সংসদে আনিসুল হক
আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র সংযোজন হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৮
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলোসংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমানে ‘ফোর্সেস গোল ২০৩০’ বিভিন্ন ধাপে চলমান আছে। এর আওতায় সেনাবাহিনীর জন্য বিভিন্ন নতুন ইউনিট সংযোজন, নৌবাহিনীর জন্য চট্টগ্রাম ড্রাইডকে আধুনিক ফ্রিগেট তৈরি, বিমানবাহিনীর জন্য বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র সংযোজনের বিষয়টি চলমান আছে।
আজ মঙ্গলবার সংসদে মামুনুর রশীদের প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন। প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
নুরুন্নবী চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বঙ্গোপসাগরে জরিপ কাজ চালানোর জন্য একটি বিশেষায়িত জাহাজ কেনার কাজ চলছে। সেটি আসার পর সাগরে ডিজিটাল ম্যাপিংয়ের কাজ শুরু হবে।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে শামসুর রহমান শরীফ বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৭৬ হাজার ৩৪৯ জন ভূমিহীন কৃষককে ১ লাখ ৪৫ হাজার ৭৩১ একর কৃষিজমি বরাদ্দ দেওয়া হয়েছে।
সানজিদা খানমের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, চাহিদার আলোকে বিমানের রুট সম্প্রসারণের জন্য বিমানবহরে নতুন প্রজন্মের চারটি বোয়িং-৭৮৭ উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইতিমধ্যে একটি বোয়িং বিমান বহরে যুক্ত হয়েছে। আগামী নভেম্বরে আরও একটি বোয়িং যুক্ত হবে। বাকি দুটি যুক্ত হবে ২০১৯ সালে। এ ছাড়া একটি ড্যাশ-৮ উড়োজাহাজ এ মাসে বিমান বহরে যুক্ত হবে। আরও তিনটি ড্যাশ-৮ ২০২০ সালে যুক্ত হবে।
উম্মে রাজিয়ার প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাঁচটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলোর মধ্য অন্যতম ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশের নগর ও কুমিল্লা বিমানবন্দর।
নবী নেওয়াজের প্রশ্নের জবাবে শাহজাহান কামাল বলেন, নোয়াখালী, বাগেরহাট ও পটুয়াখালী জেলায় তিনটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ জন্য বাগেরহাট জেলায় ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। নোয়াখালীতে একটি এয়ারস্ট্রিপ আছে। সেটিকে উন্নয়নের মাধ্যমে বিমানবন্দরে রূপান্তর করা হবে।
ইয়াসিন আলীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেন, রাজাকার, আল বদর ও মানবতাবিরোধীদের তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই এই তালিকা প্রকাশ করা হবে।
https://www.prothomalo.com/bangladesh/article/1557146/আকাশ-প্রতিরক্ষায়-ক্ষেপণাস্ত্র-সংযোজন-হবে