And my staunch BJP supporter friend is dropping bombs in facebook.
He writes well.
বেচারা বুদ্ধবাবু । সীমান্তে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা মাদ্রাসাগুলো যে জঙ্গি কার্য্যকলাপের আখড়া হয়ে উঠছে, সেটা বলে ফেলায় কতই না বকুনি খেয়েছিলেন আলিমুদ্দিনের কাছে । ( আমার ধারনা বন্ধ ঘরে কান ধরে ওঠবোসও করতে হয়েছিল শাস্তিস্বরুপ ) ।
আজকে বর্ধমান কান্ড সামনে আসায় যখন টের পাচ্ছি কিভাবে আমাদের নাকের ডগায় বসে নাশকতামূলক ছক কষছে জঙ্গিরা, তখন কিন্তু অবধারিত ভাবে কয়েকটা উক্তি ভেসে বেড়াচ্ছে বাজারে ।
১) ইসলাম শান্তির ধর্ম । জঙ্গিদের কোন ধর্ম হয় না । কিন্তু এনারাই দেখবেন গেরুয়া সন্ত্রাস বলতে এতটুকু দ্বিধা করবেন না । অর্থাৎ ইসলামী সন্ত্রাস হলো গিয়ে রংহীন সন্ত্রাস কিন্তু হিন্দুত্ববাদী প্রতিরোধের ডাক মানেই গেরুয়া সন্ত্রাস ।
সবই মানলাম । কিন্তু একটা কথা বলুন দেখি ? এই নাশকতামূলক কাজের নিন্দা কোন ইসলামী ধর্মগুরুর কাছ থেকে এসেছে ? নাখোদা, টিপু সুলতান মসজিদ কিংবা ফুরফুরা শরিফ - কোথাও কি এর প্রতিবাদ হয়েছে?
হবে না । চলুন, আমরা বরং মোহন ভাগবতকে নিয়ে আলোচনা করি । মোহনজি ওরকম গেরুয়া খাকি হাফপ্যান্ট পরেন কেন? স্টাইল স্টেটমেন্ট হিসেবে ভীষন বাজে ।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
শিল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে না । দরকার কি? স্রেফ তিন কাঠা জমি হলেই শিল্প করা যাবে । বোমা শিল্প ।
অর্থের জোগান? খুব সহজ। আগে ছিলেন গৌরী সেন, এখন সুদীপ্ত সেন । টাকা যাবে ওপারে, ফের এ হাত ও হাত হয়ে এদেশে, বর্ধমানে ।
তা সব বিষয়েই দিদিভাইকে দোষ কেন বাপু ? কালীঘাট কি বর্ধমানের কাছে নাকি যে সব খপর তিনি রাখবেন?
তবে কিনা, তিনি তো সর্বত্রই । কেউই তো দেখি আর পশ্চিমবঙ্গ সরকার বলেন না । অনুব্রত টু অমিত - সবাই তো পশ্চিমবঙ্গ সরকার বলে জিভ কেটে বলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
তাই তিনি নবান্নেও আছেন , তিনি টলি নায়িকার বাড়ির সত্যনারায়ন পুজোতেও আছেন । তিনি সুচিত্রা সেনের পাশে ছলছলো চোখেও আছেন আবার কামদুনিতে চোখ রাঙ্গিয়েও আছেন । তিনি পার্ক স্ট্রীটেও আছেন আবার সিঙ্গাপুরেও আছেন । তাইলে বর্ধমান কি দোষ করল?
অতএব তিনি বর্ধমানেও আছেন ।
আর তেনাকে দোষ দিয়ে কি লাভ ? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নন, তিনি হলেন ধুরন্ধর ভোট ব্যাবসায়ী । তিনি খুব ভালভাবেই জানেন যে "ওদের" এককাট্টা ৩০ শতাংশ ধরে রাখলেই কেল্লা ফতে । ব্যাবসায়ী তো তার লাভই দেখবেন বলুন ?
দোষটা বরং নিজেদের দিন । খাতায় কলমে "আমরা" ৭০ হলেও আমরা কেউ আস্তিক তো কেউ নাস্তিক । কেউ আস্তিক আবার সেক্যুলার তো কেউ নাস্তিক কিন্তু কম্যুনাল। কেউ শাক্ত তো কেউ বৈষ্ণব। কেউ জেনারেল তো কেউ কোটা । কেউ কম্যুনিস্ট তো আবার কেউ কম রেড ।
এইসব ছেড়ে একবার শুধু নিজেদের "আমরা" ভাবুন তো । কিছু করার দরকার নেই, স্রেফ নিজেদের "আমরা" ভেবে ক্ষোভটা পুষে রাখুন । ক্ষোভ চাপা থাকে না, ভীষন ছোঁয়াচে একটা মনোভাব । আকাশে বাতাসে এই ক্ষোভটা ছড়িয়ে গেলেই দেখবেন আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া পরে মালা জপতে শুরু করবেন ।
মাঝে মধ্যে জয় শ্রী রাম হুঙ্কারও ছেড়ে দিতে পারেন ।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
And "Paschimbanga Muslim Buddhijibi Mahal" has declared Jihad against ABP group.
ছি এবিপি ছি।
সাম্প্রদায়িকতার নিদর্শন আর কত দেখাবে।
সংখ্যালঘু মুসলিমদের সর্বোচ্চ উৎসব ঈদ।
ঈদের শুভেচ্ছা বার্তা তো দূরে যাক, ঈদ রিলেটেড কোন সংবাদই দেয় নি এবিপি।অথচ হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসবে সেলফি কনটেস্ট সহ অনেক ধরনের প্রোগামে ভরিয়ে রেখেছিল।
বিজেপীর কলকাঠিতেই এই বাজারি সাম্প্রদায়িক পত্রিকাটি চলছে, বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
আসুন আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই কট্টর সাম্প্রদায়িক বাজারি পত্রিকার বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তুলি।
পাশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবি মহল | Facebook
They have even launched a "আনন্দবাজার ও এবিপি আনন্দ বর্জন করুন- Boycott Anandabazar & ABP Ananda" FB page:
আনন্দবাজার ও এবিপি আনন্দ বর্জন করুন- Boycott Anandabazar & ABP Ananda | Facebook
The election war is on, weapons of mass destruction: Sarda & Jamat.