What's new

Cumilla local admin bans three Islamic speakers for inciting radicalization

Riyad

FULL MEMBER
Joined
Jul 30, 2015
Messages
1,525
Reaction score
-5
Country
Bangladesh
Location
Bangladesh


তারেক মনোয়ারসহ ৩ বক্তার ওয়াজ নিষিদ্ধ কুমিল্লায়


যুগান্তর রিপোর্ট ১২ নভেম্বর ২০১৯, ২৩:২২ | অনলাইন সংস্করণ





বক্তা তারেক মনোয়ার (বামে)
দেশের জনপ্রিয় ইসালামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লার জেলা প্রশাসন।


ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে কুমিল্লায় তারা ওয়াজ করতে পারবেন না বলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

গত ১১ নভেম্বর (সোমবার) কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান।
maxresdefault.jpg


নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া আরো দুই বক্তা হলেন - আবদুর রাজ্জাক এবং জসিম উদ্দিন।


জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।’

maxresdefault.jpg

তিনি আরো বলেন, কিছু বক্তা মাফফিলে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। বিশৃঙ্খলা ছড়াতে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এ ধরনের বক্তাদের মাহফিলে কিছুতেই দাওয়াত দেয়া যাবে না। ইতিমধ্যেই আমরা এমন তিনজনের তালিকা করেছি। এ তিনজনকে কোনো মাহফিলে ওয়াজ করতে দাওয়াত দেয়া যাবে না, অন্ততপক্ষে কুমিল্লায় তো নয়ই। কুমিল্লায় কিছুতেই শান্তি বিনষ্ট হতে দেয়া যাবে না।এ বিষয়ে আমরা বেশ সতর্ক। বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এমন বক্তাদের চিহ্নিত করে এ তালিকা আরো বড় হবে। সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, ‘ আমাদের দেশের মানুষ সহজ-সরল ্ও অত্যান্ত ধর্মপ্রাণ। তাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কোনো বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন এবং শান্তিময় পরিবেশ নষ্ট করেন। এসব ওয়াজকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যথাযথ অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করতে হবে। যেই স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে যেন অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ’

তিনি আরো বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন ধর্ম অনুরাগী এবং তিনি আলেমদের সম্মান করতেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্মপ্রাণ। তার উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে। ’

এদিকে জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর বলেন, ‘২০২০ সাল হবে মুজিব বর্ষ। আর ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন ও সরকারি দফতরগুলো নিজ উদ্যেগে অনুষ্ঠানের আয়োজন করবেন।’

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে আলোকসজ্জা করবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু সব আয়োজন সম্পন্ন করছেন বলে জানান তিনি।

https://www.jugantor.com/country-news/243168/তারেক-মনোয়ারসহ-৩-বক্তার-ওয়াজ-নিষিদ্ধ-কুমিল্লায়



Jogantar Report 12 Nov 2019, 20:22 | Online version


Three Islamic speakers banned in Cumilla, including Tarek Monowar


Comilla district administration has banned three speakers from the country, including popular Islamic speaker and TV presenter Maulana Tarek Monowar.


The Comilla district administration has been informed that they will not be able to speak in Comilla on charges of having religious provocations at Waz-Mahfil.

Last November 7 (Monday), the Deputy Commissioner said at a meeting of the Comilla District Legislative Committee. Abul Fazal Mir informed of this decision.
Photo by Abdur Razzak Vaz

Apart from Tareq Monowar, there are two other speakers on the ban list - Abdur Razzak and Jasim Uddin.


Deputy Commissioner of the district legislative committee meeting. Abul Fazal Mir said, “The speakers who have been mentioned have been misleading the common people in the name of Waz for many years. Their ideology shows that Islam is the ideal country of extremism rather than love, so they were banned in Cumilla.

He added that some speakers made confusing statements at the concert. He spoke provocatively to spread chaos. Such speakers cannot be invited to the concert. We have already listed three such people. The three cannot be invited to attend a concert, at least not in Comilla. Peace cannot be ruined in Comilla. We are very careful. The list will be even bigger by identifying speakers who are confused and provocative. District Police

Superintendent Syed Md. Nurul Islam said, "The people of our country are simple and very religious. By exploiting religious sentiments with the opportunity of their simplicity, some speakers present misinterpretations of Islam and destroy peaceful environments. Be careful about these worshipers. Therefore, it is necessary to organize a Waj-Mahfil with appropriate permission. In the place where the Mahfil will be held, it is decided to put the sound system inside the pandel. '

He also said, "The father of the nation, Sheikh Mujibur Rahman has founded the Islamic Foundation. He was a fan of religion and respected the scholars. Her daughter, Prime Minister Sheikh Hasina, is also devout. Under his initiative, model mosques are being constructed in every upazila of the country. '

Meanwhile, Deputy Commissioner Mohammad Abul Fazal Mir said, “2020 will be Mujib year. On 8th March, the Father of the Nation will organize the Comilla District Administration and Government Offices on their occasion to mark the centenary of Bangabandhu.

Anupam Barua, chief executive officer of Comilla City Corporation, said Comilla City Corporation will illuminate each ward in celebration of the Mujib year. Comilla City Corporation Mayor. Monirul Haque Sakku said he was completing all the arrangements.
 
.
Back
Top Bottom