Illegal indians in Bangladesh - getting into voter list
More and more illegal indians been identified being in Bangladesh voter list. News mentioned only few marwari indians who are mostly involved in laundering and looting money from Bangladesh. But increasing trend of finding indians in Bangladeshi voter list proves the fear that millions and millions indians not only looting from Bangladesh but also voting to install indian supported genocidal regime against Bangladesh independence and majority population.
ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিক
23 Oct, 2014
ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিকের সন্ধান পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চুয়াডাঙ্গার হরিপ্রদাস ওরফে মণ্ডল এবং ঢাকা জেলার ডেমরার এম এ বাশার মনিরের করা অভিযোগের ভিত্তিতে ইসি এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা থেকে দুজন ভুয়া ভোটারকে বাদ দিতে নির্দেশ দেয় ইসি।
বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা ও থানা নির্বাচন অফিসার বরবার পাঠানো হয়েছে।
হরিপ্রসাদ তার অভিযোগে বলেছেন, ‘ঢাকার গুলশানের বাসিন্দা রাজকুমার ও তার স্ত্রী অঞ্জলি এবং ছেলে রাজকুমার, জিতেন্দ্র কুমার এবং মেয়ে সোনিয়া আগরওয়ালা বাংলাদেশ এবং ভারতের নাগরিক। তাদের বাংলাদেশের ঠিকানা- বাসা নং ৩০, ফ্ল্যাট নং ৩ এস, রোড নং ১১৮, গুলশান-১। ভারতের ঠিকানা, বাড়ি নং ৬৭ ফ্ল্যাট নং ডি-৫ পার্ক স্ট্রিট কলকাতা। অভিযোগে বাংলাদেশ ও ভারতের ভোটার আইডি নম্বর তুলে ধরা হয়।
বিডিটুডে.নেট:ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিক
More and more illegal indians been identified being in Bangladesh voter list. News mentioned only few marwari indians who are mostly involved in laundering and looting money from Bangladesh. But increasing trend of finding indians in Bangladeshi voter list proves the fear that millions and millions indians not only looting from Bangladesh but also voting to install indian supported genocidal regime against Bangladesh independence and majority population.
ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিক
ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিকের সন্ধান পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চুয়াডাঙ্গার হরিপ্রদাস ওরফে মণ্ডল এবং ঢাকা জেলার ডেমরার এম এ বাশার মনিরের করা অভিযোগের ভিত্তিতে ইসি এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা থেকে দুজন ভুয়া ভোটারকে বাদ দিতে নির্দেশ দেয় ইসি।
বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা ও থানা নির্বাচন অফিসার বরবার পাঠানো হয়েছে।
হরিপ্রসাদ তার অভিযোগে বলেছেন, ‘ঢাকার গুলশানের বাসিন্দা রাজকুমার ও তার স্ত্রী অঞ্জলি এবং ছেলে রাজকুমার, জিতেন্দ্র কুমার এবং মেয়ে সোনিয়া আগরওয়ালা বাংলাদেশ এবং ভারতের নাগরিক। তাদের বাংলাদেশের ঠিকানা- বাসা নং ৩০, ফ্ল্যাট নং ৩ এস, রোড নং ১১৮, গুলশান-১। ভারতের ঠিকানা, বাড়ি নং ৬৭ ফ্ল্যাট নং ডি-৫ পার্ক স্ট্রিট কলকাতা। অভিযোগে বাংলাদেশ ও ভারতের ভোটার আইডি নম্বর তুলে ধরা হয়।
বিডিটুডে.নেট:ভোটার তালিকায় আবারো ভারতীয় নাগরিক