16 Mar 2013 07:48:42 PM Saturday BdST
‘জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যাংক অফ আমেরিকা’
????????? ???? ???????? ?????? ?????? ?? ????????
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যাংক অফ আমেরিকা’
ঢাকা: যুক্তরাষ্ট্রের এনার্জি ট্রান্সফরমেশন বিষয়ক উপ-সহকারী সেক্রেটারি ড. রবার্ট ইকর্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। জ্বালানি খাতে বিনিয়োগের জন্য “ব্যাংক অফ আমেরিকা” ৫০ বিলিয়ন ডলারের একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে । এই ব্যাংকটি বাংলাদেশে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই
ভবনে। ডিসিসিআই এবং বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে জ্বালানি বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। ড. রবার্ট ইকর্ড যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
ড. রবার্ট ইকর্ড পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি
-এর আওতায় বাংলাদেশ সরকারের বিদ্যমান পলিসি ফ্রেমওয়ার্ক যুগোপযোগী করা এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির প্রস্তাব করেন।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য জ্বালানি সুবিধা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত এবং দাতা সংস্থাগুলোর একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, বাংলাদেশে বিকল্প জ্বালানির প্রচুর চাহিদা রয়েছে, তাই এ খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করার জন্য “সাসটেইন্যাবল এনার্জি ফর অল ইনিশিয়েটিভ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ সরকার গৃহীত ২০২১ সালের ২০হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করেছে । সরকারের এ রূপকল্প বাস্তবায়ন করার জন্য এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহবান জানাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের ধারা কে বেগবান করতে জ্বালানি সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারা বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানির ১৬% আসে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে এবং বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রসঙ্গত, “সাসটেইন্যাবল এনার্জি ফর অল ইনিশিয়েটিভ” হলো বিশ্বব্যাংক এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে গঠিত একটি সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো- জ্বালানি সুবিধা বৃদ্ধি করা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জ্বালানি বিষয়ক দক্ষতা বৃদ্ধি করা।
আলোচনা সভায় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, খায়রুল মজিদ মাহমুদ, হায়দার আহমদ খান, রিজওয়ান-উর রহমান, এম আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম, হোসেন এ সিকদার, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ শোয়েব চৌধুরী এবং প্রতিনিধিদলের সদস্য মলি ওয়ার্ড, এলিজাবেথ ওয়ালেন্স, প্যাট ডেলিকুইয়েল, ফ্রেনসিসকা কসটানটিনো, আলেকজেন্ডার গেজিস্ উপস্থিত ছিলেন।
ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
এমআইআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর