Awami League home minister Mohiuddin Khan Alamgir said he agrees shooting at border, solely by indian BSF, for "self defense". He also mentioned last month during his Delhi visit he agreed with indian minister. On new year day indian BSF killed 4 Bangladeshis. It is important to note BSF kill Bangladeshis are unarmed cattle traders and innocent bystandard, even children inside Bangladeshi territory.
----------------------
সীমান্তে গুলির ব্যাপারে দিল্লির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: সীমান্তে গুলির পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আত্মরক্ষার প্রয়োজনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলি ছোড়ার অনুমতি দেয়ার বিষয়ে নয়া দিল্লির সঙ্গে একমত তিনি।
নতুন বছরের প্রথম দুই দিনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে চার বাংলাদেশির প্রাণ হারানোর পর বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, কেবল আত্মরক্ষার প্রয়োজনে দুই সীমান্ত বাহিনীকে গুলি করার বিষয়ে নীতিগতভাবে মতৈক্য হয়েছে।
গত মাসে ভারতে গিয়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে একমত হয়েছি।
তিনি একইসঙ্গে বলেন, কোনো পক্ষ থেকেই গুলি চালাবে না, যদি না আত্মরক্ষার প্রয়োজন হয়।
বিএসএফের গুলিতে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুজন এবং বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে দুজন নিহত হন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২০১২ সালে ৪৮ জন বাংলাদেশি নিহত হন বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব।
Full report:
???????? ????? ???????? ??????? ????? ???? ????????????????? | ?????? | ??????????
----------------------
সীমান্তে গুলির ব্যাপারে দিল্লির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: সীমান্তে গুলির পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আত্মরক্ষার প্রয়োজনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলি ছোড়ার অনুমতি দেয়ার বিষয়ে নয়া দিল্লির সঙ্গে একমত তিনি।
নতুন বছরের প্রথম দুই দিনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে চার বাংলাদেশির প্রাণ হারানোর পর বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, কেবল আত্মরক্ষার প্রয়োজনে দুই সীমান্ত বাহিনীকে গুলি করার বিষয়ে নীতিগতভাবে মতৈক্য হয়েছে।
গত মাসে ভারতে গিয়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে একমত হয়েছি।
তিনি একইসঙ্গে বলেন, কোনো পক্ষ থেকেই গুলি চালাবে না, যদি না আত্মরক্ষার প্রয়োজন হয়।
বিএসএফের গুলিতে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুজন এবং বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে দুজন নিহত হন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২০১২ সালে ৪৮ জন বাংলাদেশি নিহত হন বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব।
Full report:
???????? ????? ???????? ??????? ????? ???? ????????????????? | ?????? | ??????????