What's new

BGB on alert on Myanmar border

.
1.

i.
মায়ানমারের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়। মায়ানমারের আরাকান রাজ্যের আদি বাসিন্দা এই সম্প্রদায় ইসলাম ধর্মে দীক্ষিত এবং বহু আগে থেকেই অবিচার, অনাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদের উপর জাপানিরা যে বর্বরোচিত গণহত্যা চালিয়ে ছিল তা সভ্যতার ইতিহাসের কলঙ্কতম অধ্যায়গুলোর একটি হতে বাধ্য।

রোহিঙ্গারা নিজ দেশে পরবাসী। মুসলিম হওয়ার অপরাধে তারা কখনই মায়ানমার সরকারের সুদৃষ্টি পায়নি। বিশেষভাবে ১৯৭৮ সালে মায়ানমারের সামরিক জান্তাদের চক্ষুশূল হয়ে অপারেশন ড্রাগন কিং এর আঘাতে প্রায় ২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ ও থাইল্যান্ডে পালাতে বাধ্য হয়। থাইল্যান্ড অনেক দূরে হওয়ায় বাংলাদেশকেই আশ্রয়ের অনুকূল জায়গা হিসেবে বেছে নেয় তারা। রোহিঙ্গাদের উপর নানাভাবে অত্যাচার চালানো হয়। বৈঠা বা মাঝিবিহীন নৌকায় করে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে বহু রোহিঙ্গা হত্যা করা হয়েছে।

একটি গরিব দেশ হওয়া সত্বেও বাংলাদেশ গত প্রায় ত্রিশ বছর যাবৎ বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গাদের ভরনপোষণ করে আসছে। করপোরেট দালাল কিছু মানবাধিকার সংস্থা প্রায়ই বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোর দুরবস্থার কথা বললেও মায়ানমারকে কখনই সেভাবে তাদের দেশে ফেরত নেয়ার জন্যে চাপ দেয় না, পাছে মায়ানমারের গ্যাস হাতছাড়া হয়ে যায় এই ভয়ে। আফগানিস্তানে ন্যাটোকে সমর্থন না দিয়ে জার্মানি যে ভুল করেছিল তা কেউ করতে চায় না।

রোহিঙ্গাদের প্রসঙ্গে একটু কথা বলার কারণ সম্প্রতি দুই রোহিঙ্গাকে সৌদি সরকার শিরচ্ছেদ করেছে যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়েছিল। প্রথম দিকে অনেকে বাংলাদেশী পরিচয় শুনে হাউকাউ করলেও এখন চুপ হয়ে গেছে। নিজের ছেলের জন্যে যে মায়া কাজ করে, এতিমের জন্যে সে মায়া কাজ করবেনা এইটাই তো "সভ্য" সমাজের বৈশিষ্ট্য। তাই এবার কোন প্রতিবাদ নেই। কেউ মানববন্ধন করছে না, কলাম লিখছে না। সবাই চুপ হয়ে বসে আছে।

একটা বিশেষ কথা না বললেই নয়। মানবতার মিত্ররা রোহিঙ্গাদের কথা না ভাবলেও, মানবতার শত্রু সৌদী আরব রোহিঙ্গাদের ব্যাপারে কিছুটা নমনীয়। অন্যকোন দেশের নগরিকদের সৌদী নাগরিকত্ব দেয়া না হলেও রোহিঙ্গাদের দেয়া হয়। আকামা নিয়েও কোন সমস্যায় পড়তে হয় না। তাই হজ্জের সময়, কিংবা জাল পাসপোর্ট দিয়ে হলেও রোহিঙ্গারা সেখানে যাওয়ার চেষ্টা করে।

পৃথিবীর এই অবহেলিত সম্প্রদায়টি যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই কামনা রইল।



ii.
যে দেশে দুস্থ, গরীব ও বাস্তুহীন মানুষের অভাব নেই, সেখানে ভিন্ন দেশী রোহিঙ্গাদের কষ্ট দেখে তাদের এদেশে নিয়ে আসাটা বরং আত্নঘাতীই হবে। অনেকে বলেন যে তাদের পরিচয় তো 'বাংলাদেশি মুসলিম'। হ্যাঁ ঠিক, কিন্তু এই পরিচয় প্রদানের ব্যর্থতা সম্পূর্ণভাবে মিয়ানমার সরকারের, স্বাভাবিকভাবেই এর দায়ভারও তাদেরই নিতে হবে।

অনেকে আবার বলেন 'মুসলিম ভাতৃত্ববোধ' এর কথা। এই যুক্তি আরও ঠুনকো। নিজ দেশে আওয়ামী লীগ-বিএনপির নির্লজ্জ দলাদলি যখন করি আমরা, তখন কারও মনে থাকে না যে দুই দলেরই অন্তত ৯০ ভাগ মুসলিম। ভাতৃত্ববোধ তো নিজ দেশেই অবিরাজমান - নিজের ঘরের ফুটো চাল ঠিক না করে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি অন্যের ছাদ ঠিক করতে।

আবার বলা হয় ৭১ এর কথা, তখন কি এদেশের কোটি মানুষ ভারতে আশ্রয় নেয় নি? হ্যাঁ নিয়েছে, তখন নিজেদের স্বার্থেই ভারত আমাদের আশ্রয় দিয়েছিল। তারা যুদ্ধকালীন সময়ের জন্য সাময়িকভাবে আমাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু মিয়ানমারের ব্যাপারটা যুদ্ধক্ষেত্রের সাথে জড়িত নয়, বরং এটি একটি সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গার উদয় যেমন অত্যান্ত দ্রুত গতিতে হয়, এটি উবে যায় তারচেয়েও দ্রুত গতিতে।

সবচেয়ে বেশি যেটার কথা বলে সবাই - মানবিকতা। আমরা যদি এখন আশ্রয় দেই রোহিঙ্গাদের (আগের আশ্রিতও আছে কয়েক লক্ষ, মিয়ানমার আর তাদের ফিরিয়ে নেয় নি।), আমাদের দিক থেকে মানবতার হয়ত আপাত জয় হবে। কিন্তু সমস্যার স্থায়ী কোন সমাধান হবে না। মিয়ানমার আগের মত এবারও আর তাদের ফিরিয়ে নিবে না। নিশ্চিতভাবে নিবে না।

এই ইস্যুতে মানবতার চিরস্থায়ী বিজয়ের জন্যই আমাদের ও সারা বিশ্বের উচিত তাই মিয়ানমারকে এখন জোর প্রয়োগ করা।



iii.
Kisu kotha boli....

1. Eta kono war na je arms supply dea lagbe...
2. Eta Myanmar er nij desher 2ta dhormio shomproday er nijerder biruddhe koloho...
3. Amra muslim rohinga der arms dilam but tara shonkha-loghu ... so, tara war a here jabe...

so, ki korar ase?

*Others nation ke agea ashte hobe... not only BD...
*Where is UN???!!
*Myanmar er gov er army nai? Tara danga thamate pare na?
(Jei desher Army nij desher danga thamate pare na tader nea abar oneke voy er kotha bole... tara naki amader jonno threat...!! ~ Oh! Dammmn it man! Lolzzz...)

*"Su Chi" naki Nobel pabe shantite... r sei deshe ae shanti?

*** R eto post kortesen eta nea... ekta lathi/boti nea-o kew ki jaben Myanmar e muslim der help korte?
(Amar nijer vul hote pare,,, Aapnarao aapnader mota-mot tule dhorun...)


- MHJ ...



2.

Attention everyone :

people of republic of Bangladesh and other in the world are thinking that why we don't we make our presence on the matter of religious riot in Burma on rakhain state, some of them are directly finger on our GOV. and BGB/CS
but the problem is we don't receive any req of "temporary stay" order from the Burma GOV so we cant make any movement until it came we all know the population of Bangladesh is too high but our economy is lil bit low. bt trust me we are trying to do our best, everyday BGB and CS capture many " rohinga " from the boundary and again we release them into the border of Burma bt before release give them Food and Medic as much possible by us, so Plz do not Miss Understand Bangladesh, Bangladesh Gov, Bangladeshi people and also BGB/CS.



- MHJ ...



3.

i.
Rohingyas eat ravenously under the watchful eyes of BGB members at Shah Porir Dweep jetty of Teknaf yesterday.
283635_2262992791045_1670036332_n.jpg

Though they are not welcome in Bangladesh, border guards offer them a meal before sending them back.



ii.
Tough the Bangladesh authority are not willing to take Rohingya refugees again, the troops of Border Guard Bangladesh and Bangladesh Coast Guard are showing utmost sympathy to the riot-torn distressed Rohingyas... In this image shows, a Coast Guard troop is consoling a distressed Rohingya couple in the Shah Porir Dweep Coast Guard camp...
579845_2263220996750_725329712_n.jpg

Really feeling proud of our border guards...



- MHJ ...
 
. . .

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom