Finally the news is in alternative media
ঢাকার মাটিতে নতুন অতিথি - ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য HQ-7/FM-90 মিসাইল
লিখেছেন সায়ন ১৭ নভেম্বর ২০১১, রাত ০১:৫৪
<< আগের পোস্ট
পরের পোস্ট >>
ঈদের ছুটিতে ঢাকার ফাঁকা রাস্তায় হটাৎ আবির্ভূত হয় ৪ টি অদ্ভুত যান ! বিশ্বরোড হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকে যায় সেগুলো ! আগে কখনও বাংলার মাটিতে এদের দেখা যায়নি!
বলছিলাম, চীনে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য মিসাইল HQ-7 এর কথা ! যদিও এ সম্পর্কে গণ মাধ্যমে সরকার বা সেনা বাহিনী কখনও কিছু প্রকাশ করেনি !
HQ-7 এর সংযোজন বাংলাদেশের সামরিক বাহিনীতে নতুন যুগের সূচনা করলো ! এর সাহায্যে বাংলাদেশ সামরিক বাহিনী হেলিকপটর ও নিচ দিয়ে যাওয়া বিমান ধ্বংসের সক্ষমতা অর্জন করলো!
আশা করি, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আরও অধিক রেঞ্জ সম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য মিসাইল সংগ্রহ করবে!
চীনকে ধন্যবাদ !
But no picture yet of its in Dhaka