Nurul Kabir famous journalist and editor of English daily said similar things. Article of this thread is not without substance and Bangladeshis (except indian and awami league dalals) feel and resent indian occupation in slow motion.
Recognizing india is enemy - is the biggest accomplishment for Bangladeshis
Recognizing india is enemy of Bangladesh - is the biggest accomplishment for Bangladeshis, that was the assessment made by popular English daily editor. Nurul Kabil who represent ultra-secular camp in Bangladesh made his observation when a TV talk show asked questions about india Bangladesh relation and latest visit of Hasina.
He clearly spelled out, india can keep few puppets but absolute majority of Bangladeshis see india as enemy. According to the editor, his observation is based on meeting and talking to people from cross section of Bangladeshi society – ordinary people, political leaders, professionals and youths. Renowned editor made case by case analysis how india made itself enemy to people of Bangladesh and to Bangladesh as a country.
1) India depriving Bangladesh from rightful share of water in common rivers using one pretext after another.
2) India blatantly interfered in Bangladesh election, installed an autocratic regime and destroyed democratic process.
3) Bangladesh is source of $15 billion dollars export and remittance earning for india. Yet, india prevent Bangladesh export of even few million dollars using tariff, para tariff and using other flimsy excuses.
4) India relentlessly killing Bangladeshis at border.
5) India gained corridor through Bangladesh using awami league regime, in virtually free of cost.
6) But india prevents Bangladeshi companies to do business with Nepal and Bhutan by putting condition and asking to do business through indian companies.
7) India blatantly interfered in Bangladesh election and installed an autocratic regime.
…….
When asked how about loans india provided to Bangladesh. Editor explained indian loans is just another way india trying to increase sale of indian goods and services and create a captive market. Because condition for indian loan is buying Indian good and services with the money. According to the Editor, indian foreign policy establishment and policy heavily directed by age old
“Chanyka” and that cannot be base for any friendship with any country, specially with South Asian countries.
Video of the interview:
Interview article in Bangla:
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই বড় অর্জন -নূরুল কবীর
| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বাংলাদেশের অর্জন নেই বলা যাবে না। বড় অর্জন হলো ভারতকে চিনতে পারা। ভারত যে আমাদের (বাংলাদেশ) শত্রু এটার প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার দিল্লি সফরে। বাংলাদেশের ভূ-খন্ডের মধ্য দিয়ে একরাজ্য থেকে আরেক রাজ্যে ভারত দ্রব্যাদি, পণ্য নিয়ে যাচ্ছে। এতে খারাপ কিছু দেখি না; গোঁড়ামির কিছু নেই। নেপাল এবং ভুটানের সঙ্গে ব্যবসা করতে চাইলে তারা মধ্যস্বত্বভোগীর মতো ব্যবসা চায় কেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির চাণক্যপুরীতে। তারা চাণক্যনীতিতে অভ্যস্ত। তাই ভারত কখনোই প্রতিবেশী দেশের বন্ধু হতে পারে না। গতকাল চ্যানেল আই-এর টকশো তৃতীয় মাত্রায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে; আর বিএনপি করছে ধর্মকেন্দ্রিক রাজনীতি। জিল্লুর রহমানের সঞ্চালনায় টকশোর নুরুল কবিরের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো।
নূরুল কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর একটা দিক থেকে সফল। একটা দেশের দু’একটা রাজনৈতিক দল এবং গুটিকয়েক বুদ্ধিজীবী যেই প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। তারা যে আসলে বন্ধু নয়, এদেশের মানুষ এ সফরের মাধ্যমে এটা বুঝতে পেরেছে। রাষ্ট্র যেহেতু একটি রাজনৈতিক ব্যবস্থা, সে রাষ্ট্রকে টিকে থাকার জন্য তার যেমন শত্রæ-মিত্র চেনা দরকার। রাষ্ট্র থাকলেই ব্যবস্থা-বাণিজ্য, বিদ্যা-শিক্ষা, আয়-উন্নতি হওয়ার কথা। ফলে একটা বৃহৎ প্রতিবেশী যে বন্ধু নয়, সেটা বুঝতে পারা একটা ভীষণ রাজনৈতিক সাফল্য।
কেননা তিস্তা নদীসহ ৫৪টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিসা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা তার কোনোটিই হয়নি। তিস্তা চুক্তি হয় হয় করেও শেষ পর্যন্ত হয়নি। ভারতের কিছু কিছু মিডিয়া যারা বাংলাদেশের স্বার্থবিরোধী তারা এবং এখানেও (বাংলাদেশে) কেউ কেউ মিনমিনিয়ে বলার চেষ্টা করেছে, যে মমতা ব্যানার্জি নাকি এটা করতে দিচ্ছে না। আমরা সবাই জানি, ভারতের সংবিধান অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অথবা সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে অর্থাৎ তার পররাষ্ট্রবিষয়ক ব্যাপার কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশনই একমাত্র জুরিসডিকশন। সেখানে রাজ্যগুলোর কিছুই করার থাকে না। এখানে খুব স্পষ্ট করে বোঝা যায়, পশ্চিমবঙ্গকে আসলে কেন্দ্রীয় সরকার বা রাজনৈতিক ও কূটনৈকিতকরা একটা উপলক্ষ হিসেবে ধরে নিয়ে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করতে চায়। বছরের পর বছর যে রাষ্ট্র তার নিকটতম প্রতিবেশীকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য পাওনা দেয় না। তাকে বন্ধু মনে করার যুক্তিসঙ্গত কারণ বাংলাদেশের মানুষ দেখে বলে আমার মনে হয় না।
- See more at:
https://www.dailyinqilab.com/articl...রাই-বড়-অর্জন--নূরুল-কবীর#sthash.VoEkYBYD.dpuf