????????? ?????? ????? ??????? ???????? ??? ???? ?????? ????? ?? -??????? ???????
ইন্টারপোল চাইলেও তারেক রহমানকে গ্রেফতার করে দেশে পাঠাতে পারবে না -ব্রিটিশ সলিসিটর
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক আশ্রয়ে থাকলে কাউকে তার দেশে ফেরত পাঠানো যায় না। তারেক জিয়া রাজনৈতিক আশ্রয়ে আছেন। সে কারণে তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার। তিনি বলেন, তারেক জিয়া এদেশে (ব্রিটেন
রাজনৈতিক আশ্রয়ে আছেন। তাকে চাইলেও ব্রিটিশ সরকার বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না।
তিনি বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের সাহায্য চেয়েছে বাংলাদেশ সরকার, তা বাস্তবসম্মত নয়। সলিসিটর বিপ্লব পোদ্দার বলেন, চাইলেই ইন্টারপোল রাজনৈতিক আশ্রয়ে থাকা কাউকে গ্রেফতার করে দেশে পাঠাতে পারে না। কারণ, রাজনৈতিক আশ্রয়ে থাকলে ব্রিটিশ আইনে কাউকে তার নিজের দেশে পাঠানোর সুযোগ নেই।
আদালত রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ইমিগ্রেশন বিশেষজ্ঞ বিপ্লব কুমার পোদ্দারের সঙ্গে স্কাইপের মাধ্যমে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি বাংলাদেশ সরকারের অনুরোধ অনুযায়ী ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে চায়, তাহলে ব্রিটিশ ও ইউরোপীয় আইনে পরিবর্তন আনতে হবে। কারণ, রাজনৈতিক আশ্রয় লাভের আইনের আর্টিকেল ২, ৩ ও ৬ ধারা পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, এই ধারায় পরিবর্তনে আনা হলে শত শত রাজনৈতিক আশ্রয়লাভকারীকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। তিনি বলেন, সরকার আসলে ভ্রান্ত ধারণার ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে। তারেক জিয়া ব্রিটিশ আইন অনুযায়ী এদেশে বসবাস করছেন। সুতরাং ইন্টারপোল চাইলেও তারেক জিয়াকে গ্রেফতার করে দেশে পাঠাতে পারবে না। তারেক প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন গেছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, তাহলে তাকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়া যে ভিসা নিয়েই আসুন না কেন, তিনি তো ব্রিটিশ আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ে আছেন। সুতরাং সে কারণে তাকে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে না।
গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে তারেক জিয়ার মন্তব্য কী জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর তারেক জিয়ার সঙ্গে এবিষয়ে কোনো কথা বলার সুযোগ হয়নি। এদিকে, লন্ডনে অবস্থানকারী তারেক জিয়া ও বিএনপির নেতাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে বিএনপির কোনো নেতাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আর তাছাড়া সেখানে বিএনপির কোনো কমিটি গঠিত হয়নি।
তবে লন্ডনে বসবাসকরী বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার তারেক জিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা আইনসম্মত কিংবা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের পর তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, তার একটাও প্রমাণ করতে পারেনি সরকার। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। সূত্র : বাংলানিউজ