা. দীপু মনি। এতে বোঝা যায় সৈয়দ আশরাফ নন, আসলে খালেদার বাক্যবুলেটে হেভি ইনজিউরড বা অসুস্থ হয়ে পড়েছেন শেখ হাসিনা।
প্রথমত, তিনি ভাবতে পারেন নি প্রায় এক হাজার নারী পুরুষ গোপালিশ, অনেক শাদা পোশাকি পুলিশ এবং সেই বাড়ির সামনে মোতায়েন পাচটি বালুর ট্রাক ড্রাইভার ও হেলপারদের ছদ্মবেশে ভিনদেশি গোয়েন্দাদের প্রখর চোখ এড়িয়ে উদ্যমী ও সাহসী রিপোর্টার-ফটোগ্রাফাররা অন্য বাড়ির দেয়াল টপকে ম্যাডামের বাড়িতে ঢুকে পড়বে। তার ইন্টারভিউ নিতে পারবে এবং সেটা টিভিতে আপলোড করে দিতে পারবে। যার ফলে সারা বাংলাদেশ খালেদার অতি প্রতীক্ষিত তেজীয়ান একটি পারফরম্যান্স লাইভ দেখতে পারবে। বস্তুত ২৯ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপি হেড কোয়ার্টার্সের সামনে খালেদা পৌছাতে পারলে এবং সেখানে কোনো বক্তৃতা দিতে পারলেও তারচেয়ে অনেক বেশি এফেক্টিভ হয়েছে নিজের বাড়িতে গাড়িতে প্রায় এক ঘণ্টা বসে থাকার পরে অবরুদ্ধ অবস্থায় বাংলাদেশের পতাকা হাতে তার এই বিবৃতি। হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন সরকারি বাহিনীর সেদিনের এই দুর্বলতা। জয় কিছুদিন আগেই একটি ইনডিয়ান পত্রিকায় গর্ব করে বলেছিলেন, তার মা ও তাকে নিñিদ্র পাহারা দিচ্ছে বিশ্বস্ত বাহিনী। এ সব পাহারাই যে ভঙ্গুর সেটা প্রমাণিত হলো আরো একবার। মেরি বলল।
তাদের নিজেদের পাহারা আরো জোরালো করার জন্য আমেরিকাবাসী জয় এখন চেষ্টা করতে পারেন সিআইএ-র সঙ্গে যোগাযোগ করে নতুন কোনো ফোর্স আনতে। ফোন নাম্বার (১) (৭০৩) ৪৮২-০৬২৩ এবং ফ্যাক্স নাম্বার (১) (৭০৩) ১৪৮২-১৭। তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় জয়ের মা কাজে লাগিয়েছিলেন এফবিআই-কে। তাতে লাভ হয়নি। তারেক রহমান ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন। এখন এফবিআই নয়Ñ জয়ের শেষ ভরসা হতে পারে সিআইএ। তারপর বলো। শামীম বলল।
খালেদার ওই বক্তব্যের পর কেন হাসিনা অসুস্থ হয়ে পড়েন তার দ্বিতীয় কারণ হচ্ছে, হাসিনা ভাবতে পারেন নি খালেদা তার স্বভাবসুলভ নম্রতা ও বিনয়ের বাধা কাটিয়ে কঠোর ও সরাসরি ভাষায় এত চোখা বক্তব্য রাখবেন। এজন্য কেউ কেউ খালেদার সমালোচনা করে বলেছেন, তার উচিত ছিল তার অতীত স্টাইলেই বলা। কিন্তু এই সমালোচনার বিপরীতে অনেকেই বলেছেন, ওই দিন খালেদার মুখের ভাষা এবং দেহের ভাষা উভয়ই ছিল সময়োচিত। এর আগে গুলশানে তার কার্যালয়ে মঙ্গলবার ২৪ ডিসেম্বরের প্রেস কনফারেন্সে খালেদাকে দেখা গিয়েছিল হাস্যোজ্জ্বল চেহারায়। বিরোধী দলের কর্মসূচি ঘোষণায় লিখিত বিবৃতি পড়ার সময়ে তিনি তার সব আবেগ রেখেছিলেন নিয়ন্ত্রণে। কিন্তু রোববার ২৯ ডিসেম্বরে অবরুদ্ধ অবস্থায় তাৎক্ষণিক প্রেস বিবৃতিতে খালেদা তার মনের অবরুদ্ধ কথাগুলোকে মুক্ত করে দেন। তিনি যা বলার তা রাখঢাক না করে, সাফ সাফ বলে দেন। আর এ সবই ছিল দেশবাসীর মনের কথা। তাই ওই বিবৃতির সময়ে দেশবাসী হয়েছে উদ্দীপ্ত, বিরোধী কর্মীরা হয়েছেন উজ্জীবিত এবং বিরোধী নেতারা হয়েছেন অনুপ্রাণিত। তারা বলেছেন, হ্যা, এমনটাই তো আমরা শুনতে চেয়েছিলাম।

এর আগে একাধিকবার শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছিলেন, খালেদা জিয়াকে মাঠে নামতে। খালেদা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সেদিন বিকেলে মাঠে নামেন। কিন্তু মাঠ ছিল ফাকা। মাঠ ছিল হাসিনাবিহীন। কিছুকাল আগে সংসদের তামাশা নির্বাচনে ১৫৩ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পরে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, ফাকা মাঠে গোল তো হবেই। রোববার বিকেলে খালেদা ফাকা মাঠে সরকারি দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে একটার পর একটা গোল করছেন। বেঞ্চে বসা দুই সাবস্টিটিউট, অসুস্থ সৈয়দ আশরাফ এবং মোটাসুস্থ (আওয়ামী ভাষায় ‘মোটাতাজা’ বলাই হয়তো সঙ্গত) দীপু মনি এখন খেলা শেষ হয়ে যাবার পর মাঠে নেমে গোল দিতে চাচ্ছেন। কিন্তু সরি। টাইম ইজ ওভার।

খালেদা বলেন, সে (হাসিনা) না বলেছিল খালেদা জিয়া বের হোক রাস্তায়। আজকে আমি রাজপথে যেতে চাই। বাধা দেন কেন, কেন বাধা দেন? তার তো রাজপথে আসার কোনো সাহস নেই। চলেন দুনিয়ার সিকিউরিটি নিয়ে, আর মানুষ মারেন, মানুষ গুম করেন, মানুষ খুন করেন। মনে করছেন যে ভুলে যাবেন। সারা ওয়ার্ল্ড জেনে গেছে হাসিনা কতো মানুষ খুন করেছে, কতো মানুষ গুম করেছে। তার সাথে যুক্ত হয়েছে, পুলিশ বাহিনী, র‌্যাব বাহিনী।

দুই ফাকা মাঠের মধ্যে তফাৎটা এখানে ধরিয়ে দেন খালেদা। এই ভোটযুদ্ধ মাঠে বিরোধীরা যায়নি রাজনৈতিক কারণে Ñ ভীরুতার জন্য নয়। কিন্তু মল্লযুদ্ধ মাঠে হাসিনা যান নি ভীরুতার কারণে। হাসিনার এই ভীরুতা অতীতেও মানুষ দেখেছে। ওয়ান-ইলেভেনের পর দুইবার তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তখন খালেদাকে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করে শাসকরা ব্যর্থ হয়েছিল।
খালেদা জিয়া আরো বলেন, আর কতো মানুষ মারেন সেটাও দেখব। এর আগেও তো ক্ষমতায় থাকা কালে মেরেছেন। ... আপনারা আইনজীবীদের গ্রেফতার করছেন। সাংবাদিকদের প্রতি নির্যাতন চালাচ্ছেন। মা-বোনদের ওপর নির্যাতন চালাচ্ছেন। মহিলা পুলিশদের প্রতি তিনি বলেন, আপনাদের মহিলাদের প্রতি এতটুকু সম্মান নেই? দরদ নেই? আমরা অন্তত মহিলাদের সম্মানটুকু রক্ষা করি। সেটাও তো আপনারা করেননি। কি আচরণ করছেন?
এখানে খালেদা ধরিয়ে দিয়েছেন নারী পুলিশ বাহিনীর মধ্যেও ঠিক শেখ হাসিনার মতোই অপরের প্রতি সম্মানের অভাব আছে।

এরপরে খালেদা বলেন, অথচ আমাদের সময়ে ১৭৩ দিন আপনারা হরতাল করেছেন, অবরোধ করেছেন, নানারকম বিশৃঙ্খলা করেছেন, লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছেন অথচ একটি গুলিও চালাইনি আমরা। দেশের প্রতি, জনগণের প্রতি দরদ আছে আমাদের। মায়া আছে। সে জন্যই আমরা জনগণকে গুলি করে হত্যা করতে পারি না।
খালেদা তার অন্তঃস্থল থেকে এসব কথা বলেছেন। সাবেক আইজি কাইয়ুম জানিয়েছেন, ১৯৯৫-৯৬ এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের আন্দোলন চলার সময়ে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে কড়া নির্দেশ দিয়েছিলেন, ওই আন্দোলন দমনে একটা গুলিও যেন না চলে। তাই হয়েছিল।
শান্তি, প্রতিপক্ষের প্রতি সম্মানবোধ এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের প্রতি খালেদা জিয়ার নিষ্ঠা আবার ফুটে ওঠে এর পরের কিছু কথায়। পুলিশ বাহিনীর প্রতি তিনি বলেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনারা দায়িত্ব পালন করছেন। কিন্তু আমি মনে করি আপনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন। সম্মানের সাথে আপনারা কাজ করতে পারেন। আমরাও কাজ করতে পারি। সেভাবেই আপনারা করেন। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী। কিন্তু এটা তো ঠিক নয় যে, আমাকে বাড়ি থেকে বের হতে দেবেন না। এটা ঠিক নয়। ... ধাক্কাধাক্কি বন্ধ করেন। আমরা কেউ ধাক্কাধাক্কি করতে আসিনি। আমি বলছি আপনারা (পুলিশ) চাকরি করেন, করবেন। কিন্তু এ রকম গায়ের ওপরে উঠে পড়বেন না। দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে থাকুন। আপনাদের রাস্তায় থাকার কথা। বাড়ির মধ্যে এসে গেছেন কেন?

খালেদা জিয়ার এ কথায় বাংলাদেশের মুসলিম মধ্যবিত্ত সমাজের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনার মূল্যবোধের সঙ্গে যে তার হাজার মাইল তফাৎ আছে সেটা আবার প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশাসনে শেখ হাসিনার আঞ্চলিকতা সর্বজন নিন্দিত। খালেদা জিয়া সে বিষয়ে হাসিনাকে সতর্ক করে দিয়ে বলেন, দেশ কোথায়? গোপালি? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে। বুঝেছেন? গোপালগঞ্জ আর থাকবে না।
ভবিষ্যৎ খালেদা সরকার যে গোপালগঞ্জের নাম বদলে দেবে এমনটা তিনি বলেননি। নাম হয়তো সাধারণ মানুষই বদলে দিতে চাইবে এবং হয়তো খালেদাই সেটা রুখে দেবেন। কারণ ব্যক্তিগতভাবে নাম বদলে তিনি কোনো দিনই আগ্রহী ছিরেন না যেমনটা শেখ হাসিনা ছিলেন এবং আছেন। ভবিষ্যৎ হাসিনা সরকার হয়তো বাংলাদেশেরই নাম পালটে দেবে। গতকাল আনন্দ বাজার পত্রিকা তার সম্পাদকীয়র শেষ লাইনে লিখেছে, কোন পথে এগোয় মুজিবের দেশ, দেখতে আগ্রহী সকলেই।
মুজিবের দেশ?
একটু সংক্ষিপ্ত করলেই তো ওটা হয়ে যায় মুজিবদেশ।
ইনডিয়ান পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে মুজিবদেশে রূপান্তরিত করে ইনডিয়ার হাতে তুলে দিতে যে শেখ হাসিনা আগ্রহী সেটা এখন অনেকেই মনে করেন। হয়তো জানুয়ারি ২০১০-এ হাসিনা দিল্লিতে গিয়ে যে চুক্তি করে এসেছেন এবং যেটা বাংলাদেশে অপ্রকাশিত এবং সংসদে অনালোচিত সেখানে কোনো শর্তে এই ধরনের সম্ভাবনার ইংগিত আছে। হয়তো হাসিনার ক্ষমতাচ্যুতির শেষ মুহূর্তে মুজিবদেশ রক্ষার জন্য ইনডিয়ান সেনা হস্তক্ষেপের আবেদনের কোনো সুযোগ আছে। হয়তো ইনডিয়ান পররাষ্ট্র সচিব মিজ সুজাতা সিং ঢাকায় এসে সেই আশ্বাসই দিয়ে গিয়েছেন শেখ হাসিনাকে।

খালেদা জিয়া এরপর কয়েকটি বহুল আলোচিত প্রশ্ন তোলেন। তিনি বলেন, কতোগুলো আলেমকে হত্যা করেছেন? এতিমকে হত্যা করেছেন? কতোজন বিডিআর অফিসারকে হত্যা করেছেন? সেদিন কোথায় ছিল হাসিনা? এতগুলো অফিসারকে মারল, ৫৭ জন অফিসারকে হত্যা করল। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল ওই হত্যাকাণ্ডের সাথে।

লক্ষ্যণীয় যে শেখ হাসিনার দুই সাবস্টিটিউট এসব প্রশ্নের কোনো উত্তর দেননি। কিন্তু সবাই জানেন, এসব প্রশ্ন এবং পারসেপশন বা ধারণা এখন সারা বাংলাদেশে উচ্চারিত হয়।

এর কিছু পরেই খালেদা সবচেয়ে দর্শনীয় গোলটি করেন। তিনি বলেন, হাসিনার বাহিনীতে আজকে তো অনেক আননোন ফেইস (অচেনা চেহারা) দেখা যায়, যাদেরকে চেনা যায় না তারা আসলেই বাংলাদেশী কিনা। বাংলাদেশে আজ ২৯ ডিসেম্বর কর্মসূচি ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষার এবং গণতন্ত্র রক্ষার জন্য জন্য রোড মার্চ। (আপনারা) গণতন্ত্র চাইবেন না, দেশ রক্ষা করতেও চাইবেন না। গোলামি করবেন? দালালি করবেন? এই গোলামকে তো (ওরা) রাখবে না। লেন্দুপ দর্জির ইতিহাসটা পড়ে দেখেন। সে-ও কিন্তু টেকেনি বেশি দিন। তাকেও বিদায় নিতে হয়েছে। দালালি করে, দেশ বিক্রি করেও। কাজেই দেশ বিক্রি চলবে না হাসিনার। দেশ রক্ষা হবেই ইনশাআল্লাহ। দালালি বন্ধ করতে বলেন। আর হাসিনার দালালি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের সাথে থাকেন। জনগণের সাথে থাকেন। দেশের মানুষের সাথে থাকেন। তবেই কাজে দেবে। দেশ বাচবে, মানুষ বাচবে। আজকে সবার দায়িত্ব হয়ে গিয়েছে দেশ বাচানো, মানুষ বাচানো।

এটাই খালেদা জিয়ার বটম লাইন কথা। শেষ কথা। আজকে সবার দায়িত্ব হয়ে গিয়েছে দেশ বাচানো, মানুষ বাচানো।
অনেকে বলেন, পুলিশ, সাংবাদিক, ফটোগ্রাফার পরিবেষ্টিত হয়ে অতি বিক্ষুব্ধ অবস্থায় লেন্দুপ দর্জির নামটি মনে করাটা ছিল বিস্ময়কর। কেউ কেউ বলেন, লেন্দুপ দর্জির নাম শুনে হতবাক হয়েছেন হাসিনা। তিনি জানতে চেয়েছেন লেন্দুপ দর্জি কে ছিলেন?
উত্তরটা সংক্ষেপে হচ্ছে : কাজী লেন্দুপ দর্জি খাংসারপা ছিলেন সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি সংক্ষেপে লেন্দুপ নামে বেশি পরিচিত ছিলেন। ১৯০৪-এ তার জন্ম হয়েছিল সিকিমের সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে। কৈশোর ও যৌবনে তিনি ধর্মশিক্ষা নেওয়ার পরে একটি বৌদ্ধ মন্দিরের প্রধান লামা হন। ১৯৬২-তে তিনি রাজনৈতিক দল সিকিম ন্যাশনাল কংগ্রেস-এর প্রেসিডেন্ট হন। তার স্ত্রী কাজিনি এলসা মারিয়া ছিলেন স্কটল্যান্ডের অভিজাত বংশ উদ্ভূত। তিনি এডিনবরা ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন এবং তার স্বামীর প্রধান পরামর্শক ছিলেন। এক সময়ে তিনি একটি ফ্রেঞ্চ পত্রিকায় সাংবাদিক ছিলেন। লেন্দুপের বৌদ্ধ ধর্ম তিনিও গ্রহণ করেন। মিলিতভাবে তারা সিকিম ন্যাশনাল কংগ্রেসকে পরিচালনা করেন এবং তৃতীয় সাধারণ নির্বাচনে সুফল অর্জন করেন। ১৯৭৪-এ লেন্দুপ হন সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী। পরের বছর ১৯৭৫-এ সিকিম আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে যোগ দেয় ইনডিয়ার সঙ্গে। লেন্দুপ মুখ্যমন্ত্রী থাকলেও ১৯৭৯-তে তাকে বিদায় নিতে হয়। তার গড়া সিকিম ন্যাশনাল কংগ্রেসও বিলীন হয়ে যায় ইনডিয়ার ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। ২৮ জুলাই ২০০৭-এ পশ্চিম বাংলায় কালিমপং শহরে ১০২ বছর বয়সে লেন্দুপের মৃত্যু হয়।
সিকিমের জনসংখ্যা ছয় লক্ষের কিছু বেশি। এরা বৌদ্ধ অথবা হিন্দু ধর্মাবলম্বী। অর্থনৈতিকভাবে সিকিমের চাইতে বেশি গরিব রাজ্য ইনডিয়া রাষ্ট্রে আর মাত্র দুটি আছে।
বলা যায় লেন্দুপ দর্জির দুর্ভাগ্য এবং সিকিমের দুরবস্থা বিষয়ে খালেদা জিয়া নিশ্চয়ই ভালো জ্ঞান রাখেন। ২৯ ডিসেম্বরের বিকেলে অতি উত্তপ্ত পরিস্থিতিতে সিকিম এবং ইনডিয়ার নাম উচ্চারণ না করে তিনি সতর্কবাণী দিয়েছেন হাসিনা ও বাংলাদেশের পরিণতি কি হতে পারে।
তাই খালেদা জিয়া সেদিন তার বিবৃতি শেষ করতে পারতেন এটা বলে যে, আমার স্বামী জিয়াউর রহমান ২৫ মার্চ ১৯৭১-এ দিবাগত রাতে ২৬ মার্চ ভোরে ‘উই রিভোল্ট’ Ñ আমরা বিদ্রোহ করলাম এই ঘোষণা দিয়েছিলেন। তারপর ২৭ মার্চ ১৯৭১-এ তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর আজ ২৯ ডিসেম্বর ২০১৩-তে আমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিলাম।
৩১ ডিসেম্বর ২০১৩
fb.com/ShafikRehmanPresents
Shafik Rehman Presents | Facebook


Shafik Rehman Presents | Facebook

Shafik Rehman describes similarity of current situation in Bangladesh to situation in 1971 war and predicts that the country is moving towards a similar uprising and civil war to remove this occupying Awami League govt. He cites two main reasons:

- perceived attack on Islam the religion of majority
- everyone is afraid of loosing independence and sovereignty of the country due to naked interference of neighbor country


He worked in BBC Bangla division in London.

1507625_550670938352632_1124386246_n.jpg

I was really stunned to see the mention of Lendup Darji by Khaleda, it was a real brain work though I believe most clueless masses won't get what she meant especially BAL supporters.
 
.
শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও |

শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও

শেখনিউজ রিপোর্ট: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীকে গ্রেফতারের পর রাত ১টায় ছেড়ে দেয়া হয়। ৩০ ডিসেম্বর সন্ধ্যয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাস ভবনের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সবাইকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। রিমান্ড মঞ্জুর না হলে পাঠানো হয় কারাগারে। আর শমসের মোবিনকে ডিবি অফিস থেকেই ছেড়ে দেয়া হয়েছে। এর কারন অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।

শমসের মোবিনকে নির্ধারিত কয়েকটি শর্তে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিস্ট সূত্র। এই শর্ত গুলোর মধ্যে (ক) বেগম খালেদা জিয়াকে ভারতের ইচ্ছা মেনে নিতে রাজি করানো। (খ) ভারতের শর্ত মেনে বেগম খালেদা জিয়া যাতে শেখ হাসিনার অধিনে নির্বাচনে অংশ নিতে রাজি হন সেই ব্যবস্থা করা। (গ) আওয়ামী লীগ ইন্ডিয়াকে যেসব সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো মেনে নিতে বেগম জিয়াকে রাজি করানো। এর বিনিময়ে মোটা অঙ্কের একটি টাকা প্রাপ্তির অফার রয়েছে শমসের মোবিনের সামনে। এই ৩টি বিষয় মেনে নিতে বেগম খালেদা জিয়াকে রাজি করানোর শর্তে শমসের মোবিন চৌধুরী ডিবি কার্যালয় থেকে মুক্তিপান। সঙ্গে বিশাল অঙ্কের টাকা প্রাপ্তির প্রত্যাশা।

Shomsher Mobin was released on 3 conditions:
1. Convince KZ to accept India's demand
2. Accept India's condition and agree to accept election under Hasina
3. Convince KZ to accept all facilities given to India by AL

শমসের মোবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা সাবিহ উদ্দিন বরাবরই বিএনপিতে ভারত লবির লোক হিসাবে সবাই জানেন। ২০১১ সালে বেগম খালেদা জিয়াকে ভারত সফরে নিয়ে যাওয়ার উদ্যোক্তা ছিলেন এই কুশিলবরা। শুধু তাই নয়, সেখানে গিয়ে ভারতকে শেখ হাসিনার প্রদত্ব ট্রানজিটে বিএনপির কোন আপত্তি নেই বলে বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলা হয়। সাবিহ উদ্দিন চৌধুরী দলের কোন মূখপাত্র নন। তারপরও তিনি বিবিসিকে ইন্টারভিউ দিয়ে তখন বলেছিলেন ভারতকে ট্রানজিটে বিএনপি’র কোন আপত্তি নেই। এনিয়ে তখন তুমুল বিতর্ক উঠে। এই দুই আমলা দলকে এর আগেও নানা ভাবে বিভ্রন্ত করেছেন।

সাবিহ উদ্দিন এবং শমসের মোবিনরা কখনো জনগনের কাতারে ছিলেন না। তারা বরাবরই বিএনপি ক্ষমতায় থাকা কালীন সুযোগ সুবিধা ভোগ করেছেন মাত্র। সাবিহ উদ্দিন ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার প্রধানমন্ত্রীর দফতরে বেগম খালেদা জিয়ার পিএস হিসাবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহনের যাওয়ার কথা ছিল। তখন তাঁকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে যুক্তরাজ্যের মত দেশে হাই কমিশনার নিয়োগ করা হয়। ১৯৯১ সালে প্রধানমন্ত্রীর পিএস থাকা কালীন রাশেদ খান মেননের সরাসরি শিষ্য সাবিহউদ্দিন সহ কয়েকজনের উদ্যোগেই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়েছিল। তখন বেগম খালেদা জিয়াকে বোঝানো হয়েছিল শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগে তৈরি করে দেয়া হচ্ছে। জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির নেপথ্য উদ্যোক্তাদের অন্যতম একজন হলেন সাবিহ উদ্দিন।


বিএনপি’র নেতা-কর্মীরা রাস্তায় লড়াই সংগ্রাম করে, জেল জুলুম সহ্য করে দলকে ক্ষমতায় নেয়ার চেস্টা করেন। অ্যান্টি আওয়ামী লীগ ও অ্যান্টি ভারত মনোভাবাপন্ন লোকরা বিশ্বাসের জায়াগ হিসাবে বিএনপিকে সব সময় ভোট দিয়ে আসছে। আর সাবিহ উদ্দিনরা সরকারের আমলা হিসাবে বিএনপি থেকে সুযোগ সুবিধা নেয়া ছাড়া কিছু দিয়েছেন এমন নজির নেই। বিএনপির কল্যানে যুক্তরাজ্যের মত জায়গায় হাই কমিশনার ছিলেন। তিনি তখন দেশের জন্য বা বিএনপি’র পক্ষে একটি জোড়ালো কুটনৈতিক সাফল্য অর্জন করেছেন এমন কোন উদাহরণ কি রয়েছে!

শমসের মোবিন চৌধুরী বিএনপি আমলে দীর্ঘ দিন পররাষ্ট্র সচিব ছিলেন। তাঁর সময়েই বিএনপি’র সঙ্গে সারা দুনিয়ার সম্পর্ক খারাপ হয়। ২০০১ সালে নির্বাচনের আগে কুটনৈতিকরা বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আদায়ে যথেষ্ট বিলষ্ট ভূমিকা রেখেছিলেন। যার ফলে আওয়ামী লীগ তখন সুবিধা করতে পারেনি। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে ফলাফল ঘোষনায় আওয়ামী লীগের পরাজয়ের বার্তা আসতে থাকলে শেখ হাসিনা ফলাফল প্রকাশ স্থগিত রাখার উদ্যোগ নেন। সেই সংবাদ পেয়ে রাত আড়াইটায় তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ম্যারি অ্যান পিটার্স ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, তারা সকাল পর্যন্ত সেখানে ছিলেন এবং বিবৃতি দিয়ে বলেছেন সুষ্ঠূ ভাবে ভোট গ্রহনের পর শন্তিপূর্ণ ফলাফল প্রকাশ হচ্ছে। এতে সেদিন নির্বাচনী ফলাফল স্থগিত করতে হাসিনার উদ্যোগ ব্যর্থ হয়েছিল।

এই কথা গুলো বলার কারন হলো সমসের মোবিন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্বে থাকা কালে ভারত তোষণ ছাড়া আর কিছু করতেন না। এতে অন্য রাষ্ট্র গুলো ক্ষিপ্ত হয় বিএনপির উপর। শমসের মোবিন, সাবিহ উদ্দিনদের কুটনৈতিক দায়িত্ব পালনকালেই বিএনপির সঙ্গে দুনিয়ার সম্পর্কের অবনতি হয়। তারা শুধু ভারতকে তোষনে ব্যস্ত ছিলেন। কিন্তু সময়মত সেই ভারত তাদের লাথি মেরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়।

শমসের মোবিন এবং সাবিহ উদ্দিনরা এখনো বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেস্টা করছেন ভারতের প্রতি নতজানু ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় গেলেও টিকে থাকতে পারবে না এটা বোঝানোর চেস্টা করছেন তারা। ইন্ডিয়ার শর্ত মেনে নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়াকে রাজি করানোর শর্ত দিয়ে মুক্তি পেয়েছেন ডিবি অফিস থেকে।

বাংলাদেশের জনগনের ইচ্ছার প্রতিফলন নয়, শমসের মোবিনরা সব সময় ভারতের ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেস্টায় লিপ্ত। তাই গ্রেফতারের পর তাঁকে ছেড়ে দেয়া হয় বেগম খালেদা জিয়াকে অনঢ় অবস্থান থেকে সরে আসতে রাজি করানোর জন্য।

Shomsher Mobin and Sabih Uddin are possible RAW assets within BNP, must be kept under watch and ousted if needed.


One Response to শমসের মোবিন গ্রেফতারের পর ৩ শর্তে ছাড়া পেলেন: একই লাইনে সাবিহউদ্দিনও
  1. 99f1ed9b13fddb5e1ae50c4e0cbdf31a
    Anwar Ahmed says:
    January 1, 2014 at 6:59 pm
    It is a true article, Sabihe Uddin and Somsher Mobin should be ousted from BNP. However this RAW’s seed sometimes do excellent job as to demand of party interest, to sell themselves as loyal and patriot to the leader like tow days before Mobin arranged a meeting between KZ and British ambassador. Nevertheless deep down, they are loyal to India, prefer Indian interest!!!! How Strange Selucas!!!


This article is full of horseshit, KZ will not bow down to Indian demands, secondly if you want to oust sabih uddin then oust fakhrul as well.
 
Last edited:
.
This article is full of horseshit, KZ will not bow down to Indian demands, secondly if you want to oust sabih uddin then oust fakhrul as well.

Personally, I am 100% convinced KZ and her sons would not bow to India, her speech gives everyone that confidence.

But for the rest of the people in question, I personally have no first hand knowledge, do you? @idune Bhai says that these reports are factual. Lets see what @kobiraaz says.

These rumor mongering can be unfair to the people in question, but consider this, that BNP's legendary incompetence has compromised Bangladesh and its future. Something should have been done from long back, since 1991, when they first got to power, to prevent the Indian agents in Awami League and elsewhere (political, civil and military institutions) to become powerful and wreak havoc, as they are doing now.

We cannot expect anything from Awami League, as they are not Bangladeshi's at heart, the only party we can blame is BNP, who had the power to do something from way back.
 
.
বেগম জিয়া আপনি কি পারবেন গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে জিততে? |

বেগম জিয়া আপনি কি পারবেন গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে জিততে?
Open letter to Begum Zia, will your be able to win in this fight against democratic fascists?

(the writer below is a leader of the student wing of BNP, chatrodal, like @kobiraaz, what say you?)


এস এম নজিবুল্লাহ চোধুরী মিশুক: নির্বাচন কমিশন তফসীল ঘোষণা পরবর্তী আপনার জোটের ডাকা লাগতার অবরোধে দেশ এক ধরণের অকার্যকর হয়ে পড়েছে। তারপর ও সেটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যাথা নেই। শেষ মুহুর্তে এসে আপনি দিলেন মার্চ ফর ডেমোক্রেসির ডাক।যেটিকে গণতন্ত্রের অভিযাত্রা হিসেবে উল্লেখ করেছেন আপনি। মার্চ ফর ডেমোক্রেসিতে আপনার দল মাঠেই নামতে পারে নাই। তারপরও আপনার বিজয় হয়েছে আংশিক। দেশবাসীসহ সারাবিশ্ব দেখেছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের উপর কিভাবে হামলা করা হল, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে পিটিয়েছে প্রজন্ম লিগ, রাষ্টের চতুর্থ স্তম্ভ হিসেবে অবিহিত করা সাংবাদিকতার পেশা গ্রহনকারী সাংবাদিকদের পিটানো সহ প্রেস ক্লাবে হামলা চালানো, প্রত্যেক মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন, পুলিশ প্রটোকল নিয়ে আওয়ামী দোসররা তাদের সরাঞ্জামসহ উপস্থিত হওয়া, আপনার বাসার সামনে বালির ট্রাকসহ ৮ প্লাটুন পুলিশ মোতায়েন করা।যদি ও পরবর্তীতে পুলিশরা আপনার বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করেছিল। কিন্তু আপনারা কেন পুরাপুরি সফল হতে পারেননি? এত কিছুর মধ্যেও কি সফল হতে পারতেন না?পারতেন না পল্টন ময়দানে জমায়েত হতে?

ঢাকা শহরের কাগুজে কলমে বাঘ খ্যাত সাদেক হোসেন খোকা গ্রেপ্তার হলেও তার অনুসারীরা কোথায়? সে নিজেও কি করেছে গ্রেপ্তার হওয়ার আগে? মির্জ আব্বাস কোথায়? তারা কেন মাঠে নামে নাই? সাদেক হোসেন খোকাকে সভাপতি করতে প্রত্যেক ওয়ার্ড থেকে আপনাকে চিঠি দেয়া হয়েছিল।সেসব ওয়ার্ডের নেতারা এখন কোথায়? ঢাকা মহানগরীতে ৫৪ টি ওয়ার্ড আছে।সিটি নির্বাচন আসলে আপনার কাছে আসে প্রত্যেক ওয়ার্ডের নেতারা আপনার দলের সমর্থন নেয়ার জন্য। ঐ সব নেতারা এখন কোথায়? তারা কি পারতনা প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে ১০০০ মানুষ আনতে? জাতীয় পার্টি থেকে ডিগবাজ দিয়ে বিএনপিতে ভিড় করা আব্দুস সালাম কোথায়? যুবদল এর আরেক বাঘ সাইফুল আলম নীরব কি আজ পর্যন্ত কোন আন্দোলন করেছে? তারা এত বড় পোষ্ট নিয়ে দলের দুর্দিনে না থাকলে তাদের কি দরকার দলের?

ঢাকা শহরে সবাই বাইরের জেলা থেকে এসেছে। ঢাকা শহরের সবাই অবস্থান নিলে বহিরাগতরাও নিত সাথে সাথে। ঘরের ছেলেরা না নিলে তারা কেমনে নিবে? তারা ঢাকা শহর চিনে কি? তারা জানে কি ঢাকার আন্দোলনের কোন দিক নির্দেশনা? যাদের অগ্রবর্তী থাকার কথা তারা থাকল না কেন? হয়ত তারা অজুহাত দেখাবে বয়সের ভার এবং পুলিশের। পুলিশ যে থাকবে এটা ৫ বছরের বাচ্চাও জানে। তারপরও তারা কেন সেভাবে প্রতিরোধের ব্যাবস্থা করে নাই?

যদি বয়সের ভার দেখায় তাহলে তাদের কি নির্দেশনা নাই ছাত্রদলের প্রতি? বিএনপির আন্দোলনের ভ্যান গার্ড হিসেবে পরিচিত ছাত্রদল আজ কোথায়? মাঠে আজ ১টি নেতাও নামে না কেন? আজ ছাত্রদলের এ অবস্থা কেন? এর জবাব কে দিবে? স্বৈরাচার এরশাদের সময় আমরা দেখেছি সানাউল হক নীরুকে। কি জনপ্রিয় ছিল ঢাবি ক্যাম্পাসে! ঐ সময় ঢাকসু, রাকসু, চাকসু সহ সকল সকল ছাএ সংসদ নির্বাচনে ছাত্রদলের জয় জয়কার। পরবর্তীতে এ ছাত্র সংগঠনের দায়িত্ব নেন ছাত্রদলের সবচেয়ে সফল সভাপতি ৯০ এর ছাত্রনেতা হাবিব উন নবী খান সোহেল। যার নেতৃত্ব গুণে আজ স্বেচ্ছাসেবক দল সারা দেশে পরিচিত এবং আন্দোলনে থেকেছে।এ সোনালী দিন গুলো আজ কোথায়?৯৬ এর সময় আওয়ামী লীগের আতংক ছাত্রদলের সাবেক যুগ্ন সাধরণ সম্পাদক বেনজির আহমেদ টিটুকে আজ কেন নিষ্কৃয় করে রাখা হয়েছে? যে ছাত্রনেতা নাসিম কু করলে আপনাকে রক্ষা করার জন্য নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে অবস্থান করেছিল। এই টিটুর ৮ টি দাত পরে গিয়েছিল আন্দোলনের সময় টিয়ারশেলের আঘাতে। অথচ আজ সেই টিটুকে আপনার অফিসে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এর থেকে বড় লজ্জার আর কি আছে?

ছাত্রদলের আরেক নেতা নয়নকে আধা ঘন্টা তর্ক করে আপনার অফিসে প্রবেশ করতে হয়। বড়ই শেম! ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ক্লিন হার্ট অপারেশেন এবং র‍্যাব সৃষ্টি করে কেন এত নির্যাতন করা হয় ছাত্রদলের লড়াকু সৈনিকদের বিরুদ্ধে? কেন মারা হল নারায়নগঞ্জের ডেভিডকে?কেন তুলে নিয়ে গিয়ে রাতেই মারা হল মিজানকে? ঢাকা ভার্সিটির আরেক প্রতাপশালী ছাত্রনেতা মুস্তাফিজুল ইসলাম মামুনকে কেন এত নির্যাতন করা হল? পরে কারাগারে মৃত্যু হয়েছে। আর সেটাকে চালিয়ে দিলেন আত্বহত্যা বলে। টগরকে পুতে রাখলেন জেলে। ভাগ্যযাত্রায় বেচে যায় সাগর।বিএনপির একনেতা বুঝতে পেরে তাকে পার করিয়ে দেয় বিদেশে। জাবি ছাত্রদলের জিএস ফরিদ মিয়া আরমানকে ডিবি দিয়ে গ্রেপ্তার করা হল কেন? তাকে কেন ঢাকা ছেড়ে চলে যেতে বলা হল। অথচ ৯৬ এর সময়ও আরমানের দখলে ছিল জাবির কয়েকটি হল। কি দুষ ছিল এদের? বিএনপিকে ভালবেসেছিল এটা? বিএনপির জন্য আন্দোলন করেছিল এটাই কি তাদের দুষ? ধরে নিলাম এরা অপরাধী। মা হয়ে কি ছেলেকে মেরে ফেলেতে পারেন? আপনি তো পারতেন এদের বিদেশে পাঠিয়ে দিতে। তাদের শুণ্যতা এখনো অপূরণীয়।

এরই ধারাবাহিকতায় আজ ছাত্রদল নিষ্ক্রিয়। হাটু গেড়ে বসে থাকার জন্য কি ছাত্রদলকে এমন বানিয়েছেন? আজ ঢাবিতে মিছিল, প্রবেশ তো দুরের কথা হল কমিটি নেই ২০০৪ এর পর থেকে।নামাকাওয়াস্তে আহ্ববায়ক কমিটি অথবা ৫ জন বিশিষ্ট কমিটি দেয়া হয়। যারা ক্যাম্পাসের আসে পাশে ও যেতে পারে না। কারা এমন বানিয়েছে ছাত্রদলকে?কাদের পরামর্শ ছিল এসব? আজ এসব চিহ্নিত করার সময় এসেছে?

আপনি বড় লোকের নেত্রী নাকি যে,আপনার সাথে আপনার সন্তানেরা দেখা করতে পারেনা? বাধা দেয়া হয় গেটে। এসব কাদের পরামর্শ? কে আপনাকে মিন্টু রোডের বাসায় না থেকে গুলশানে থাকার পরামর্শ দিল? আজ যদি আপনার সেই সন্তানদের উওরসূরীরা থাকত, ঢাবিতে ছাত্রদল থাকত, নির্দেশনা পেলে সব বাধা উপেক্ষা করে আপনাকে পল্টন নিয়ে আসত মিন্টু রোডের বাসা থাকলে। যারা আপনার থেকে ছাত্রদলকে দুরে সরিয়ে দিয়েছে তাদের পরামর্শ না নিয়ে অতি শীঘ্রই ছাত্র সংগঠন ঠিক না করলে আপনি কি বিজয় ছিনিয়ে আনতে পারবেন?

আজ মনে পড়ে যায় এ দলের মহাসচিব ছিলেন কে এম ওবায়দুর রহমান, আব্দুস সালাম তালুকদার, খন্দকার দেলোয়ার হোসেন। এসব নেতারা বর্তমান মহাসচিবের মত বোরকা পরে কোর্টে যেতনা।পার্টি অফিসে না এসে আত্বগোপন থাকত না। এখন দরকার যোগ্য নেতা। যারা রাজপথে থাকবে, আপনি আসার খবর শুনে মৃত্যু উপেক্ষা করে পল্টনে অবস্থান নিবে, যে ছাত্রদলকে গাইড করতে পারবে। সময় এসেছে দ্রুত কোন কিছু করার। যেসব ছাত্রনেতা নিজ সমালোচক ও ক্যারিশম্যাটিক তাদের দায়িত্ব দেন। কারণ আপনার পাশে এ দেশের জনগণ ব্যাতীত কেউ নেই। আর আওয়ামী লিগের আছে ভারত, পুলিশ বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী। আপনার দিকে তাকিয়ে আছে এ দেশের জনগণ ও এদেশের ভাগ্য। এ দেশ কি ভারতের কথামত চলবে নাকি গনতান্ত্রিক উপায়ে চলবে এটা আপনারই ঠিক করতে হবে। কারণ আপনি এ দেশের গণমানুষের নেত্রী।

শহীদ জিয়া এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। উম্মোচন করে দিয়েছিলেন গণতন্ত্রের দ্বার। আপনি স্বৈরাচার ও “র” এর বর্তমান এজেন্ট এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এবারও আপনাকে এই গণতান্ত্রিক স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের “র” কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে এদেশকে ধংস করতে। আর আপনার আছেন সঠিক মনোবল এবং দেশপ্রেম। মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্বের ভার আপনাকে গ্রহণ করে এদেশের বিজয় ছিনিয়ে আনতে হবে। এদেশের আপামর জনসাধরণ আপনার সাথে আছে। কি এদেশের বিজয় হবে নাকি ভারতের “র”এর বিজয় হবে আপনার নেতৃত্বই নির্ধারণ করবে। আপনার নেতৃত্ব কি পূণরায় জিততে পারবে গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে?

লেখকঃ ছাত্রদল নেতা, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় সংসদ।
 
.
This article is full of horseshit, KZ will not bow down to Indian demands, secondly if you want to oust sabih uddin then oust fakhrul as well.
Why is aversion against Fakhrul and love for Sabih?
 
.
বেগম জিয়া আপনি কি পারবেন গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে জিততে? |

বেগম জিয়া আপনি কি পারবেন গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে জিততে?
Open letter to Begum Zia, will your be able to win in this fight against democratic fascists?

(the writer below is a leader of the student wing of BNP, chatrodal, like @kobiraaz, what say you?)


এস এম নজিবুল্লাহ চোধুরী মিশুক: নির্বাচন কমিশন তফসীল ঘোষণা পরবর্তী আপনার জোটের ডাকা লাগতার অবরোধে দেশ এক ধরণের অকার্যকর হয়ে পড়েছে। তারপর ও সেটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যাথা নেই। শেষ মুহুর্তে এসে আপনি দিলেন মার্চ ফর ডেমোক্রেসির ডাক।যেটিকে গণতন্ত্রের অভিযাত্রা হিসেবে উল্লেখ করেছেন আপনি। মার্চ ফর ডেমোক্রেসিতে আপনার দল মাঠেই নামতে পারে নাই। তারপরও আপনার বিজয় হয়েছে আংশিক। দেশবাসীসহ সারাবিশ্ব দেখেছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের উপর কিভাবে হামলা করা হল, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে পিটিয়েছে প্রজন্ম লিগ, রাষ্টের চতুর্থ স্তম্ভ হিসেবে অবিহিত করা সাংবাদিকতার পেশা গ্রহনকারী সাংবাদিকদের পিটানো সহ প্রেস ক্লাবে হামলা চালানো, প্রত্যেক মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়ন, পুলিশ প্রটোকল নিয়ে আওয়ামী দোসররা তাদের সরাঞ্জামসহ উপস্থিত হওয়া, আপনার বাসার সামনে বালির ট্রাকসহ ৮ প্লাটুন পুলিশ মোতায়েন করা।যদি ও পরবর্তীতে পুলিশরা আপনার বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করেছিল। কিন্তু আপনারা কেন পুরাপুরি সফল হতে পারেননি? এত কিছুর মধ্যেও কি সফল হতে পারতেন না?পারতেন না পল্টন ময়দানে জমায়েত হতে?

ঢাকা শহরের কাগুজে কলমে বাঘ খ্যাত সাদেক হোসেন খোকা গ্রেপ্তার হলেও তার অনুসারীরা কোথায়? সে নিজেও কি করেছে গ্রেপ্তার হওয়ার আগে? মির্জ আব্বাস কোথায়? তারা কেন মাঠে নামে নাই? সাদেক হোসেন খোকাকে সভাপতি করতে প্রত্যেক ওয়ার্ড থেকে আপনাকে চিঠি দেয়া হয়েছিল।সেসব ওয়ার্ডের নেতারা এখন কোথায়? ঢাকা মহানগরীতে ৫৪ টি ওয়ার্ড আছে।সিটি নির্বাচন আসলে আপনার কাছে আসে প্রত্যেক ওয়ার্ডের নেতারা আপনার দলের সমর্থন নেয়ার জন্য। ঐ সব নেতারা এখন কোথায়? তারা কি পারতনা প্রত্যেক ওয়ার্ড থেকে কমপক্ষে ১০০০ মানুষ আনতে? জাতীয় পার্টি থেকে ডিগবাজ দিয়ে বিএনপিতে ভিড় করা আব্দুস সালাম কোথায়? যুবদল এর আরেক বাঘ সাইফুল আলম নীরব কি আজ পর্যন্ত কোন আন্দোলন করেছে? তারা এত বড় পোষ্ট নিয়ে দলের দুর্দিনে না থাকলে তাদের কি দরকার দলের?

ঢাকা শহরে সবাই বাইরের জেলা থেকে এসেছে। ঢাকা শহরের সবাই অবস্থান নিলে বহিরাগতরাও নিত সাথে সাথে। ঘরের ছেলেরা না নিলে তারা কেমনে নিবে? তারা ঢাকা শহর চিনে কি? তারা জানে কি ঢাকার আন্দোলনের কোন দিক নির্দেশনা? যাদের অগ্রবর্তী থাকার কথা তারা থাকল না কেন? হয়ত তারা অজুহাত দেখাবে বয়সের ভার এবং পুলিশের। পুলিশ যে থাকবে এটা ৫ বছরের বাচ্চাও জানে। তারপরও তারা কেন সেভাবে প্রতিরোধের ব্যাবস্থা করে নাই?

যদি বয়সের ভার দেখায় তাহলে তাদের কি নির্দেশনা নাই ছাত্রদলের প্রতি? বিএনপির আন্দোলনের ভ্যান গার্ড হিসেবে পরিচিত ছাত্রদল আজ কোথায়? মাঠে আজ ১টি নেতাও নামে না কেন? আজ ছাত্রদলের এ অবস্থা কেন? এর জবাব কে দিবে? স্বৈরাচার এরশাদের সময় আমরা দেখেছি সানাউল হক নীরুকে। কি জনপ্রিয় ছিল ঢাবি ক্যাম্পাসে! ঐ সময় ঢাকসু, রাকসু, চাকসু সহ সকল সকল ছাএ সংসদ নির্বাচনে ছাত্রদলের জয় জয়কার। পরবর্তীতে এ ছাত্র সংগঠনের দায়িত্ব নেন ছাত্রদলের সবচেয়ে সফল সভাপতি ৯০ এর ছাত্রনেতা হাবিব উন নবী খান সোহেল। যার নেতৃত্ব গুণে আজ স্বেচ্ছাসেবক দল সারা দেশে পরিচিত এবং আন্দোলনে থেকেছে।এ সোনালী দিন গুলো আজ কোথায়?৯৬ এর সময় আওয়ামী লীগের আতংক ছাত্রদলের সাবেক যুগ্ন সাধরণ সম্পাদক বেনজির আহমেদ টিটুকে আজ কেন নিষ্কৃয় করে রাখা হয়েছে? যে ছাত্রনেতা নাসিম কু করলে আপনাকে রক্ষা করার জন্য নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে অবস্থান করেছিল। এই টিটুর ৮ টি দাত পরে গিয়েছিল আন্দোলনের সময় টিয়ারশেলের আঘাতে। অথচ আজ সেই টিটুকে আপনার অফিসে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এর থেকে বড় লজ্জার আর কি আছে?

ছাত্রদলের আরেক নেতা নয়নকে আধা ঘন্টা তর্ক করে আপনার অফিসে প্রবেশ করতে হয়। বড়ই শেম! ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ক্লিন হার্ট অপারেশেন এবং র‍্যাব সৃষ্টি করে কেন এত নির্যাতন করা হয় ছাত্রদলের লড়াকু সৈনিকদের বিরুদ্ধে? কেন মারা হল নারায়নগঞ্জের ডেভিডকে?কেন তুলে নিয়ে গিয়ে রাতেই মারা হল মিজানকে? ঢাকা ভার্সিটির আরেক প্রতাপশালী ছাত্রনেতা মুস্তাফিজুল ইসলাম মামুনকে কেন এত নির্যাতন করা হল? পরে কারাগারে মৃত্যু হয়েছে। আর সেটাকে চালিয়ে দিলেন আত্বহত্যা বলে। টগরকে পুতে রাখলেন জেলে। ভাগ্যযাত্রায় বেচে যায় সাগর।বিএনপির একনেতা বুঝতে পেরে তাকে পার করিয়ে দেয় বিদেশে। জাবি ছাত্রদলের জিএস ফরিদ মিয়া আরমানকে ডিবি দিয়ে গ্রেপ্তার করা হল কেন? তাকে কেন ঢাকা ছেড়ে চলে যেতে বলা হল। অথচ ৯৬ এর সময়ও আরমানের দখলে ছিল জাবির কয়েকটি হল। কি দুষ ছিল এদের? বিএনপিকে ভালবেসেছিল এটা? বিএনপির জন্য আন্দোলন করেছিল এটাই কি তাদের দুষ? ধরে নিলাম এরা অপরাধী। মা হয়ে কি ছেলেকে মেরে ফেলেতে পারেন? আপনি তো পারতেন এদের বিদেশে পাঠিয়ে দিতে। তাদের শুণ্যতা এখনো অপূরণীয়।

এরই ধারাবাহিকতায় আজ ছাত্রদল নিষ্ক্রিয়। হাটু গেড়ে বসে থাকার জন্য কি ছাত্রদলকে এমন বানিয়েছেন? আজ ঢাবিতে মিছিল, প্রবেশ তো দুরের কথা হল কমিটি নেই ২০০৪ এর পর থেকে।নামাকাওয়াস্তে আহ্ববায়ক কমিটি অথবা ৫ জন বিশিষ্ট কমিটি দেয়া হয়। যারা ক্যাম্পাসের আসে পাশে ও যেতে পারে না। কারা এমন বানিয়েছে ছাত্রদলকে?কাদের পরামর্শ ছিল এসব? আজ এসব চিহ্নিত করার সময় এসেছে?

আপনি বড় লোকের নেত্রী নাকি যে,আপনার সাথে আপনার সন্তানেরা দেখা করতে পারেনা? বাধা দেয়া হয় গেটে। এসব কাদের পরামর্শ? কে আপনাকে মিন্টু রোডের বাসায় না থেকে গুলশানে থাকার পরামর্শ দিল? আজ যদি আপনার সেই সন্তানদের উওরসূরীরা থাকত, ঢাবিতে ছাত্রদল থাকত, নির্দেশনা পেলে সব বাধা উপেক্ষা করে আপনাকে পল্টন নিয়ে আসত মিন্টু রোডের বাসা থাকলে। যারা আপনার থেকে ছাত্রদলকে দুরে সরিয়ে দিয়েছে তাদের পরামর্শ না নিয়ে অতি শীঘ্রই ছাত্র সংগঠন ঠিক না করলে আপনি কি বিজয় ছিনিয়ে আনতে পারবেন?

আজ মনে পড়ে যায় এ দলের মহাসচিব ছিলেন কে এম ওবায়দুর রহমান, আব্দুস সালাম তালুকদার, খন্দকার দেলোয়ার হোসেন। এসব নেতারা বর্তমান মহাসচিবের মত বোরকা পরে কোর্টে যেতনা।পার্টি অফিসে না এসে আত্বগোপন থাকত না। এখন দরকার যোগ্য নেতা। যারা রাজপথে থাকবে, আপনি আসার খবর শুনে মৃত্যু উপেক্ষা করে পল্টনে অবস্থান নিবে, যে ছাত্রদলকে গাইড করতে পারবে। সময় এসেছে দ্রুত কোন কিছু করার। যেসব ছাত্রনেতা নিজ সমালোচক ও ক্যারিশম্যাটিক তাদের দায়িত্ব দেন। কারণ আপনার পাশে এ দেশের জনগণ ব্যাতীত কেউ নেই। আর আওয়ামী লিগের আছে ভারত, পুলিশ বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী। আপনার দিকে তাকিয়ে আছে এ দেশের জনগণ ও এদেশের ভাগ্য। এ দেশ কি ভারতের কথামত চলবে নাকি গনতান্ত্রিক উপায়ে চলবে এটা আপনারই ঠিক করতে হবে। কারণ আপনি এ দেশের গণমানুষের নেত্রী।

শহীদ জিয়া এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। উম্মোচন করে দিয়েছিলেন গণতন্ত্রের দ্বার। আপনি স্বৈরাচার ও “র” এর বর্তমান এজেন্ট এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এবারও আপনাকে এই গণতান্ত্রিক স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের “র” কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে এদেশকে ধংস করতে। আর আপনার আছেন সঠিক মনোবল এবং দেশপ্রেম। মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্বের ভার আপনাকে গ্রহণ করে এদেশের বিজয় ছিনিয়ে আনতে হবে। এদেশের আপামর জনসাধরণ আপনার সাথে আছে। কি এদেশের বিজয় হবে নাকি ভারতের “র”এর বিজয় হবে আপনার নেতৃত্বই নির্ধারণ করবে। আপনার নেতৃত্ব কি পূণরায় জিততে পারবে গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে?

লেখকঃ ছাত্রদল নেতা, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় সংসদ।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ক্লিন হার্ট অপারেশেন এবং র‍্যাব সৃষ্টি করে কেন এত নির্যাতন করা হয় ছাত্রদলের লড়াকু সৈনিকদের বিরুদ্ধে? কেন মারা হল নারায়নগঞ্জের ডেভিডকে?কেন তুলে নিয়ে গিয়ে রাতেই মারা হল মিজানকে? ঢাকা ভার্সিটির আরেক প্রতাপশালী ছাত্রনেতা মুস্তাফিজুল ইসলাম মামুনকে কেন এত নির্যাতন করা হল? পরে কারাগারে মৃত্যু হয়েছে। আর সেটাকে চালিয়ে দিলেন আত্বহত্যা বলে। টগরকে পুতে রাখলেন জেলে। ভাগ্যযাত্রায় বেচে যায় সাগর।বিএনপির একনেতা বুঝতে পেরে তাকে পার করিয়ে দেয় বিদেশে। জাবি ছাত্রদলের জিএস ফরিদ মিয়া আরমানকে ডিবি দিয়ে গ্রেপ্তার করা হল কেন? তাকে কেন ঢাকা ছেড়ে চলে যেতে বলা হল। অথচ ৯৬ এর সময়ও আরমানের দখলে ছিল জাবির কয়েকটি হল। কি দুষ ছিল এদের? বিএনপিকে ভালবেসেছিল এটা? বিএনপির জন্য আন্দোলন করেছিল এটাই কি তাদের দুষ? ধরে নিলাম এরা অপরাধী। মা হয়ে কি ছেলেকে মেরে ফেলেতে পারেন?
These are the most important questions among all, IMHO. After observing the gradual/chronological fallouts of BNP/JI walas for not any unruly acts, I thought that the curse of David, Mizan, Col. Faruk, Rashid etc. acted by God's mysterious way for that to happen.
 
.
What happened to the so called march for democracy. Not seen anyone marched for their programme.
Only a cry woman barked so much infront of police and tv reporters.
 
.
.

Pakistan Affairs Latest Posts

Country Latest Posts

Back
Top Bottom