What's new

We are not well here, want to return to Bangladesh: Bangladeshi Hindus in India

ভারত ঘুরে এসে : বদলে গেছে ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি। গুরুজনের সম্মান নেই। প্রকাশ্যে বসে মদের হাট। যেখানে-সেখানে বসে জুয়ার আসর। মানুষ খুন, অন্যের জমি দখল, হুমকি-ধামকি আর টাউট-বাটপারদের নিয়ন্ত্রণে চলে গেছে শান্তিপ্রিয় মানুষের জীবন। বিশেষ করে ভারতের শিলিগুড়ি, জরপাইগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা, আলিপুর, কোচবিহার, রায়গঞ্জ, গাজোল, মালদা, বালুরঘাটসহ পশ্চিমবঙ্গের শহর ঘেঁষা জেলাগুলোতে এসব অত্যাচার একটু বেশি। আর এসব এলাকায় বাস বাংলাদেশ ত্যাগী হিন্দুদের।

সন্ত্রাসীদের হামলা, হুমকি-ধামকি, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটতরাজ থেকে রক্ষা পেতেই তারা বাংলাদেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন একটু শান্তির আশায়। কিন্তু প্রিয় জন্মভূমি ছেড়ে ভারতে এসেও শান্তিতে নেই ৯০ ভাগ দেশত্যাগী। গত ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এসব এলাকা সরজমিনে ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।

ভারতের রায়গঞ্জের রূপহারের ইটভাটা এলাকায় ১৬ বছর বয়সী অনিমা সরকারকে নিয়ে বিধবা রিনা রানী ১৬ বছর ধরে বসবাস করছেন। স্বামী সুভাষ সরকার, দর্জির কাজ ছিল একমাত্র পেশা। ভারতে গিয়ে ভালো থাকবেন এই আশায় ১৯৯৮ সালের শেষের দিকে দেশত্যাগ করেন তারা। বাংলাদেশের মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়য়ের কৃষ্ণপুর গ্রামে ছিল সুভাষদের জন্মস্থান।

আগেই ভারতে পাড়ি জমানো শ্বশুড়ের জায়গায় ঘর তুলে মোটামুটি ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু প্রতিবাদী সুভাষ সরকারকে ভালো থাকতে দেয়নি আশপাশের লোকজন। অন্যায় কাজের জন্য মাঝে মধ্যেই প্রতিবাদ করাটাকে মেনে নেয়নি প্রতিপক্ষরা। আর তাই আজ থেকে ৩ বছর আগে রাত ৮টার দিকে কাজের কথা বলে সুভাষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী। এর দু’ঘণ্টা পরই খবর পাওয়া যায়, ইটভাটার কাছের একটি ডোবার মধ্যে সুভাষ পড়ে রয়েছে। এরপরই এলাকাবাসী ছুটে এসে সুভাষকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জানা যায়, পরিকল্পতিভাবে সুভাষকে খুন করে ডোবার মধ্যে ফেলে মোটরসাইকেলে চাপা দিয়ে রাখা হয়। মোটরসাইকেলের মালিক প্রচার করতে থাকে সুভাষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু তিনি পলাতক থাকায় অনেকের সন্দেহ হয়। অবশেষে ১ বিঘা জমি ও নগদ এক লাখ টাকার বিনিময়ে ওই মোটরসাইকেল মালিকের সঙ্গে আপোষ রফা হয়। কিন্তু এ দিয়ে আর কয়দিন।

স্বামীকে হারিয়ে এখন অথৈ সাগরে ভাসছেন রিনা রানী। দু’বেলা দু’মুটো ভাত জোগানো খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মনে নতুন শঙ্কা, মেয়ে এখন বিবাহযোগ্য, শত্রুদের নজর যেন না লাগে। বিবাহযোগ্য মেয়েকে নিয়ে মানসম্মানের ভয়ে দিন কাটাতে হচ্ছে রিনা রানীকে।

2016_04_19_13_14_25_86Mfr8slJXV5ja82Zo2E4QyGnX4vQ6_original.JPG

পঞ্চাশোর্ধ্ব সাধুচরণ সরকার
অপরদিকে নব্বই দশকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পঞ্চাশোর্ধ সাধুচরণ সরকার। তিনি বলেন, ‘মানসম্মানের ভয়ে অঢেল ধন-সম্পদ ফেলে ভারতে এসেও শেষ সম্মানটুকু ধরে রাখতে পারলাম না। দু’বেলা দু’মুটো ভাতের জন্য জন দিয়ে (কামলা খেটে) চলতে হচ্ছে। এরচেয়ে বড় অসম্মান আর কী হতে পারে? অভাবের কষাঘাতে আমাদের সংসার থেকে সুখ দূরে সরে গেছে। এ কারণে বাংলাদেশ থেকে বেড়াতে আসা অনেক প্রিয়জন আমাদের সঙ্গে দেখা করেন না। ভিন্ন পথ দিয়ে চলে যান। এর চেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো।’

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার সুকান্ত পল্লীতে স্ত্রী ইতি রানী সরকার, বড় ছেলে মানিকচাঁদ সরকার ও ছোট ছেলে সুজন সরকারকে নিয়েই বাস করছেন সাধুচরণ। তাদের ঠিকানা এখন ১০ বাই ১৬ ফুটের একটি ঘর। চারজনে গাদাগাদি করে থাকেন। ওই ঘরে যাওয়া-আসার জন্য কোনো রাস্তাও নেই। অন্যের জায়গার ওপর দিয়ে আসা-যাওয়া করতে হয়। এ নিয়েও পড়শীদের গালমন্দ শুনতে হয় নিয়মিত।

বাংলাদেশের দক্ষিণ মানিকগঞ্জের কৃষ্ণপুর গ্রামের মৃত কানাইলাল সরকারের ছোট ছেলে সাধুচরণ। গোলা ভরা ধান আর সব সময় গোয়ালে থাকতো দুগ্ধবতী গাভী। সবকিছু মিলে তাদের সংসার সুখেরই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। মামলা-হামলা পর্যন্ত করা হয় তাদের বিরুদ্ধে। নানা যন্ত্রণা-গঞ্জনা সহ্য করে থাকতে হয় তাদের। পরবর্তী সেই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ফলে নব্বই দশকের শেষ দিকে বাধ্য হয়ে তারা ভারত চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বিশ্বাস ছিল, ভারতে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন।

নামমাত্র দামে পৈতৃক বাড়ি ও জমি বিক্রি করে প্রথমে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা শহরঘেঁষা একটি পল্লীতে বাড়ি করেন সাধুচরণ। প্রথমদিকে ভালোই ছিলেন। কিন্তু বছর তিনেক যেতে না যেতেই স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। অবশেষে বাধ্য হয় বাড়িটি বিক্রি করে দিতে হয়। কিন্তু বাড়ি বিক্রির টাকা দিয়ে তাৎক্ষণিকভাবে অন্যস্থানে জায়গা-জমি কিনতে পারেননি। গচ্ছিত টাকা চলে যায় সংসারের পেছনে।

পরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার সুকান্ত পল্লীতে মাত্র ১৭ শতাংশ জায়গা কেনেন তিনি। এ জায়গা কিনতেই অবশিষ্ট টাকাও শেষ হয়ে যায়। মাথা গোঁজার মত ১০ ফুট বাই ১৬ ফুট সাইজের একটি খড়ের ঘর তোলেন। এক সময়ের বিত্তশালী পরিবারটি হয়ে যায় ছিন্নমূল।

গত ২২ মার্চ বিকেল ৪টায় ছিন্নমূল এ পরিবারের সঙ্গে আলাপকালে সাধুচরণ সরকার বলেন, ‘বাংলাদেশের সোনার সংসার ফেলে এখন হয়েছি কাঙাল। ছেলে দু’টোকে ঠিকমত লেখাপড়া করাতে পারি নাই। অন্যের বাড়িতে কাজ করতে পাঠিয়েছি। আর আমরা স্বামী-স্ত্রী কেরালা, আন্দামান প্রদেশ, মধ্য প্রদেশে চলে যাই কাজের সন্ধানে। এভাবেই চলছে আমাদের সংসার।’

শুধু সাধুচরণ নয়। তার মতো যারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের শতকরা ৯০ ভাগেরই এ অবস্থা। মূলত ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করতে শুরু করেন। তাদের বিশ্বাস ছিল, ভারতে গিয়ে অন্তত খেয়ে পরে সুখে-শান্তিতে থাকতে পারবেন। কিন্তু বিধি বাম। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, গাজোল, মালদা, নদীয়াসহ জেলাগুলোতে দেশত্যাগী যে হিন্দুরা বাস করছেন তাদের মধ্যে এখন শুধুই হতাশা। আর তাই বর্তমান প্রজন্মের ছেলেরা নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

2016_04_19_13_14_15_YedfyJNeHLlypYYZAkTgZqhnaXLgQR_original.JPG

নব্বইঊর্ধ্ব ভাষাণ সরকার
উত্তর দিনাজপুরের কুশমন্ডি থানার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড ঘেঁষা বুনিয়াদপুরের বাসিন্দা নব্বইঊর্ধ্ব ভাষাণ সরকার (ভাষাণ মাস্টার)। পেশার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সাম্প্রদায়িক দাঙ্গা-হামলার ভয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে চলে যান ভারতে। তিনি এখনও অবসর ভাতা তুলতে পারেননি। আদৌ তুলতে পারবেন কি না তাও জানেন না।

ভাষাণ সরকার বলেন, ‘মাতৃভূমির জন্য এখনও মন কাঁদে। যে দেশে আমার জন্ম হয়েছে। শিশু, শৈশব, যৌবন- বলতে গেলে জীবনের বেশির ভাগ সময় প্রিয় দেশ বাংলাদেশে কাটিয়েছি। এখনও ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাদের ফেলে আসা গ্রামটিকে।’

রায়গঞ্জ শহড়ঘেঁষা রূপহারের বাসিন্দা কিরণ চন্দ্র মন্ডল জানান, উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গ এলাকায় শতকরা ৮০ ভাগ মানুষ প্রকাশ্যে মদ্য পান করে। প্রকাশ্যে বসে মদের হাট। প্রতিদিন বিভিন্ন এলাকার মোড়ে বসে জুয়ার আসর। সব মিলিয়ে আমরা মানসম্মান বজায় রেখে সামনের দিনগুলো ভালোভাবে চলতে পারবো কি না এ নিয়ে শঙ্কার মধ্যে আছি।

গাজোল শহরের নেতাজী সুভাষ পল্লীতে কথা হয় প্রবীণ শিক্ষক জ্ঞানরঞ্জন রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে একজন প্রবীণ ব্যক্তির সম্মান নেই। একজন ভালো শিক্ষকের সম্মান নেই। মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ছিল, সেটা এখানে আর পাওয়া যাবে না। শুধু মানসম্মানের ভয়ে গত ৩০ বছর হয় বাংলাদেশের পাবনা থেকে এসেছি। পাবনায় আমাদের বেশ প্রভাব ছিল। সে প্রভাবটা এখানে এসে হারিয়েছি। সামনের দিনগুলো ভালোভাবে কাটিয়ে যেতে পারলেই শান্তি।’

2016_04_19_13_14_18_eeQn3M3H8CjrbPx2f1PspWPkzComDu_original.JPG

কুশমন্ডি থানার লৌলজং এলাকার নকশার হাটে এ ভাবে প্রকাশ্যে বসে মদের হাট
গাজোলের অপর বাসিন্দা দুলাল মণ্ডল বলেন, ‘বাংলাদেশ থেকে আসা অনেকেই এখানে কিছু করতে না পেরে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন। মানিকগঞ্জের খাবারপুর গ্রাম থেকে আসা ক্ষেত্র মাস্টার এখানে কিছু করতে না পেরে বর্তমানে মেয়ের বাড়িতে অবস্থান করছেন।’

গাজোলে বাড়ি করেছিলেন মানিকগঞ্জের বালিরটেক গ্রামের নিতাই চন্দ্র রায়। তিনি কোনো অবস্থান তৈরি করতে না পারায় গাজোলের বাড়ি বিক্রি করে ফিরে এসেছেন বাংলাদেশে। তার মতো অনেকেই বিক্রি করতে চাচ্ছেন। তবে ভোটার আইডি, রেশন কার্ডসহ নানা আইনি জটিলতার কারণে ঠিকঠাকমত বাড়িও বিক্রি করতে পারছেন না।

রায়গঞ্জের রূপহার এলাকার বাসিন্দা দুলাল সরকার। অসামাজিক কার্যকলাপ থেকে ছেলেকে রক্ষা করতে পারেননি। অভাবের কারণে ডাকাতি, চুরিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে তার ছেলে। অতিসম্প্রতি রায়গঞ্জ শহরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতের গণপিটুনিতে সে মারা যায়।

দক্ষিণ-দিনাজপুর জেলার বুনিয়াদপুর থানার নকশাল হাট এলাকার বাসিন্দা গৌরাঙ্গ সরকার বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জের কৃষ্ণপুর বারারচর গ্রামে। পাঁচটা পুকুর ছিল। সারাবছর পুকুরে মাছ খেয়েও বিক্রি করে প্রচুর আয় করা যেতো। এখানে এসে একটা পুকুরও করতে পারি নাই। মন কাঁদে জন্মভূমির জন্য।’

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা যখন বাংলাদেশ থেকে আসি, তখন ওই দেশের ভিন্ন ধর্মের মানুষরা এদেশে আসতো। তারা সহযোগিতাও করেছে। তাদের জন্য মন এখনও কাঁদে।’

2016_04_19_13_14_22_LSFEU4ExUBZYUIDVJjsA8bdjQEuB0D_original.JPG

প্রকাশ্যে বসে মদের হাট
বুনিয়াদপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ভক্ত সরকার বাংলামেইলকে বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে এসে তেমন কিছুই করতে পারেনি। শুধু খেয়ে পরে বেঁচে আছেন। এখানে দেশপ্রেম নেই কারও মনে। যার যার মত নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে সবাই।’

তবে ভারত সরকার ভারতীয় নাগরিকদের জন্য সারাবছর রেশনিং ব্যবস্থা করেছে। বেকার ভাতা, অসহায়দের বাড়ি করে দেয়া, হাউস লোনসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছে বলে তিনি জানান।

See more at: http://www.banglamail24.com/news/146436
I hope Pakistanis Hindus should also return and we should get rid of extremist
 
.
Heard of BD land area increasing due to sedimentation flowing down from Himalayas and the use of sea defences like in the Netheprrlands to eserve land under threat? If anything, BD is getting larger and not smaller.

http://www.thehindu.com/sci-tech/sc...inking-bangladeshs-islands/article6764394.ece

Don't fight the destiny, may evolution help Bangladeshis to live with squids and jellyfish!! :partay:

btw - if you or your ancestors left BD before independence in 1971, then you most probably would not be allowed back unless you still retained BD citizenship

Allowed back?? You can't even drag any Indian to live in Bangladesh by putting a gun on his head!l. :P
 
.
Allowed back?? You can't even drag any Indian to live in Bangladesh by putting a gun on his head!l. :P

More than likely there are at least one million Indians illegally living in BD currently.

As the BD economic boom accelerates Indians, primarily from W Bengal and the NE states, will flock to take advantage of the opportunities to take a share of the ever growing economic pie. Needless to say, BD does not really want illegals as priority will be given to those who moved from BD in the post-1971 period, but I do not foresee any real attempt to remove the million or so illegal Indians that are already in BD, who are mainly earning an honest living that they cannot get in their own country.
 
.
http://www.thehindu.com/sci-tech/sc...inking-bangladeshs-islands/article6764394.ece

Don't fight the destiny, may evolution help Bangladeshis to live with squids and jellyfish!! :partay:



Allowed back?? You can't even drag any Indian to live in Bangladesh by putting a gun on his head!l. :P
We will take over West Bengal...the demographic shift due to illegal migration was planned by the Sheikh family....Hasina is smarter than Modi and Gandhi combined...don't you see that Modi suddenly forgot about illegal Bangladeshis once he visited BD...do not underestimate the most powerful political family in the subcontinent...trust me if Hasina were to become PM of India...no matter how strong Indian democracy was he would wipe out BJP in no time...that's how smart she is!
 
.
Translation plz

Bhaisaab use Google translate. :-)

"Story written after returning from India: West Bengal culture has changed. They do not respect elders. Open wine market in the evenings. Sitting there gambling. Man killed, another land, another tout-threatening dhamaki and touts everywhere. The peaceful life of the people is gone. Siliguri in India, jalapaiguri, mayanaguri, Falakata, Alipore, Cooch Behar, Raiganj, Gazole, Malda, West Bengal baluraghatasaha districts abut the city. Ex-Bangladesh Hindus live in these areas.

Terrorist attacks, threats, setting fire to houses, they have not been protected from looting mobs. They sailed from Bangladesh seeking a little peace. But in India, there is no peace and still Hindus are fugitives. From March 18 to March 3 in-situ around the area such images were found.

a 16-year-old widow Rina Rani has lived In Raiganj brick area for 16 years. Husband Subhash, could have the only job as a poor tailor. They left Bangladesh their country at the end of 1998 in the hope that India will be a good place to go to. Subhash was born in Krishnapur village of Manikganj, Bangladesh and he missed that place till he died.

Stepping Into India Subhash' family found a settling place which was fairly good. But Subhash did not have good relation with local thugs. Subhash made the mistake to identify some terrorists who eventually kidnapped him. After two hours they found Subhash near a pond dead.....

Rina Rani lost her husband and is now lost in the depth of poverty. They have trouble gathering rice for meals. The new fear in her mind, is their nubile girl who is now, a target of local enemies. With a nubile daughter Rina is afraid to spend her days with some dignity."

-- This is the first part. Please translate the other three parts. Basically they're saying that Bangladeshi Hindus are in horrible poverty in India as they have been rejected by local 'Ghotis'.
 
.
http://www.thehindu.com/sci-tech/sc...inking-bangladeshs-islands/article6764394.ece

Don't fight the destiny, may evolution help Bangladeshis to live with squids and jellyfish!! You can't even drag any Indian to live in Bangladesh by putting a gun on his head!l. :P


But, quite a few Hindus are returning to their ancestral country, it is true that no one had put gun on their head. Most of them are doing small businesses. They complain of small heartedness of Ghoti Bangali.
 
.
The only reason for any Indian to seek Bangladeshi citizenship could be INSANITY, who in his right mind would want to settle in a sinking (literally) country and depend upon evolution to kick in and grow fins & gills for survival!! :p: So no worries, just calm down, take a deep breath, no reason to get terrified or have a nervous breakdown at the prospect of I seeking BD citizenship...I am not seeking that thing!! :sarcastic:

Com'on, don't lie, we now know everything about the living standard in India and how people are desperate to migrate to Bangladesh. :D
 
Last edited:
.
More than likely there are at least one million Indians illegally living in BD currently.

As the BD economic boom accelerates Indians, primarily from W Bengal and the NE states, will flock to take advantage of the opportunities to take a share of the ever growing economic pie. Needless to say, BD does not really want illegals as priority will be given to those who moved from BD in the post-1971 period, but I do not foresee any real attempt to remove the million or so illegal Indians that are already in BD, who are mainly earning an honest living that they cannot get in their own country.

But, quite a few Hindus are returning to their ancestral country, it is true that no one had put gun on their head. Most of them are doing small businesses. They complain of small heartedness of Ghoti Bangali.

Com'on, don't lie, we now know everything about the living standard in India and how people are desperate to migrate to Bangladesh. :D

All the Indians that may be going to Bangladesh are RAW agents with an agenda, clueless Bangladeshis have no idea about our sinister designs!! :D

We will take over West Bengal...the demographic shift due to illegal migration was planned by the Sheikh family....Hasina is smarter than Modi and Gandhi combined...don't you see that Modi suddenly forgot about illegal Bangladeshis once he visited BD...do not underestimate the most powerful political family in the subcontinent...trust me if Hasina were to become PM of India...no matter how strong Indian democracy was he would wipe out BJP in no time...that's how smart she is!

We are intruding into Bangladeshis police and military services, guess why!! :devil:

Here are the proofs! :partay:

https://defence.pk/threads/banglade...indians-in-bangladeshi-police-service.433664/

https://defence.pk/threads/open-intervention-in-bangladesh.435613/#post-8394931

https://defence.pk/threads/open-intervention-in-bangladesh.435613/#post-8395582

:chilli::chilli::chilli:
 
.
@Rain Man , I love how they keep pulling stuff out of their rears without any qualms. In their minds, somehow only they are progressing are we are reverting back to stone age.:cheesy:

A country which pretty much depends on selling t-shirts and underwear for survival they sure are braggarts. I like how a bone marrow transplant becomes a cause for national celebration in the eighth largest country in world.

Despite getting independence in 1971 they are yet to get rid of the inferiority complex their birathers from the West blessed them with.
 
.
@Rain Man , I love how they keep pulling stuff out of their rears without any qualms. In their minds, somehow only they are progressing are we are reverting back to stone age.:cheesy:

A country which pretty much depends on selling t-shirts and underwear for survival they sure are braggarts. I like how a bone marrow transplant becomes a cause for national celebration in the eighth largest country in world.

Despite getting independence in 1971 they are yet to get rid of the inferiority complex their birathers from the West blessed them with.

Actually Bangladeshis see India as a father-figure :angel: and like every children who is dependent on his/her father but complains about him for everything he/she doesn't get; Bangladeshis also complain about us for all their real and imagined problems and unfulfilled desires, otherwise they are innocent. :p:
 
.
@Rain Man , I love how they keep pulling stuff out of their rears without any qualms. In their minds, somehow only they are progressing are we are reverting back to stone age.:cheesy:

A country which pretty much depends on selling t-shirts and underwear for survival they sure are braggarts. I like how a bone marrow transplant becomes a cause for national celebration in the eighth largest country in world.

Despite getting independence in 1971 they are yet to get rid of the inferiority complex their birathers from the West blessed them with.

Your post doesn't represent a friendly neighbor behave as like your govt does. So keep your mouth shut, and act as your govt does. Back to topic, They were taken to India by the Fraud Indian Dalals - We should take them back.

Actually Bangladeshis see India as a father-figure :angel: and like every children who is dependent on his/her father but complains about him for everything he/she doesn't get; Bangladeshis also complain about us for all their real and imagined problems and unfulfilled desires, otherwise they are innocent. :p:

Why do you roam around the Bangladesh corner? Feeling inferior being a Poradhin heh..... As you are a Bengali, you are free to apply for citizenship in the free bengali land "Bangladesh". Like all jews can apply citizenship in Israel, all Bengali should be the citizen of Bangladesh.

You can bring the Lands with yours too.
 
.
Actually Bangladeshis see India as a father-figure :angel: and like every children who is dependent on his/her father but complains about him for everything he/she doesn't get; Bangladeshis also complain about us for all their real and imagined problems and unfulfilled desires, otherwise they are innocent. :p:

Now I get it, Bangladeshis here are basically teens who is starting to grow some soft and patchy facial hair and a partial crack in the voice and thinks that now he is the man of the house and should be treated as one.:D
 
.
Why do you roam around the Bangladesh corner?

Cultural exchange!! :D

Now I get it, Bangladeshis here are basically teens who is starting to grow some soft and patchy facial hair and a partial crack in the voice and thinks that now he is the man of the house and should be treated as one.:D

Bingo!! :enjoy:
 
. .
.

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom