What's new

Hasina's End is Imminent

.
Personally - it seemz to me that Bangladeshi people have NOW realized that Indians are taking us down one by one to fulfill their un-accomplished agenda of AKHAND BHARAT

that is the plan indians had been cooking for last 70 years, but indians will keep doing it only to its own detriment. One hint - that is why india can not be a regional power and always look up to China for what it could have been. Indians are narrow minded and that is where they will remain.

message: india backed awami league frying Bangladesh and then sent awami media to burn unit for propaganda. you can call it BDforever formula
10922625_830703293684303_8356550420465869111_n.jpg
 
.
that is the plan indians had been cooking for last 70 years, but indians will keep doing it only to its own detriment. One hint - that is why india can not be a regional power and always look up to China for what it could have been. Indians are narrow minded and that is where they will remain.

message: india backed awami league frying Bangladesh and then sent awami media to burn unit for propaganda. you can call it BDforever formula
uuuu.jpg
 
. .
I'm going to just put this out there, I wish Mohammed YUNNUS ran for Prime Minister of Bangladesh, you bet under his control, Bangladesh would flourish.
 
.
Police, BGB, RAB, and even the military cannot solve the problem in regard to the political crisis.

The ball's in their court.
 
.
indian backed awami league regime of Dhaka is so desperate that terror half home minister threatening owners destroying their bus for not running long distance bus.

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে একই ধরনের হুঁশিয়ারি দেন উপস্থিত নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনিও বাস মালিকদের উদ্দেশে বলেন, ইনশাল্লাহ কালকে (বুধবার) আমরা সরেজমিনে গাবতলীতে আসবো। এসে দেখবো কারা কারা বাস চালাচ্ছেন, আর কারা কারা চালাচ্ছেন না। পরে আমরা লিস্ট করবো। যারা ভালো করবেন তাদের পাশে আছি। আর যারা ষড়যন্ত্র করবেন, ওই বিএনপি-জামায়াতকে গাড়ি চালিয়ে টাকা দেবেন তাদের কিন্তু খবর আছে। আমরা তাদের লিস্ট করবো, তাদের গাড়িগুলো আর জীবনে চলবে কিনা সেটাও কিন্তু দেখা হবে।

‘মালিকরা বাস চলাচল বন্ধ রাখতে পারবেন না’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
 
.
india backed awami fascism in Bangladesh

10897788_832291770192122_1734693863271395844_n.jpg
 
.
শুয়োরের বাচ্চা! বেশ্যা মাগী খালেদা আর বিএনপি জামাতী জারজ খানকীর পোলাদের দিন আইতাছে। তাড়াতাড়ি গড়ত খুইড়া লুকায় যা। পরে কোন দিকে পালানোর পথ পাবি না। হারামী পাকী বংশধর

..................................................................


Hundreds of Bangladeshis like this are killed by BNP jamaat terrorists

View attachment 190273

পেট্রল বোমায় নিহত এক কিশোরীর চিঠি

প্রিয় ম্যাডাম
আমার এই পা দুটিতে যখন আগুন লাগে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো আগুনের ছ্যাঁকায়। পায়ের মোজা খুলতে খুলতেই আমার সাড়া শরীর জ্বলে উঠলো। প্রিয় ম্যাডাম আপনি কি জানেন কি অপার্থিব কষ্ট ও যন্ত্রণা তখন আমার সারা শরীর জুড়ে? আমার শরীর পোড়া গন্ধ তখন চারদিকে ছড়িয়ে পড়েছে। অদুরেই দেখি বাবা সারা শরীরে আগুন নিয়ে ছুটে আসছেন আমার দিকে সন্তানের গায়ের আগুন নেভাতে। কিন্তু সর্বনাশা আগুন তারও সর্বস্ব গ্রাস করে নিয়েছে। আমি চিৎকার করছি ‘বাবা বাচাও বাবা বাচাও’। বাবা জ্বলতে জ্বলতে দাড়ানো থেকে বসে পড়লেন। তার গতি শ্লথ হয়ে গেলো। বাসের মাঝখানের জায়গাটি অপ্রশস্ত। এই পথ ধরেই তিনি হামাগুড়ি দিয়ে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকলেন।

প্রিয় আপসহীন ম্যাডাম
আপনি কি 'ঘোস্ট রাইডার' সিনেমাটি দেখেছেন? আপনি কি দেখেছেন সন্তানকে রক্ষা করতে সারা শরীরে আগুন লাগা এক বাবা ঘোস্ট রাইডারের মত আমার দিকে এগিয়ে আসছেন। দেখেছেন কী কখনও জীবিত একজন মানুষ জ্বলছে আর তার সারা শরীর থেকে মাংস খসে পড়ছে? দেখেছেন কখনও?
বাবা আমার দিকে আসছেন ক্ষীণ গলায় আমাকে কি যেন বলার চেষ্টা করছেন। কিন্তু আগুন বাবার মুখের সে কথাগুলো কেড়ে নিচ্ছে। আমি চিৎকার করছি।
আগুন আমার পা থেকে উপরের দিকে উঠে আসছে। আমার চোখের সামনে বাবা পুড়ছেন। আমি পুড়ছি।
অদূরে চেয়ে দেখি আমার মা বাসের বাইরে চিৎকার করছেন আর তাকে ধরে রেখেছে কয়েকজন। সবাই যেন আমাদের পুড়ে যাওয়াটা নিয়তি হিসেবে মেনে নিয়েছে। আমার সামনেই বাবার মাথা আগুনে গ্রাস করে নিল। মুখ পুড়ে মাংস খসে পড়লো বাসের মেঝেতে।
এবার বাবার খুলি পুড়ছে। চোখ পুড়ছে। চোখগুলো থেকে কেমন যেনো আঠালো কালো কালো রস গড়িয়ে পরলো। মাথার খুলিটা যেনো কয়লার আগুনে লাল হয়ে যাওয়া লোহার পিণ্ড। বাবার হাত থেকে সব মাংস পুড়ে খসে পরলো। এখন শুধুই কংকাল। এটাকেও রেহাই দিলো না আগুন। এবার হাড়গোড় ও জ্বলছে আমার বাবার।
শেষবারের মত বাবা আমার পায়ের কাছে এসে আছড়ে পড়লেন। বাবা আর পারলেন না। আপনার ফেসবুকের স্ট্যাটাস মেনে নিয়েই তিনি তার মানবীয় সব রূপ হারিয়ে একটি কাঁদার দলার মত আমার পায়ের কাছে ছোট একটি পিণ্ডকায় বলের মত আছড়ে পড়লেন।
ম্যাডাম আপনি কি জানেন মানুষকে পোড়ালে ছোট হয়ে যায়? হাত পা মাথা এক জায়গায় হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে এ এক নিদারুণ নিষ্ঠুর অভিজ্ঞতা। বাসের বাইরে মা তখনও আহাজারি করছেন। দিশেহারা হয়ে বুক চাপড়াচ্ছেন। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার মাঝেও আমি এবার চিৎকার করে মাকে ডাকছি ‘মা আমাকে বাঁচাও।’ মা ছুটে আসতে চাইলেও তাকে আটকে রাখছে কয়েকজন।
আগুন আমার বুক পর্যন্ত উঠে এসেছে। এতক্ষণ আমি বাবার সাহায্যের অপেক্ষায় ছিলাম। এখন বাবা একটা পোড়া মাংসের দলা, মাঝখানে উকি ঝুকি মারছে কিছু হাড়গোড়। আমার এত সুন্দর বাবা আজ এক কুৎসিত জড় থকথকে আঠালো পোড়া মাংস পিণ্ড।
জ্বলছে আমার সারা শরীর। এখন আমার শরীরে আর কোন যন্ত্রণা নেই। আমি ভাবছি কক্সবাজার সমৃদ্র সৈকতে বাবার স্বপ্নের কথাগুলো। বলছিলেন ‘মা এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এর সদ্বব্যবহার করতে পারিনি। শুধু রাজনীতির হানাহানি আমাদের পিছিয়ে দিচ্ছে বারবার। সাগর পাড়ে বসে আমি শপথ নিয়েছিলাম আমিও রাজনীতি করবো। এই দেশ বদলাতে হলে সবার আগে রাজনীতির ত্রুটিকে বদলাতে হবে।
আগুন আমার মাথা পর্যন্ত উঠে এসছে। জ্বলছে দাউ দাউ করে। আমার পোড়া চামড়া খসে পড়ছে কোথাও কোথাও মাংসপিণ্ডও। এগুলো নিয়ে আর ভাববার সময় নেই। মনে পড়ছে বাবার কত স্বপ্ন ছিলো আমাকে নিয়ে সেগুলো সব আমাকে পূরণ করতে হবে।
আমার হাতের দুটি আঙ্গুল জ্বলতে জ্বলতেই খসে পড়ে গেলো পায়ের কাছে। পা মানে পুড়ে আঙ্গার হয়ে যাওয়া একটি কাঠ কয়লার খন্ড। আমার হাসি পেল। নিজের মাংস পোড়া গন্ধ নিজেই সহ্য করতে পারছি না। প্রচন্ড হাসি পাচ্ছে, চোখে রাজ্যের ঘুমে জড়িয়ে আসছে।

প্রিয় নেত্রী
আপনার বড় সন্তান তারেক রহমান আর আমার বাবা একই বয়সের। একবার ভাবুন তো এই বয়সে তারেক রহমানের দুই সন্তান জ্বলছে সঙ্গে তারেকও। আর বাসের বাইরে বসে আপনি আহাজারি করছেন। বাতাসে ভাসছে আপনার প্রাণপ্রিয় সন্তান ও নাতনিদের মাংস পোড়া উৎকট গন্ধ। আপনি সহ্য করতে পারছেন না সেই গন্ধ।
কতক্ষণ ঘুমিয়ে ছিলাম জানিনা। মায়ের চিৎকারে আমার তন্দ্রা ছুটে গেলো। মা.....আমাকে ক্ষমা করে দিও। আমার বায়নাতেই তোমরা আমাকে কক্সবাজার দেখাতে নিয়ে এসেছিলে..... আমি আর কোনোদিন কক্সবাজার দেখতে চাইবো না।
মা চিৎকার করছেন- কেউ কি আছো আমার মেয়েটাকে বাচাও.....
বুকের ভিতর হু হু করে উঠলো। কান্নাও এলো কিন্তু সর্বনাশা আগুন সেই জলটুকুও কেড়ে নিলো।
এবার আমার মাথার মগজ পুড়ছে। গলে বেরিয়ে আসছে চোখ মুখ ও নাকের কোটর দিয়ে। আমার কেমন যেন লাগছে। মনে হয় হাওয়ায় ভাসছি। এটাকেই মৃত্যু বলে তা হলে। কেমন যেন ভারসাম্যহীন হাওয়াই বেলুনের মত লাগছে। সব কিছুই কেমন যেনো অন্যরকম লাগছে। আমি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছি......

ভালো থাকুক বাংলাদেশ।
ইতি
মাইশা নাইমা তাসনিন

লেখকঃ সাদা মনের কালো মানুষ

বিঃ দ্রঃ =মাইশা নাইমা তাসনিন ৩ ফেব্রুয়রি ২০১৫ বাবা নুরুজ্জামান পভলু ও মা মাফরুহা বেগমের সঙ্গে কক্সবাজার থেকে যশোর ফিরছিলেন।

ভোররাতে কুমিল্লার চোদ্দ গ্রাম এলাকায় তাদের বাসটিতে পেট্রল বোমা ছোঁড়ে অবরোধকারীরা।বাবা নুরুজ্জামান পভলু প্রথমে জানালা দিয়ে স্ত্রী মাফরুহা বেগমকে ছুড়ে ফেলতে পারলেও মেয়ে মাইশা এবং নিজে জীবন্ত পুড়ে মৃত্যু বরণ করেন।

আল্লাহ তাদের পরিবারকে এই শোক কাটিয়ে উঠার ক্ষমতা দান করুন।
এবং বাবা নুরুজ্জামান পভলু ও বোন মাইশাকে বেহেশতে নসিব করুন । আমিন ।

Khankir puit, tore maagi khomota behayar moto akraia dhoira ache, eida ashole shomosha. drishti onnodike ghuraibar parbi na.

Don't get too excited, calm down and enjoy your taari.
 
.
I've just been informed that there was a meeting between the US ambassador and the indian high commissioner and after the meeting the rawami regime has declared that the game is over for BNP and its allies. I don't know I how accurate this news is.
 
.
I've just been informed that there was a meeting between the US ambassador and the indian high commissioner and after the meeting the rawami regime has declared that the game is over for BNP and its allies. I don't know I how accurate this news is.

india and awami league are desperate to hold onto any propaganda. Fact US has not changed its position for free and fair election says a lot about propaganda. Besides, awami league is giving that threat for last few months....one thing india and awmi league has done increased abducting and genocide in Bangladesh.
 
.
তোর বাপ তোর বোনকে চোদে আর তুই চোদস তোর মারে তাই বলে আমি কিন্তু তোর মা বোনরে চুদি না। আমার @idune শুয়োরের বাচ্চার পুটকি মারার শখ। You have nothing to do cant do anthing other than killing Bangladeshis. Who gives a damn to BNP Jmaat. No body cares what they say, we only fear when you kill our people. So no question of turning anything from visual. This is BNP terrorists killing our people because other than that they dont have any power.




I dont know but thousands of Srilanksns living in BD to support their life.
Ok then can you take @samv too?
 
.
Ok then can you take @samv too?

No more jamaati plz. BD is already infested with these terrorist minded people. And illiterates like @idune. Who has no works other than blaming people for everything even farting himself. @samv is also another form who will say all day of raw. We are in cleaning process of these jamaatis. Will you send your friend to another country where his end is imminent.
 
.
তোর বাপ তোর বোনকে চোদে আর তুই চোদস তোর মারে তাই বলে আমি কিন্তু তোর মা বোনরে চুদি না। আমার @idune শুয়োরের বাচ্চার পুটকি মারার শখ। You have nothing to do cant do anthing other than killing Bangladeshis. Who gives a damn to BNP Jmaat. No body cares what they say, we only fear when you kill our people. So no question of turning anything from visual. This is BNP terrorists killing our people because other than that they dont have any power.

Tore ma, tore bap are tui, hogai dadago laora loia ghurosh are amago pakistani laorar dor dekhas.
 
.
Mujibism is a cult. It's like an effect of bad drug that turn a human into zombies. Follower of mujibism are brainless, logic less, emotionless blood thirsty Haywaan.

Major shareef ul haq has said after the event of 75 that we could have killed all of them if we wanted to but we kept some alive so people would come to realization why we killed them.

We understand sir. People of bd understand it clearly.
 
.
Back
Top Bottom