আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড সম্পর্কে সামান্য কয়েকটি প্রশ্ন ছাড়া তেমন কি ছিল?
বিদেশি টাকায় পরিচালিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির ডা. এমএ হাসান ট্রাইব্যুনালে সাক্ষী সরবরাহের ঠিকা পেয়েছেন কিনা? হ্যাঁ, কথাটায় কিছুটা তাচ্ছিল্য তো ছিলই। তাচ্ছিল্য করেই শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ ট্রাইব্যুনালে তার তত্পরতা নিয়ে বহু লোকের নানা অভিযোগ আছে। ‘ছাল নাই কুত্তার বাঘা নাম’ পচা কাঞ্জির মধু নামের মতো না লিখে উপায় কি?
তিনি তার গবেষণায় গর্ব করে বলেছেন, ’৭১-এর ধর্ষিতা নারীর ’৮৮ সালে চিকিত্সা করে নিরাময় করেছেন—কী অবাক কাণ্ড! ১৬-১৭ বছর পর একজন ধর্ষিতার ধর্ষণের চিকিত্সার প্রশ্ন আসে? বাহাদুরি করতে কিছু মানুষ কতই না কারসাজি করে! তেমন হলে তো তার গিনেস বুকে নাম ওঠার কথা। কিন্তু কই ডা. এমএ হাসানের নাম তো গিনেস বুকে দেখা যাচ্ছে না। নিশ্চয় ’৮৮ সালে কারও চিকিত্সা করতেই পারেন, কিন্তু সেটা ’৭১ সালের ধর্ষণের চিকিত্সা হতে পারে না। কথাটা খুব গর্ব করে অনেক লোকজনের সামনে একদিন আমাকেও বলেছিলেন।
তার গবেষণায় দেখা যায়, ‘ভুয়াপুরের ছাব্বিশায় পাকিস্তানিরা পাটক্ষেতে নারী ধর্ষণ করেছে।’ প্রশ্ন করেছিলাম, খবরটা পেলেন কী করে? স্বাধীনতার এত বছর পর বিদেশি টাকায় একটা দোকান খুলে মুক্তিযুদ্ধ নিয়ে এমন তামাশা করতে তাকে কে বলেছে? ছাব্বিশায় একটা বিরাট ধ্বংসযজ্ঞ হয়। হানাদাররা মুহূর্তে বহু বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ৩৭ জন নর-নারীকে হত্যা করে। খবর পেয়ে কদ্দুসনগর থেকে মুক্তিযোদ্ধারা ছুটে গিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লে পালিয়ে লঞ্চে উঠতে গিয়ে পাঁচটা লাশ, তিনটা আহত ফেলে যায়। ভদ্রলোক তো যুদ্ধ দেখেননি, শুনেছেন। উভয় পক্ষের গোলাগুলির সময় কোনো বীর পুরুষ ধর্ষণ করার ক্ষমতা রাখে না। ভদ্রলোক যদি পরীক্ষা করে দেখতে চান একবার আসুন না, আমরা গুলি চালাই তিনি কর্মটি করে পরখ করুন। এই বয়সে এসব লোকের কথার জবাব দিতে ভীষণ বিরক্তি লাগে। শুধু যুদ্ধাপরাধী কেন, মুক্তিযুদ্ধ নিয়ে এসব অতিকথকদেরও বিচার হওয়া উচিত। তা না হলে এরা মুক্তিযুদ্ধের মহিমা ধ্বংস করে দেবে। ছাব্বিশায় হানাদাররা আকস্মিক আক্রমণ করেছিল ১৭ নভেম্বর। নভেম্বর মাসে বাংলাদেশের কোথাও পাটক্ষেত থাকে না। পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশে পাটের মৌসুম জুলাই-আগস্ট-সেপ্টেম্বর।
দু’কলম লিখতে পারলেই যার যেমন ইচ্ছা ইতিহাস বানাবে, তা চলতে পারে না। মুক্তিযুদ্ধের এসব ঠিকাদারদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
????? ?? ?????-?