Banglar Bir
SENIOR MEMBER
- Joined
- Mar 19, 2006
- Messages
- 7,805
- Reaction score
- -3
- Country
- Location
Home Minister Admits that Indian Intelligence Operators Active.
স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন ! বাংলাদেশে ভারতের গোয়েন্দারা সক্রিয়
05 Jul, 2017
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে, একথা প্রচ্ছনভাবে স্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, অপহরণের ঘটনায় ফরহাদ মজহারের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।’
একই সাথে মন্ত্রী আরো বলেছেন, "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"
এখানে মন্ত্রীর কণ্ঠে পরোক্ষভাবে যে উদ্বেগ তাতে এটার স্বীকারোক্তি মিলছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে সীমান্তরক্ষীদেরকে পাত্তা না দিয়ে একজন জাতীয় ব্যক্তিত্বকে ওপারে নিয়ে যাওয়ার মতো কোনো গ্রুপের অস্তিত্ব রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে উদ্ধৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তা এখানে হুবহু তুলে ধরা হলো--
“স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"
ফরহাদ মজহরাকে পাওয়া গেছে খুলনা, যশোরে। তারমানে সীমান্ত বলতে এখানে ভারতের সীমান্তকে বুঝানো হয়েছে। প্রশ্ন হচ্ছে ভারতে মুসলমানদের হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে পরদিন কি তিনি নিজে থেকে পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত পার হয়ে ভারতে যেতে চাবেন? এটি কোনভাবে হওয়ার কথা না। তারমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে অন্য কেউ তাকে ভারতে পাচার করে দিতে পারতো এ আশংকার কথা বলেছেন।
এ অন্য কেউ-টা কে? তারা ফরহাদ মজহারকে সীমান্ত পার করে দিতে চালে বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আটকাতো না তাদের? এতো তার বা তাদের শক্তি!
এ শক্তি কি তাহলে বিএনপি নেতা সালাউদ্দিনকে নির্বিঘ্নে তুলে নিয়ে গেছে ভারতে?
এ শক্তির পরিচয় সরকারকে দিতে হবে।
এটা আমার দেশ। সরকার জানে না এমন কোন শক্তি রয়েছে আমার দেশে যে একের পর এক করে চলেছে গুম, যার সাহস আছে কাউকে তুলে ভারতে নিয়ে যাওয়ার বা তার চেষ্টা করার!!”
আসিফ নজরুলও একই ইঙ্গিত পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। অবশ্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দারা সক্রিয় এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও পরোক্ষে এটা স্বীকার করছেন। আরেকটা নতুন খবর হল, ভারতীয় গোয়েন্দা সাহস এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত সরকারের অপকর্মের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের ২৩ ঘন্টার মধ্যেই বাংলাদেশের জাতীয় একজন ব্যক্তিত্বকে তারা অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার সাহস করতে পারছে!
http://www.newsonbd.net/newsdetail/detail/200/320870#.WVzPgQNF--I.facebook
স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন ! বাংলাদেশে ভারতের গোয়েন্দারা সক্রিয়
05 Jul, 2017
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে, একথা প্রচ্ছনভাবে স্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, অপহরণের ঘটনায় ফরহাদ মজহারের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।’
একই সাথে মন্ত্রী আরো বলেছেন, "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"
এখানে মন্ত্রীর কণ্ঠে পরোক্ষভাবে যে উদ্বেগ তাতে এটার স্বীকারোক্তি মিলছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে সীমান্তরক্ষীদেরকে পাত্তা না দিয়ে একজন জাতীয় ব্যক্তিত্বকে ওপারে নিয়ে যাওয়ার মতো কোনো গ্রুপের অস্তিত্ব রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে উদ্ধৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তা এখানে হুবহু তুলে ধরা হলো--
“স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"
ফরহাদ মজহরাকে পাওয়া গেছে খুলনা, যশোরে। তারমানে সীমান্ত বলতে এখানে ভারতের সীমান্তকে বুঝানো হয়েছে। প্রশ্ন হচ্ছে ভারতে মুসলমানদের হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে পরদিন কি তিনি নিজে থেকে পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত পার হয়ে ভারতে যেতে চাবেন? এটি কোনভাবে হওয়ার কথা না। তারমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে অন্য কেউ তাকে ভারতে পাচার করে দিতে পারতো এ আশংকার কথা বলেছেন।
এ অন্য কেউ-টা কে? তারা ফরহাদ মজহারকে সীমান্ত পার করে দিতে চালে বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আটকাতো না তাদের? এতো তার বা তাদের শক্তি!
এ শক্তি কি তাহলে বিএনপি নেতা সালাউদ্দিনকে নির্বিঘ্নে তুলে নিয়ে গেছে ভারতে?
এ শক্তির পরিচয় সরকারকে দিতে হবে।
এটা আমার দেশ। সরকার জানে না এমন কোন শক্তি রয়েছে আমার দেশে যে একের পর এক করে চলেছে গুম, যার সাহস আছে কাউকে তুলে ভারতে নিয়ে যাওয়ার বা তার চেষ্টা করার!!”
আসিফ নজরুলও একই ইঙ্গিত পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। অবশ্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দারা সক্রিয় এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও পরোক্ষে এটা স্বীকার করছেন। আরেকটা নতুন খবর হল, ভারতীয় গোয়েন্দা সাহস এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত সরকারের অপকর্মের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের ২৩ ঘন্টার মধ্যেই বাংলাদেশের জাতীয় একজন ব্যক্তিত্বকে তারা অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার সাহস করতে পারছে!
http://www.newsonbd.net/newsdetail/detail/200/320870#.WVzPgQNF--I.facebook