Bilal9
ELITE MEMBER
- Joined
- Feb 4, 2014
- Messages
- 26,569
- Reaction score
- 9
- Country
- Location
The extent of looting by Indian Army after 16th December 1971 is rarely discussed. Here is some discussion.
" বাংলাদেশেকে ৭১ এ অনেক দেশ সাহায্য করেছে কিন্তু লুট করে নাই, একমাত্র দেশ ভারত যেটা বাংলাদেশকে ৭১ এ সাহায্যের নামে লুট করেছিল।
ভারতীয় আর্মি ৭১ এ বাংলাদেশে এসে সিরাজগন্জে বিহারি innocent মেয়েদের রেপ করেছিল, লুট করেছিল।
ভারতীয় লুটেরা আরদালী (সৈন্য) বাহিনীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লুটপাটের ইতিহাসঃ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তি বাহিনী যখন দেশের ৯৫-৯৯ শতাংশ অঞ্চল মুক্ত করে ফেলেছিল, ঠিক তখন ৩রা ডিসেম্বর ভারতীয় আরদালী বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে। তারা ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশ জুড়ে নজির বিহীন লুটপাট চালিয়েছিলো।
১. ৯৩ হাজার পাকিস্তানী সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ- যার মূল্য ওই সময় ছিলো ২৭ হাজার কোটি টাকা, তার সবই ভারতীয় আরদালী বাহিনী ১৫টি বিশাল জাহাজে করে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। অথচ সেই অস্ত্রের মালিকানা ছিলো পুরোপুরি বাংলাদেশের।
২.শুধু তাই নয়, বাংলাদেশের শত শত মিল কারখানার যন্ত্রপাতি, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যাল, ঘর বাড়ির গৃহস্থালী জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি লোভী ভারতীয় লুটেরাদের হাত থেকে। এসব সম্পদ ও দ্রব্যাদির তখনকার মূল্য ছিলো আনুমানিক ৯০ হাজার কোটি টাকা।
৩. শৌচাগারের বদনাগুলোও বাদ দেয়নি ভারতীয় লুটেরার দল। এছাড়াও যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সাহায্যও লুট করে নিয়ে যায় আমাদের পরম মিত্র (!!!) ভারত।
প্রমান -
১. বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুন্ঠনের ব্যাপারে আজিজুল করিম ‘হোয়াই সাচ এন্টি- ইন্ডিয়ান ফিলিংস এমং বাংলাদেশী?’ শিরোনামে এক নিবন্ধে ১৯৭৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক ‘অনিক’-এর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “ভারতীয় সৈন্যদের লুণ্ঠিত মালামালের মূল্য ছিল প্রায় ১শ’ কোটি মার্কিন ডলার।”
২. বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুণ্ঠনের ব্যাপারে ‘বাংলাদেশ পাস্ট এন্ড প্রেজেন্ট’ পুস্তকে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, “যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে। অভিযোগ করা হয় যে, ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহরে করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম সরিয়ে নিয়ে যায়। ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশালী রাষ্ট্রের পরিবর্তে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয় সৃষ্টি হয়।”
৩.মুক্তিযোদ্ধা ও লেখক জয়নাল আবেদীনের ‘র’ এন্ড বাংলাদেশ’ শিরোনামে লেখা একটি বইয়েও বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুন্ঠনের বর্ণনা দেয়া হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, “পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সৈন্যদের ব্যাপক লুটতরাজ দেখতে পেয়ে ভারতের প্রকৃত চেহারা আমার কাছে নগ্নভাবে ফুটে উঠে। ভারতীয় সৈন্যরা যা কিছু দেখতে পেতো তার উপর হুমড়ি খেয়ে পড়তো এবং সেগুলো ভারতে বহন করে নিয়ে যেতো। লুটতরাজ সহজতর করার জন্য তারা আমাদের শহর, শিল্প স্থাপনা, বন্দর, সেনানিবাস, বাণিজ্যিক কেন্দ্র এমনকি আবাসিক এলাকায় কারফিউ জারি করে। তারা সিলিং ফ্যান থেকে শুরু করে সামরিক সাজসরঞ্জাম, তৈজষপত্র ও পানির টেপ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। লুণ্ঠিত মালামাল ভারতে পরিবহনের জন্য হাজার হাজার সামরিক যান ব্যবহার করা হয়।” বইটির আরেকটি অংশে তিনি লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারত অর্থনৈতিক, সামরিক, কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। এ কারণে দেশটি তার নিজের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়, আমাদের স্বার্থে নয়।” আজ এরাই গলা লম্বা করে বলে তারা নাকি বাংলাদেশকে সাহায্য না করলে দেশ স্বাধীন হতনা !!! বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা,ভারত নয়। ৭১ এর লুণ্ঠন এর এই ধারা আজ ও বজায় রেখেছে ভারত।
"Many countries helped Bangladesh in '71 but did not loot, India is the only country that looted Bangladesh in '71 in the name of aid.
The Indian Army came to Bangladesh in 1971 and raped innocent Bihari girls in Sirajganj.
History of Indian Ardali (Army) Looters Looting in 1971 Liberation War:
When the heroic liberation forces liberated 95-99 percent of the country in the 1971 Liberation War, the Indian Ardali forces entered Bangladesh on 3rd December to loot. They carried out unprecedented looting across Bangladesh after 16 December.
1. The huge quantity of arms and ammunition left behind by 93,000 Pakistani soldiers - valued at Tk 27000 crores. But that weapon was legally owned by Bangladesh. They looted us clean.
2. Not only that, the machinery, banks, schools, colleges, universities, household items of hundreds of mills in Bangladesh were not spared from the hands of the greedy Indian looters. The value of these assets and commodities at that time was approximately 90 thousand crore rupees.
3. The Indian looters did not leave out the toilet bowls either. India, our absolute ally (!!!), also looted huge sums of money and other aid provided by various international organizations during and after the war.
Proof -
1. Azizul Karim, in an article titled 'Why Such Anti-Indian Feelings Among Bangladeshi Minds?' In an article titled,Quoting the Report of the Indian Monthly Anik published in December 1974, he mentioned that , "The value of goods looted by Indian soldiers were worth about USD 100 million. "
2. In his book 'Bangladesh Past and Present', Salahuddin Ahmed writes about the plunder of Indian troops in Bangladesh: It is alleged that the Indian Army removed a large quantity of arms and equipment from Bangladesh by truck. As a result, the fear that India wanted to turn Bangladesh into a tyrannical state instead of a self-respecting state has created tension and suspicion against Indian policy towards Bangladesh. ”
3. A book titled 'Raw and Bangladesh' by freedom fighter and writer Joynal Abedin also describes the plunder of Indian Ardali Army in Bangladesh. In the book, he writes, "After the surrender of the Pakistani soldiers, seeing the massive looting of the Indian soldiers, the true naked face of Indians came to my notice. Indian soldiers threw themselves upon whatever they saw and carried it to India as war booty. To facilitate looting they imposed curfews in our cities, industrial establishments, ports, cantonments, commercial centers and even residential areas. They carried everything from ceiling fans to military equipment, utensils and even bathroom water faucets. Thousands of military vehicles were used to transport the looted goods to India. ” In another part of the book, he writes, “India has benefited immensely economically, militarily, strategically and internationally through the liberation war of Bangladesh. That is why that country was involved in our liberation war in its own interest, not in our interest. ” Today they are the ones who say that if they did not help Bangladesh, Bangladesh would not be independent !!! Bangladesh was liberated by the freedom fighters of Bangladesh, not India. India has maintained this trend of plunder of '71 even today by unequal trade in their favor with a massive trade deficit every year."
" বাংলাদেশেকে ৭১ এ অনেক দেশ সাহায্য করেছে কিন্তু লুট করে নাই, একমাত্র দেশ ভারত যেটা বাংলাদেশকে ৭১ এ সাহায্যের নামে লুট করেছিল।
ভারতীয় আর্মি ৭১ এ বাংলাদেশে এসে সিরাজগন্জে বিহারি innocent মেয়েদের রেপ করেছিল, লুট করেছিল।
ভারতীয় লুটেরা আরদালী (সৈন্য) বাহিনীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লুটপাটের ইতিহাসঃ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তি বাহিনী যখন দেশের ৯৫-৯৯ শতাংশ অঞ্চল মুক্ত করে ফেলেছিল, ঠিক তখন ৩রা ডিসেম্বর ভারতীয় আরদালী বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে। তারা ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশ জুড়ে নজির বিহীন লুটপাট চালিয়েছিলো।
১. ৯৩ হাজার পাকিস্তানী সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ- যার মূল্য ওই সময় ছিলো ২৭ হাজার কোটি টাকা, তার সবই ভারতীয় আরদালী বাহিনী ১৫টি বিশাল জাহাজে করে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। অথচ সেই অস্ত্রের মালিকানা ছিলো পুরোপুরি বাংলাদেশের।
২.শুধু তাই নয়, বাংলাদেশের শত শত মিল কারখানার যন্ত্রপাতি, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যাল, ঘর বাড়ির গৃহস্থালী জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি লোভী ভারতীয় লুটেরাদের হাত থেকে। এসব সম্পদ ও দ্রব্যাদির তখনকার মূল্য ছিলো আনুমানিক ৯০ হাজার কোটি টাকা।
৩. শৌচাগারের বদনাগুলোও বাদ দেয়নি ভারতীয় লুটেরার দল। এছাড়াও যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সাহায্যও লুট করে নিয়ে যায় আমাদের পরম মিত্র (!!!) ভারত।
প্রমান -
১. বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুন্ঠনের ব্যাপারে আজিজুল করিম ‘হোয়াই সাচ এন্টি- ইন্ডিয়ান ফিলিংস এমং বাংলাদেশী?’ শিরোনামে এক নিবন্ধে ১৯৭৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক ‘অনিক’-এর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “ভারতীয় সৈন্যদের লুণ্ঠিত মালামালের মূল্য ছিল প্রায় ১শ’ কোটি মার্কিন ডলার।”
২. বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুণ্ঠনের ব্যাপারে ‘বাংলাদেশ পাস্ট এন্ড প্রেজেন্ট’ পুস্তকে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, “যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে। অভিযোগ করা হয় যে, ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহরে করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম সরিয়ে নিয়ে যায়। ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশালী রাষ্ট্রের পরিবর্তে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয় সৃষ্টি হয়।”
৩.মুক্তিযোদ্ধা ও লেখক জয়নাল আবেদীনের ‘র’ এন্ড বাংলাদেশ’ শিরোনামে লেখা একটি বইয়েও বাংলাদেশে ভারতীয় আরদালীদের লুন্ঠনের বর্ণনা দেয়া হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, “পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সৈন্যদের ব্যাপক লুটতরাজ দেখতে পেয়ে ভারতের প্রকৃত চেহারা আমার কাছে নগ্নভাবে ফুটে উঠে। ভারতীয় সৈন্যরা যা কিছু দেখতে পেতো তার উপর হুমড়ি খেয়ে পড়তো এবং সেগুলো ভারতে বহন করে নিয়ে যেতো। লুটতরাজ সহজতর করার জন্য তারা আমাদের শহর, শিল্প স্থাপনা, বন্দর, সেনানিবাস, বাণিজ্যিক কেন্দ্র এমনকি আবাসিক এলাকায় কারফিউ জারি করে। তারা সিলিং ফ্যান থেকে শুরু করে সামরিক সাজসরঞ্জাম, তৈজষপত্র ও পানির টেপ পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়। লুণ্ঠিত মালামাল ভারতে পরিবহনের জন্য হাজার হাজার সামরিক যান ব্যবহার করা হয়।” বইটির আরেকটি অংশে তিনি লিখেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারত অর্থনৈতিক, সামরিক, কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। এ কারণে দেশটি তার নিজের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়, আমাদের স্বার্থে নয়।” আজ এরাই গলা লম্বা করে বলে তারা নাকি বাংলাদেশকে সাহায্য না করলে দেশ স্বাধীন হতনা !!! বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা,ভারত নয়। ৭১ এর লুণ্ঠন এর এই ধারা আজ ও বজায় রেখেছে ভারত।
"Many countries helped Bangladesh in '71 but did not loot, India is the only country that looted Bangladesh in '71 in the name of aid.
The Indian Army came to Bangladesh in 1971 and raped innocent Bihari girls in Sirajganj.
History of Indian Ardali (Army) Looters Looting in 1971 Liberation War:
When the heroic liberation forces liberated 95-99 percent of the country in the 1971 Liberation War, the Indian Ardali forces entered Bangladesh on 3rd December to loot. They carried out unprecedented looting across Bangladesh after 16 December.
1. The huge quantity of arms and ammunition left behind by 93,000 Pakistani soldiers - valued at Tk 27000 crores. But that weapon was legally owned by Bangladesh. They looted us clean.
2. Not only that, the machinery, banks, schools, colleges, universities, household items of hundreds of mills in Bangladesh were not spared from the hands of the greedy Indian looters. The value of these assets and commodities at that time was approximately 90 thousand crore rupees.
3. The Indian looters did not leave out the toilet bowls either. India, our absolute ally (!!!), also looted huge sums of money and other aid provided by various international organizations during and after the war.
Proof -
1. Azizul Karim, in an article titled 'Why Such Anti-Indian Feelings Among Bangladeshi Minds?' In an article titled,Quoting the Report of the Indian Monthly Anik published in December 1974, he mentioned that , "The value of goods looted by Indian soldiers were worth about USD 100 million. "
2. In his book 'Bangladesh Past and Present', Salahuddin Ahmed writes about the plunder of Indian troops in Bangladesh: It is alleged that the Indian Army removed a large quantity of arms and equipment from Bangladesh by truck. As a result, the fear that India wanted to turn Bangladesh into a tyrannical state instead of a self-respecting state has created tension and suspicion against Indian policy towards Bangladesh. ”
3. A book titled 'Raw and Bangladesh' by freedom fighter and writer Joynal Abedin also describes the plunder of Indian Ardali Army in Bangladesh. In the book, he writes, "After the surrender of the Pakistani soldiers, seeing the massive looting of the Indian soldiers, the true naked face of Indians came to my notice. Indian soldiers threw themselves upon whatever they saw and carried it to India as war booty. To facilitate looting they imposed curfews in our cities, industrial establishments, ports, cantonments, commercial centers and even residential areas. They carried everything from ceiling fans to military equipment, utensils and even bathroom water faucets. Thousands of military vehicles were used to transport the looted goods to India. ” In another part of the book, he writes, “India has benefited immensely economically, militarily, strategically and internationally through the liberation war of Bangladesh. That is why that country was involved in our liberation war in its own interest, not in our interest. ” Today they are the ones who say that if they did not help Bangladesh, Bangladesh would not be independent !!! Bangladesh was liberated by the freedom fighters of Bangladesh, not India. India has maintained this trend of plunder of '71 even today by unequal trade in their favor with a massive trade deficit every year."
Last edited: