Former East Pakistan ( actually daddy to west , because Pakistan dominion was created in Dhaka) , that is separated from self proclaimed master race, is called the nation Bangladesh!
ভাই, বাংলাদেশে ইলিশের দাম কমা উচিত না। কারন কি জানেন? বাংলাদেশের মানুষের সস্তা ফুটানি! আমার ছোট বেলায় ইলিশ মাছ ছিল ৩০ টাকা কেজি আর নদীর রুই ৯০ টালা কেজি!
মানুষ রুই টাই বেশি কিনতে চাইত, ইলিশ আবার কিসের বালের মাছ!
এমনকি অনেক ক্ষেত্রে দেখা যেত ইলিশ বাজারে পচে যাচ্ছে, ব্যবসায়ী রা আরো কম দামে বিক্রি করতে মানুষ কে ডাকছে, কিন্তু লাভ হচ্ছেনা!
আগে ব্যবসায়ী রা হা হুতাশ করত, এখন আমরা করি।
যদি ইলিশ রপ্তানি বা পাচার বন্ধ হয়, দেশে দাম কমে যাবে, বাংলাদেশের মহামানব জমিদারের বাচ্চারা সেই জিনিস আর কিনবে না ( যেহেতু কম দামী মানে ডিফল্য হিসাবে খারাপ জিনিস!), মাছ পচবে।
ওর চেয়ে মাছ পাচাফ হোক, ভারতীয় রাই খাক, আর প্রবাসী বাংলাদেশী রা!
বাংলাদেশের জমিদারের বাচ্চারা বেশি দাম দিয়ে ভাল জিনিস খাক।
বিশ্বকাপ ফুটবলে যে দেশে ৫ লাখ টাকা দিয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা বানানো হয়, সেই দেশে ইলিশ সহ কোন ভাল জিনিসের দাম মোটেও কমা উচিত না!
জমিদারের জাতি বেশি দাম দিয়েই খাক, আর খেতে না পেরে আক্ষেপ করুক!