No feelings of loss for those who have no use, but helping hand of AL, and burden for the economy.
But still I wish may they get a good return of their good deeds, if they did any, in their hereafter.
.................................................
ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত
টাঙ্গাইল ও ঘাটাইল সংবাদদাতা
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে গতকাল মর্টার শেল বিস্ফোরণে দুইজন সেনাসদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত সেনাসদস্য দুইজন হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ও পারভেজ এবং বিজিবি সদস্যরা হলেনÑ মোহাম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, সেনানিবাসের ফায়ারিং রেঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রশিণ চলছিল। দুপুর ১২টার দিকে একটি মর্টার শেল বিস্ফোরণ হয়। এতে দুইজন সেনাসদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত হন।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আবু হাসনাত জানান, বিজিবির প্রশিণের সময় ৮২ মিলিমিটার মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহত সাতজনকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেনÑ বিজিবির মেজর ফরহাদ, সিপাহি পলাশ, জিন্নত আলী, আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, রিয়াজ, আলতাবুর, আজিজ, জাহিদ, শাহজাহান ও আজহারুল। আহত ও নিহত বিজিবির সদস্যরা দিনাজপুরে অবস্থিত বিজিবির তিন নম্বর সেক্টরে কর্মরত ছিলেন। নিহত সেনাসদস্যরা ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত ছিলেন। খবর পেয়ে বিজিবির মহাপরিচালক, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তি : আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে (ঘাটাইল সেনানিবাসের বাইরে) বুধবার দুপুর ১২টার দিকে মর্টার ফায়ারিংয়ের সময় দুর্ঘটনাবশত মর্টার শেল বিস্ফোরণে সেনাবাহিনীর দুইজন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনজন সদস্য নিহত হন। নিহত দুইজন সেনাসদস্য ফায়ারিং রেঞ্জ রণাবেণের দায়িত্বে ছিলেন। এ সময় একজন অফিসার ও ১০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে এবং গুরুতর আহত সাতজনকে ঢাকা সিএমএইচ-এ স্থানান্তরিত করা হয়েছে।
পারভেজ খানের মাগুরার বাড়িতে শোকের মাতম
মাগুরা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে নিহতদের মধ্যে সেনাবাহিনীর (২০ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার পারভেজ খানের মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম। শহরতলীর পারলা গ্রামের মৃত মো: হাফিজ খানের চার সন্তানের মধ্যে বড় ছেলে ছিলেন পারভেজ।
নিহতের ছোট ভাই তুহিন খান জানান, বেলা ২টার দিকে হঠাৎ করে মোবাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে তার ভাই পারভেজের মৃত্যুর খবর জানানো হয়। বাড়িতে এ খবর পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় করছেন তার বাড়িতে। মঙ্গলবার সর্বশেষ ফোনে কথা হয়েছে ভাইয়ের সাথে তুহিনের।
পারভেজ ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে দক্ষতার সাথে মর্টার কোর্স-৩৬ শেষ করে তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিবারসহ ঢাকা সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। মাত্র তিন মাস আগে রাজেন্দ্রপুর সেনানিবাসে যোগদান করে গতকাল সকালে বিজিবির প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণে সাড়ে ১১টার দিকে মারা গেছেন। বিকেলে সাভার থেকে তার স্ত্রী রেকসোনা বেগম, ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র প্রান্ত এবং নার্সারির ছাত্রী ছোয়াকে মাগুরায় আনা হচ্ছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তবে নিহতের লাশ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরার বাড়িতে পাঠানোর আশ্বাসে পরিবারের সদস্যরা তার লাশ দাফনের জন্য পৌর কবরস্থানে যাবতীয় কার্য সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রীর শোক
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাটাইল সেনানিবাসে প্রশিণকালীন দুর্ঘটনায় দুই সেনা ও তিন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল বাসসকে এ কথা জানান।
প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন।
এরশাদের শোক : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে সেনাবাহিনী ও বিজিবির পাঁচজন সদস্য নিহত হওয়ার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় এরশাদ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বাকরুদ্ধ হয়েছি। দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা শোধ হওয়ার নয়। দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Daily Naya Diganta
Photo: ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত টাঙ্গাইল ও ঘাটাইল সংবাদদাতা টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে গতকাল মর্টার শেল বিস্ফোরণে দুইজন সেনাসদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত সেনাসদস্য দুইজন হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ও পারভেজ এবং বিজিবি সদস্যরা হলেনÑ মোহাম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, সেনানিবাসের ফায়ারিং রেঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রশিণ চলছিল। দুপুর ১২টার দিকে একটি মর্টার শেল বিস্ফোরণ হয়। এতে দুইজন সেনাসদস্য ও তিনজন বিজিবি সদস্য নিহত হন। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আবু হাসনাত জানান, বিজিবির প্রশিণের সময় ৮২ মিলিমিটার মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও তিন বিজিবি সদস্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহত সাতজনকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেনÑ বিজিবির মেজর ফরহাদ, সিপাহি পলাশ, জিন্নত আলী, আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, রিয়াজ, আলতাবুর, আজিজ, জাহিদ, শাহজাহান ও আজহারুল। আহত ও নিহত বিজিবির সদস্যরা দিনাজপুরে অবস্থিত বিজিবির তিন নম্বর সেক্টরে কর্মরত ছিলেন। নিহত সেনাসদস্যরা ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত ছিলেন। খবর পেয়ে বিজিবির মহাপরিচালক, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইএসপিআরের বিজ্ঞপ্তি : আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে (ঘাটাইল সেনানিবাসের বাইরে) বুধবার দুপুর ১২টার দিকে মর্টার ফায়ারিংয়ের সময় দুর্ঘটনাবশত মর্টার শেল বিস্ফোরণে সেনাবাহিনীর দুইজন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনজন সদস্য নিহত হন। নিহত দুইজন সেনাসদস্য ফায়ারিং রেঞ্জ রণাবেণের দায়িত্বে ছিলেন। এ সময় একজন অফিসার ও ১০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে এবং গুরুতর আহত সাতজনকে ঢাকা সিএমএইচ-এ স্থানান্তরিত করা হয়েছে। পারভেজ খানের মাগুরার বাড়িতে শোকের মাতম মাগুরা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে মর্টার শেল বিস্ফোরণে নিহতদের মধ্যে সেনাবাহিনীর (২০ বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার পারভেজ খানের মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম। শহরতলীর পারলা গ্রামের মৃত মো: হাফিজ খানের চার সন্তানের মধ্যে বড় ছেলে ছিলেন পারভেজ। নিহতের ছোট ভাই তুহিন খান জানান, বেলা ২টার দিকে হঠাৎ করে মোবাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে তার ভাই পারভেজের মৃত্যুর খবর জানানো হয়। বাড়িতে এ খবর পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় করছেন তার বাড়িতে। মঙ্গলবার সর্বশেষ ফোনে কথা হয়েছে ভাইয়ের সাথে তুহিনের। পারভেজ ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে দক্ষতার সাথে মর্টার কোর্স-৩৬ শেষ করে তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিবারসহ ঢাকা সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। মাত্র তিন মাস আগে রাজেন্দ্রপুর সেনানিবাসে যোগদান করে গতকাল সকালে বিজিবির প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণে সাড়ে ১১টার দিকে মারা গেছেন। বিকেলে সাভার থেকে তার স্ত্রী রেকসোনা বেগম, ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র প্রান্ত এবং নার্সারির ছাত্রী ছোয়াকে মাগুরায় আনা হচ্ছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তবে নিহতের লাশ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরার বাড়িতে পাঠানোর আশ্বাসে পরিবারের সদস্যরা তার লাশ দাফনের জন্য পৌর কবরস্থানে যাবতীয় কার্য সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর শোক বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাটাইল সেনানিবাসে প্রশিণকালীন দুর্ঘটনায় দুই সেনা ও তিন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গতকাল বাসসকে এ কথা জানান। প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন। এরশাদের শোক : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে সেনাবাহিনী ও বিজিবির পাঁচজন সদস্য নিহত হওয়ার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় এরশাদ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বাকরুদ্ধ হয়েছি। দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা শোধ হওয়ার নয়। দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Daily Naya Diganta