What's new

Beautiful Bangladesh

Status
Not open for further replies.
MHJ you got an unbelievable informative collection. Is it possible to post the information in English as there are many foreigners on this forum and the details in English together with the images will make your post more attractive to them ?

Vaia ,
Ami ektu busy manush. Jokhon shomoy pae tokhone online-a asi. Tai, akhon translate korte parbo na. Please, kisu mone korben naa. Aapnara Bangla post-gula shongkhepe English a translet kore dien.
- MHJ .
 
.
সোনার গাঁও
-----------


বাংলার প্রাচীন রাজধানী গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সোনারগাঁও। ঢাকার খুব কাছেই অবস্থিত এই আকর্ষণীয় জায়গাটি । এখানকার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বরে রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট। এখানে বনভোজনের পাশাপাশি দেখে আসতে পারেন বাংলার ঐতিহাসিক নানান স্মৃতি। এখানকার লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘর, ঐতিহাসিক পানাম নগর, গোয়ালদী মসজিদ, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার ছাড়াও আরো অনেক ঐতিহাসিক জায়গা দেখে আসতে পারেন।

401726_431670106857130_282078708482938_1445126_828571608_n.jpg




বাংলার প্রাচীন রাজধানী সোনার গায়ের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতি সম্পর্কে ধারনা নিতে পারবেন অল্প সময়ে। নদী-নালা, খাল-বিল পরিবেষ্টিত এবং অসংখ্য গাছপালা সবুজের সমারোহ আপনাকে সহজেই আকৃষ্ট করবে। ঈশা খাঁর বাড়ীটি অসাধারন স্থাপত্যশীল আর মধ্যযুগে পানাম নগরী আপনাকে কিছু্*ক্ষনের জন্য হলেও ভুলিয়ে দেবে ব্যস্ততা, দুঃখ, বেদনা।







কারুশিল্প গ্রামঃ

কারুশিল্প গ্রামে বৈচিত্র্যময় লোকজ স্থাপত্য গঠনে বিভিন্ন ঘরে কারুশিল্প উৎপাদন, প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। দোচালা, চৌচালা ও উপজাতীয় মোটিফে তৈরি এ ঘরগুলোয় দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীরা বাঁশ-বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুশিল্প উৎপাদন, প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। এছাড়া জাদুঘরের অভ্যন্তরে আরো রয়েছে বিনোদন ব্যবস্থার জন্য স্থায়ী পিকনিক স্পট, স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত আঁকাবাঁকা মনোরম লেক।


481204_431672966856844_1618043147_n.jpg



বিনোদন স্পটঃ

ফাউন্ডেশনের প্রবেশ পথের সামনেই আগত পর্যটকদের বিনোদনের সুযোগ সৃষ্টির প্রয়াসে আম, লিচু, পাম, নারিকেল, মেহগনি ও গুবাকতরুর সারির শ্যামল, স্নিগ্ধ, হৃদয় জুড়ানো নিরিবিলি পরিবেশে নির্মাণ করা হয়েছে ঐতিহ্য নামের বিনোদন স্পট। এ স্পট স্বস্তিকর ও আনন্দদায়ক বিনোদনে দেশের ভ্রমণপ্রিয় মানুষকে উৎসাহিত ও উজ্জীবিত করবে। এ স্পট ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি রয়েছে। এছাড়া ফাউন্ডেশনের প্রধান প্রবেশ গেটের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য বিনোদন স্পট ও বিলাসবহুল সোনারগাঁ মিনি চায়নিজ রেস্তোরাঁ।



পানাম নগর

547340_431671586856982_1899972190_n.jpg


পানাম নগর একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে[৩] হাঁটাপথেই পৌঁছানো যায় অর্ধ্বচন্দ্রাকৃতি পানাম পুলে। (যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে)। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর।





যেভাবে যেতে হবেঃ



যদি আপনি নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসেন তবে সরাসরি লোক ও কারুশিল্প জাদুঘরে যেতে পারবেন। আর যদি বাসে যেতে চান তাহলে গুলিস্তান থেকে বাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায় এসে নামতে হবে। সেখান থেকে রিকশা/অটোরিক্সা যোগে সোনারগাঁ জাদুঘরে যেতে হবে। মোগড়াপারা বাসষ্ট্যান্ড থেকে প্রায় ২কি:মি: অভ্যন্তরে সোনারগাঁ যাদুঘরের অবস্থান এবং এর সাথেই রয়েছে পানাম নগরী। বাস, মিনিবাস বেবি-ট্যক্সি, মোটর সাইকেল সহ যে কোন বাহনেই এখানে আসা যায়।




- MHJ ...
 
.
photo.php
...Its great to see the beauty of our country, Bros please keep uploading...

...These pics are from Project mohamaya, Mirsarai, Ctg...

photo.php
 
.
photo.php
...Its great to see the beauty of our country, Bros please keep uploading...

...These pics are from Project mohamaya, Mirsarai, Ctg...

photo.php

I cannot see any pictures in your post.
 
.
নবাবগঞ্জ জমিদারবাড়ি [Nobabganj Jomidarbari]
----------------------------------------


ঢাকার কাছেই ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা সমৃদ্ধ একটি জায়গা নবাবগঞ্জ। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এ জায়গাটিতে খুব অল্প সময়েই পৌছানো যায় ঢাকা থেকে। নবাবগঞ্জের মূল আকর্ষণ হলো এ এলাকার প্রাচীন কিছু জমিদার বাড়ি।



ঢাকার নবাবগঞ্জ উপজেলার শহরের মহাকবি কায়কোবাদ মোড় থেকে পশ্চিম দিকে কলাকোপায় অবস্থিত। নবাবগঞ্জ যেতে হয় দ্বিতীয় বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জ হয়ে। চারপাশে চিরায়ত সবুজের সমারোহ দেখতে দেখতে চলে যাওয়া যাবে ২০০ বছরের ইতিহাস সংবলিত নবাবগঞ্জে জমিদার ব্রজেন সাহার জমিদার বাড়িতে। যা এখন জজ বাড়ি নামে খ্যাত। জজবাড়ির সামনে রয়েছে খানিকটা বাগান, বিভিন্ন ফল ও ফুল গাছে পরিপূর্ণ।



Nobabganj, an ancient & historical place very near to capital Dhaka. The main attractions of this place is some ancient palace of Jomidars (landlords), which are nearly 200 years old. This place is under Kolakopa of Nobabganj Upazila of Dhaka District.


291767_283107018380107_282078708482938_1022010_508024346_n.jpg



295950_283109701713172_1948498725_n.jpg




কলাকোপার মূল আকর্ষণে এই জজবাড়ি যা আগে জমিদার ব্রজেন সাহার সময়ে ব্রজ নিকেতন হিসেবে পরিচিত ছিল। পরে আশির দশকে এক বিচারক পরিবার এখানে বসবাস শুরু করলে এটি জজবাড়ি হিসেবে পরিচিতি পায়। জজ বাড়ি এখন কলাকোপার প্রাণ। বাড়িটির চোখ ধাঁধানো নির্মাণশৈলী দেখে যে কোন পথিকের পা থমকে যাবে। কিছুক্ষণের জন্য হলেও নিয়মিত পরিচর্যা করা হয় বাড়িটিকে। প্রচুর গাছ গাছালির সমারোহ, পাখির কিচির মিচির শব্দ আর চিত্রা হরিণের পাল দেখতে দেখতে কখন যে আনেকটা সময় পার হয়ে যাবে টেরও পাওয়া যাবে না।



কলাকোপায় রয়েছে আরেকটি দর্শনীয় স্থান গান্ধী মাঠ। সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে গান্ধীজি ১৯৪০ সালে এই মাঠে এসেছিলেন। সেই থেকে এই মাঠের নাম গান্ধী মাঠ। এখান থেকে কিছুদূর এগোলেই আরেকটি প্রাচীন বাড়ি আরএন হাউস। বাড়িটির অন্যতম মালিক রাধানাথ সাহা মুর্শিদাবাদ থেকে এসে প্রায় আড়াইশ বছর আগে এ বাড়ি তৈরি করেছিলেন। চরিদিকে কক্ষ ঘেরা এ বাড়ির সামনের অংশে ছিল অতিথিশালা, পেছনে অন্দরমহল এবং পাশেই মন্দির। বাড়িটির বয়স প্রায় ২০০ বছর।



The main attraction of this place is Judgebari/ Brojo Niketon, established by Landlord Brojen Saha more than 250 years ago. The structure and building technique will amazed you, as you can see few of them in pictures.



There is also Gandhi Ground visited by Mahatma Gandhi in 1940, RN House established Radhanath Saha more than 200 years ago.

310143_283107368380072_282078708482938_1022012_1920356750_n.jpg



রাধানাথ সাহার বাড়ি ফেলে একটু সামনে গেলেই চোখে পড়বে খেলারামের বিখ্যাত বিগ্রহ মন্দিরটি। জনশ্রুতি রয়েছে খেলারাম দাতা বজরাম ধনীদের ধনদৌলত ডাকাতি করে গরিবদের মাঝে দান করতেন। আরও শোনা যায় একরাতে এই তিনতলা বিশিষ্ট বিশাল মন্দিরটি মাটি থেকে উপরে উঠে এসেছে। কয়েকটি গম্বুজ বিশিষ্ট কয়েকশ বছরের কুঠিরের ভিতরের পরিবেশ অন্ধকার। এ বাড়ি থেকে একটি সুড়ঙ্গ পথ ছিল ইছামতির পাড়ে। নদীপথে ধন সম্পদ এসে এ সুড়ঙ্গ পথেই বাড়িতে নিয়ে আসত খেলারাম দাতা। বাড়ির পাশেই বিশাল পুকুর। প্রচলিত আছে যে, মাকে বাঁচাতে খেলারাম দাতা এই পুকুরে নেমেছিলেন। আর উঠে আসেননি।



বান্দুরার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো জমপালা রানীর গির্জা। খ্রিস্টানদের এ উপাসনালয়টি সর্বপ্রথম নির্মিত হয় ১৭৭৭ সালে। পরে ১৮৮৮ ও ২০০২ সালে এর সংস্কার করা হয়। গির্জার পরিবেশ ও নির্মাণশৈলী নজর কাড়ার মতো। পুরো গির্জাটি হলুদ বর্ণের সুন্দর কারুকাজে ভরা। গির্জার সামনেই জমপাল দেবীর নামাঙ্কিত ফলক তার স্মৃতি ধরে রেখেছে। বর্তমানে একজন ফাদার ও একজন ডিকন দ্বারা পরিচালিত হয় এ গির্জার কার্যক্রম। বড়দিন স্টার সানডেতে এখানে বড় উৎসবের আয়োজন থাকে।



উল্লিখিত স্থানসহ এখানে দেখার আছে আরও অনেক কিছু। পোদ্দার বাড়ি, কালীবাড়ি, কলাকোপার কাছে সামসাবাদ তাঁতপল্লী, আলানপুর তাঁতপল্লী, জমিদার বাড়ি, জগবন্ধু সাহা হাউস প্রভৃতি। ভগ্ন বিলুপ্তির পথে এসব দালান কোঠা এখনই দেখতে যেতে পারেন। সংরক্ষণের অভাবে কালের আবর্তনে ইতিহাসের মতোই হারিয়ে যাবে এসব কালের সাক্ষী।



There is also Khelaram's Brgoho Mandir, Queen's Church and some Loom made localities. Most of these historical areas are not preserved and disappearing day by day.

296265_283109055046570_1717594976_n.jpg




যাতায়াতঃ কলাকোপা বান্দুরায় দিনে এসে দিনেই ফেরা যায়। ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র ৫৫ কিলোমিটার পথ। নিজস্ব পরিবহন থাকলে জায়গাগুলো বেড়ানো সহজ হবে। মাত্র দেড় ঘণ্টায় পৌছে যেতে পারেন। অথবা বাসে করে ঢাকার গুলিস্তান, বাবু মাজার কেরানীগঞ্জ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী থেকে সরাসরি বাস সার্ভিস আছে। বাংলালিংক, মল্লিক, যমুনা ইত্যাদি পরিবহনে ভাড়া পড়বে মাত্র ৫০ টাকা।



Transportation: You can complete your Nobabganj tour in one day. Its only 55 km away from Dhaka Zero point. Some local Buses are available from Gulistan, Keraniganj, Saydabad, Jatrabari of Dhaka. Travel fair is 50tk in Buses named Banglalink, Mollik, Jomuna etc.



- MHJ ...
 
. .
photo.php
...Its great to see the beauty of our country, Bros please keep uploading...

...These pics are from Project mohamaya, Mirsarai, Ctg...

photo.php

BROTHER OPEN YOUR FACEBOOK PAGE then right click on your photo then click copy image location, then paste it here between IMG
 
.
পানাম নগর

547340_431671586856982_1899972190_n.jpg


- MHJ ...

Dont know why this photo always reminds me of old bengali movies. There is a certain feel of aristocracy in this photo. Love to visit te place at least once
 
. . . . . . . .
Status
Not open for further replies.

Country Latest Posts

Back
Top Bottom