Sikkim to be Independent, if India doesn't back off.
ভারত না পেছালে সিকিমকে স্বাধীন করে দেয়া হবেঃ চীন
06 Jul, 2017
চলমান সীমান্ত উত্তেজনায় নয়াদিল্লিকে পিছু হটাতে সিকিম ও ভুটানে ভারত-বিরোধী আবেগ খুঁচিয়ে তোলার হুমকি দিলো বেইজিং। চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ এর একটি সম্পাদকীয়তে বলা হয়েছে, ভারত যদি তাদের বর্তমান অবস্থান থেকে পিছু না হঠে, তাহলে সিকিমের স্বাধীনতা নিয়ে ফের ঘাটাঘাটি শুরু করবে বেইজিং।
সম্পাদকীয়তে দিল্লির উদ্দেশে বলা হয়েছে, দলাই লামাকে ব্যবহার করার কৌশল পুরোনো হয়ে গিয়েছে। ওই পথে ভারতের কোনও লাভ হবে না। উল্টো দিল্লির পক্ষে সংবেদনশীল বিষয়গুলি নিয়ে পাল্টা তাস খেলতে পারে বেইজিং। তার জেরে এমনিতেই অশান্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চল আরও অশান্ত হয়ে উঠেতে পারে। বদলে যেতে পারে দক্ষিণ হিমালয়ের ভূ-রাজনীতি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চীনের সরকারি সংবাদমাধ্যমের দাবি মেনে বেইজিংও যদি সিকিম নিয়ে সেই পথে এগোয়, তাহলে নরেন্দ্র মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে।
সিকিম সীমান্তে টানাপড়েন নিয়ে প্রতিনিয়তই দিল্লিকে নানারকম কটাক্ষ ছুড়ে দিচ্ছে চীন। সেই হুমকির সুরেই ‘গ্লোবাল টাইমস’ আজ প্রথমে সম্পাদকীয়তে বলেছিল, ‘ভারত যদি চীনের সঙ্গে এ বার সংঘাতে যেতে চায়, তা হলে ১৯৬২ সালের থেকেও বেশি লোকসান হবে তাদের। ভারত নিজেদের সম্মান বজায় রেখে ডোকলাম এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নিক। না হলে ভারতীয় সেনাকে আমরা তাড়িয়ে ছাড়ব।’ ভারতীয় সেনাকে উৎখাত করার প্রয়োজনীয় শক্তি যে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রয়েছে, তাও মনে করিয়ে দেওয়া হয় এতে।
পত্রিকাটি সরাসরি বলেছে, ‘সিকিমের ভারতে অন্তর্ভুক্তি ২০০৩ সালে মেনে নিয়েছিল বেইজিং। কিন্তু তা পুনর্বিবেচনার সময় এসেছে। সিকিমের স্বাধীনতার পক্ষে সমর্থনের সুর এখনও রয়েছে চীনে। সেই সমস্ত কণ্ঠস্বর সিকিমের স্বাধীনতার দাবিকে তুলে ধরবে।’ একই সঙ্গে বলা হয়েছে, ‘ভুটানের কূটনৈতিক সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে নিয়ন্ত্রণ করছে ভারত। ভারতের চাপেই চীন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে পারছে না ভুটান। চীনের এলাকায় ঢুকে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে ভারত। আর মুখে বলছে ভুটানের সার্বভৌমত্বের কথা। ভারতকে এর মাসুল দিতে হবে।’
সিকিম সীমান্তের ডোকা লা-য় চীনা সেনার রাস্তা বানানোর উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই আপত্তি তুলেছে ভুটান। এর পরেই রাস্তা বানানোর বিষয়ে আপত্তি তোলে নয়াদিল্লিও। ভারতের মতে, ওই এলাকা চীনের নিজের নয়। সেখানে সামরিক উদ্দেশে রাস্তা বানানোর অধিকার নেই তাদের। এই প্রেক্ষাপটেই বেইজিং আজ দাবি করেছে, ডোকলাম এলাকা নিয়ে থিম্পুর সঙ্গে তাদের কোনও রকম বিতর্ক নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং মন্তব্য করেছেন, ‘প্রাচীন কাল থেকেই এই এলাকা চীনের। এ নিয়ে কখনও কোনও বিতর্ক ছিল না।’
jamunanews24
http://www.newsonbd.net/newsdetail/detail/200/321123