Where from this atheist poke always. There are courts go there. There are laws to protect religions.
Why this dancing and acting on streets. Religious businessmen using innocent and illiterate ppl to attack
government. And your mahmudur is a big traitor, criminal master mind and conspirator.
Here is his Amalnama (life history)
০১. তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার।
০২. বৈবাহিক সূত্রে মুন্নু সিরামিকে ইঞ্জিনিয়ারের চাকুরি করেন।
০৩. আলাদিনের চেরাগ পেলেন- বিএনপি সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হলেন।
০৪. পরে হলেন জ্বালানি উপদেষ্টা।
০৫. জাতীয় সম্পদ কয়লা নামমাত্র দামে টাটা কোম্পানির কাছে বেচতে চাইলেন। ফুলবাড়ি- বড় পুকুরিয়াবাসী প্রতিরোধ করেলন।
০৬. ভুল জ্বালানি নীতির কারণে দেশ জুড়ে জ্বালানি সংকট।
০৭. সেই মহাজাগতিক কোটেশন- "তেল সংকট নিয়ে মিডিয়ার অপপ্রচার রাষ্ট্রবিরোধী"।
০৮. অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি।
০৯. উইকিলিকসে তার বিষয়ে তথ্য প্রকাশ।
১০. উত্তরা কেলেঙ্কারি।
১১. সাংবাদিকতার অভিজ্ঞতা ছড়াই ‘দৈনিক আমার দেশ’-এর পরিচালনা পর্ষদে যোগ দেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ।
১২. ২০১০-এ আদালত অবমাননার কারণে জেলে- আদালত তাকে বলে, ‘চান্স এডিটর’।
১৩. সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি
বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা।
১৪. স্কাইপ কেলেঙ্কারি।
১৫. নিজ কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ।
১৬. গণজাগরণ মঞ্চের কঠোর সমালোচনা।
১৭. ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে নাস্তিকতার নামে তথ্য ছড়ানো।
১৮. অবশেষে গ্রেফতার-রিমান্ড।
এই না হলে বর্ণাঢ্য চরিত্র? বাংলাদেশে কজন আছে এমন নাটকীয়তা পূর্ণ মানুষ? গায়ে একাডেমিক সার্টিফিকেট, জ্বালানি উপদেষ্টার পদের গৌরব, একজন টেকনোক্র্যাট, সুলেখকের আড়ালে তিনি একজন উচ্চাভিলাষী, চতুর ও ধূর্ত প্রকৃতির ব্যক্তি।
And leaders of jamat whom are shouting so much. Kamruzzaman's son who is having fun abroad.
But definitely are to save Islam.
First purify yourselves then tell others. Something like this Hadit is there.