What's new

Bangladesh Revolution News and Updates

the jamatis who started destroying shaheed minar and vandalizing should be arrested and dealt with, accordingly, i have no more support for this **** after seeing how these jamatis are using this protest for themselves. stupid jamat :angry:

You are a little mistaken here. The protests are not really organized by the Jamaat, although they are a large part of it. We have heard the voices of the AL supporters so far. Now, let us hear the voices of the other groups. AL is doing something after coming to power that only acts as boomerang to hunt itself. A democratic govt should not have allowed those Shahbagis to gather and block the roads to show their solidarity with Awmi League or to demand deathj penalty for the 1971 war criminals.

AL is dishonest and it creates its own problems. It is always digging its own grave. Now, BNP has already declared solidarity with the present Islamist uproar. I am against both the flows (Shahbagi and Islamist) because it causes harm to the economy and to the working population. However, AL supporters have started the gathering first with govt patronization.

BNP supports Sunday strike - bdnews24.com

BNP supports Sunday strikeStaff Correspondent, bdnews24.com
Published: 2013-02-23 10:21:36.0 Updated: 2013-02-23 10:24:11.0

The main opposition BNP on Saturday has extended its support to Sunday’s countrywide dawn-to-dusk shutdown to be enforced by 12 Islamist parties, including the Jamaat-e-Islami and its affiliates.

BNP Joint Secretary General Ruhul Kabir Rizvi told a press conference at the party’s Naya Paltan headquarters that the support was unconditional.

“We’ve decided to give our full supports to the shutdown programme called by the Islamist parties in protest against the Friday’s police attacks across the country on the faithful,” he said.

After unleashing a wave of mayhem across the country on Friday, the Islamist parties called for a nationwide dawn-to-dusk shutdown for Sunday protesting what they said attacks on demonstrators who were demanding punishment against the ‘atheist’ bloggers of Shahbagh movement.
 
Only one advantage of this situation is now some confused and uninformed people would easily be convinced that AL is a party of Nastik+Infidel+Foul+Low-life+Dalal+Fascists+Thugs+Retarded+Traitor people/
 
The mullahs need to paint themselves as a victim of vicious AL oppression. If they can sell that picture to the general population that AL is out to get Islam, the mullahs will win hands down.

They have a great opportunity here to show AL is out to get Islam, Jamaat is just a conduit.,

Mullahs need to apply themselves !!!

Religion of peace is better than religion of d***king G*o Jol any day of the week.

Seems like your are even excited and has leaped into a extreme orbital! Really, feelings are getting irresistible.
 
You are a little mistaken here. The protests are not really organized by the Jamaat, although they are a large part of it. We have heard the voices of the AL supporters so far. Now, let us hear the voices of the other groups. AL is doing something after coming to power that only acts as boomerang to hunt itself. A democratic govt should not have allowed those Shahbagis to gather and block the roads to show their solidarity with Awmi League or to demand deathj penalty for the 1971 war criminals.

AL is dishonest and it creates its own problems. It is always digging its own grave. Now, BNP has already declared solidarity with the present Islamist uproar. I am against both the flows (Shahbagi and Islamist) because it causes harm to the economy and to the working population. However, AL supporters have started the gathering first with govt patronization.

BNP supports Sunday strike - bdnews24.com

BNP supports Sunday strikeStaff Correspondent, bdnews24.com
Published: 2013-02-23 10:21:36.0 Updated: 2013-02-23 10:24:11.0

The main opposition BNP on Saturday has extended its support to Sunday’s countrywide dawn-to-dusk shutdown to be enforced by 12 Islamist parties, including the Jamaat-e-Islami and its affiliates.

BNP Joint Secretary General Ruhul Kabir Rizvi told a press conference at the party’s Naya Paltan headquarters that the support was unconditional.

“We’ve decided to give our full supports to the shutdown programme called by the Islamist parties in protest against the Friday’s police attacks across the country on the faithful,” he said.

After unleashing a wave of mayhem across the country on Friday, the Islamist parties called for a nationwide dawn-to-dusk shutdown for Sunday protesting what they said attacks on demonstrators who were demanding punishment against the ‘atheist’ bloggers of Shahbagh movement.

I'm all in for this protest as it is needed to teach AL a lesson but the fire in national mosque and stuffs is a bit worrying as they show the extreme side.
 
64536_541292615901555_1829216887_n.jpg
 
One woman died in a computer training center when it was attacked by Chatreleague

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়ারোডে কসমচ কম্পিউটার ট্রেনিং সেন্টারেঅগ্নিসং যোগের ঘটনায় এক প্রশিক্ষণ*ার্থী র মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকেএ ঘটনা ঘটে।
সাবেক শিবির নেতা শওকত হোসেনইমরানের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেবলে অভিযোগ উঠেছে।
তবে তাৎক্ষণিভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি
 
Comment please...

@Hammer-fist

ফরীদ উদ্দীন মাসঊদ এখন ‘অনুতপ্ত’

ঢাকা: শাহবাগ জাগরণ মঞ্চে একাত্মতা ঘোষণা করায় আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এখন ‘অনুতপ্ত’। শাহবাগের আন্দোলকারীদের মধ্যে ইসলাম সম্পর্কে কটূক্তিকারীও রয়েছে, এমন তথ্য জানান পর তিনি বিভিন্ন জায়গায় নিজের অবস্থান পরিষ্কার করে ‘অনুতপ্ত’ হয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, জামায়াত-বিরোধিতা থেকে তিনি শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ব্লগার রাজীব খুন হওয়ার পর ব্লগে ইসলাম সম্পর্কে কটূক্তির খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তিনি জানতে পারেন, শাহবাগ আন্দোলনকারী ব্লগারদের অনেকেই এর সঙ্গে জড়িত। এ খবর জানার পর তিনি নিজের ঘনিষ্ঠজনদের কাছে তার ‘অনুতপ্ত’ হওয়ার বিষয়টি জানান।

গত বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে হামদ-নাতের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ফরীদ উদ্দীন মাসঊদ ব্লগারদের ইসলামবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে দোয়া করেন, “হে আল্লাহ! যারা ইসলামের নামে ব্লগে কুৎসা রটাচ্ছে, তাদের হেদায়েত দান করুন। আর হেদায়েত কপালে না থাকলে, তাদের ধ্বংস করে দিন।”

ওই অনুষ্ঠানে অংশ নেয়া এবং ফরীদ উদ্দীন মাসঊদের ঘনিষ্ঠ একজন নতুন বার্তাকে জানান, একান্ত আলাপচারিতায় তিনি শাহবাগ আন্দোলন সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ফরীদ উদ্দীন মাসঊদ জানান, তিনি আগে থেকেই জামায়াত ও মওদুদির বিরোধিতা করে আসছেন। সে হিসেবে শাহবাগে যেহেতু আন্দোলনকারীরা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এ জন্য তিনি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। কিন্তু ব্লগারদের ‘কুৎসিত’ কর্মকাণ্ড সম্পর্কে অবগত হওয়ার পর তিনি এই আন্দোলনের সঙ্গে আর নেই। প্রকাশ্যে না বললেও তিনি বিভিন্নভাবে এই আন্দোলনের প্রতি নিজের ‘সমর্থন’ প্রত্যাহারের কথা জানিয়েছেন।

ফরীদ উদ্দীন মাসঊদের ছোট ভাই আরীফ উদ্দীন মারুফ ঢাকা সার্কিট হাউস মসজিদের ইমাম ও খতিব। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক মুসল্লি জানিয়েছেন, তিনিও ভাইয়ের কর্মকাণ্ডে বিব্রত। তবে মাওলানা আরীফও জানান, তার ভাই শাহবাগ আন্দোলনে নিজের একাত্মতা ঘোষণা করে অনুতপ্ত হয়েছেন।

এদিকে, ব্লগারদের ইসলামবিরোধী কর্মকাণ্ডে শুক্রবার সারা দেশের আলেম-ওলামা, ইসলামি দলগুলোর নেতা-কর্মী এবং ধর্মপ্রাণ মুসলমান ফুঁসে উঠেছেন। তাদের অনেকেই ফরীদ উদ্দীন মাসঊদের শাহবাগ আন্দোলনে একাত্মতা ঘোষণায় সমালোচনা করেছেন। একটি ইসলামি দলের একজন শীর্ষ নেতা নতুন বার্তাকে বলেন, “তিনি আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল, সেটা আমরা জানি। তাই বলে তিনি শাহবাগের মতো ইসলামবিদ্বেষী কোনো আন্দোলনে একাত্মতা ঘোষণা করবেন, সেটা মেনে নেয়া যায় না।” ফরীদ উদ্দীন মাসঊদকে প্রকাশ্য ঘোষণা দিয়ে শাহবাগ আন্দোলনের প্রতি নিজের সমর্থন প্রত্যাহারের আহ্বানও জানান ওই ইসলামি নেতা।

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে মোবাইলে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য, জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে চলমান আন্দোলনে গত ১১ ফেব্রুয়ারি সমর্থন জানাতে যান দেশের শীর্ষ আলেম ও বৃহত্তর ঈদের জামাত শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি সেখানে আন্দোলনকারীদের নির্ভয় দিয়ে বলেন, “‘আমি সব মুসলিম ও ওলামায়ে কেরামের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাতে এসেছি। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। হিটলার-নাৎসিপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক।” তিনি আরো বলেন, “হে আল্লাহ, যারা ৭১-এ আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে, তাদের বিচার তুমি করো। বিচারপতিরা জালিম। তারা সঠিক বিচার জানে না। তাদের বিচার আল্লাহ করবেন।”

প্রসঙ্গত, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের অন্যতম শীর্ষ আলেম। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। বরাবরই আওয়ামী লীগের সঙ্গে তার সদ্ভাবের কথা শোনা যায়। আলেমদের মধ্যে তিনি কট্টর জামায়াতবিরোধী হিসেবে পরিচিত। মওদুদি আকিদার (বিশ্বাস) বিরুদ্ধে তিনি সব সময়ই সোচ্চার। রাজধানীর হাজিপাড়ায় তার মাদরাসা। ইসলাহুল মুসলিমীন নামে তার একটি এনজিও রয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গি কানেকশনের অভিযোগে তিনি বেশ কিছুদিন কারাভোগ করেছেন। তার অভিযোগ, জামায়াত ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় ফাঁসায়। এ জন্য তিনি জামায়াতের প্রতি ক্ষীপ্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বৃহত্তর ঈদের জামাত শোলাকিয়ার ইমাম হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

???? ?????? ????? ??? ????????? | national | natunbarta.com
 
Last edited by a moderator:
A revolutionary, wearing three piece suits, smoking and drinking was referring to Islam? yea right, Jinnah is my god :smitten:

When Sherwani, and Pagdi-wearing big muslims are killing other Muslims in Pakistan and Afghanistan, it is time we seek the knowledge and foresight from the thoughts of Jinnah who was the saviour of the muslims of the sub-continent. You should find out his political ideology and what he did for the Muslims, and not his suits. Talk with adab/respect when you talk about a personality like Jinnah.
 
Hammer line of bs ran out its time, he might created new id already. At any case folks like মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ who sided with Shahbagh fascist not to be taken seriously because they lack any principal.

-----------------
Comment please...

@Hammer-fist

ফরীদ উদ্দীন মাসঊদ এখন ‘অনুতপ্ত’

ঢাকা: শাহবাগ জাগরণ মঞ্চে একাত্মতা ঘোষণা করায় আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এখন ‘অনুতপ্ত’। শাহবাগের আন্দোলকারীদের মধ্যে ইসলাম সম্পর্কে কটূক্তিকারীও রয়েছে, এমন তথ্য জানান পর তিনি বিভিন্ন জায়গায় নিজের অবস্থান পরিষ্কার করে ‘অনুতপ্ত’ হয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, জামায়াত-বিরোধিতা থেকে তিনি শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ব্লগার রাজীব খুন হওয়ার পর ব্লগে ইসলাম সম্পর্কে কটূক্তির খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তিনি জানতে পারেন, শাহবাগ আন্দোলনকারী ব্লগারদের অনেকেই এর সঙ্গে জড়িত। এ খবর জানার পর তিনি নিজের ঘনিষ্ঠজনদের কাছে তার ‘অনুতপ্ত’ হওয়ার বিষয়টি জানান।

গত বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে হামদ-নাতের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ফরীদ উদ্দীন মাসঊদ ব্লগারদের ইসলামবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে দোয়া করেন, “হে আল্লাহ! যারা ইসলামের নামে ব্লগে কুৎসা রটাচ্ছে, তাদের হেদায়েত দান করুন। আর হেদায়েত কপালে না থাকলে, তাদের ধ্বংস করে দিন।”

ওই অনুষ্ঠানে অংশ নেয়া এবং ফরীদ উদ্দীন মাসঊদের ঘনিষ্ঠ একজন নতুন বার্তাকে জানান, একান্ত আলাপচারিতায় তিনি শাহবাগ আন্দোলন সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ফরীদ উদ্দীন মাসঊদ জানান, তিনি আগে থেকেই জামায়াত ও মওদুদির বিরোধিতা করে আসছেন। সে হিসেবে শাহবাগে যেহেতু আন্দোলনকারীরা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এ জন্য তিনি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। কিন্তু ব্লগারদের ‘কুৎসিত’ কর্মকাণ্ড সম্পর্কে অবগত হওয়ার পর তিনি এই আন্দোলনের সঙ্গে আর নেই। প্রকাশ্যে না বললেও তিনি বিভিন্নভাবে এই আন্দোলনের প্রতি নিজের ‘সমর্থন’ প্রত্যাহারের কথা জানিয়েছেন।

ফরীদ উদ্দীন মাসঊদের ছোট ভাই আরীফ উদ্দীন মারুফ ঢাকা সার্কিট হাউস মসজিদের ইমাম ও খতিব। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক মুসল্লি জানিয়েছেন, তিনিও ভাইয়ের কর্মকাণ্ডে বিব্রত। তবে মাওলানা আরীফও জানান, তার ভাই শাহবাগ আন্দোলনে নিজের একাত্মতা ঘোষণা করে অনুতপ্ত হয়েছেন।

এদিকে, ব্লগারদের ইসলামবিরোধী কর্মকাণ্ডে শুক্রবার সারা দেশের আলেম-ওলামা, ইসলামি দলগুলোর নেতা-কর্মী এবং ধর্মপ্রাণ মুসলমান ফুঁসে উঠেছেন। তাদের অনেকেই ফরীদ উদ্দীন মাসঊদের শাহবাগ আন্দোলনে একাত্মতা ঘোষণায় সমালোচনা করেছেন। একটি ইসলামি দলের একজন শীর্ষ নেতা নতুন বার্তাকে বলেন, “তিনি আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল, সেটা আমরা জানি। তাই বলে তিনি শাহবাগের মতো ইসলামবিদ্বেষী কোনো আন্দোলনে একাত্মতা ঘোষণা করবেন, সেটা মেনে নেয়া যায় না।” ফরীদ উদ্দীন মাসঊদকে প্রকাশ্য ঘোষণা দিয়ে শাহবাগ আন্দোলনের প্রতি নিজের সমর্থন প্রত্যাহারের আহ্বানও জানান ওই ইসলামি নেতা।

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে মোবাইলে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য, জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে চলমান আন্দোলনে গত ১১ ফেব্রুয়ারি সমর্থন জানাতে যান দেশের শীর্ষ আলেম ও বৃহত্তর ঈদের জামাত শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি সেখানে আন্দোলনকারীদের নির্ভয় দিয়ে বলেন, “‘আমি সব মুসলিম ও ওলামায়ে কেরামের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাতে এসেছি। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। হিটলার-নাৎসিপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক।” তিনি আরো বলেন, “হে আল্লাহ, যারা ৭১-এ আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে, তাদের বিচার তুমি করো। বিচারপতিরা জালিম। তারা সঠিক বিচার জানে না। তাদের বিচার আল্লাহ করবেন।”

প্রসঙ্গত, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের অন্যতম শীর্ষ আলেম। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। বরাবরই আওয়ামী লীগের সঙ্গে তার সদ্ভাবের কথা শোনা যায়। আলেমদের মধ্যে তিনি কট্টর জামায়াতবিরোধী হিসেবে পরিচিত। মওদুদি আকিদার (বিশ্বাস) বিরুদ্ধে তিনি সব সময়ই সোচ্চার। রাজধানীর হাজিপাড়ায় তার মাদরাসা। ইসলাহুল মুসলিমীন নামে তার একটি এনজিও রয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গি কানেকশনের অভিযোগে তিনি বেশ কিছুদিন কারাভোগ করেছেন। তার অভিযোগ, জামায়াত ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় ফাঁসায়। এ জন্য তিনি জামায়াতের প্রতি ক্ষীপ্ত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বৃহত্তর ঈদের জামাত শোলাকিয়ার ইমাম হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

???? ?????? ????? ??? ????????? | national | natunbarta.com
 
Last edited by a moderator:
What the situation was inside Tongi Mosque yesterday, one local told me today. During khutba imam showing his stand to destroy the people who attacked Islam, he 1st asked, "How many of you are Awami League supporters?". Some people erected hands. Then he asked them if they would be with him to protest the attack on Islam. They said yes. Next imam asked, "How many of you are BNP supporters?". Again some people erected hands. He asked them the same questions and they said yes. This was the fact yesterday inside the mosques, only religious guys tried to protest to save their religion and our media on a wholesale false propaganda diverted it to Jamat connection, terrorism.
 
the jamatis who started destroying shaheed minar and vandalizing should be arrested and dealt with, accordingly, i have no more support for this **** after seeing how these jamatis are using this protest for themselves. stupid jamat :angry:

Awami media is not mentioning that at many places (e.g Sylhet) Gonojagoron Monchos are situated at Shahid Minars.
 

Latest posts

Back
Top Bottom