Banglar Bir
SENIOR MEMBER
- Joined
- Mar 19, 2006
- Messages
- 7,805
- Reaction score
- -3
- Country
- Location
Qamrul Islam
15 hrs ·
হাসিনার দিল্লি সফর বাতিল হয়েছে, তা নিয়া মার্কেটে নানা তত্ত্ব-
১) তিস্তা চুক্তি হচ্ছে না বলে,
২) বাংলাদেশের সামনে ইলেকশন বলে,
৩) সফরের প্রস্তুতি শেষ হয় নাই বলে।
তবে আমি সেই পুরানা কথাই বলব- দু’মাস আগেকার চীনের রাষ্ট্রপতির ঢাকা সফর এবং চীন থেকে সাবমেরিন ও যুদ্ধ বিমান কেনার ইস্যু নিয়া হাসিনার ওপর দিল্লি চটেছে। এটা নিয়েই ঢাকার সাথে দিল্লির টানাপোড়েন চলছে। এজন্য মোদি তার যুদ্ধ মন্ত্রী পারিকরকে ঢাকায় পাঠিয়েছিল। আলোচনা সুবিধার হয় নাই। কারন ভারতীয়রা যেসব কথাবার্তা বলেছে, তাতে বাংলাদেশ আর্মি ক্ষেপেছে। সবকিছু হিসাবে নিকাশ করে হাসিনা অবশেষে দিল্লি সফর পিছাইল। আর এ অবস্থার প্রেক্ষিতে মোদি তার পার্টির এডভাইজার এম জে আকবরকে ঢাকা পাঠিয়েছে।
.........হাসিনার দিল্লি সফর হইল, কি বাতিল গেলো তাতে আমি খুশি নই। ও জীবিত থাকা মানেই বাংলাদেশের মহা বিপদ। তাই আমার কথা খুব পরিস্কার- She must Die. সেটা তার বাপের পথেও হতে পারে বা অন্য কোনো পথে। ১৯৭৫ সালে খতম হওয়ার আগে মজিবের সাথেও ভারতের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, বিধায় মুজিব হত্যার খবর আগাম পেয়েও দিল্লি নীরব ছিল। এবার চীনের সাথে হাসিনার মাখামাখি নিয়া ভারতের অসন্তোষটা আরও বাড়ুক, মাঝখান থেকে ডাইনীটা খতম হউক। নির্বাচন ফিবর্চান নিয়ে আমার আশা কম। ওকে যমের ঘরেই যেতেই হবে।
15 hrs ·
হাসিনার দিল্লি সফর বাতিল হয়েছে, তা নিয়া মার্কেটে নানা তত্ত্ব-
১) তিস্তা চুক্তি হচ্ছে না বলে,
২) বাংলাদেশের সামনে ইলেকশন বলে,
৩) সফরের প্রস্তুতি শেষ হয় নাই বলে।
তবে আমি সেই পুরানা কথাই বলব- দু’মাস আগেকার চীনের রাষ্ট্রপতির ঢাকা সফর এবং চীন থেকে সাবমেরিন ও যুদ্ধ বিমান কেনার ইস্যু নিয়া হাসিনার ওপর দিল্লি চটেছে। এটা নিয়েই ঢাকার সাথে দিল্লির টানাপোড়েন চলছে। এজন্য মোদি তার যুদ্ধ মন্ত্রী পারিকরকে ঢাকায় পাঠিয়েছিল। আলোচনা সুবিধার হয় নাই। কারন ভারতীয়রা যেসব কথাবার্তা বলেছে, তাতে বাংলাদেশ আর্মি ক্ষেপেছে। সবকিছু হিসাবে নিকাশ করে হাসিনা অবশেষে দিল্লি সফর পিছাইল। আর এ অবস্থার প্রেক্ষিতে মোদি তার পার্টির এডভাইজার এম জে আকবরকে ঢাকা পাঠিয়েছে।
.........হাসিনার দিল্লি সফর হইল, কি বাতিল গেলো তাতে আমি খুশি নই। ও জীবিত থাকা মানেই বাংলাদেশের মহা বিপদ। তাই আমার কথা খুব পরিস্কার- She must Die. সেটা তার বাপের পথেও হতে পারে বা অন্য কোনো পথে। ১৯৭৫ সালে খতম হওয়ার আগে মজিবের সাথেও ভারতের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, বিধায় মুজিব হত্যার খবর আগাম পেয়েও দিল্লি নীরব ছিল। এবার চীনের সাথে হাসিনার মাখামাখি নিয়া ভারতের অসন্তোষটা আরও বাড়ুক, মাঝখান থেকে ডাইনীটা খতম হউক। নির্বাচন ফিবর্চান নিয়ে আমার আশা কম। ওকে যমের ঘরেই যেতেই হবে।