বিরিশিরি [Birishiri]
-------------------
দুই দিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন নেত্রকোণার এক কোণায় অবস্থিত সুসং দুর্গাপুরের বিরিশিরি থেকে। এখানে নদী এবং পাহাড়ের অপূর্ব সমন্বয় ঘটেছে।
যাতায়াতঃ
ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বিরিশিরির বাস পাবেন। ভাড়া ২০০ টাকা। বিরিশিরির বাস বলা হলেও সমেশ্বরী ব্রীজ এর কাজ শেষ না হওয়ার কারণে বাস থেকে নামতে হবে সুখনগরীতে। সেখানে ২ টাকা দিয়ে নৌকায় ছোট নদী পাড় হয়ে ওপাড় থেকে মোটর সাইকেল, রিক্সা, টেম্পু, বাসে দুর্গাপুর যেতে হবে। রাস্তা এক কথায় জঘন্য। এজন্য মোটর সাইকেলই সুবিধা জনক। ভাড়া নিবে ২ জন এর জন্য মোটর সাইকেল ১০০ টাকা, রিক্সা ৮০-১০০ টাকা, টেম্পু/বাস জনপ্রতি ২০ টাকা।
থাকার ব্যবস্থাঃ
সব চেয়ে ভালো থাকার জায়গা YWCA রেষ্ট হাউজ। বেশ সুন্দর, ছিমছাম, গোছানো। ২ টা সিঙ্গেল বেড এর রুম ভাড়া ৬০০ টাকা। ২ টা ডাবল বেড এর রুম ১০০০ টাকা, এছাড়া ৭ জন এর থাকার জন্য বড় রুম আছে। জনপ্রতি ২০০ টাকা। কাছাকাছি প্রায় একই মানের YMCA এর রেষ্ট হাউজ, কালচারাল একাডেমির নিজস্ব রেস্ট হাউজ ও জেলা পরিষদ ডাক বাংলো। এছাড়াও কম খরচের হোটেল স্বর্ণা আছে। এছাড়াও বেশ কিছু কম দামি হোটেল রয়েছে। YWCA/YMCA তে খাওয়ার ব্যবস্থা নেই। খাওয়ার জন্য একটু হেটে বাজারে যেতে হবে।
উপজাতীয় কালচারাল একাডেমী গেষ্ট হাউজ
ফোনঃ 09525-56042; মোবাইলঃ 01815482006
জেলা পরিষদ ডাক বাংলা
মোবাইলঃ 01558380383, 01725571795
YMCA গেষ্ট হাউজ
মোবাইলঃ 01818613496, 01716277637, 01731039769
YWCA গেষ্ট হাউজ
মোবাইলঃ 01711027901, 01712042916
হোটেল গুলশান: 01711150807
স্বর্ণা গেষ্ট হাউজ: 01712284698
Transportation:
Buses available from Dhaka's Mohakhali Bus Station, fair 200tk. Due to the construction of Someswari Bridge, you have to cross the river by boat and take a Richshaw (80-100tk), Motor Cycle (100tk) or Tempu/ Bus (20tk).
Hotels:
YWCA Rest House is best for staying. 2 single bed room 600tk, 2 double bed room 1000tk. There is also few hotels available there.
কি কি দেখার আছে [Locations]:
১
বিজয়পুর চীনামাটির খনি (Bojiypur Hill of Porcelain)
২
রানীখং গীর্জা (Queen's Church)
৩
কালচারাল একাডেমী (Cultural Academy)
৪
সমশ্বরী নদী (Someswary River)
৫
সাগর দিঘী (Sagor Lake)
বিজয়পুর [Bijoypur]
বিরিশিরির মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির খনি। ছোট বড় টিলা-পাহাড় ও সমতল ভূমি জুড়ে প্রায় ১৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ও ৬০০ মিটার প্রস্থ এই খনিজ অঞ্চল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ১৯৫৭ সালে এই অঞ্চলে সাদামাটির পরিমাণ ধরা হয় ২৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন, যা বাংলাদেশের ৩শ’ বৎসরের চাহিদা পুরণ করতে পারে।
চীনামাটির পাহাড় গুলো সাদা রং এর। কিছু কিছু জায়গায় মেরুন বা হালকা লাল রঙ বিদ্যমান। পাহাড় থেকে মাটি তোলায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ হ্রদ্রের পানির রঙ নীল। কিছু কিছু জায়গায় সবুজাভ নীল। কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় লাল। তবে হ্রদ থেকে পানি তুলে খনন করার জন্য লাল পানি এখন আর নেই। হ্রদের উপড় পাহাড় চূড়ায় কিছুক্ষণ জিড়িয়ে নিতে দারুন লাগবে। বিজয়পুর এর ট্যুরিষ্ট সিজন শীতকাল। তখন পানী গাঢ নীল থাকে।
The main attraction of Birishiri is Bijoypur's Porcelain Mine. There is also hills of different size of hills of Porcelain. White Porcelain Hills with Blue Lake made this place spectacular. Winter season is best for Birishiri tour.
রানীখং গীর্জা [Queen's Church]
দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৬ কিলোমিটার উত্তরে সীমান্তে সোমেশ্বরী নদীর কোল ঘেঁষেই রানীখং মিশনটি একটি উচু পাহাড়ে অবস্থিত। ১৯১০ সালে এ রাণীখং মিশনটি স্থাপিত হয়। যেখান থেকে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করা যায়।
Queen's Church is situated in a hill beside Someswary River, 6km away from Durgapur Upazila Parishad. It is established in 1910.
কালচারাল একাডেমি [Cultural Academy]
বিরিশিরি কালচারাল একাডেমিতে উপজাতীয় সংস্কৃতি চর্চা করা হয়। এখানে প্রতি বছর উপজাতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়।
Tribal culture is practiced in Birishiri Cultural Academy. Different Tribal Cultural Program held here in every year.
কমলা রাণী দিঘী [Komola Rani's Lake]
বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রাণী দিঘী। এই কমলা রাণী দিঘী সাগর দিঘী নামেও পরিচিত। দিঘীটি পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এর দক্ষিণ পশ্চিম পাড় এখনও কালের স্বাক্ষী হয়ে আছে।
Situated beside Birishiri Union Parishad. Also renowned as Sagor Lake.
সোমেশ্বরী নদী [Someswary River]
বলা যায় এই নদীটি একটি কয়লা খনি। সারা দিন স্থানীয় দিন-মজুররা এই নদীতে কয়লা তোলে। দিন শেষে স্থানীয় মদুদদার দের কাছে কয়লা বিক্রি করে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’। বিজয়পুর, রানী খং এসব জায়গায় যেতে হলে এই নদী নৌকায় পাড় হতে হয়।
It's also call as coal mine. Day labors pick coals from this river every day.
কুল্লাগড়া মন্দির [Kullapara Temple]
বিজয়পুর যাওয়ার সময় পথেই পড়বে কুল্লাগড়া মন্দির
Situated nearly Bijoypur.
বিরিশিরি থেকে যাওয়ার উপায়ঃ
বিজয়পুর, রানীখং, বিডিয়ার ক্যাম্প এসব ঘুরতে রিক্সা অথবা মোটর সাইকেল ভাড়া করতে হবে। সমেশ্বরী নদী পাড় হয়ে ওপাশে যেতে হবে। নদী পাড় হতে নৌকাকে দিতে হবে জনপ্রতি ৫ টাকা। আর মটর সাইকেল এর জন্য ১০ টাকা। মটর সাইকেল এ গেলে সব ঘুরে আসতে ৬ ঘন্টা মত সময় লাগবে। ১ টা মটর সাইকেলে ২ জন এর ভাড়া পড়বে ৫৫০-৬০০ টাকা। আর রিক্সায় গেলে ২ জন এ খরচ পড়বে ৪০০-৪৫০ টাকা। ফিরতে সময় লাগবে ৮ ঘন্টা মত। তবে রাস্তা খুবই খারাপ হওয়ায় মাটর সাইকেলে গেলে সুবিধা হবে।
Travel:
Motor Cycle are available (550-600tk) to travel in tourist locations. Rickshaws are also available (400-450tk), but Motor Cycle is best for the bad condition of road.
- MHJ ...