Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
that is regulation catch, i can take that
that is regulation catch, i can take that
bhai , ar lojja dis na... aibar tham
সব ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন হাফিজ
- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে: আগের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। এখনও সেমিফাইনাল খেলা চূড়ান্ত হয়নি। তবে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের সাথে খেলা বলেই হয়তো নিজেদেরকে বেশ নির্ভার রাখতে পারছে মোহাম্মদ হাফিজ বাহিনী। সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ দলের বিশাল রানের টার্গেটকে মামুলি বানিয়ে জয় ছিনিয়ে আনা হয়তো বাড়তি প্রেরোণা হতে পারে।
আর বাংলাদেশ দলের এখন আর হারানো কিছু নেই তবে টাইগাররা যে কোন সময় জ্বলে উঠতে পারে এমনটা জানা সবার। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগের দিন পাকিস্তানি অধিনায়ক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সব ম্যাচকেই সমান গুরুত্ব দিতে চাইলেন। হাফিজ বলেন, প্রথম ম্যাচ ভারতের সাথে হেরে কিছুটা চাপে পড়েছিল তার দল। তবে গত ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে দারুণ কামব্যাক ভাল কিছুরই ইঙ্গিত করছে।
বাংলাদেশের সাথে রোববারের ম্যাচে খুবই গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। কারণে এই গ্রুপ থেকে ইতিমধ্যে ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তানের জয়ের কোন বিকল্প নেই। নেট রানরেট বিষয়ে তাদেও কোন মাথাব্যাথা নেই। ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। জয় ছাড়া ভাববার সুযোগও নেই হাফিজের। পয়েন্টে সবারই সুযোগ আছে। তাছাড়া বাংলাদেশের দিন যেকোন দলই হারতে পারে। কঠিন সমীকরণে না গিয়ে জয়ের উপরেই বেশী গুরুত্ব দিচ্ছে হাফিজ।
এখান থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচেই জয় প্রয়োজন। অন্য দলের লেগ স্পিনারা ভাল করছে। তবে আফ্রিদির উপর পূর্ণ আস্থা রয়েছে। সে যেকোন দিন ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে। স্বাগতিক বাংলাদেশ প্রসঙ্গে বলেন, এটা ওদের চেনা কন্ডিশন। আমরা ভাল খেললে যেকোন কন্ডিশনে জয় সম্ভব। আমরা শেষ কয়দিন কঠোর অনুশীলন করছি। সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত।
অধিনায়ক নিজে এবং আহম্মেদ শেহজাদ ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় রানে নেই এমটি জানতে চাইলে হাফিজ বলেন, সবার নিজের দুর্বলতা এবং করণীয় ঠিক করছে। রানে হয়তো নেই তবে ভাল খেলার জন্য চেষ্টা করছি। কোন একদিন হয়তো রানও করে ফেলব। সব কিছুর মূলে ভাল খেলা এবং রেজাল্ট বের করে আনতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৪
খানিকটা চাপ মুক্ত, এখন সেরাটা দেবার পালা- সাকিব
সোহানুজ্জামান খান নয়ন স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে: পয়েন্ট টেবিল, পরিসংখ্যান আর মাঠের পারফরম্যান্স দেখলে বলাই যায় বাংলাদেশ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। এখনও হাতে দুইটা ম্যাচ কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স আর বিশ্বের দুই শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ কতটা ভাল করতে পারবে তা সময়ই বলে দেবে।রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এদিনই দিনের আলোয় খেলবে মুশফিক বাহিনী।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাথে ছয় বারের দেখায় বাংলাদেশের কোন জয় নেই। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজমল-হাফিজ-গুলদের বোলিয়ের সামনে সাকিবের দুর্দান্ত ইনিংস কিছুটা আশা জাগানো এবং অনুপ্রেরণার হতে পারে। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক নিজে না এসে পাঠালেন দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে।
সাকিব সংবাদ সম্মেলনে প্রথমেই জানালেন হয়তো এখন আর আমাদের বাড়তি চাপ নেই। বাস্তবতা আমরা সেমিফাইনাল থেকে বেশ খানিকটা দূরে সরে গেছি। তবে খেয়াল করলে দেখবেন আমাদের মূল লক্ষ্য ছিল চুড়ান্তপর্বে কোয়ালিফাই করা। সেটা আমরা করেছি। এখন আমাদের লক্ষ একটা বড় দলকে হারানো, তবে দুইটা হলেও খারাপ হবে না।
এখন প্রেসার নেই, সুযোগ এসেছে প্রেসার মুক্ত থেকে মাঠে নিজেদের সেরাটা দেওয়া। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, বোলিং বেশ ভালই হচ্ছে। প্রথম তিন ম্যাচ রান করতে পারলেও শেষ দুই ম্যাচে মাত্র তিন বল খেলেছি। উইকেট দিয়ে আসছি। দলের মধ্যে কোন ব্যক্তিগত সমস্যা আছে কিনা আমার জানা নেই।
আমাদের আসলে একটা মোমেন্ট টার্ম দরকার। সবাই অনেক চেষ্টা করছে শুধু রেজাল্ট পাচ্ছে না। সুযোগ কাজে লাগাতে হবে। চট্টগ্রামে শিশিরের কারণে বোলিং করতে সমস্যা হয়েছিল। তবে মিরপুরে কিন্তু আমাদের পরিচিত উইকেট। ব্যাটিং অর্ডারে আমি আর মুশফিক ভাই একটু নিচে খেলছি কারণ মিডল অর্ডার ভাল ক্লিক করছে না। শেষ দুই বছর আমি তিন নাম্বারে খেলেছি। পরের ব্যাটসম্যান বা টপ অর্ডারের কেউ ক্লিক করছে না।
টিমের সবার কি পরিকল্পনা বা ড্রেসিংরুমের পরিবেশ বিষয়ে সাকিব বলেন, সবাই ভাল খেলতে চাই। সবাই যার যার কাজ সম্পর্কে অবগত। ভাল খেললে দলের জন্য যেমনি ভাল, তেমনি নিজের জন্যও ভাল। দলের সবাই সেরা ক্রিকেট খেলতে চাইছে। যেকোন সময় হয়তো কাজেও লেগে যেতে পারে।
পাকিস্তানের স্পিন অ্যাটাক অনেক শক্তিশালী। লাস্ট কয়টা ম্যাচে আমরা ওদের বিপক্ষে ভাল খেলেছি। এশিয়া কাপে সবাই বেশ ভাল রান করেছে। আমাদের ব্যাটসম্যানরা ওদের বোলারদের সব সময় ভাল খেলে। ওদের দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। ম্যাচের ভাগ্য বদলাতে পারে যেকোন সময়। আমাদের দলীয় পারফরম্যান্স কাজে লাগাতে হবে। টিম সিলেকশন বিষয়ে ক্যাপটেন, কোচ, টিম ম্যানেজমেন্টই ভাল বলতে পারবে।
আমাদের নিজেদের খেলার উন্নতি করতে হবে। পিচ নিয়ে কোন কমপ্লেন করে লাভ নেই। সব দলই ভাল খেলে, সবাই জিততে এসেছে। আমাদের সেই কথা মাথায় রেখে খেলতে হবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ২৯ মার্চ ২০১৪
সব ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন হাফিজ
sheldoni think BD are going in as favourites!
i think BD are going in as favourites!
i think BD are going in as favourites!
They went in as favorites in all games they hav playedi think BD are going in as favourites!
BD is going to win .... Ek match to jeet lo BC !!!!
Yaar koi to marham ho inko !!!They can do that against Aus Aram se har jayein tu behtar hai werna we know how to make them Cry