What's new

India to launch radio station focusing on Bangladesh

Riyad

FULL MEMBER
Joined
Jul 30, 2015
Messages
1,525
Reaction score
-5
Country
Bangladesh
Location
Bangladesh
AIR to launch 'Maitree' with focus on Bangladesh
Himanshi Dhawan | TNN | Jun 24, 2016, 07.22 AM IST

160625142338_india_moitree_640x360_bbc_nocredit.jpg



NEW DELHI: In a unique initiative, public broadcaster All India Radio (AIR) will launch a first-of-its-kind service called Akashvani Maitree, which can be heard both in India and Bangladesh. Mainly in Bengali, the service will provide a platform for content creation and sharing of cultural heritage between the two countries.

The service will be inaugurated by President Pranab Mukherjee on June 28 with renowned Indian and Bangladeshi artistes as part of the inaugural programme. Singer Usha Uthup is expected to sing the opening song while Soumitra Chatterjee will recite and Bangladeshi artistes Rezwana Chaudhary Bannya and Shama Rahman are likely to participate in the event.


While earlier programmes of this service were produced solely by AIR, the new 'Maitree Service' will invite Bangladeshi artistes and personalities for participation. "There would also be Bangladesh-oriented programmes so that there is greater awareness about our neighbour and India's views and concerns about it,'' Jawhar Sircar, Prasar Bharati CEO said.

The channel comes following PM Narendra Modi's initiative to strengthen ties with Dhaka. The Special Bangla Service, was the precursor to Akashvani Maitree, and was launched in the wake of the Bangladesh Liberation Movement in 1971 and played a historic role during the movement. It continued to be very popular till April 2010, when it was discontinued due to decommissioning of the super power transmitter at Chinsurah in West Bengal.

http://timesofindia.indiatimes.com/...-focus-on-Bangladesh/articleshow/52893751.cms

ভারতের রেডিও চ্যানেল নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া
ফারহানা পারভীন বিবিসি বাংলা, ঢাকা
  • ২৫ জুন ২০১৬
শেয়ার করুন
Image caption বাংলাদেশ বেতার
বাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতীয় কর্তৃপক্ষ যে বিশেষ একটি রেডিও চ্যানেল চালু করার উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বেতার।

তবে বেসরকারি রেডিও চ্যানেলগুলো বলছে, এর ফলে তারা বাণিজ্যিকভাবে চাপের মুখে পড়তে পারে।

অনেকে এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

ভারতীয় সম্প্রচার কর্মকর্তারা বলছেন, আকাশবাণী মৈত্রী নামে এই রেডিও চ্যানেলটিতে দিনে ১৬ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা বাংলাদেশে বেতারের মহাপরিচালক একেএম নেছারউদ্দিন ভুঁইয়া বলেছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই রেডিও চ্যানেলটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেছেন, অনুষ্ঠানমালায় বাংলাদেশ বেতারের বিষয়বস্তু থাকবে বলে তিনি জানতে পেরেছেন।

বাংলা ভাষায় ভারতের নতুন করে এই রেডিও অনুষ্ঠান সম্প্রচারের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা।

Image caption ভারতে মৈত্রী রেডিও চ্যানেলের একটি বিজ্ঞাপন
সানাউল্লাহ লাভলু, যিনি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করছেন, তিনি বলেছেন, যেহেতু এটা ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকবে তাই এর একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকবে।

তিনি বলেন, “এর রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকবে, সাংস্কৃতিক উদ্দেশ্যে থাকবে, অর্থনৈতিক উদ্দেশ্যও থাকবে। আর যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকবে সেহেতু এই রেডিওর অনুষ্ঠানে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হবে।”

বাংলাদেশে বেতার ও টেলিভিশনের কর্তৃপক্ষরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, যেভাবে ভারতের রেডিও বা টেলিভিশন বাংলাদেশে প্রবেশ করতে পারে ঠিক সেভাবে বাংলাদেশের চ্যানেলগুলো সেদেশে দেখানোর সুযোগ নেই।

কিন্তু বাংলাদেশ বেতারের মহাপরিচালক মি. ভুঁইয়া বলেন, আকাশবাণী মৈত্রী বাংলাদেশে সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের বেতার-টিভি চ্যানেল সেদেশে সম্প্রচারের ব্যাপারে আলোচনার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ বেতার ছাড়াও বাংলাদেশে বেসরকারি রেডিও বা এফএফ চ্যানেল সম্প্রচারে রয়েছে ১৮টি। সম্প্রচারের অপেক্ষায় রয়েছে আরো ১০টি।

আকাশবাণীর পক্ষ থেকে বলা হয়েছে যে মৈত্রী চ্যানেলের অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন এফ এম কেন্দ্রের মাধ্যমে রিলে করার ব্যাপারেও কথাবার্তা চলছে।

বাংলাদেশের একটি এফএম চ্যানেল ‘রেডিও ভূমির’ স্টেশন চিফ শামস সুমন বলেছেন, বিষয়বস্তুর দিক থেকে দেশীয় চ্যানেলগুলো এগিয়ে থাকলেও আকাশবাণী মৈত্রীর যদি বাণিজ্যিক উদ্দেশ্য থাকে তাহলে বাংলাদেশের এফএম রেডিও প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে।

“কন্টেন্ট এর দিক থাকে বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ ১০ বছরে তাদের সেই মেধা, যোগ্যতা ও লোকবল তৈরি হয়েছে, কিন্তু যদি বাণিজ্যিক কোন উদ্দেশ্য থাকে তাহলে হয়তো টেলিভিশন চ্যানেলগুলোর মত রেডিওকেও প্রতিযোগিতায় পড়তে হতে পারে,” বলেন তিনি।

http://www.bbc.com/bengali/news/2016/06/160625_india_radio_moitree_bangladesh_reactions
 
.
I hope this closens ties between the people of Bangladesh and West Bengal, I'm glad they chose to hire some notable Bangladeshis.
 
.

Pakistan Defence Latest Posts

Back
Top Bottom