Riyad
FULL MEMBER
- Joined
- Jul 30, 2015
- Messages
- 1,525
- Reaction score
- -5
- Country
- Location
মুতাজ আইএসের হয়ে যুদ্ধ করেছিলেন
শেখ সাবিহা আলম, ঢাকা
০৭ মে ২০১৯, ২০:১৭
আপডেট: ০৭ মে ২০১৯, ২১:১১
মুতাজ আবদুল মজিদ।ঢাকায় গ্রেপ্তার সিরিয়াফেরত বাংলাদেশি মুতাজ আবদুল মজিদ তুরস্ক যান ২০১৬ সালে । সেখানেই তাঁর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ হয়। এর প্রায় দুই বছর পর তিনি সিরিয়ায় গিয়ে আইএসের পক্ষে যুদ্ধ করেছিলেন।
মুতাজ বাংলাদেশে ঢোকেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। আগেই পুলিশের কাছে তাঁর সম্পর্কে খবর ছিল। পুলিশের একটি সূত্র জানায়, তিনি উবারের ভাড়া গাড়িতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। পরে সেই সূত্র ধরে মুতাজের অবস্থান শনাক্ত করা হয়।
রোববার উত্তরা পশ্চিম থানায় মুতাজ আবদুল মজিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার এজাহারে মুতাজের আইএস–সম্পৃক্ততার উল্লেখ আছে। তিনি এখন চার দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে আছেন। মুতাজের আইএস–সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে পুলিশ স্বীকার করছে না।
সোমবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মহিবুল ইসলাম খান বলেন, মুতাজ নব্য জেএমবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।
মামলার এজাহারে পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুতাজ জানিয়েছেন, তাঁর বাবা বাংলাদেশি ও মা পাকিস্তানি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। বাবা আবদুল মজিদ ব্যাপারী মারা গেছেন। সৌদি আরবে তাঁর ভাই-বোনেরা আছেন। মুতাজ ২০১৪ সালে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট করেন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি ২০১৬ সালে সৌদি আরব থেকে তুরস্কে যান। সে সময়ই তিনি সন্ত্রাসী সংগঠন আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং সিরিয়া যাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। সিরিয়ায় ঢুকতে না পেরে মুতাজ সৌদি আরবে ফিরে আসেন। আবারও ২০১৭ সালে মিসর ও তুরস্ক হয়ে সিরিয়ায় ঢোকার চেষ্টা করেন। বেশ কয়েকবার সৌদি আরব থেকে তুরস্কে যাওয়ার কথা তিনি পুলিশকে জানিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের মে মাসে মুতাজ সিরিয়ায় যান এবং আইএসের সদস্য হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। সিরিয়ায় আইএসের পতন হলে মুতাজ সেখান থেকে পালিয়ে তুরস্কে চলে যান। লুকিয়েছিলেন সেখানে। মুতাজ চাইছিলেন তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপীয় কোনো দেশে পালিয়ে যেতে। এরই মধ্যে ২০১৮ সালের শেষ দিকে তুরস্কের পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে মুতাজ গোপনে তুরস্ক থেকে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন।
পুলিশ বলছে, তারা আগেই জানত, ফেব্রুয়ারিতে মুতাজ আবদুল মজিদ নামে এক সিরিয়াফেরত ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাঁর উদ্দশ্য, খিলাফত প্রতিষ্ঠা করা ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন। পুলিশ এরপর থেকেই তাঁকে খুঁজছিল। পরে ৫ মে পুলিশ তাঁকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করে।
মুতাজ বাংলাদেশে নব্য জেএমবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে জানাচ্ছে পুলিশ। বাংলাদেশে মুতাজ আবদুল মজিদের বাড়ি শরীয়তপুরের সখীপুর।
নব্য জেএমবি এ দেশে আইএসের মতাদর্শ অনুসরণ করে থাকে বলে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এ দেশ থেকে ৪০ জনের মতো মানুষ সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হয়ে যুদ্ধ করতে গেছেন বলে জানা যায়। তাঁদের প্রত্যেকের সম্পর্কে বিমানবন্দরগুলোকে সতর্ক করা হয়েছে। মুতাজ ছাড়া এখন পর্যন্ত সিরিয়াফেরত কারও দেশে ফেরার কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।
https://www.prothomalo.com/bangladesh/article/1592701/মুতাজ-আইএসের-হয়ে-যুদ্ধ-করেছিলেন
Mutaz fought for IS
Sheikh Sabiha Alam, Dhaka
07 May 2015, 20:17
Updated: May 07, 2011, 21:11
Syrian arrested in Dhaka, Mujahid Abdul Mazid in Turkey, in 2016. There he is contacted by the Islamic State (IS), an international militant organization. About two years later, he went to Syria to fight for IS.
Mutaz entered Bangladesh in February this year. Earlier the police had news about him. A source in the police said that he left Hazrat Shahjalal International Airport in the rented car. After that form, the position of Mutaz is identified.
On Sunday, a case was filed against Mutaz Abdul Majid under anti-terrorism law in Uttara West Police Station. In the case of the case there is mention of Mutaz's IS-involvement. He is now on a four-day remand in police custody. Police is not officially acknowledging the IS-involvement of Mutaz
On Monday, Counter Terrorism and Trans-National Crime Deputy Commissioner Mohibul Islam Khan said that Mutaj was trying to communicate with the neo JMB.
The police said that in the initial interrogation, Mutaz said that his father, Bangladeshi and mother Pakistani, He was born and raised in Saudi Arabia. Father Abdul Majid Bepari died. His brothers and sisters in Saudi Arabia are there. Mutaz made Bangladeshi passports through the Saudi Embassy in 2014. Using that passport, he moved from Saudi Arabia to Turkey in 2016. At that time he was inspired by the ideology of the terrorist organization IS. Contacting different people in the organization and looking for opportunities to go to Syria. Mutaz returned to Saudi Arabia as he could not enter Syria. Again in 2017, Egypt and Turkey were trying to enter Syria. He told the police several times to go to Saudi Arabia from Turkey.
It has been mentioned that in May of 2010, Mutaz went to Syria and participated in the war as a member of the IS. When the IS is in Syria, Mutaz escaped from Turkey to Turkey. Hid there Mutaz wanted to escape from Turkey to Greece and flee to a European country. In the meantime, when the Turkish police started operations against terrorists in late 2011, Murtaj secretly came to Bangladesh on February 1 in Turkey.
Police say that they had already known that a Syrian person named Mutaz Abdul Majid has entered Bangladesh in February. Establishing his unwavering, Khilafat and establishing contacts with various militant organizations. The police was searching for him since then. On 5 May, the police arrested him in front of Baitun Noor Jami Mosque in the number 10 of Uttara 11 sector.
Mutaz is trying to communicate with the new JMB in Bangladesh. Mukhtar Abdul Majid's house in Shakhipur of Shariatpur in Bangladesh.
It is said by the law enforcement agencies on different occasions that the new JMB has followed IS ideology in the country. It is known that 40 people from this country have been fighting for IS in international terrorist groups in Syria. The airports have been warned about each of them. There is no news about the returning of Syrafrade to the country except for Mutaz.
শেখ সাবিহা আলম, ঢাকা
০৭ মে ২০১৯, ২০:১৭
আপডেট: ০৭ মে ২০১৯, ২১:১১
মুতাজ বাংলাদেশে ঢোকেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। আগেই পুলিশের কাছে তাঁর সম্পর্কে খবর ছিল। পুলিশের একটি সূত্র জানায়, তিনি উবারের ভাড়া গাড়িতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। পরে সেই সূত্র ধরে মুতাজের অবস্থান শনাক্ত করা হয়।
রোববার উত্তরা পশ্চিম থানায় মুতাজ আবদুল মজিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার এজাহারে মুতাজের আইএস–সম্পৃক্ততার উল্লেখ আছে। তিনি এখন চার দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে আছেন। মুতাজের আইএস–সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে পুলিশ স্বীকার করছে না।
সোমবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মহিবুল ইসলাম খান বলেন, মুতাজ নব্য জেএমবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।
মামলার এজাহারে পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুতাজ জানিয়েছেন, তাঁর বাবা বাংলাদেশি ও মা পাকিস্তানি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। বাবা আবদুল মজিদ ব্যাপারী মারা গেছেন। সৌদি আরবে তাঁর ভাই-বোনেরা আছেন। মুতাজ ২০১৪ সালে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট করেন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি ২০১৬ সালে সৌদি আরব থেকে তুরস্কে যান। সে সময়ই তিনি সন্ত্রাসী সংগঠন আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। সংগঠনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং সিরিয়া যাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। সিরিয়ায় ঢুকতে না পেরে মুতাজ সৌদি আরবে ফিরে আসেন। আবারও ২০১৭ সালে মিসর ও তুরস্ক হয়ে সিরিয়ায় ঢোকার চেষ্টা করেন। বেশ কয়েকবার সৌদি আরব থেকে তুরস্কে যাওয়ার কথা তিনি পুলিশকে জানিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের মে মাসে মুতাজ সিরিয়ায় যান এবং আইএসের সদস্য হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। সিরিয়ায় আইএসের পতন হলে মুতাজ সেখান থেকে পালিয়ে তুরস্কে চলে যান। লুকিয়েছিলেন সেখানে। মুতাজ চাইছিলেন তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপীয় কোনো দেশে পালিয়ে যেতে। এরই মধ্যে ২০১৮ সালের শেষ দিকে তুরস্কের পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে মুতাজ গোপনে তুরস্ক থেকে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন।
পুলিশ বলছে, তারা আগেই জানত, ফেব্রুয়ারিতে মুতাজ আবদুল মজিদ নামে এক সিরিয়াফেরত ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাঁর উদ্দশ্য, খিলাফত প্রতিষ্ঠা করা ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন। পুলিশ এরপর থেকেই তাঁকে খুঁজছিল। পরে ৫ মে পুলিশ তাঁকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করে।
মুতাজ বাংলাদেশে নব্য জেএমবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে জানাচ্ছে পুলিশ। বাংলাদেশে মুতাজ আবদুল মজিদের বাড়ি শরীয়তপুরের সখীপুর।
নব্য জেএমবি এ দেশে আইএসের মতাদর্শ অনুসরণ করে থাকে বলে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এ দেশ থেকে ৪০ জনের মতো মানুষ সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হয়ে যুদ্ধ করতে গেছেন বলে জানা যায়। তাঁদের প্রত্যেকের সম্পর্কে বিমানবন্দরগুলোকে সতর্ক করা হয়েছে। মুতাজ ছাড়া এখন পর্যন্ত সিরিয়াফেরত কারও দেশে ফেরার কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।
https://www.prothomalo.com/bangladesh/article/1592701/মুতাজ-আইএসের-হয়ে-যুদ্ধ-করেছিলেন
Mutaz fought for IS
Sheikh Sabiha Alam, Dhaka
07 May 2015, 20:17
Updated: May 07, 2011, 21:11
Syrian arrested in Dhaka, Mujahid Abdul Mazid in Turkey, in 2016. There he is contacted by the Islamic State (IS), an international militant organization. About two years later, he went to Syria to fight for IS.
Mutaz entered Bangladesh in February this year. Earlier the police had news about him. A source in the police said that he left Hazrat Shahjalal International Airport in the rented car. After that form, the position of Mutaz is identified.
On Sunday, a case was filed against Mutaz Abdul Majid under anti-terrorism law in Uttara West Police Station. In the case of the case there is mention of Mutaz's IS-involvement. He is now on a four-day remand in police custody. Police is not officially acknowledging the IS-involvement of Mutaz
On Monday, Counter Terrorism and Trans-National Crime Deputy Commissioner Mohibul Islam Khan said that Mutaj was trying to communicate with the neo JMB.
The police said that in the initial interrogation, Mutaz said that his father, Bangladeshi and mother Pakistani, He was born and raised in Saudi Arabia. Father Abdul Majid Bepari died. His brothers and sisters in Saudi Arabia are there. Mutaz made Bangladeshi passports through the Saudi Embassy in 2014. Using that passport, he moved from Saudi Arabia to Turkey in 2016. At that time he was inspired by the ideology of the terrorist organization IS. Contacting different people in the organization and looking for opportunities to go to Syria. Mutaz returned to Saudi Arabia as he could not enter Syria. Again in 2017, Egypt and Turkey were trying to enter Syria. He told the police several times to go to Saudi Arabia from Turkey.
It has been mentioned that in May of 2010, Mutaz went to Syria and participated in the war as a member of the IS. When the IS is in Syria, Mutaz escaped from Turkey to Turkey. Hid there Mutaz wanted to escape from Turkey to Greece and flee to a European country. In the meantime, when the Turkish police started operations against terrorists in late 2011, Murtaj secretly came to Bangladesh on February 1 in Turkey.
Police say that they had already known that a Syrian person named Mutaz Abdul Majid has entered Bangladesh in February. Establishing his unwavering, Khilafat and establishing contacts with various militant organizations. The police was searching for him since then. On 5 May, the police arrested him in front of Baitun Noor Jami Mosque in the number 10 of Uttara 11 sector.
Mutaz is trying to communicate with the new JMB in Bangladesh. Mukhtar Abdul Majid's house in Shakhipur of Shariatpur in Bangladesh.
It is said by the law enforcement agencies on different occasions that the new JMB has followed IS ideology in the country. It is known that 40 people from this country have been fighting for IS in international terrorist groups in Syria. The airports have been warned about each of them. There is no news about the returning of Syrafrade to the country except for Mutaz.
Last edited: