গুলি করার পর ৪ বাংলাদেশিকে মিয়ানমার নিয়ে গেছে বিজিপি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের পর চার জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।
বিজিবির টেকনাফের ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে নাফ নদীর কানজরপাড়া এলাকায় এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়েছে।
আহত নুরুল ইসলামকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কর্নেল আরিফুল জানান, নিয়ে যাওয়া চার জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
জেলেদের ফেরত চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আর কতদিন এভাবে চলবে,একদিকে বিএসএফ আর অন্যদিকে বিজিপি মাঝখানে দাড়িয়ে আঙুল চোষে আমাদের ঠুঙ্গা বিজিবি.