Bangladeshis really consider India their second home. Trust me. Nothing is stopping Bangladeshi to go India every day. Indian BJP may rant on Bangladeshis for cow smuggling and illegal migration but legal migrants are also huge in number. Every day it is increasing. Indians and Bangladeshis are really twin brothers.
Bangladeshis going to India in huge number every day
Though the passage of the passport passengers traveling on the pilgrimage trip to Benapole check post Immigration and custom officials from both countries are happy to manage the passengers.
Even after the Eid holiday, every day Bangladeshis going to India from the Benapole checkpost, 5 to 6 thousand passengers every day. Someone is going to visit India for treatment, someone to visit the country, someone to visit relatives. Bangladeshi going to India from different districts after entering the country after the formation of the Benapole checkpost immigration, Indian police set them on line in the no-mansland area for a long time in the passport and bag serial. Indian police have questioned these passenger addresses of long line people, visa tenure, where to stay in India.
Passengers complained that Indian laborers are making money from the passenger and they have the opportunity to enter India by line. As a result, the delayed entry of passengers in India is delayed. Passengers are suffering from this. Women, children, patients and old people are being victimized more.
It takes longer time in India to take the time to seal a passport in Bangladesh. Every day passengers entering the no-man land area to enter India at 8 am, they are entering India at noon. In no-man's land area, passengers are getting sick due to sun and sunset due to no passenger camps.
Benapole Sonali Bank Manager ARM Rakibul Hasan said that on the 6th of June from 9th June, 15 thousand 931 passengers of the country have collected traveler from the bank booths, which amounted to Tk 80 lakh from government revenue.
Read more: Accepting chargesheet in Nusrat murder case, next hearing on June 20
Benapole Check Post Immigration OC Md. Abul Bashar Mia said that after the Eid, every 5 to 6 thousand passengers going to India every day with the Benapole check post. Almost equal number of passengers coming from India. From June 6 to June 9, 3 to 51 minutes, there were 32 thousand 630 passport passengers in India and Bangladesh. Passengers are suffering due to lack of arrangement for the passengers in the No-Mansland area. In Benapole immigration, there is no problem, but due to the slow pace of the Indian immigration authorities, the passengers who arrived in the morning were entering India on noon.
বেনাপোলে ভারতগামী যাত্রীদের ঢল
কাজী শাহ্জাহান সবুজ, বেনাপোল (যশোর) সংবাদদাতা
১৪:৪৯, ১০ জুন, ২০১৯
বাংলাদেশ-ভারত নো-ম্যান্সল্যান্ডে যাত্রীদের দীর্ঘলাইন। ছবি : ইত্তেফাক
ঈদের ছুটি শেষ হলেও ভ্রমণ পিপাসু ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ঢল নেমেছে বেনাপোল চেকপোস্টে। যাত্রীদের সামাল দিতে হিমসিম খাচ্ছে দুদেশের ইমিগ্রেশন ও কাস্টম কর্মকর্তারা।
ঈদের ছুটি শেষ হলেও প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছে ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট যাত্রী। কেউ চিকিৎসা, কেউ বেড়াতে, কেউ বা যাচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব যাত্রীরা ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ঢুকতেই নো-ম্যান্সল্যান্ড এলাকায় ভারতীয় পুলিশ তাদেরকে লাইনে দাড় করিয়ে পাসপোর্ট ও ব্যাগ সিরিয়ালে দেখছে দীর্ঘক্ষন ধরে। দীর্ঘলাইনের এসব যাত্রীদের পাসপোর্টের ঠিকানা, ভিসার মেয়াদ, ভারতে কোথায় অবস্থান করবেন এসব নানা প্রশ্ন করছে ভারতীয় পুলিশ।
যাত্রীরা অভিযোগ করেন, ভারতীয় লেবার যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে লাইনের পাশ দিয়ে ভারতে প্রবেশের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ফলে লাইনে থাকা যাত্রীদের ভারতে প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি ভোগান্তির শিকার হচ্ছে নারী-শিশু, রোগী ও বৃদ্ধরা।
বাংলাদেশে একটি পাসপোর্টে সিল মারতে যে সময় লাগে সেখানে ভারতে তার থেকে সময় বেশি লাগে। প্রতিদিন যে সব যাত্রী সকাল ৮টার সময় ভারতে ঢোকার জন্য নো-ম্যান্স ল্যান্ড এলাকায় লাইনে দাঁড়ায় তারা দুপুরের দিকে ভারতে প্রবেশ করছে। নো-ম্যান্স ল্যান্ড এলাকায় কোন যাত্রী ছাউনি না থাকায় রোদ ও গরমে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।
বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার এ আর এম রকিবুল হাসান জানান, গত ৬ থেকে ৯ জুন দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ভারতগামী ১৫ হাজার ৯৩১ জন পাসপোর্ট যাত্রী এ ব্যাংক বুথ থেকে ভ্রমণকর সংগ্রহ করেছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৮০ লাখ টাকা।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. আবুল বাশার মিয়া জানান, ঈদের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাত্রী ভারতে যাচ্ছে। ভারত থেকে আসছেও প্রায় সম পরিমাণ যাত্রী। ৬ জুন থেকে ৯ জুন দুপুর ৩টা ৫১ মিনিট পর্যন্ত এ পথে ভারত-বাংলাদেশ যাতায়াত করেছে ৩২ হাজার ৬৩০ জন পাসপোর্ট যাত্রী। নো-ম্যান্সল্যান্ড এলাকায় যাত্রী ছাউনির ব্যবস্থা না থাকায় যাত্রীরা কষ্ট পাচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনে তেমন কোন সমস্যা না হলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ধীর গতির কারণে সকালে আসা যাত্রীরা দুপুরে ভারতে প্রবেশ করছে।
https://www.ittefaq.com.bd/wholecountry/60552/বেনাপোলে-ভারতগামী-যাত্রীদের-ঢল?fbclid=IwAR0f3Z20sYR1FuuUL86iVT62SFfwYpHRuTZWtCYuzpMMpKmBWi7vtrXTTfw