monitor
ELITE MEMBER
- Joined
- Apr 24, 2007
- Messages
- 8,570
- Reaction score
- 7
- Country
- Location
কুমার বিশ্বজিতের বক্তব্য
শাহরুখ খান আন্তর্জাতিক তারকা। তিনি তার যোগ্যতা আর মেধা দিয়ে এই অবস্থায় এসেছেন। সুতরাং তার বিরুদ্ধে আমি কোনো কথা বলব না। শুধু এটুকু বলব, শাহরুখকে তাদের দেশ সেই সম্মানই দেয় যা তার প্রাপ্য। আর এ কারণেই শাহরুখ আজ এমন একটি পর্যায়ে এসেছেন। আমি মনে করি, যে দেশ বা জাতি তার সংস্কৃতি, সভ্যতা আর কৃষ্টিকে সবচেয়ে বড় করে না দেখে সে দেশ কোনো দিনই উন্নতির চরম শিখরে যেতে পারে না। ভারত তাদের সংস্কৃতি আর সভ্যতাকে সম্মান করে বলেই আজ শাহরুখ খান বিশ্বের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির একজন। আমি অনুষ্ঠানে অংশ নিচ্ছি এমন একটি আয়োজনে এ দেশের প্রতিনিধিত্ব করার জন্য। আমার অবস্থান ভারত বা শাহরুখ খানের বিরুদ্ধে নয়। কারণ শাহরুখ যোগ্য বলেই তার জন্য আজ এতবড় একটি আয়োজন হয়েছে। আমি মনে করি, এ অনুষ্ঠানে আমি অংশ নেয়ার পর যদি সেখানে একটি মানুষের হাততালি পাই তাহলে আমি মনে করব একজন দেশপ্রেমী পেলাম। আর যদি আমার উপস্থিতিকে কোনো দর্শক গ্রহণ না করে তাহলে মনে করব এ ব্যর্থতা আমার নয়, এটা গোটা জাতির ব্যর্থতা। আমি ভালো করেই জানি, ওখানে যারা যাবেন তারা শাহরুখকেই দেখতে যাবেন। আমাদের নয়। কিন্তু আমার না যাওয়াতে কী এ অনুষ্ঠান থেমে থাকবে? থাকবে না। এক প্রশ্নের উত্তরে কুমার বিশ্বজিত্ আরও বলেন, আমি হতাশ—আমাদের দেশের মিডিয়াগুলো কেবল শাহরুখ খানের আগমনের প্রচার করছে। সেখানে আমরাও যে থাকব তা উল্লেখ করা হচ্ছে না। এ ব্যর্থতা কার? আমি গত ৩০ বছর এদেশের জন্য কাজ করেছি। এদেশের সংস্কৃতির সেবা করার চেষ্টা করেছি। অথচ মিডিয়া পার্টনাররা একটি বারের জন্যও আমাদের কথা বলছে না। আমরাই তো আমাদের সম্মান দিতে জানি না বা কুণ্ঠাবোধ করি। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, টিভি চ্যানেল বা পত্র-পত্রিকায় যেন আমার অংশগ্রহণের কোনো সংবাদ বা ফুটেজ না দেখানো হয়।
শাহরুখ খান আন্তর্জাতিক তারকা। তিনি তার যোগ্যতা আর মেধা দিয়ে এই অবস্থায় এসেছেন। সুতরাং তার বিরুদ্ধে আমি কোনো কথা বলব না। শুধু এটুকু বলব, শাহরুখকে তাদের দেশ সেই সম্মানই দেয় যা তার প্রাপ্য। আর এ কারণেই শাহরুখ আজ এমন একটি পর্যায়ে এসেছেন। আমি মনে করি, যে দেশ বা জাতি তার সংস্কৃতি, সভ্যতা আর কৃষ্টিকে সবচেয়ে বড় করে না দেখে সে দেশ কোনো দিনই উন্নতির চরম শিখরে যেতে পারে না। ভারত তাদের সংস্কৃতি আর সভ্যতাকে সম্মান করে বলেই আজ শাহরুখ খান বিশ্বের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির একজন। আমি অনুষ্ঠানে অংশ নিচ্ছি এমন একটি আয়োজনে এ দেশের প্রতিনিধিত্ব করার জন্য। আমার অবস্থান ভারত বা শাহরুখ খানের বিরুদ্ধে নয়। কারণ শাহরুখ যোগ্য বলেই তার জন্য আজ এতবড় একটি আয়োজন হয়েছে। আমি মনে করি, এ অনুষ্ঠানে আমি অংশ নেয়ার পর যদি সেখানে একটি মানুষের হাততালি পাই তাহলে আমি মনে করব একজন দেশপ্রেমী পেলাম। আর যদি আমার উপস্থিতিকে কোনো দর্শক গ্রহণ না করে তাহলে মনে করব এ ব্যর্থতা আমার নয়, এটা গোটা জাতির ব্যর্থতা। আমি ভালো করেই জানি, ওখানে যারা যাবেন তারা শাহরুখকেই দেখতে যাবেন। আমাদের নয়। কিন্তু আমার না যাওয়াতে কী এ অনুষ্ঠান থেমে থাকবে? থাকবে না। এক প্রশ্নের উত্তরে কুমার বিশ্বজিত্ আরও বলেন, আমি হতাশ—আমাদের দেশের মিডিয়াগুলো কেবল শাহরুখ খানের আগমনের প্রচার করছে। সেখানে আমরাও যে থাকব তা উল্লেখ করা হচ্ছে না। এ ব্যর্থতা কার? আমি গত ৩০ বছর এদেশের জন্য কাজ করেছি। এদেশের সংস্কৃতির সেবা করার চেষ্টা করেছি। অথচ মিডিয়া পার্টনাররা একটি বারের জন্যও আমাদের কথা বলছে না। আমরাই তো আমাদের সম্মান দিতে জানি না বা কুণ্ঠাবোধ করি। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, টিভি চ্যানেল বা পত্র-পত্রিকায় যেন আমার অংশগ্রহণের কোনো সংবাদ বা ফুটেজ না দেখানো হয়।