@saif , না ভাই তা হবে না! এই পেজের ভিডিও টা দেখে আসেন। আমি জাস্ট টেক্সট কপি পেস্ট করলাম!
(আর উইথ ডিউ রেস্পেক্ট, এ ধরনের নেতিবাচক অনুমান ,
@IndianLite এর মত হতভাগা ছাত্রলীগের কর্মী, মানে ভারতের দালাল দের উজ্জীবিত করবে! দেখেন আপনার পোষ্ট পড়ে ভারতীয় দালাল ছাগুটা খুশি হইছে, যেটা ওর দেয়ার কথা না! প্লিজ পজিটিভ থাকেন ভাই!)
Here is USA pressure on BAL!
“গত সপ্তাহান্তে বাংলাদেশের রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে ভয়-ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং সহিংস অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের জনগণের জন্য শান্তিপূর্ণভাবে সমাবেশ করার এবং নিজেদের উদ্বেগ প্রকাশের জন্য নিরাপদ পরিবেশ তৈরির তাগিদ দেয়াসহ সকল দলকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে সহিংসতা, হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই।
পরিশেষে আমি বলব যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ভোটার, রাজনৈতিক দল ও তাদের যুব শাখা এবং পুলিশ, সবার অঙ্গীকারের ওপর নির্ভর করে এবং সেটা রাজনৈতিক সহিংসতার পরিবেশে অনুষ্ঠিত পারে না।”
– ম্যাথিউ মিলার, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
Courtesy -
Official Facebook page of USA embassy Dhaka!
You don't need to be overjoyed BCL sanghi mullah! Brother
@saif was disappointed, I believe he didn't mean it!