Anti Islam Awami League backed by india already started protesting people. In Natore district when people brought out procession protesting Awami League attack on Islamic faith and Muslims, Awami killing force started shooting at people and injured them. At least 60 people were injured by india backed Awami League killing force firing.
যশোর ও নাটোরে পুলিশের গুলি : আহত ৬০
নয়া দিগন্ত ডেস্ক
২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১০:৪৪
View attachment 102825 যশোরে পুলিশের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা কামালকে গ্রেফতার করে ভ্যানে উঠানো হচ্ছে : নয়া দিগন্ত
ইসলাম ধর্ম সম্পর্কে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গতকাল যশোরে বিএনপির মানববন্ধনে এবং নাটোরে তৌহিদি জনতার মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে সাংবাদিকসহ প্রায় ৬০ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে।
যশোর অফিস জানায়, গতকাল যশোরে বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণ, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিেেপ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুলিবিদ্ধ আটজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কামাল হোসেন নামে ছাত্রদলের এক কর্মীর অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ আট নেতাকে গ্রেফতার করেছে।
Naya Diganta :: যশোর ও নাটোরে পুলিশের গুলি : আহত ৬০