asad71
PROFESSIONAL
- Joined
- May 24, 2011
- Messages
- 6,863
- Reaction score
- 4
- Country
- Location
The napits / barbers got protection with their kind.
Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
শাহবাগের সেই আড্ডাটা আজ আর নেই
লিখেছেন শাহবাগের কবি, দুপুর ১২: ৪৩, ২১ মার্চ, ২০১৩
শাহবাগের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেল গাজাটি বিকেল গুলো সেই
আজ আর নেই...........................।।
ইমরান আওয়ামীলীগে, বমি শিয়াল খোঁয়াড়ে, নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ড এর গাজাটিষ্ট বাপ্পাদিত্য ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মগাচিফ
শাহবাগটা ধুক্*ছে দুরন্ত ক্যান্সারে জনগণ করেনি তাকে ক্ষমা হায়।।
লাকিটাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো কোটিপতি নেতা তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ী ফ্ল্যাট সব কিছু দামী তার
অফিসের সোসালে এমেচার নাটকে গোলাম রসুল অভিনয় করতো
জেবতিক এসে রোজ ফেসবুকে কি স্ট্যাটাস লিখেছে তাই শুধু পড়তো
(Collected)
Off topic, but could not help correcting some historical facts:
1. Mongols and Ottoman Turks were not related
2. Ottoman Turks descend from Oghuz Turks from present day Kazakhstan:
Seljuq dynasty - Wikipedia, the free encyclopedia
Sultanate of Rum - Wikipedia, the free encyclopedia
History of the Ottoman Empire - Wikipedia, the free encyclopedia
3. Mughals on the other hand were directly related to Mongols who settled down in Central Asia after Mongol invasion, Babur's father was Timurid (descent from Timur Lang) and mother was Chingisid (descent from Chingis Khan)
গতকালের হেফাজতের লং মার্চ ও আমার উপলব্ধি
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪ |
মজিদ আলী পেশায় একজন আইক্রীম হকার। আইসক্রিম ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে। তিনি আজকে মতিঝিলের হেফাজতে ইসলামের সমাবেশে এসেছেন আইসক্রিম ভ্যান নিয়ে। তাঁর মুখ থেকে উচ্চারিত হচ্ছিলো আল্লাহু আকবার ধ্বনি।
দুপুরের তপ্ত রোধে আমি তখন জীর্ন আর ক্লান্ত। জিজ্ঞাসা করলাম ভাই আইস্ক্রিম কোনটার কত দাম। মজিদ আলী আমার চেহারা আর পোশাক দেখে বুঝতে পারছেনা কেন আমি এখানে এসেছি। আমার মুখে দাড়ি নেই গায়ে টি শার্ট আর জিন্স প্যান্ট। আমি বললাম ভাই দাম বলেন। এবার সে প্রশ্ন করলো সমাবেশে আসছেন? আমি বললাম জ্বি। সঙ্গে সঙ্গে আমাকে একটা আইস্ক্রিম দিয়ে বললো এটা খান। আইজকা সব আইস্ক্রিম ফ্রি। আমি বললাম আপনার তো লস হয়ে যাবে। এবার মজিদ আলী কেঁদে দিলেন,বললেন ভাই কিসের লস? আমি তো আখিরাত কিনতে এসেছি। আমার নবীর নামে যারা কুতসা রটনা করলো তাদের বিচারের দাবীতে এসেছি।আজ যদি আমি না আসি কি জবাব দেবো শেষ বিচারের দিন আমার নবীর কাছে? আমি আইস্ক্রিম খাচ্ছি আর মনের অজান্তে চোখ থেকে পানি পড়ছে, তপ্ত রোদে রোদে সে পানি গামের সাথে মিশে গেছে।আমাকে আচ্ছন্ন করেছে পবিত্র এক মুগ্ধতায়। মনে হচ্ছে আমি এসেছি জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিতে।
মঞ্চে একের পর এক বক্তারা বক্তব্য রাখছেন নাস্তিক ব্লগারদের বিচারের দাবীতে। ঢাকা বাসী কোনদিন এতো মানুষ আর দেখেছে কিনা সন্দেহ। মজিদ আলীর মত হাজারো পেশাজীবি সব ফেলে ছুটে এসেছে মতিঝিল চত্বরে আল্লাহ তায়লার কোরআনের সেই আহবানে “ তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো সত্য আর ন্যায়ের লড়াই”
দুপুর গড়িয়ে বিকেল শাপলা চত্ত্বরের রৌদ্রের প্রখরতা কমে এসেছে কিন্তু ইমানের প্রখরতায় জাজ্বল্যমান মানুষগুলো ছড়িয়ে পড়েছে মতিঝিল,গুলিস্তান,কমলাপুর সহ আসে পাশের সব এলাকায়। হেফাযতের পক্ষ থেকে ঘোষনা দেয়া হচ্ছে ঐতিহাসিক ১৩দফা। একজন নেতা উপস্থিত জনতাকে প্রশ্ন করে হে ঈমানী ভাইয়েরা আপনারা কি আমাদের এই দাবীর সাথে আছেন,তখন জনতার স্রোত থেকে জবাব আসে ইনশাআল্লাহ।
সমাবেশ শেষ করে সবাই বাড়ি ফিরে যাবার ঘোষনা হচ্ছে,কেউ যেতে চায়না। সবার ইচ্ছা এখানেই অবস্থান করবে যতক্ষন না নাস্তিক নবীদ্রোহীদের বিচার হয়। কিন্তু হেফাযতের নেতা কর্মীরা তো আর সরকারী টয়লেট আর সরকারী পানি পাবেন না। পাবেন না বিভিন্ন কোম্পানীর বিরানী আর খিচুরীর স্পন্সরশীপ,তাই তারা ফিরে না গেলে খাবার সংকটে কষ্ট পাবে।
মনে রেখো দুনিয়ার বড় লোকেরা, অনেক অনেক শিক্ষিত মানুষেরা - আজকের এই জনসভা আবারো স্মরন করিয়ে দিয়েছে সব কিছুর শেষে আল্লাহ তাঁর দ্বীনকে বিজয় দিবেনই। ইসলাম এগিয়ে যাবে দুঃখী,দরিদ্র,ক্ষুধার্থ আর অসহায় মানুষের হাত ধরে। দুনিয়ার সব মানুষেরা জেনে রেখো মুসলমানের আমল কম কিংবা বেশী হতে পারে। কিন্তু তারা তাদের নবীকে ভালোবাসে জীবনের চেয়েও বেশী।
collected
There are some nashtik among Shahbaghis, but to call all Shahbaghis nastik is a bit extreme. Its a sin you know to call people nastik because of few bad apples.