According to latest report, Bikash Kumar Biswas, top terrorist is living in Kolkatta happly ever after. After Bikash was welcomed by india (tacitly) violating its own border, Bikash rented an apartment and his wife joined him in Kolkatta. After reaching Kolkatta, Bikash Kumar Biswas called Kashimpur jail warden (jailer) Subash Kumar Gosh who helped him escape, to confirm his safe arrival in Kolkatta and thanked him. There is one other fact getting clea rby the news, Awami League regime heavy and disproportonate appointment from hindu community in adminstration top positions now (at least part of it)acting against national interest and acting as indian tool.
----------------------------------------
বিকাশ কলকাতায়
ঢাকা: ১৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী বিকাশ জামিনে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন। তিনি এখন কলকাতায় অবস্থান করছেন।
কারাগারের একটি সূত্র নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কলকাতা থেকে টেলিফোন করে বিকাশ তার পৌঁছার বিষয়টি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীন কাশিমপুর পার্ট-২-এর জেলার সুভাষ কুমার ঘোষকে নিশ্চিত করেন। একই সঙ্গে কারাগারে তার সঙ্গে সুসম্পর্ক থাকা কারারক্ষীদেরও বিকাশ টেলিফোনে জানিয়েছেন, পরিবার নিয়ে তিনি কলকাতায় পৌঁছেছেন।
সূত্র জানায়, কারাগারে আটক থাকা অবস্থায় তাকে বিভিন্নভাবে সহযোগিতা করায় বিকাশ টেলিফোন করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে বিকাশের মুক্তির বিষয়ে সংসদীয় কমিটির চাওয়া ব্যাখ্যার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বিকাশ ১৫ বছর ধরে জেলে ছিলেন। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে এমন কোনো যথাযথ অভিযোগ নেই যে তাকে আবার গ্রেফতার করা যায়।’
বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সভাপতি বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সূত্র জানায়, বিকাশের বিরুদ্ধে শত অভিযোগ থাকলেও এবং সরকার চাইলেও এখন আর তাকে গ্রেফতার করা সম্ভব নয়। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর বিকাশ সস্ত্রীক কলকাতায় পাড়ি জমান। সেখানে আপাতত ভাড়াবাড়িতে উঠেছেন বলে ফোনে তার শুভানুধ্যায়ীদের জানিয়েছেন।
এ বিষয়ে জেলার সুভাষ কুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন বার্তা ডটকমকে বলেন, ‘বিকাশ ইন্ডিয়া আছে, না কোথায় আছে, আমি তা জানি না। আমি তো তাকে দাওয়াত করে আনিনি।’ এ কথা বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
????? ??????? | ?????? | ??????????
----------------------------------------
বিকাশ কলকাতায়
ঢাকা: ১৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী বিকাশ জামিনে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন। তিনি এখন কলকাতায় অবস্থান করছেন।
কারাগারের একটি সূত্র নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কলকাতা থেকে টেলিফোন করে বিকাশ তার পৌঁছার বিষয়টি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীন কাশিমপুর পার্ট-২-এর জেলার সুভাষ কুমার ঘোষকে নিশ্চিত করেন। একই সঙ্গে কারাগারে তার সঙ্গে সুসম্পর্ক থাকা কারারক্ষীদেরও বিকাশ টেলিফোনে জানিয়েছেন, পরিবার নিয়ে তিনি কলকাতায় পৌঁছেছেন।
সূত্র জানায়, কারাগারে আটক থাকা অবস্থায় তাকে বিভিন্নভাবে সহযোগিতা করায় বিকাশ টেলিফোন করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে বিকাশের মুক্তির বিষয়ে সংসদীয় কমিটির চাওয়া ব্যাখ্যার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বিকাশ ১৫ বছর ধরে জেলে ছিলেন। তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে এমন কোনো যথাযথ অভিযোগ নেই যে তাকে আবার গ্রেফতার করা যায়।’
বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সভাপতি বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সূত্র জানায়, বিকাশের বিরুদ্ধে শত অভিযোগ থাকলেও এবং সরকার চাইলেও এখন আর তাকে গ্রেফতার করা সম্ভব নয়। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর বিকাশ সস্ত্রীক কলকাতায় পাড়ি জমান। সেখানে আপাতত ভাড়াবাড়িতে উঠেছেন বলে ফোনে তার শুভানুধ্যায়ীদের জানিয়েছেন।
এ বিষয়ে জেলার সুভাষ কুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন বার্তা ডটকমকে বলেন, ‘বিকাশ ইন্ডিয়া আছে, না কোথায় আছে, আমি তা জানি না। আমি তো তাকে দাওয়াত করে আনিনি।’ এ কথা বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
????? ??????? | ?????? | ??????????