The Bangladeshi regime recently submitted all necessary information regarding salary, allowance and other financial benefits of Bangladeshi MPs to the Indian Lok Shoba upon request. The Lok Shoba Secretariat officially send a letter to Jatiyo Sangshod (BD parliament) secretariat on 30th October, asking for such information. According to the report given to the lok shoba , BD MPs get financial benefits in variety of categories with a monthly salary of Tk 100,500.
ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার বিস্তারিত জানতে চেয়েছে ভারতের লোকসভা সচিবালয়। এ নিয়ে তারা অফিসিয়ালি চিঠিও পাঠিয়েছে। সংসদ সচিবালয় ওই চিঠির ভিত্তিতে বাংলাদেশী এমপিদের বেতন, ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার একটি হিসাব লোকসভায় পাঠিয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, লোকসভা থেকে সরাসরি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে এ নিয়ে তথ্য চাওয়া হয়। তবে স্পিকার তাদের চিঠির মাধ্যমে অফিসিয়ালি তথ্য চাওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে লোকসভা সচিবালয় ৩০শে অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের কাছে চিঠি পাঠায়। পরে স্পিকার আইন শাখা ১-এর সিনিয়র সহকারী সচিব (উপ-পরিচালক-প্রশিক্ষণ) নাজমুল হককে দায়িত্ব দেন। তিনি অর্থ শাখা ২-এর কাছ থেকে এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য সংগ্রহ করে ২রা নভেম্বর লোকসভা সচিবালয়ে পাঠান। এতে এমপিদের মাসিক পারিতোষিক ও ভাতার পাশাপাশি বার্ষিক ভ্রমণ-ভাতা, সংসদ অধিবেশন ও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয়ার ভাতা ও নির্বাচনী এলাকার দুস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণের জন্য ঐচ্ছিক অনুদানের পরিমাণ উল্লেখ করা হয়। লোকসভাকে দেয়া হিসাব অনুযায়ী বাংলাদেশের একজন এমপি প্রতি মাসে পারিতোষিক ও ভাতা পান এক লাখ ৫০০ টাকা। এর মধ্যে পারিতোষিক বাবদ পান ২৭ হাজার ৫০০ টাকা, নির্বাচনী এলাকা খরচ বাবদ ৭৫০০, ব্যয় নিয়ামক ভাতা ৩০০০, গাড়ি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ভাতা ও ড্রাইভারের বেতন বাবদ ৪০ হাজার, নির্বাচনী এলাকা খরচ ভাতা বাবদ ৯০০০ টাকা, লন্ড্রি ভাতা বাবদ ১০০০ টাকা, অন্যান্য ব্যয় ভাতা বাবদ ৪০০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ৭০০ টাকা ও টেলিফোন ভাতা বাবদ ৭৮০০ টাকা।
লোকসভাকে দেয়া হিসাবে বাংলাদেশী একজন এমপি বার্ষিক বাংলাদেশ ভ্রমণ ভাতা (বিটিএ) বাবদ ৫০ হাজার টাকা অথবা দেশের অভ্যন্তরে সরকারি যানবাহনে ভ্রমণের জন্য ভ্রমণ পাস নিতে পারেন। এ ছাড়া সংসদের অধিবেশন এবং সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয়ার জন্য একজন এমপিকে উপস্থিতি ভাতা (উপস্থিতির রেকর্ড অনুসারে) ১০০০ টাকা এবং অবস্থানের জন্য দৈনিক ভাতা ৩৭৫ টাকা হারে পেয়ে থাকেন। এ ছাড়া নির্বাচনী এলাকার দুস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণের জন্য বার্ষিক ৩ লাখ টাকা ঐচ্ছিক অনুদান পেয়ে থাকেন। সহকারী সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার স্বাক্ষরিত ওই হিসাব এমপিদের জন্য প্রণীত হ্যান্ডবুকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। এ প্রসঙ্গে আইন শাখার এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, লোকসভা সচিবালয়ের ৩০/১০ ২০১৪ তারিখের ২০.১৮.২০১৪/সিওএন নম্বর পত্রের আলোকে এমপিদের হিসাব লোকসভাকে দেয়া হয়েছে।
Daily Manab Zamin | ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
---------------------------------------------------------------------------------------
Well i understand that awami maggots need to boot lick Indian boots to stay in power and thus turned BD into a pathetic tributary state of India, but they should have at least asked the reason for such request. Strange request. Though currently BD has a master-slave relationship with India , my question is, is it something normal to happen between , otherwise 2 independent countries?
@monitor @khair_ctg @ @kalu_miah @kobiraaz @extra terrestrial @Bilal9 @aazidane @Saiful Islam @asad71 @idune @MBI Munshi @iajdani@Skallagrim @UKBengali @mb444 @fallstuff
Other nationalities r invited too:
@syedali73 @Akheilos@Armstrong @balixd @chauvunist@pkuser2k12 @Sedqal @Zarvan @Donatello @Pakistani shaheens @Pakistanisage @PWFI @S.U.R.B. @airmarshal @patriotpakistan@Abu Zolfiqar @aks18 @Horus @Chak Bamu @qamar1990 @Musalman @tesla @Arabian Legend @al-Hasani @Khalid Newazi @Al Bhatti @Hazzy997 @karakoram
ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার বিস্তারিত জানতে চেয়েছে ভারতের লোকসভা সচিবালয়। এ নিয়ে তারা অফিসিয়ালি চিঠিও পাঠিয়েছে। সংসদ সচিবালয় ওই চিঠির ভিত্তিতে বাংলাদেশী এমপিদের বেতন, ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার একটি হিসাব লোকসভায় পাঠিয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, লোকসভা থেকে সরাসরি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে এ নিয়ে তথ্য চাওয়া হয়। তবে স্পিকার তাদের চিঠির মাধ্যমে অফিসিয়ালি তথ্য চাওয়ার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে লোকসভা সচিবালয় ৩০শে অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের কাছে চিঠি পাঠায়। পরে স্পিকার আইন শাখা ১-এর সিনিয়র সহকারী সচিব (উপ-পরিচালক-প্রশিক্ষণ) নাজমুল হককে দায়িত্ব দেন। তিনি অর্থ শাখা ২-এর কাছ থেকে এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য সংগ্রহ করে ২রা নভেম্বর লোকসভা সচিবালয়ে পাঠান। এতে এমপিদের মাসিক পারিতোষিক ও ভাতার পাশাপাশি বার্ষিক ভ্রমণ-ভাতা, সংসদ অধিবেশন ও সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয়ার ভাতা ও নির্বাচনী এলাকার দুস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণের জন্য ঐচ্ছিক অনুদানের পরিমাণ উল্লেখ করা হয়। লোকসভাকে দেয়া হিসাব অনুযায়ী বাংলাদেশের একজন এমপি প্রতি মাসে পারিতোষিক ও ভাতা পান এক লাখ ৫০০ টাকা। এর মধ্যে পারিতোষিক বাবদ পান ২৭ হাজার ৫০০ টাকা, নির্বাচনী এলাকা খরচ বাবদ ৭৫০০, ব্যয় নিয়ামক ভাতা ৩০০০, গাড়ি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ভাতা ও ড্রাইভারের বেতন বাবদ ৪০ হাজার, নির্বাচনী এলাকা খরচ ভাতা বাবদ ৯০০০ টাকা, লন্ড্রি ভাতা বাবদ ১০০০ টাকা, অন্যান্য ব্যয় ভাতা বাবদ ৪০০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ৭০০ টাকা ও টেলিফোন ভাতা বাবদ ৭৮০০ টাকা।
লোকসভাকে দেয়া হিসাবে বাংলাদেশী একজন এমপি বার্ষিক বাংলাদেশ ভ্রমণ ভাতা (বিটিএ) বাবদ ৫০ হাজার টাকা অথবা দেশের অভ্যন্তরে সরকারি যানবাহনে ভ্রমণের জন্য ভ্রমণ পাস নিতে পারেন। এ ছাড়া সংসদের অধিবেশন এবং সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয়ার জন্য একজন এমপিকে উপস্থিতি ভাতা (উপস্থিতির রেকর্ড অনুসারে) ১০০০ টাকা এবং অবস্থানের জন্য দৈনিক ভাতা ৩৭৫ টাকা হারে পেয়ে থাকেন। এ ছাড়া নির্বাচনী এলাকার দুস্থ ও দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণের জন্য বার্ষিক ৩ লাখ টাকা ঐচ্ছিক অনুদান পেয়ে থাকেন। সহকারী সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার স্বাক্ষরিত ওই হিসাব এমপিদের জন্য প্রণীত হ্যান্ডবুকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। এ প্রসঙ্গে আইন শাখার এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, লোকসভা সচিবালয়ের ৩০/১০ ২০১৪ তারিখের ২০.১৮.২০১৪/সিওএন নম্বর পত্রের আলোকে এমপিদের হিসাব লোকসভাকে দেয়া হয়েছে।
Daily Manab Zamin | ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক সুযোগ-সুবিধার হিসাব
---------------------------------------------------------------------------------------
Well i understand that awami maggots need to boot lick Indian boots to stay in power and thus turned BD into a pathetic tributary state of India, but they should have at least asked the reason for such request. Strange request. Though currently BD has a master-slave relationship with India , my question is, is it something normal to happen between , otherwise 2 independent countries?
@monitor @khair_ctg @ @kalu_miah @kobiraaz @extra terrestrial @Bilal9 @aazidane @Saiful Islam @asad71 @idune @MBI Munshi @iajdani@Skallagrim @UKBengali @mb444 @fallstuff
Other nationalities r invited too:
@syedali73 @Akheilos@Armstrong @balixd @chauvunist@pkuser2k12 @Sedqal @Zarvan @Donatello @Pakistani shaheens @Pakistanisage @PWFI @S.U.R.B. @airmarshal @patriotpakistan@Abu Zolfiqar @aks18 @Horus @Chak Bamu @qamar1990 @Musalman @tesla @Arabian Legend @al-Hasani @Khalid Newazi @Al Bhatti @Hazzy997 @karakoram
Last edited: