What's new

Elias’s disappearance points to disturbing possibilities

এই ইলিয়াস আলী... সেই ইলিয়াস আলী

http://www.somewhereinblog.net/blog/moulik2020/29581180

২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩২

এই ইলিয়াস আলী... সেই ইলিয়াস আলী

রহমান মাসুদ, সিনিয়র করেসপন্ডেন্ট, সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট

--------------------------------------------------------------------
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
--------------------------------------------------------------------

moulik2020_1334903554_1-Ilias-bg20120420113400.jpg


তিনি ছিলেন দাপুটে ছাত্র নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের অন্যতম ত্রাস। যার বিরুদ্ধে ছিল হত্যা ও গুম করার অনেক অভিযোগ। সেই এম ইলিয়াস আলী এখন নিজেই নিখোঁজ। গুম কিংবা খুনের শিকার।

বিএনপি এ নিয়ে সরকারকে দায়ী করেছে। বলা হচ্ছে সরকারের আইনশৃংখলা বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে গুম করে রেখেছে।
বাজারে ছড়িয়ে আছে অনেক গুজব। ইলিয়াস আলী তার দীর্ঘ ছাত্র ও জাতীয় রাজনৈতিক জীবনে কম শত্রু সৃষ্টি করেননি, এমন মন্তব্য করে অনেকেই বলছেন এসব শত্রুপক্ষের যে কোনো পক্ষই হতে পারে তার নিখোঁজ হওয়ার কারণ।

সিলেটের রাজনীতির কলকাটি নাড়ছেন যে ক’জন রাজনীতিবিদ তার মধ্যে ইলিয়াস আলী মূল ভূমিকায়। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় কিছুটা চাপের মধ্যে থাকলেও এসময়ে তিনিই বৃহত্তর সিলেটের রাজনীতির পাকা খেলোয়াড়। বিরোধীদলের একজন নেতা হওয়ার পরও ইচ্ছেমত ছড়ি ঘোরাতেন সিলেটের রাজনৈতিক ময়দানে।

ইলিয়াস আলী বৃহত্তর সিলেটের বিরোধীদলীয় রাজনীতির মহিরুহ হয়ে উঠেছেন এমনটাই মন্তব্য তার সঙ্গে রাজনীতি সংশ্লিষ্টদের। বিএনপিতে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি।

বাংলানিউজের অনুসন্ধানে উঠে এসেছে ইলিয়াস আলীর রাজনৈতিক উথানের ধারাবাহিক চিত্র। পাঠকের জন্য তা তুলে ধরা হলো।

সিলেটের এমসি কলেজে এইচএসসি অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সাথে যুক্ত হন ইলিয়াস আলী। সে সময় তিনি ছিলেন ছাত্রলীগের একজন কর্র্র্মী।

১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হওয়ার পর তিনি ছিলেন জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ইলিয়াস আলী যোগ দেন এরশাদের ছাত্রসমাজে। এসময় অস্ত্রবাজির রাজনীতি শুরু করেন। নতুন বাংলা ছাত্রসমাজের ক্যডার হিসেবে যোগ দিলেও পরে দলবদল করে ছাত্রদলের নেতা হয়ে ওঠেন ইলিয়াস আলী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই দলে গ্রুপিংয়ের রাজনীতি ঢুকিয়েছিলেন ইলিয়াস আলী। গড়ে তুলেছেন নিজস্ব গ্রুপ। ছাত্রদলের ক্যাডার পরিচিতি দিয়েই উত্থান তার। একের পর এর ঘটনার নায়ক হয়ে জন্ম দিতে থাকেন অভন্তরীণ সংঘাত। এসময় বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড। ইলিয়াস আলী পরিণত হন ত্রাস সৃষ্টিকারী এক সন্ত্রাসনির্ভর ছাত্রনেতায়। বহু খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে কারণে একাধিকবার গ্রেফতার করা হয় তাকে। জেলে কাটে সময়। ৮৭ সালের ১৭ সেপ্টেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে ৮৮ সালের ১১ ডিসেম্বর ছাত্রদল নেতা বজলুর রহমান শহীদ ওরফে পাগলা শহীদ হত্যাকান্ড, ৮৯ সালের ২৯ নভেম্বর তার নেতৃত্বে ডাকসু কার্যালয় ভাংচুর, ৯২ সালের ৩ আগস্ট ছাত্রদলের রতন গ্রুপের সঙ্গে ইলিয়াস গ্রুপের বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নিহত হওয়া এবং এই সংঘর্ষের জের ধরে ৯২ সালের ৪ সেপ্টেম্বর মামুন ও মাহমুদ নাম দুই ছাত্রদল নেতার হত্যাকাণ্ডের মূল নায়ক ছিলেন ইলিয়াস আলী। মামুনকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছিলো সূর্যসেন হলের পানির ট্যাংকিতে।
এছাড়াও প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ছাত্রদল নেতা মির্জা গালিব ও ছাত্রলীগ নেতা লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯৯১ সালে গ্রেফতার করা হয় ইলিয়াস আলীকে।


ওই বছর ক্ষমতায় আসে বিএনপি। তাই এক বছরের মধ্যেই ছাড়া পান ইলিয়াস আলী। এর পর দলের প্রত্যক্ষ মদদে ছাত্রদলে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন তিনি। ৯২ সালে ১৬ জুন ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হলে রহুল কবির রিজভী আহমেদ সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কিন্তু সন্ত্রাসী তখনও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বিএনপির শীর্ষ নীতিনির্ধারকরা তার প্রতি বিরগভাজন হয়ে ওঠেন। মাত্র ৩ মাসের মাথায় ছাত্রদলের কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এ সময় বিএনপি ক্ষমতায় থাকা স্বত্বেও ৯৩ সালের ১০ সেপ্টেম্বর মামুন ও মাহমুদ হত্যা মামলায় আবার গ্রেফতার হন ইলিয়াস আলী। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ২ বছর কারাবাসের পর মুক্তি পান তিনি। শর্ত হিসেবে বিএনপির হাইকমান্ডকে ইলিয়াস আলী কথা দেন কেবলমাত্র তার নিজ এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা ছাড়া অন্যকিছু নিয়ে মাথা ঘামাবেন না।

এরপর ঢাকার রাজনীতি ছেড়ে সিলেটে যান ইলিয়াস আলী। কিন্তু সিলেট গিয়েই ভুলে বসেন কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া তার ওয়াদার কথা।

সে সময় থেকেই ভংয়কর মূর্তি নিয়ে সিলেট দাপিয়ে বেড়ান এই নেতা। শুধু নিজ এলাকায় বিএনপি সংগঠিত করা নয় সিলেটে তাকে কেন্দ্র করে ছাত্রদলের একটি শক্তিশালী গ্রুপ গড়ে উঠে। তিনি নিজেও তার বেপরোয়া আচরণ অব্যাহত রাখেন। নিজস্ব বলয় গঠন করে সিলেটের রাজনীতির আলোচনায় উঠে আসেন ইলিয়াস আলী।

১৯৯৬ সালে ভোটারবিহীন নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সিলেটের অনেক সিনিয়র রাজনীতিবীদ ইলিয়াস আলীর ও তার দলবলের হামলার মুখে পড়েন। বর্ষীয়ান রাজনীতিবীদ এম সাইফুর রহমান, আবদুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, এসএমএ কিবরিয়া, হুমায়ুন রশীদ চৌধুরী, আব্দুল মাল আবদুল মুহিতের মতো ব্যক্তিরা ইলিয়াস আলীর রাজনৈতিক কূটচালের কাছে অসহায় হয়ে পড়েন।

শুধু সিলেট আর ঢাকায় নয় দেশের বাইরেও উশৃংখল আচরণের দায়ে পুলিশের নজরবন্দি হতে হয় ইলিয়াস আলীকে।
২০০০ সালে লন্ডনের মিল্টন কিন্স শহরে জয়পুর রেস্টুরেন্টে ওয়েটারকে হত্যার হুমকি দেন তিনি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে কঠোরভাবে হুশিয়ার করে দিয়ে যায় তাকে।

২০০১ সালে এমপি হওয়ার পর তার এলাকা বিশ্বনাথ বালাগঞ্জে ত্রাসের রাজনীতি কায়েম করার অভিযোগ উঠে ইলিয়াস আলী বিরুদ্ধে। তার নির্বাচনী এলাকায় সন্ত্রাসী বাহিনী আর প্রশাসনকে ইচ্ছেমতো দলীয়করণের প্রচেষ্টায় নামেন তিনি।

প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নামে ‘ইলিয়াস বাহিনীর লোক’ নামে পরিচিত একদল ক্যাডার-এমন অভিযোগ তার নির্বাচনী এলাকার মানুষের।

এসব কিছুর প্রতিবাদ করারও সাহস ছিলো না মানুষের এমনকি ভুক্তভোগীদের। ২০০১ সালের ওইসব ঘটনার জের ধরে মামলা হয়েছে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরের দিন সকালে। সিলেটের বিশ্বনাথ থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও ভাংচুরের অভিযোগ এনে দুটি মামলা হয়।

২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন বলে অভিযোগ এনে মামলা দুটি করেছেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ব্যবসায়ী বশারত আলী বাঁচা।

মামলায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ভয় দেখানো, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর ইলিয়াস আলী ও তার লোকেরা বাদীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায়।

এতসব অত্যাচার নিপিড়ণের অসংখ্য বিতর্কিত ঘটনার নায়ক ইলিয়াস আলী সবকিছু পাশ কাটিয়ে ফিল্মি স্টাইলে দেশব্যাপী পরিচিত হয়ে উঠেন।

সর্বশেষ সাবেক অর্থমন্ত্রী শাহ এম এ কিবরিয়া হত্যা এবং ব্রিটিশ হাইকমশিনার আনোয়ার চৌধুরীরকে হযরত শাহজালাল মাজার গেটে হত্যা চেষ্টার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

তবে এতকিছুর পরেও ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ বালাগঞ্জের উন্নয়নে তার সময়ের অবদান এখনও লোকমুখে। সাধারণ মানুষ রাজনীতির কূটচাল ভুলে ইলিয়াস আলীকে তাদের উন্নয়নের কাণ্ডারী ভাবেন।

ইলিয়াস আলী নিঁখোজের পেছনে নিজ দলের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, গোয়েন্দা সংস্থা, সরকার ও জামায়াতে ইসলামের হাত থাকতে পারে বলে অনুমান করছেন সিলেটবাসী।

আর সিলেট-লন্ডন কানেকশন, কোটি কোটি টাকার লেনদেন এসব বিষয় নিয়েও কথা শোনা যায়।

ইলিয়াস আলী জীবিত ফিরলেই হয়তো মূল তথ্য জানা যাবে। নয়তো সরকারের গোয়েন্দা বিভাগ যে তথ্য উদঘাটন করবে তার দিকে তাকিয়ে থাকতে হবে। আর নয়তো ইলিয়াস আলী উপাখ্যানের শেষ অংশ আর কখনোই জানা যাবে না।
 
.
Elias Ali used to be a Ershad goon in DU. He changed color a few times, got a couple of murder case on his record too. Which in altogether qualifies him as a good politician.

If we take a different look of this development, he is the perfect sacrificial cow for BNP.
Nizam Uddin was a dacoit before becoming Aulia (Saint), similarly Omar (RAH) was an assassin before becoming Muslim and great Caliph. I had met Illias once at press club and found out that he was like a tiger that roared against a visible mishandling of the situation at that time.

If he didn't drive away Obhi-Niru from DU campus then democracy wouldn't take shape. Surely he took arms to do that and surely he went to jail for playing with fire but some of it was need of the hours. Others definitely went bit too much for which he paid the price but it wasn't him that set the precedence; Auranga, Sarwar, Khasru of RAWAMY League did way before him. Infect, cadre politics had started in DU with the murder of brilliant Malek of Chatra Sangha during PAK era and RAWAMYS foot prints were all over in it. Prior to that, SK Mujib was expelled from DU for gundami, so terrorism was Rawamy manifesto to start with thus Illias Ali's past shouldn't be brought in abduction equation like Mujib's one didn't come up during his murder trial.
 
. .
এই ইলিয়াস আলী... সেই ইলিয়াস আলী

http://www.somewhereinblog.net/blog/moulik2020/29581180

২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩২

এই ইলিয়াস আলী... সেই ইলিয়াস আলী

If Ilias Ali committed crime he could have prosecuted by Awami regime with all the power they have. But they regime did not take him to court instead abducted him and perhaps killed him.

Ilias Ali was BNP leader for long time and none of these accusation came out berore. But as soon as Awami League regime with their indian trained terrir group abducted him these guilty rap sheet is being used by awami thugs as defense for his abduction.

CaPtAiN_pLaNeT are you promoting this Awami League line - that its ok to abduct Islias Ali because what he did in the past????
 
.
There is a saying, " Dosh din Chorer aar ekdin Grihaster" and it seems like RAWAMYS being the worst thieves have tied up their own hands up by abducting Illias. Now they are spreading rumors to bail them out but BNP's top brasses should be resolute/destitute not to give in to dalal' cunningness..

BNP trashes reports of 'a deal' | Politics | bdnews24.com


BNP trashes reports of 'a deal'

Sun, Apr 22nd, 2012 7:50 pm BdST


Dhaka, Apr 22 (bdnews24.com) – The BNP acting secretary-general termed 'baseless' some media reports that the party reached an agreement with the government over 'returning' missing M Ilias Ali, a former MP.

"The government has abducted him and it will have to return him. (Reports of) Talks on the matter have no basis," Mirza Fakhrul Islam Alamgir said after enforcing a countrywide dawn-to-dusk general strike on Sunday.

He was speaking at a media briefing at the party's Naya Paltan headquarters. BNP has extended the shutdown to Monday in protest against 'disappearance' of Ilias.

Several newspapers, referring to anonymous sources, reported that an intelligence agency traced Ilias and the government had a meeting with top BNP leaders to reach an agreement on the issue.

"There is no question of reaching a compromise with the government over the issue. We are still telling the government that their agency has abducted Ilias Ali and his driver," he said.

Rapid Action Battalion (RAB), which is accused by BNP of abducting one of its organising secretaries, Ilias, raided several suspected houses at Gazipur's Pubail to find him but did not find him.

Police recovered Ilias' car abandoned at Mohakhali in the capital near his Banani house in the wee hours on Apr 18. His family alleged law enforcers picked up the BNP leader. The driver of the car, Ansar Ali, has also been missing since then.

bdnews24.com/sm/ost/bd/1923h
 
.
Bangladesh police out in force as tension rises over missing politician

Ilias Ali of opposition party disappears, with fingers pointing at Sheikh Hasina's government and security forces


Saad Hammadi in Dhaka and Jason Burke in Delhi

guardian.co.uk, Sunday 22 April 2012 05.34 EDT
Article history



Bangladesh's prime minister, Sheikh Hasina, claimed Ilias Ali may be hiding on the orders of his own party. Photograph: Faisal Al-Tamimi/AFP/Getty Images


Police in Bangladesh used baton charges, live bullets and teargason Sunday in clashes with demonstrators protesting against the alleged abduction of a senior politician. The violence was the most acute for many months in the unstable state.

In Dhaka, the capital, dozens of small devices were reported to have exploded and 20 arrests were made. In the north-eastern city of Sylhet, 12 people were reported to have been injured and more than 50 detained in running battles. On Sunday night a tense calm had been established, although tens of thousands of security personnel remained deployed across the country in anticipation of further clashes on Monday.

The crisis was sparked by the disappearance last Tuesday of Ilias Ali, a key organiser with the Bangladesh Nationalist party (BNP). Ali was the latest in a series of political activists who have apparently been abducted, raising fears of a concerted campaign of intimidation aimed at opposition politicians. At least 22 people have gone missing so far this year, the local human rights organisation Ain o Salish Kendra said. In 2011, the number was 51. Estimates of the exact number vary though all indicate a rising overall total.

Many local and international campaigners have blamed security forces, accusing the paramilitary Rapid Action Battalion (Rab) and local police of eliminating opposition figures to benefit the administration of Sheikh Hasina, the prime minister.

Spokesmen from the Rab have denied the charge, saying that many of those found dead or who have disappeared were involved in crime and killed by associates or rivals. The director of the Rab's legal wing, Commander Mohammed Sohail, said an operation had been launched to recover Ali and a search was continuing.

Speaking in Dhaka last week, Hasina suggested Ali might have been "hiding somewhere" on the orders of his party. Ministers described his disappearance as "sad" and "unexpected".

Police officials contacted by the Guardian refused to comment on the case.

Ali's wife, Tahsina Rushdir, said her husband, a veteran activist who had risen through the ranks of the BNP, had been campaigning for the party in Sylhet before he disappeared. "He told me that the government was making a list of people who were being critical about them. He wouldn't be picked up this way unless he had posed a threat to the government," she said. "The waiting is very difficult."

More than 30 people were injured in clashes between opposition activists and the police on the streets of Dhaka last week following the news that Ali was missing.

Tensions in the south Asian state, home to 160 million people, have been building for months. Runaway inflation, rising inequality and recent corruption charges against some ministers have all combined to undermine the popularity of the government, in power since winning a landslide victory in 2008.

Politics in Bangladesh, which won independence from Pakistan after a bloody conflict in 1971, has been marked for decades by the personal rivalry of Sheikh Hasina, head of the Bangladesh Awami League, and Khaleda Zia, leader of the BNP. This has not however prevented economic growth rates that are among south Asia's highest and some significant improvements in areas such as education. But governance and the rule of law remain weak. Adilur Rahman Khan, secretary of Bangladeshi human rights group Odhikar, said the disappearances were "a result of the impunity granted to the law enforcement [agencies] for the last 41 years". Dr Iftekhar Uz-Zaman, executive director of the Bangladesh chapter of Berlin-based Transparency International, blamed "growing partisan political influence" that was eroding "the capacity of the state to promote rule of law, justice, equality and basic human rights of the people".

Among the recent missing are three student leaders from the BNP. The body of a trade union organiser, apparently tortured, was found after he disappeared on 4 April. Two opposition activists, both members of an Islamic student organisation, disappeared in February.

Shafiq Ahmed, minister for law, justice and parliamentary affairs, said that a full investigation was under way to locate all those who have disappeared, and that allegations that the government could be responsible in any way for abductions were motivated by "an interest to gain public attention".

The minister also rejected criticism of the government's economic record. "The economy [in Bangladesh] is better than many countries in the face of global economic depression," he said.

The Rab has received training from British police, the Guardian revealed in 2010. Details of the programme appeared in a number of cables released by WikiLeaks. The Rab is believed to be responsible for up to 1,000 extrajudicial killings since being formed eight years ago.

In its 2012 annual report Human Rights Watch said ministers have denied that such incidents occur, even when the government's own investigations found evidence of wrongdoing.


Bangladesh police out in force as tension rises over missing politician | World news | guardian.co.uk
 
.
Nizam Uddin was a dacoit before becoming Aulia (Saint), similarly Omar (RAH) was an assassin before becoming Muslim and great Caliph. I had met Illias once at press club and found out that he was like a tiger that roared against a visible mishandling of the situation at that time.

If he didn't drive away Obhi-Niru from DU campus then democracy wouldn't take shape. Surely he took arms to do that and surely he went to jail for playing with fire but some of it was need of the hours. Others definitely went bit too much for which he paid the price but it wasn't him that set the precedence; Auranga, Sarwar, Khasru of RAWAMY League did way before him. Infect, cadre politics had started in DU with the murder of brilliant Malek of Chatra Sangha during PAK era and RAWAMYS foot prints were all over in it. Prior to that, SK Mujib was expelled from DU for gundami, so terrorism was Rawamy manifesto to start with thus Illias Ali's past shouldn't be brought in abduction equation like Mujib's one didn't come up during his murder trial.

Its sad state of affairs when these guys are called leaders. Then again Sheikh Mujib was the goon of Sohrawardi.

Guys like this are only good for turf wars. Which explain why Mujib was a horrible failure.

Garbage in, garbage out.
 
.
There is news in media circle that Awami regime gave outright back mailing conditions to Ilias Ali wife in order for his release:

1) Ilias Ali has to take blame for Suranjit Sen Gupata corruption as setup by him.
2) Ilias Ali will blame BNP for hiding him. (same lie Sheikh Hasina has been saying from day one)
3) Ilias Ali has to stay away from active politics.


??? ????? ???????? ??????! :: ????? :: ???????? ?????
 
.
YES indeed democracy is in real peril.

What do u think who started it. BNP killed the heavy weight leaders of AL.They killed leaders like kibria & ahsanullah master.They even tried to kill most of the leaders by bomb attack in 22august 2004.They killed 10 thousand people in their regime.

So they cant expect little bit of anger return of that.Who is Elias sunny comparing those decent leaders.

Assuming your claims are true and proven in the court of law. 2 wrongs make a right?
 
.
Bangladesh Police.

Police should always be protector. In Bangladesh, they are oppressors - for the most part.
 
.
Bangladesh Police.

Police should always be protector. In Bangladesh, they are oppressors - for the most part.

same in every nation in the world. Police are there for the elites to keep the general population in check.:police:
 
.
same in every nation in the world. Police are there for the elites to keep the general population in check.:police:

Except, that's not what I meant. People here avoid police when possible. Even amicable gestures.

I heard one story where one apartment owner tried to avoid police officers being tenants. One day, a police officer approached him to ask for the rent rate. He lied about the price being Tk. 20,000/month (much higher) such that the officer goes away. To his surprise, the officer said he'll pay that amount :lol:

You have a police officer in your place, you're gonna have problems.

Our maids make more money than those guys.
^True story.
 
.
Our police are very lowly paid, with crappy amnesties and lots of work. Increase their pay and amnesties, you will see their service change over night. Becoming a police officer takes a lot of money aswell, even a police inspector post would cost you a good 30-40 lac bribe along with a mama chacha in a good position. Police are the hardest working institution in Bangladesh, they deserve every amount of bribe they take.
 
.
Our police are very lowly paid, with crappy amnesties and lots of work. Increase their pay and amnesties, you will see their service change over night. Becoming a police officer takes a lot of money aswell, even a police inspector post would cost you a good 30-40 lac bribe along with a mama chacha in a good position. Police are the hardest working institution in Bangladesh, they deserve every amount of bribe they take.

True. But the thing is, they don't always do their jobs properly.

I've lived in Thailand for many years. And yes, police are very corrupt. But, they do their jobs properly such that there's order.

In Bangladesh, hardly any order. And it got worst than before.

Here, people with the right political connections can even get away with murder so easily.
 
.
CaPtAiN_pLaNeT are you promoting this Awami League line - that its ok to abduct Islias Ali because what he did in the past????


Idune u r too much pathetic.According to u there should be two views in the country.1 is AL view the other 1 is Bnp/jamat view.

But there r too many views than that.& 1 is in between view.Supporting one u can jundge him no problem with that.But to u who criticizes BNP is a damn hardcore AL supporter.

You need help,really!!!!!!!!!!Your brain is badly washed.
 
.

Pakistan Defence Latest Posts

Back
Top Bottom