@ghost250, আমাকে ট্যাগ করার জন্য ধন্যবাদ ভাই।
আমি তো ব্যক্তিগত ভাবে মনে করি যে ভারত শুধু নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া বাংলাদেশের উপর আর কোন প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে না।
খুব দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা বুঝে বা না বুঝে ভারত কে অনেক বেশি ক্রেডিট দিয়ে ফেলছি। ওই
রাস্তায় হাগার জাত আমাদের সামরিক বাহিনীর কোন কাজ অ্যাপ্রুভ করার কোন ক্ষমতা রাখে না।
ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি যে মিলিটারি ডিপ স্টেটই বাংলাদেশ কে চালায়, হাসিনা জাস্ট তার ফ্রন্ট ফেস এ নিয়ে আমি আর
@Bilal9 ভাই এখানেই অনেক বিস্তারিত আলোচনা করেছি।
আর যেহেতু আওয়ামী লীগের ভারত পন্থী হিসাবে একটা বদনাম আছে সেখানে মন্ত্রী মিনিস্টার দের ক্ষেত্রে অনেক কথাই বলা যায়।
কিন্তু সামরিক বাহিনীকে নিয়ে এমন কথা শুনে বেশ অবাক হয়েছি। সামরিক বাহিনী চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না, যেমন কোন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কে উৎখাত করা, যদি না সেটা লাস্ট রিসর্ট হয়।
এটা করতে গেলে তো সারা পশ্চিমা দুনিয়া বাংলাদেশের উপর অবরোধ আরোপ করবে।
তখন বাংলাদেশ যাবে কোথায়? কাজেই সামরিক বাহিনী এসব সিভিলিয়ান দের ব্যাপারে সরাসরি নাক গলাবে না ( যেমন টা কিছু মানুষ প্রত্যাশা করে)।
পাকিস্তানের ডিপ স্টেট বাংলাদেশের চেয়েও অনেক শক্তিশালী বলেই মনে করি, কিন্তু দেখেন পাকিস্তানে সামনে থেকে কিন্তু সিভিল সরকার চালায়। মিশরে যদিও সেটা হচ্ছে না; সম্ভবত এরিয়াটা বেশি গোলমেলে এই জন্যেই।
কাজেই ভারতের অ্যাপ্রুভ নিয়ে সামরিক বাহিনী কোন কিছু কেনা কাটা করবে এটা ভাবাটা বাস্তবসম্মত না। বিমান কিনতে কেন দেরি হচ্ছে জানি না আমি, তবে আমার মনে হয় স্ট্রাটেজিক ইস্যু। অনেক বড় প্ল্যান নিয়ে বিমান বাহিনী এগুচ্ছে বলেই আমি মনে করি। দেশেই যুদ্ধবিমান তৈরি করার পরিকল্পনার কথাও শুনেছি। কারন এই এলাকায় মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে আমাদের অনেক পথ পার হতে হবে।
বিলাল ভাই আপনাকে সনির্বন্ধ অনুরোধ করছি, বাস্তব সম্মত এই ব্যাপার গুলো একটু গভীর ভাবে ভেবে দেখতে। আমি নিশ্চিত আপনি একটু গভীর ভাবে ভেবে দেখলেই ব্যাপারগুলো বুঝবেন।
সরকারের নানা বাজে কর্মকাণ্ড দেখে আপনি আসলে হতাশ এটা বুঝি আমি। তবে সামরিক বাহিনীর সম্পর্কে এভাবে বলাটা দিন শেষে আমাদের নিজেদের অজান্তেই সার্বভৌমত্বের বিপক্ষেই যাবে। কারন সামরিন বাহিনী সমপুর্ন ভাবে ভারতের প্রভাব থেকে মুক্ত। সেটা না হলে আমরা অনেক আগেই স্বাধীনতা হারাতাম। বাইরের কেউ সাহায্য করত না।
ক্রিমিয়ার ব্যাপার টা দেখেন, কিছু তর্জন গর্জন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কোন মুভমেন্ট কেউ করতে পারে নি, কারন ইউক্রেনের সামরিক শক্তি বেশি নয়।
এখন রাশিয়া আবার ইউক্রেনের সাথে ঝামেলা পাকাচ্ছে। আমেরিকা কি করতে পারবে শুধু দুই চার টা হুংকার দেয়া ছাড়া? কিচ্ছু করতে পারবে না।
আর ভারত রাশিয়ার তুলনায় একেবারেই শিশু, এরা ভাত পায় না, আমাদের সামরিক বাহিনীকে কিভাবে অ্যাপ্রুভ করবে? তাদের সেই সক্ষমতা আছে বলে আমি মনে করি না!
@Bilal9 ভাই।